অনলাইনে ট্রেনের টিকেট | ট্রেনের টিকিট কাটার নিয়ম | Train Ticket
আসসালামু আলাইকুম। সম্মানিত বন্ধুগন কেমন আছেন? আজকের আর্টিকেলটি বিশেষ করে তাদের জন্য যারা ট্রেনে যাতায়াত করে থাকেন। আজকে আমি ট্রেনের বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ ট্রফিকস এর মাধ্যমে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা যেহেতু দূর দুরান্তে যাতায়াত করে থাকেন তাহলে অবশ্যই ট্রেনের টিকেট আপনাদেরকে কাটতে হয়। আমার অনেকের বাড়িতে যাওয়ার মাধ্যমে হচ্ছে ট্রেন। তো তাদেরকে তো সবসময়ই বাড়িতে আসা যাওয়ার জন্য ট্রেনের টিকেট কাটতে হয়। তো অনেকেই আছেন কাজকর্মের ব্যস্ততার কারণে কাউন্টারে গিয়ে টিকেট কাটার সময় পাচ্ছেন না। যেদিন ট্রেনে যাবেন অথবা তার আগের দিন অথবা তার অল্প কয়েকদিন আগে যদি আপনারা ট্রেনের কাউন্টারে যান তখন আপনারা টিকেট কাটতে পারেন না। কারণ ট্রেনের টিকেট আগেই শেষ হয়ে যায়।
তো এখন থেকে আপনাদেরকে আর কষ্ট করে ট্রেন কাউন্টারে গিয়ে টিকিট কাটতে হবে না। আর আপনাদেরকে কাউন্টারের সামনে সিরিয়াল দিয়ে আপনাদের মূল্যবান সময় অপচয় করে কাউন্টারে টিকিট কাটার জন্য অপেক্ষা করতে হবে না। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা অনলাইনে কিভাবে ট্রেনের টিকেট কাটতে পারবেন। তো চলুন ট্রেনের টিকেট কাটার নিয়ম সম্পর্কে আমাদের আজকের আলোচনা শুরু করি।
অনলাইনে ট্রেনের টিকেট
তো টিকেট সরাসরি গিয়ে কাটা ঝামেলা পূর্ণ। তাই অনেকেই ঝামেলা করতে চান না। খুব সহজ পন্থায় ঘরে বসে ট্রেনের টিকেট কাটা যায় অনলাইনের মাধ্যমে। টিকিট কাটার মাধ্যমে আপনারা খুব সহজে সিট বুকিং করতে পারেন। মুহূর্তের মধ্যে টিকেট কাটতে পারেন। এই অনলাইনে টিকেট কাটার মাধ্যমটি সবার কাছে খুবই ভালো লেগেছে। সরাসরি টিকেট কাটার চাইতে, অনলাইনে টিকেট কাটা খুব চমৎকার এবং সহজপন্থাও বটে। আর আপনারা খুব সহজে এভাবে অনলাইনে টিকিট কেটে আপনাদের পছন্দমত সীট পেয়ে যাবেন। অনলাইনে কিভাবে ট্রেনের টিকেট কাটতে হয় সেই নিয়মটি অনেকেই জানেন না। আজকে অনলাইনে ট্রেনের টিকেট কাটার নিয়ম সম্পর্কে আপনারা সম্পূর্ণ ধারণা অর্জন করতে পারবেন।
ট্রেনের টিকেট কাটার নিয়ম
ট্রেনের টিকেট আপনি মোবাইল ফোনেও কাটতে পারবেন অথবা কম্পিউটার দিয়ে কাটতে পারবেন। উভয়টির ক্ষেত্রে নিয়ম কিন্তু একই। তো আমি এখন মোবাইল দিয়ে ট্রেনের টিকেট কাটার নিয়ম দেখাচ্ছি।
ধাপ-১
ট্রেনের টিকেট কাটার জন্য প্রথমে আপনার স্মার্টফোনটি হাতে নিবেন। এরপর যেকোন একটি ব্রাউজারে চলে যাবেন। মনে করেন আপনি ক্রোম বাজারে চলে গেলেন। এরপর ক্রোম ব্রাউজারের সার্চ বক্সে গিয়ে আপনি লিখবেন Bangladesh Railway Ticket। এরপর বাংলাদেশ রেলওয়ে এর টিকেটের একটি অফিসিয়াল ওয়েবসাইট প্রথমে চলে আসবে। আপনি সেই ওয়েবসাইটের উপর ক্লিক করে দিবেন। তারপর নিচের স্ক্রিনশট এর মত এমন একটি পেজ চলে আসবে।
আপনার যদি এই ওয়েবসাইটে একাউন্ট করা থাকে, তাহলে আপনি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিবেন। আর যদি একাউন্ট করা না থাকে তাহলে উপরের ডান পাশে তিনটি লাইন আছে, এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করলে Register নামক একটি অপশন চলে আসবে। তো সেই অপশনে ক্লিক করে দিবেন। সেখানে একটি ফরম চলে আসবে বক্স সহ। বক্সে যা চাইবে তা ঝটপট বসিয়ে দিবেন। তারপর নিচে আই এম নট এ রোবট এই অপশনের বাম পাশে খালি বক্সে ক্লিক করে টিক মার্ক করে দিবেন। তারপর নিচে Verify এই অপশনে একটি ক্লিক করে দেবেন।
ধাপ- ২
এরপর আপনার কাছে নিচের স্ক্রিনশটের মত এই ফরমটি চলে আসবে। এখানে আপনি কোন জায়গা থেকে যাবেন কোন জায়গায় গিয়ে উঠবেন, আপনারা যাওয়ার তারিখটি কত তা জানতে চাইবে। আপনি সেগুলো বক্সের মধ্যে লিখে Search Trains এই অপশন এ ক্লিক করে দিবেন। তারপর আপনার কাছে কতগুলো ট্রেনের নাম দেখাবে এবং ট্রেনের ডান পাশে এরো চিহ্নতে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাবেন ট্রেনগুলোর নাম চলে আসবে এবং কোন ট্রেনটি কখন ছাড়বে এবং আপনার ট্রেন ভাড়া সর্বমোট কত সেটা উল্লেখ করা থাকবে।
তো সেখানে আপনি যে চেয়ারটি সিলেক্ট করে দিয়েছেন সে চেয়ারের নিচে ছোট্ট করে বুক নাও অপশন সিলেক্ট করা থাকবে। আপনি সেই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন।
ধাপ-৩
তো সেখানে আপনি দেখতে পারবেন একটি অপশন আছে Select Coach. এখানে ক্লিক করলে আপনি কোন বগিতে কতটা সিট আছে তা দেখতে পারবেন।
সেখানে কতটি চেয়ার আছে এবং কোন চেয়ার গুলো খালি আছে আর কোন চেয়ারগুলো ফাঁকা আছে তাও উল্লেখ করা থাকবে। খালি চেয়ার গুলো ফাঁকা মানে সাদা রং দ্বারা উল্লেখ করা থাকবে আর ভরা চেয়ার গুলো একটি কালারিং রং দ্বারা উল্লেখ করা থাকবে। আর সেখানে আপনার পথ ভাড়া কত সেটা উল্লেখ করা থাকে। আপনি সেখান থেকে কোন বগিত যেতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দেবেন।যেমন আপনি চ বগিতে যাবেন, তো সেটা সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে যে চেয়ারটি ভালো লাগে আপনি সেই চেয়ারে ক্লিক করে দিবেন। দেখবেন ক্লিক করার সাথে সাথে আপনার সেই সিট মানে চেয়ারটিও কালারিং হয়ে গেছে।
এরপর আরো নিচে গেলে দেখবেন যে, লেখা আছে Continue Purchase. এই অপশনে আপনারা ক্লিক করে দিবেন।
ধাপ-৪
এরপর আপনাকে অপর একটিভ পেজে নিয়ে আসা হবে এবং সেখানে আপনি যা যা ডকুমেন্টস দিয়েছেন তা উল্লেখ করা থাকবে। আপনার সর্বমোট টাকার পরিমাণে উল্লেখ করা থাকবে এবং সেখানে আরও ২০ টাকা সার্ভিস চার্জ যোগ করা থাকবে। এরপর আপনি পেজটিকে স্ক্রল করে আস্তে আস্তে নিচে যাবেন এবং সেখানে বিকাশ, নগদ, রকেট সহ পেমেন্ট অপশন গুলো উল্লেখ করা থাকবে। তো যেমন মনে করেন আপনি নগদের অপশনে ক্লিক করে দিবেন।
তারপর নিচে Proceed Payment নামক অপশনটিতে ক্লিক করে দেবেন। সেখান থেকে আপনাকে অন্য একটি পেজে নিয়ে যাওয়া হবে।
ধাপ-৫
তারপর নগদে পেমেন্ট করার একটি পেজে আপনাকে নিয়ে আসা হবে। সেখানে আপনার নগদ নাম্বারটি দিয়ে দিবেন। তারপর নিচে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। এরপর একটি খালি বক্স চলে আসবে এবং আপনার নাম্বারে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। সেই কোডটি খালি বক্সে বসিয়ে দিবেন। তারপর কনফার্ম অপশনে ক্লিক করে দিলে আপনার বিকাশের পিন কোড চাইবে। সেই পিন কোড দিয়ে আপনি কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। আপনার নগদ একাউন্টে যদি কাঙ্খিত টাকা থাকে তাহলে টিকেটের টাকাটি কেটে নেওয়া হবে এবং আপনাকে একটি মেসেজ দিয়ে দেওয়া হবে আপনার পেমেন্ট কমপ্লিট হওয়ার।
ধাপ-৬
তারপর পেমেন্ট করার পরবর্তী পনের মিনিট পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। পেমেন্ট করার দু এক মিনিটের মধ্যে অথবা পেমেন্ট করার সর্বোচ্চ ১৫ মিনিটের মধ্যে তারা আপনার টিকেটটি আপনার একাউন্টে পাঠিয়ে দেবে। আপনি পেজটাকে রিফ্রেস করবেন। দেখবেন আপনার টিকিট চলে এসেছে। টিকেট আসার পরে আপনি দেখতে পারবেন আপনার বাংলাদেশ রেলওয়ে টিকিটের পেজটিতে "Print Your Ticket Now" এই অপশনে ক্লিক করে আপনি আপনার টিকেটটি প্রিন্ট করে নিতে পারবেন অথবা সেভ করে নিতে পারবেন আপনার মোবাইল ফোনে। আবার আপনি একাউন্ট করার সময় যে জিমেইলটি দিয়েছেন সেই জিমেইলেও তারা আপনার টিকেট পাঠিয়ে দিবে।
শেষ কথা
তো বন্ধুগণ আশা করছি এইভাবে আপনারা খুব সহজেই অনলাইনে ট্রেনের টিকেট কাটতে পারবেন। এই টিকেট সাথে করে নিয়ে আপনারা ট্রেনে ভ্রমণ করতে পারবেন। আশা করছি আজকের আর্টিকেল থেকে আপনাদের কিছুটা হলেও উপকার সাধন হয়েছে। আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর এই ধরনের আর্টিকেল সবসময় পেতে হলে আমাদের ওয়েবসাইটে সর্বদা চোখ রাখবেন। কারো কিছু জানার বাকি থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের আর্টিকেলটি এখানেই শেষ করছি। সবার সুস্থতা ও মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম।
আরো জানুন: