ইমুর নতুন চমক | New Features of Imo

ইমুর নতুন চমক || New Features of Imo

আসসালামু আলাইকুম। প্রিয় পাঠকগণ কেমন আছেন? চলে আসলাম নতুন একটি আর্টিকেল নিয়ে। আজকের আর্টিকেলটা খুবই চমৎকার হতে যাচ্ছে। আজকে আমি সোশ্যাল মিডিয়া তথা ইমুর একটি চমৎকার সেটিংস আপনাদেরকে দেখিয়ে দেব।

ইমু

টাচ ফোন ব্যবহার করেন অথচ imo একাউন্ট ব্যবহার করে না এমন লোকের সংখ্যা খুবই কম। আমাদের দৈনন্দিন জীবনে ইমু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কম-বেশি অধিকাংশ লোকই ইমু একাউন্ট ব্যবহার করে থাকেন। ইমু দিয়ে মানুষ বিভিন্ন জায়গায় দূর দূরান্তে এক দেশ থেকে আরেক দেশে ব্যালেন্স ব্যতীত কথা বলতে পারে। এতে কোন ব্যালেন্সের প্রয়োজন পড়ে না। শুধু সামান্য পরিমাণে এমবি কাটে। আপনারা যারা ওয়াইফাই ব্যবহার করে থাকেন তাদের কোন এমবি কাটে না। ওয়াইফাই এর মাধ্যমে ঘন্টার পর ঘন্টা বা সারাদিনব্যাপী ইমুতে কথা বলা যায়। আবার আপনি সারা ওয়াল্ড এর সর্বোচ্চ জায়গায় ওয়াইফাই দিয়ে কবিও বা ভিডিও কলে কথা বলতে পারবেন। এতে আপনার কোন এমবি কাটবেনা এবং খরচ হবে না। এক কথায় বলা যায় ইমু মানুষের জীবনযাত্রার মানে ব্যাপক পরিবর্তন ঘটিয়েছে। কারো জীবন যাত্রার মান সহজ হয়েছে এবং কারো জীবনযাত্রার মান জটিল করে দিয়েছে ইমো অ্যাপ।

ইমুর নিত্য নতুন আপডেট

প্রতিনিয়ত imo তে পরিবর্তন আসছে। ইমোতে নতুন নতুন ফিচারস যোগ করা হচ্ছে এবং ইমুর সুযোগ সুবিধা দিন দিন বেড়েই চলছে।  আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম, বিভিন্ন মানুষজন বিদেশে তাদের আত্মীয়-স্বজনের কাছে কল দিত, কল দিয়ে শুধু গুরুত্বপূর্ণ কথাই বলতো। এছাড়া বেশি পরিমাণে কথা বলত না। বিদেশে কোন আত্মীয়র কাছে মোবাইল দিয়ে কল দিতে দেরি আছে কিন্তু দেওয়ার পর থেকে সবাই অপেক্ষায় থাকে কখন গুরুত্বপূর্ণ কথা শেষে কলটা কেটে দিবে। কারণ বিদেশে কোন আত্মীয়ের কাছে কল দিয়ে এক মিনিট কথা বললে প্রচুর পরিমাণে টাকা কাটতো। আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম প্রতি মিনিট 20 টাকা করে কাটতো। তো এখন সেই পরিমাণ কাটার কোন অপশন নাই। কারণ বর্তমান যুগ হচ্ছে ডিজিটাল যুগ। প্রযুক্তির দিক দিয়ে সারা বিশ্বে অনেক এগিয়ে চলছে। আপনি চাইলে এই প্রযুক্তিটাকে ভাল কাজে ব্যবহার করতে পারেন এবং খারাপ কাজেও ব্যবহার করতে পারেন। তো কোন কাজে ব্যবহার করতে চান আপনি, সেটা একান্তই আপনার চিন্তা চেতনার উপর ডিপেন্ড করে। ইমু যেমন মানুষের জীবনযাত্রার মান সহজ করে দিয়েছে, ঠিক তেমনি কিছু কিছু মানুষের জীবন জটিল হয়ে গেছে এই ইমু আপের মাধ্যমে। অনেক পরিবারে দেখা যায় ইমোর মাধ্যমে প্রেম করে পরকীয়া করে অন্য ছেলের সাথে পালিয়ে যাচ্ছে। এতে করে মানুষের জীবনযাত্রার মান খারাপ দিকে চলে যাচ্ছে। তাই অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যেন প্রযুক্তির মিস ইউজ না করি। প্রযুক্তিটাকে অবশ্যই আমাদেরকে ভাল কাজে লাগানোর চেষ্টা করতে হবে।

ইমোর নতুন চমক || New Features of Imo

ইমুর নতুন চমক অর্থাৎ নতুন ফিচারস

ইমো নিয়ে সব সময় রিচার্জ করা হচ্ছে এবং প্রতিদিন এর মধ্যে নিত্য নতুন কিছু না কিছু ফিচারর্স যোগ করা হচ্ছে। আজকে ইমোর কয়েকটি নতুন ফিচারস আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যেগুলো ইমুর সাথে নতুন করে যোগ করা হয়েছে। এগুলা দিয়ে আপনি ইমোর অনেক সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন। ফিচারসগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ‌‌। ফিচারস গুলো জানতে হলে নিচের ভিডিওটিতে ক্লিক করে দেখে নিন।

শেষকথা

ফিচারস গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এই ধরনের প্রযুক্তিগত নতুন আপডেট টিপস এন্ড ট্রিকস পেতে হলে আমাদের সঙ্গেই থাকুন। আজকের মত এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।


আরো জানতে ক্লিক করুন:

এয়ারটেল সিমে আনলিমিটেড ইন্টারনেট কিভাবে ব্যবহার করবেন

অল্প টাকায় বেশি মিনিট বেশি মেয়াদ কিভাবে ব্যবহার করবেন

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন