আইফোন | আই ফোনের রিভিউ ২০২৩ | iPhone | iPhone Price in Bangladesh 2023

আইফোন | আই ফোনের রিভিউ ২০২৩ | iPhone | iPhone Price in Bangladesh 2023

আসসালামু আলাইকুম।প্রিয় পাঠক আশা করছি ভালই আছেন।তো আবারো হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটি আর্টিকেল নিয়ে। আমি আজকে আপনাদের সাথে আইফোন ২০২৩ নিয়ে আলোচনা করব। তো যারা iphone ব্যবহারকারী অথবা iphone কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকের আর্টিকেলটি খুবই উপকারী হবে। পছন্দের প্রথম লিস্টে যাদের রয়েছে iphone তারা আজকের আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে পড়বেন। আশা করছি আজকের এই আর্টিকেল থেকে আইফোন সম্পর্কে আপনাদের সম্পূর্ণ ধারণা অর্জন হবে এবং আপনারা আপনাদের এই ধারণা অনুযায়ী আপনার পছন্দমত আইফোনটি কিনতে পারবেন কোন প্রকার কনফিউশন ছাড়াই। 
অনেকেই আছেন বিগত সময়ের iphone এর দরদাম এবং ফিচার্স নিয়ে ২০২৩ সালেও রিভিউ দিয়ে থাকে ভিউজ পাওয়ার আশায়। কিন্তু এটা সম্পূর্ণ অন্যায় একটি কাজ। এতে পাঠকরা আইফোন সম্পর্কে সঠিক ইনফরমেশন জানতে পারেনা। ফলে পাঠকরা আইফোন কিনতে গেলে ভুল ইনফরমেশন নিয়ে আইকন কিনতে যায় যার ফলে পাঠকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমি আপনাদের সাথে বিগত বছরের আইফোনের দরদাম এবং ফিচার্স নিয়ে ২০২৩ সালে কখনোই আলোচনা করব না।

আমি আপনাদের সাথে ২০২৩ সালের আইফোনের নতুন ফিচারস নতুন দর দাম সহ সকল আপডেট ইনফরমেশন নিয়ে আলোচনা করব। আজকে আমি আপনাদেরকে আইফোন সম্পর্কে বিস্তারিত রিভিউ দিব। তোর চলন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। আমাদের আলোচনা শুরু করা যাক। 

আই ফোন রিভিউ ২০২৩

বর্তমান যুগে অন্যান্য দেশের মত বাংলাদেশও আইফোনের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। iphone বাংলাদেশের মানুষদের কাছে খুব পছন্দের একটি ফোন। সারা বাংলাদেশে আইফোনের বিভিন্ন আন অফিসিয়াল বিক্রেতা রয়েছে। বাংলাদেশ ে অ্যাপল নিজে স্টোর সেটআপ করে সরাসরি কার্যক্রম iphone  এর জন্য করছে না। কিন্তু দেশের তাদের অনেক অথরাইজড স্টোর রয়েছে যেসব স্টোর এর মাধ্যমে তারা বাংলাদেশের কাস্টমারদের কাছে আইফোন পৌঁছে দিচ্ছে। এর ফলে গ্রাহকরা মহত্তার মধ্যে তাদের পছন্দের আইফোনটির হাতে পেয়ে যাচ্ছে। তবে আইফোনের দাম বাংলাদেশে একটু বেশি। যাদের অঢেল পরিমাণ টাকা আছে তারাই শুধু আইফোন কিনতে পারে। আবার স্টক থাকা অথবা ডলারের দাম এগুলোর উপর ভিত্তি করেও আইফোনের দাম কম বেশি হতে পারে। আজকের এই পোস্ট থেকে আপনারা জানতে পারবেন আইফোন কোন মডেলের কি কি ফিচারস আছে এবং তার দাম কেমন হতে পারে।


iphone 5

দশ বছর আগে মুক্তি পাওয়া iphone 5 এখনো বর্তমান যুগে রয়ে গেছে। কিন্তু এই iphone ফাস্ট বর্তমান যুগে একটু স্বল্প পরিমাণই চলছে বলা যায়। এই ফোনে সুযোগ সুবিধা খুবই স্বল্প পরিমাণে আছে। এই কারণেই দামে কম হলেও অনেকের কাছেই এটি কিনার অযোগ্য হিসেবে চিহ্নিত হচ্ছে। বর্তমানে বাংলাদেশের সর্বত্র কম দামে পাওয়া যাচ্ছে। আই ফোনের স্ক্রিন বেশ ছোট এবং ব্যাটারির ক্যাপাসিটিও অল্প। যার কারণে অনেকেই iphone ৫  কিনতে চাচ্ছেন না।


বর্তমানে iphone ৫ মূল্য হচ্ছে মাত্র ৫০০০ টাকা


iphone ৫ এর  ফিচার্স

১/র‍্যাম ১ জিবি

২/ষ্টোরেজ ষোল জিবি

৩/ডিসপ্লে ৪ ইঞ্চি

৪/মেইন ক্যামেরা আট মেগাপিক্সেল

৫/সেলফি ক্যামেরা ওয়ান পয়েন্ট টু মেগাপিক্সেল

৬/ব্যাটারির ১৪৪০ মিলি এম্পিয়ার


iphone ৬

স্বল্প দামের মধ্যে ব্যবহারযোগ্য ফোন হচ্ছে iphone 6। এই ফোনটি হচ্ছে আইফোনের সবচাইতে জনপ্রিয় একটি মডেল। ফোনটি সাধারণত সবাই পছন্দ করে থাকেন। ফোনটি দেখতে ছোটখাটো হয়। কিন্তু বর্তমান সময়ের বিবেচনায় ব্যাটারি ব্যাকআপ অনেকটাই বেশি। বাংলাদেশে এই ফোনটির পুরনো মডেল পেয়ে যাবেন খুবই স্বল্প মূল্যে।

iphone 6 এর মূল্য মাত্র ১০ হাজার টাকা।


iphone 6 এর ফেসিলিটিস

১/রেম ১ জিবি

২/স্টোরের ১৬ জিবি অথবা ৩২ জিবি অথবা ৬৪ জিবি অথবা ১২৮ জিবি

৩/ব্যাটারি ১৮১০ মিলি এম্পিয়ার

৪/মেইন ক্যামেরা ৮ মেগাপিক্সেল

৫/সেলফি ক্যামেরা ১.২ মেগাপিক্সেল

৬/ডিসপ্লে ৪.৭ ইঞ্চি

৭/প্রসেসর অ্যাপল এ ৮।


আইফোন ৬ এস

iphone 6 এর আপডেট ভার্সন হলো iphone 6s। এটিতে iphone 6 এ অপেক্ষা কত বেশি রেম এবং প্রসেসর রয়েছে যার কারণে iphone ৬ এর চাইতে iphone 6s এর জনপ্রিয়তা একটু বেশি ই। এছাড়া আইফোন ৬ এস এর ক্যামেরা অনেকটাই ভালো iphone ৬ এর চাইতে। এই কারণে অনেকে এটি পছন্দ করে থাকেন এবং কিনে থাকেন।

iphone 6s এর বর্তমান বাজার মূল্য বারো হাজার টাকা।

iphone 6s এর ফেসিলিটিস

১/রেম দুই জিবি

২/স্টোরেজ ১৬ জিবি ৩২ জিবি ৬৪ জিবি ও ১২৮ জিবি পর্যন্ত হয়ে থাকে।

৩/ ব্যাটারি ১৭১৫ মিলি এম্পিয়ার

৪/মেইন ক্যামেরা ১২ মেগাপিক্সেল।

৫/ সেলফি ক্যামেরা ৫ মেগাপিক্সেল।

৬/প্রসেসর অ্যাপেল a9

৭/এই ফোনের ডিসপ্লে হচ্ছে ৪.৭ ইঞ্চি


iphone 6s প্লাস

iphone 6 এস এর মতো একই ক্যামেরা রয়েছে iphone 6s প্লাসে। এই ফোনের ব্যাটারি অনেকটাই বড়। iphone 6 সিরিজের সবচেয়ে বড় ব্যাটারী রয়েছে আইফোন ৬ এস প্লাসে। ফোনের স্ক্রিন হচ্ছে ৫.৫ ইঞ্চি যা iphone হিসেবে বেশ বড়। 

ফোনটির দাম মোটামুটি পর্যায়ে রয়েছে। প্রায় ১৫০০০ টাকায় আপনি iphone 6s plus পেয়ে যাবেন সারা বাংলাদেশে।

iphone 6s প্লাস এর ফেসিলিটিস

১/এই ফোনের ডিসপ্লে ৫.৫ ইঞ্চি

২/অ্যাপল a9

৩/ব্যাটারি ২৭৫০ মিলি এম্পিয়ার

৪/মেইন ক্যামেরা ১২ মেগাপিক্সেল

৫/সেলফি ক্যামেরা ৫ মেগাপিক্সেল।

৬/র‍্যাম 2 জিবি।

৭/স্টোরের ১৬ জিবি ৩২ জিবি ৬৪ জিবি এবং ১২৮ জিবি পর্যন্ত হয়ে থাকে।

iphone 7

iphone 7 হল আইফোনের তালিকায় অত্যন্ত জনপ্রিয় একটি মডেল যেটি সবাই পছন্দ করে থাকেন। iphone 7 দেখতে ছোট একটি মোবাইল। কিন্তু এই ফোনটিতে অসাধারণ এ ১০ ফিউশন প্রসেসর আছে। মোবাইলটার ব্যাটারি খুবই ছোট হয় চার্জিং ক্যাপাসিটি খুবই অল্প। যার ফলে ফোনটি নিয়ে ভোগান দিতে পড়তে হয় বলে কিছু কিছু সংখ্যক ব্যক্তিরা এই ফোনটি কিনা থেকে বিরত থাকেন। তবে অনেকেই ফোনটি কিনে থাকেন।

iphone 7 এর মূল্য হচ্ছে মাত্র ১৮ হাজার টাকা বর্তমান মার্কেটপ্লেসে।


iphone 7 এর ফেসিলিটিস

১/ মেইন ক্যামেরা ১২ মেগাপিক্সেল

২/সেলফি ক্যামেরা ৭ মেগাপিক্সেল

৩/ব্যাটারি হচ্ছে ১৯৬০মিলি এম্পিয়ার

৪/রোম ৩২ জিবি ৬৪ জিবি ১২৮ জিবি এবং 256gb পর্যন্ত হয়ে থাকে।

৫/প্রসেসর অ্যাপল এ ১০ ফিউশন

৬/ডিসপ্লে ৪.৭ ইঞ্চি।

শেষ কথা

প্রিয় বন্ধুগণ, আমাদের আজকের আর্টিকেল থেকে আপনারা আইফোন সম্পর্কে সম্পন্নভাবে ধারণা অর্জন করতে পেরেছেন। তোর যারা আইফোন কিনবেন তারা সম্পূর্ণ ধারণ নিয়ে iphone কিনতে পারবেন। আশা করছি আপনারা ঠকবেন না। আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।


আরো জানুন:


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন