গ্রামীন এমবি অফার ২০২৩ | Grameen MB Offer

গ্রামীন এমবি অফার ২০২৩ | Grameen MB Offer

আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক কেমন আছেন। আশা করছি আল্লাহর রহমতে ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। তো আমার আজকের পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা গ্রামীন সিম ব্যবহার করে থাকেন। আপনি অবশ্যই গ্রামীন সিমের গ্রাহক। তাইতো আপনি আমার এই পোস্টটি পড়তেছেন। যোগাযোগ ব্যবস্থায় গ্রামীণ সিম বড় ধরনের একটি মাধ্যম। গ্রামীন সিমের নেটওয়ার্ক সবসময় বেশি পরিমাণে পাওয়া যায় এবং কথা বলতে কোন সমস্যা হয় না। ঠিক তেমনি গ্রামীন সিমে ভালো ভালো এমবি অফার পাওয়া যায় এবং এমবির নেটওয়ার্ক সব জায়গায় সব সময় ভালই থাকে। তো গ্রামীন সিমের এমবির পাওয়ার অনেক বেশি থাকে বলেই অনেকে গ্রামীন সিম ব্যবহার করে থাকেন। অফিসিয়ালি বা বিভিন্ন কাজে মানুষজন এমবির স্পিড ভালো পায় বলে গ্রামীন সিম ব্যবহার করে থাকে। আজকে আমি সেই গ্রামীন সিমের বিভিন্ন ইন্টারনেট অফার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আশা করছি আপনারা আমার সম্পূর্ণ আলোচনায় আমার সাথেই থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই। অফারগুলো নিয়ে আমাদের কথা বলা শুরু হয়ে যাক।

গ্রামীন এমবি অফার ২০২৩ | Grameen MB Offer

গ্রামীন সিমের রিচার্জ অফার

৩৫০ এমবি পাবেন 33 টাকায় ৩ দিন মেয়াদে

২ জিবি পাবেন ৫৪ টাকায় তিন দিনের মেয়াদে

তিন জিবি পাবেন ৬৭ টাকায় ৩ দিনের মেয়াদে

১ জিবি পাবেন ৮৯ টাকায় ৭ দিনের মেয়াদে

তিন জিবি পাবেন 108 টাকায় সাত দিনের মেয়াদে

৬ জিবি পাবেন 148 টাকা রিচার্জে সাত দিনের মেয়াদে

১০ জিবি পাবেন ১৯৮ টাকা রিচার্জে সাত দিনের মেয়াদে

দেড় জিবি পাবেন ২৪৭ টাকা রিচার্জে ৩০ দিনের মেয়াদে

তিন জিবি পাবেন ২৮৯ টাকা রিচার্জে ৩০ দিনের মেয়াদে

পাঁচ জিবি পাবেন 399 টাকা রিচার্জে ৩০ দিনের মেয়াদে

১৫ জিবি পাবেন ৬৪৯ টাকা রিচার্জে ৩০ দিনের মেয়াদে

30 জিবি পাবেন ৯৯৮ টাকা রিচার্জে ৩০ দিনের মেয়াদে

৩৩ টাকায় ৩৪০ এমবি

৩৩ টাকার রিচার্জে পাবেন 340 এমবি। অথবা ৩৩ টাকা ব্যালেন্স রেখে যেই কোডটি লিখে ডায়াল করবেন সেই কোডটি হচ্ছে *১২১*৩০৮৩# । এই অফারটির মেয়াদ থাকবে মাত্র তিন দিন।

২ জিবি ইন্টারনেট ৫৪ টাকা

৫৪ টাকা রিচার্জে ২ জিবি প্যাক ক্রয় করতে পারবেন। অথবা যে কোডটি লিখে ডায়াল করবেন সেই কোডটি হচ্ছে *১২১*৩২৪২#।

৩ জিবি ইন্টারনেট ৬৭ টাকা

তিন জিবি ইন্টারনেট নিতে পারবেন ৬৭ টাকা রিচার্জে। অথবা ব্যালেন্সে ৬৭ টাকা রেখে ডায়াল করুন *১২১*১*৪#। মেয়াদ থাকবে মাত্র তিন দিন।

১ জিবি ৮৯ টাকা

এক জিবি নিতে পারবেন ৮৯ টাকা রিচার্জে। অথবা ব্যালেন্সে ৮৯ টাকা রেখে ডায়াল করতে পারেন *১২১*৩০৫৬#। মেয়াদ ৭ দিন। ইন্টারনেটের ব্যালেন্স জানতে ডায়াল করুন *১২১*১*৪#।

৩ জিবি ইন্টারনেট ১০৮ টাকা

তিন জিবি ইন্টারনেট পাবেন 108 টাকা রিচার্জে। অথবা যেই করতে লিখে ডায়াল করুন সেই কোডটি হচ্ছে *১২১*১*৪#। এমবির মেয়াদ থাকবে মাত্র ৭ দিন। ব্যালেন্স চেক করতে ডায়াল করুন- স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার ফোর হ্যাস।

৬ জিবি ইন্টারনেট ১৪৮ টাকা

৬ জিবি ইন্টারনেট নিতে রিচার্জ করুন ১৪৮ টাকা। অথবা ডায়াল করুন *১২১*৩২৬২#। ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *১২১*১*৪#। মেয়াদ ৭ দিন।

১০ জিবি ইন্টারনেট ১৯৮ টাকা

১০ জিবি ইন্টারনেট ৭ দিনের মেয়াদে পেতে রিচার্জ করুন ১৯৮ টাকা। অথবা ডায়াল করুন *১২১*৩১৩৩#। ব্যালেন্স জানতে ডায়াল করুন *১২১১*৪#। মেয়াদ ৭ দিন।

৩  জিবি ইন্টারনেট ২৮৯ টাকা

তিন জিবি ইন্টারনেট প্যাকেজ কিনতে হলে সরাসরি রিচার্জ করুন ২৮৯ টাকা। অথবা যেই কোড লিখে ডায়াল করবেন সেই কোডটি হচ্ছে *১২১*১৪#। যার মেয়াদ থাকবে মাত্র ৭ দিন।

৫ জিবি ইন্টারনেট ৩৯৯ টাকা

পাঁচ জিবি ইন্টারনেট কিনতে রিসার্চ করুন ৩৯৯ টাকা। অথবা ডায়াল করুন *১২১*৩৩৯২#। ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল করুন *১২১*১*৪#।

১৫ জিবি ইন্টারনেট ৬৪৯ টাকা

১৫ জিবি ইন্টারনেট ক্রয় করতে রিচার্জ করুন ৬৪৯ টাকা। অথবা ডায়াল করুন *১২১*৩৩৯৩#।

৩০ জিবি ইন্টারনেট ৯৯৮ টাকা

৩০ জিবি ইন্টারনেট ক্রয় করতে রিসার্চ করুন ৯৯৮ টাকা অথবা ডায়াল করুন *১২১*৩৩৯৪#।

১ জিবি ইন্টারনেট ১৭ টাকা

১৭ টাকায় ১ জিবি ইন্টারনেট নিতে ডায়াল করুন *১২১*১১১১#। এটি নতুন সিমের ক্ষেত্রে প্রযোজ্য নয়। প্রতি মাসে একবার করে সর্বমোট নয়বার এই অফারটি নিতে পারবেন।

১৭ টাকায় ২ জিবি

১৭ টাকায় ২ জিবি ইন্টারনেট ৩০ দিনের জন্য নিতে ডায়াল করুন *৫০২০*২২১১#। এটা মোটামুটি সকল সিমের ক্ষেত্রে প্রযোজ্য। এটা সাধারণত দুইবার নেওয়া যায়।

জিপি বন্ধ সিমের অফার

১৮ টাকায় ১ জিবি পাবেন। এই অফারটি শুধুমাত্র বন্ধ সিমের গ্রাহকদের জন্য প্রযোজ্য। অফারটি যখন থাকবে তখন আপনি সিম চালু করার পরেই আপনাকে মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে। অফারটির জন্য ডায়াল করতে হবে *১২১*৫০৮০#। অফারটির মেয়াদ থাকবে সাত দিন। 

৫ টাকায় ১ জিবি পাবেন। তবে এর জন্য কিছু সত্তা বলে রয়েছে। যেসব সিম গ্রাহকরা ১৫০ কিভি এর নিচে এমবি ব্যবহার করেছেন তারা এই অফারটি খুব সহজেই পাবেন। আপনি এই অফার গ্রাহক হয়ে থাকলে অবশ্যই আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। অফারটি পেতে যে কোড লিখে ডায়াল করবেন সেই কোডটি হল *৫০০*৪৫#। অফারটির মেয়াদ থাকবে মাত্র ৭ দিন।

গ্রামীণফোনের ৯ টাকায় পাবেন ১ জিবি। এর জন্য আপনাকে যে করতে লিখে ডায়াল করতে হবে তা হল স্টার ফাইভ, ডাবল জিরো, স্টার, নাইন, ওয়ান, হ্যাস। অফারটির মেয়াদ থাকবে শুধুমাত্র ৩০ দিন। 

১০০ টাকায় ১০ জিবি ইন্টারনেট পাবেন। এটি নির্দিষ্ট কিছু গ্রাহকদের জন্য প্রযোজ্য। অফারটির গ্রাহক আপনি হলে আপনাকে মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে আর অফারটির মেয়াদ থাকবে মাত্র ৩০ দিন।

শেষকথা

তো এই হলো গ্রামীণফোনের বিভিন্ন আকর্ষণীয় দুর্দান্ত অফার। এই অফার গুলো থেকে আপনি আপনার পছন্দের অফারটি বেছে নিতে পারবেন। আশা করছি আপনার পছন্দের অফারটি খুব সহজেই এখান থেকে পেয়ে যাবেন। অফার গুলো তারা আপনার অবশ্যই উপকার হবে এবং আপনারা অল্প খরচে বেশি পরিমাণে এমবি ব্যবহার করতে পারবেন। তো আজকের ব্লগ পোস্ট এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন ব্লগে। এভাবে সব সময় আমাদের পাশে থাকবেন। আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।


আরো জানুন:

রবি সিমের এমবি দেখে কিভাবে










একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন