গুগল বার্ড | চ্যাট জিপিটি | বার্ডের কাজগুলো সম্পর্কে জানুন

 গুগল বার্ড | চ্যাট জিপিটি | বার্ডের কাজগুলো সম্পর্কে জানুন


সম্মানিত পাঠকগণ, আসসালামু আলাইকুম। যাদের প্রযুক্তি সম্পর্কে কৌতূহল রয়েছে এবং প্রযুক্তি সম্পর্কে জানতে আপনারা খুবই আগ্রহী তাদের জন্য আজকের আর্টিকেল খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি প্রযুক্তির আপডেট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকের আলোচনার মাধ্যমে আপনারা খুব সহজেই জানতে পারবেন Google বার্ড কি, চ্যাট জিপিটি কি, Google বার্ড কিভাবে কাজ করে, বার্ড মানে কি, Google বার্ড এবং চ্যাট জিপিটি এর মধ্যে পার্থক্য, গুগল বার্ডের অসুবিধা, ল্যাম্ডা কি, Google বার্ড ও চ্যাট জিপিটি এর মাধ্যমে মানুষ কি কর্মসংস্থান হারাবে, কোন ধরনের কাজগুলো মানুষের কাছ থেকে কেড়ে নেবে Google বার্ড ও চ্যাট জিপিটি, Google বার্ড এর জন্য মানুষ কিভাবে প্রতারিত হবে ইত্যাদি সম্পর্কে। তাহলে বুঝতেই পারছেন আজকের আর্টিকেলটি খুবই গুরুত্বপূর্ণ। তাই সবাই ধৈর্য ধরে মনোযোগ সহকারে পুরো আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন।

গুগল বার্ড | চ্যাট জিপিটি | বার্ডের কাজগুলো সম্পর্কে জানুন


বর্তমান প্রযুক্তির জগতে নতুন নতুন আবিষ্কারের কোন শেষ নেই। একের পর এক নতুন নতুন জিনিস আবিষ্কৃত হচ্ছে। বর্তমানে Google বার্ড আবিষ্কৃত হয়েছে। যা চ্যাট-জিপিটি এর প্রতিদ্বন্দ্বী হিসেবে। Google বার্ড এর কারণে অনেক কঠিন কাজে খুব সহজেই সম্পন্ন করা সম্ভব হবে।


Google বার্ড ও চ্যাট জিপিটি: Google বার্ড এবং  চ্যাট জিপিটি নিয়ে আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব। আমরা অনেকেই Google বার্ড এর সাথে পরিচিত না কিন্তু চ্যাট জিপিটি এর সাথে বেশ পরিচিত। চ্যাট জিপিটি এর মতই গুগল  বার্ড চালু করেছেন। আমরা আশা করছি যে চ্যাট জিপিটি এর তুলনায় গুগল বার্ড আরো অনেক রকম সুযোগ-সুবিধা দিবে। আজকের আমাদের এই  আর্টিকেলে মূলত গুগল বার্ড এবং চ্যাট জিপিটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আপনি যদি এই সংক্রান্ত তথ্য গুলো জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আজকের এই আর্টিকেল আপনার জন্য।


গুগল বার্ড কি


Google বার্ড হলো এক ধরনের চ্যাট বোর্ড যেটি গুগলের  ডায়ালগ অ্যাপ্লিকেশন গুলোর উপর ভিত্তি করে  তৈরি করা হয়েছে। এই প্রযুক্তিতে তারা কৃত্রিম বুদ্ধিমত্তা সেট করেছে যা ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকবে। আর সংযুক্ত থাকা অবস্থায় যে  বা যারা ব্যবহার করবে তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবে গুগল বার্ড। কোন কোন প্রশ্নগুলোর উত্তর গুগল বার্ড কেমন ধরনের দিয়ে থাকবে কেমন দিবে তা সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি।


চ্যাট জিপিটি


২০২২ সালের নভেম্বর মাসে ওপেন এ আই এর  চ্যাট জিপিটি উন্মুক্ত হওয়ার সাথে সাথে google তাদের বাজার ধরে রাখার জন্য  আরো জোরদার ভাবে কাজ আরম্ভ করে। চ্যাট  জিপিটি এর পরিপ্রেক্ষিতে Google 6 ফেব্রুয়ারি ২০২৩ এ Google বার্ড পরিচালনা করেন।  গুগল বার্ড মূলত গুগল  ল্যামডা দ্বারা  পরিচালিত।


চ্যাট জিপিটি এর মাধ্যমে অনেকেই অনেক ধরনের কাজের সহযোগিতা পেয়ে গেছে ইতিমধ্যে। আমরা ও জানি চ্যাট জিপিটি কিভাবে ব্যবহার করতে হয়। চ্যাট  জিপিটিতে লগইন করে আমরা বিভিন্ন প্রশ্ন করে সেখান থেকে উত্তর পেতে পারি। চ্যাট ডিপিটির অনেক ভ্যালু দেখে গুগল তাদের বাজার মূল্য ধরে রাখার জন্য গুগল বার্ড অপশনটি চালু করেন।


Google বার্ড কিভাবে কাজ করে

বর্তমান সময়ে Google বার্ড ব্যবহার  করা যাচ্ছে। আপনারা এখন খুব সহজেই Google বার্ড ব্যবহার করতে পারবেন। কিন্তু পূর্বেই সকল দেশ থেকে Google বার্ড ব্যবহার করার অনুমতি ছিল না। কিছু সময় পরীক্ষা-নিরীক্ষা চালানোর পরে বর্তমানে সকল দেশ থেকে Google বার্ড ব্যবহার করা হচ্ছে।


চ্যাট জিপিটি এর মত করেই আপনি বিভিন্ন  প্রশ্ন গুগল বার্ড কে করতে পারবেন। তারপরে সেই প্রশ্ন সেন্ড করার সাথে সাথে তারা আপনাকে রিপ্লাই দেবে। এভাবে মূলত গুগল বার্ড ব্যবহার করতে হবে।


আপনি যে মেসেজটি সেন্ড করবেন তা নিচে চ্যাট বক্স এর মত অপশন দেখতে পাবেন সেখান থেকে আপনি আপনার প্রশ্ন দিয়ে সেন্ড করতে পারেন। তাহলে আপনার প্রশ্ন অনুযায়ী  Google বার্ড উত্তর দিয়ে দিবে।


 বার্ড  মানে কি


 বার্ড  এক ধরনের গল্পকথক  এটি  মানুষকে বিভিন্ন ধরনের  তথ্য পৌঁছে দেয়। এটি বিজ্ঞানের সাথে সম্পর্কিত হোক অথবা ভূগোল অথবা ইতিহাসের সাথে সম্পর্কিত হোক না কেন এই সকল জিনিসগুলো। এর সাথে মিউজিক যোগ করা যায় যে কারণে এর নামকরণ করা হয়েছে Google এ আই বার্ড।


গুগল বার্ড | চ্যাট জিপিটি | বার্ডের কাজগুলো সম্পর্কে জানুন


 Google বার্ড এবং চ্যাট জিপিটি এর মধ্যে পার্থক্য


আমরা জানি যে Google বার্ড এবং চ্যাট জিপিটি উভয়ই এআই প্রযুক্তিতে কাজ করে থাকেন। তবুও এই দুটির মধ্যে বেশ কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। যে সকল পার্থক্যগুলো লক্ষ্য করা যায় তা নিম্নে উল্লেখ করা হলো।

  •  চ্যাট জিপিটি থেকে Google বার্ড অনেক বেশি  দ্রুত কাজ করে এবং প্রশ্ন অনুযায়ী সঠিক তথ্য দিয়ে থাকে। যদিও চ্যাট  জিপিটি সঠিক তথ্য দেয় তবুও গুগল বার্ড এর থেকেও বেশি উত্তম।

  •  চ্যাট জিপিটি এবং গুগল বার্ড এর মধ্যে ফাংশনগত দিক থেকেও পরিবর্তন রয়েছে।

  •  Google বার্ডে আপনি যতটা সহজে সঠিক ইনফরমেশন গুলো পাবেন তার চ্যাট জিপিটি এর তুলনায় অনেক ভালো।

  •  চ্যাট জিপিটিতে যে  ক্রিয়েটিভিটি দেখা যায় তার থেকে অনেক ভালো ক্রিয়েটিভিটি দেখতে পাওয়া যাবে Google বার্ডে।


চ্যাট জিপিটি এবং গুগল বার্ড এর মধ্যে আরও অন্যান্য পার্থক্য রয়েছে। আপনারা যদি এ সংক্রান্ত তথ্য জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন।


 Google বার্ড এর অসুবিধা


আমরা অন্যান্য দিক থেকে গুগল  বার্ড এর বেশি সুবিধা দেখতে পারলেও কিছু কিছু দিক দিয়ে অসুবিধা ও দেখতে পাওয়া যায়। চলুন জেনে আসি কোন কোন দিক দিয়ে চ্যাট জিপিটি এর চেয়ে গুগল বার্ড সামান্য পরিমাণ হলেও ব্যবহার করা অসুবিধা।

  •  প্রথমত জিপিটিতে আপনি বাংলা প্রশ্ন করতে পারবেন। কিন্তু Google বার্ডে বাংলা  প্রশ্ন করা সম্ভব না। হয়তো এটা সবার ক্ষেত্রে অসুবিধা না তবে আমাদের ক্ষেত্রে কিছুটা হলেও অসুবিধা।

  • চ্যাট জিপিটিতে আমরা বাংলা প্রশ্ন করে উত্তর পেতে পারি কিন্তু Google বার্ডে বাংলা প্রশ্ন করা সম্ভব না এবং উত্তর পাওয়া ও সম্ভব না।


 ল্যাম্ডা কি


ল্যামডা হচ্ছে এমন এক ধরনের ল্যাঙ্গুয়েজ এপ্লিকেশন যা Google বার্থডে ব্যবহার করা হয়েছে। এটি মানুষের কণ্ঠস্বর শুনে বা প্রশ্ন অনুযায়ী প্রশ্নোত্তর বা সাড়া দিতে পারে। এর অর্থ হল যখন কোন ব্যক্তি এর সামনে কথা বলবে তখন তার কথা অনুযায়ী প্রতিক্রিয়া জানাতে পারবে।


Google বার্ড এবং চ্যাট জিপিটি এর কারণে মানুষ কি কর্মসংস্থান হারাবে


ধারণা করা হচ্ছে গুগল বার্ড এবং চ্যাট  জিপিটি এর কারণে বিপুল সংখ্যক মানুষ কর্মসংস্থান হারাবে। তবে কোন পদ্ধতিতে কেমন ভাবে এই বিপুলসংখ্যক মানুষ কর্মসংস্থান হারাবে তা সম্পর্কে এখনো বিস্তারিত জানানো সম্ভব নয়।

Try

কোন ধরনের কাজ গুলো মানুষের কাছ থেকে কেড়ে নেবে  চ্যাট জিপিটি বা গুগল বার্ড


Google বার্ড এবং চ্যাট জিপিটি এর কারণে যে সকল মানুষরা কর্মসংস্থান হারাবে তার মধ্যে কনটেন্ট  রাইটাররা বিশেষভাবে উল্লেখযোগ্য। যারা কন্টেন্ট লিখেন বা আর্টিকেল লিখেন তাদের বেশ সময় এর অপচয় হয়। কিন্তু বর্তমান সময়ের  চ্যাট জিপিটি বা গুগল বার্ড খুব সহজেই খুবই অল্প সময়ে লিখে দিচ্ছেন।


আবার একটি আর্টিকেল লিখে নিতে হলে যেখানে খরচ হতো ৫০০ টাকা  chat জিপিটি এর মাধ্যমে  আপনি নিজেও আর্টিকেল লিখতে পারবেন অথবা অন্য কারো থেকে কম টাকায় লেখায় নিতে পারবেন। এখানে ও কর্মসংস্থান হারাবে রাইটাররা। এভাবেই গুগল বার্ড এবং  চ্যাট জিপিটি এর মাধ্যমে মানুষ কর্মসংস্থান হারাতে পারে। 

তবে যারা আর্টিকেল লিখতে লিখতে খুবই দক্ষ হয়ে গেছেন তাদের জন্য কোন সমস্যা নেই। কারণ আপনার দক্ষতা কখনো আপনাকে পিছনে ঠেলে দিবে না। আপনি আপনার দক্ষতার ভিত্তিতে ইউনিক, সঠিক এবং গ্রহণযোগ্য আর্টিকেল লিখতে পারবেন। সুতরাং আপনার কর্মসংস্থানের কোন ঘাটতি হবে না। আপনি যদি শক্তিশালী আর্টিকেল লিখে দিতে পারেন তাহলে সবাই আপনার কাছ থেকে আর্টিকেল নিবে। আর যারা এআই দিয়ে আর্টিকেল লিখেন, তাদের কাছ থেকে সাধারণত কেউ আর্টিকেল নিবে না। কারণ এই আই দিয়ে লেখা আর্টিকেলগুলো অতো ভালো হয় না এবং ইউনিক হয় না। একই কথা বারবার ঘুরিয়ে পেঁচিয়ে লেখা হয়। তাহলে তো একই আর্টিকেল বারবার হয়ে গেল, যেটা গুগলের কাছে কখনোই গ্রহণযোগ্য নয়।


গুগল বার্ড এর জন্য মানুষ কিভাবে প্রভাবিত হবে


অনেকে ধারণা করছেন Google বার্ড এর কারনে অনেকেই কর্মসংস্থান হারাবেন। কিন্তু তার সাথে এটাও সত্য যে মেশিন কখনোই মানুষের মতো ক্রিয়েটিভিটি দেখাতে পারেনা। সেক্ষেত্রে খুব একটি বেশি পরিবর্তন করতে পারবেন না Google বার্ড। সেজন্য আমরা আশা করি যে Google বার্ড বা চ্যাট জিপিটি বিপুল পরিবর্তন কখনো ঘটাতে পারবে না।


শেষ কথা

প্রিয় পাঠকগন, আমাদের আজকের আলোচনা থেকে আপনারা খুব সহজেই Google বার্ড কি, চ্যাট জিপিটি কি, Google বার্ড কিভাবে কাজ করে, বার্ড মানে কি, Google বার্ড এবং চ্যাট জিপিটি এর মধ্যে পার্থক্য, গুগল বার্ডের অসুবিধা, ল্যাম্ডা কি, Google বার্ড ও চ্যাট জিপিটি এর মাধ্যমে মানুষ কি কর্মসংস্থান হারাবে, কোন ধরনের কাজগুলো মানুষের কাছ থেকে কেড়ে নেবে Google বার্ড ও চ্যাট জিপিটি, Google বার্ড এর জন্য মানুষ কিভাবে প্রতারিত হবে ইত্যাদি সম্পর্কে জানতে পেরেছেন। এই সম্পর্কে যদি আপনাদের আরো কিছু জানার প্রয়োজন পড়ে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা উপরোক্ত ট্রফিকস নিয়ে আরো কিছু উল্লেখ করবো আপনাদের সামনে। আজকের আর্টিকেলের এখানেই সমাপ্তি ঘোষনা করছি। সবাই ভাল থাকবেন ও সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।


আরো জানুন:

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন