ভিটমেট | আসল ভিটমেট | অরিজিনাল ভিটমেট ডাউনলোড

ভিটমেট | আসল ভিটমেট | অরিজিনাল ভিটমেট ডাউনলোড


আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক গণ আশা করছি আপনারা সকলেই ভাল আছেন। নতুন প্রফেস নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। যারা এন্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকেন তাদের জন্য আজকের এই টফিকসটি খুবই গুরুত্বপূর্ণ। চলুন জেনে নেয়া যাক, আজকের টপিস্টিক কি এবং আমরা কি বিষয় নিয়ে কথা বলব।

ভিটমেট

আজকে ভিডমেট নিয়ে কথা বলব। আমরা যারা স্মার্ট ফোন ব্যবহার করে থাকি তাদের মোবাইলে অবশ্যই এই অ্যাপ্লিকেশনটি খুবই দরকার। আপনি আপনি যখন মোবাইল কিনবেন তখন কিন্তু এই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে দেওয়া থাকে না। আমার কিছু কিছু ফোনে অ্যাপ্লিকেশনটি দেওয়া থাকে। তো যদি ফোনে অ্যাপ্লিকেশন টা দেওয়া না থাকে তো কি করবেন? অবশ্যই এপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ইন্সটল করে নেবেন। 

পুরাতন ভিটমেট

"ভিটমেট" অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অ্যাপ্লিকেশন। vidmate দিয়ে আপনি অনেক কিছু ডাউনলোড করতে পারবেন। vidmate ছাড়া অ্যান্ড্রয়েড ফোন অচল। আপনার ফেসবুকের ভিডিও, ইউটিউবের ভিডিও, টিক টক এর ভিডিওসহ এ ছাড়া অন্যান্য যে কোন সোশ্যাল মিডিয়ার ভিডিও আপনারা ভিডমেটে ডাউনলোড করতে পারবেন। যারা ব্লগিং করেন অথবা ইউটিউবে কাজ করেন তাদের জন্য অবশ্যই ভিটমেট অ্যাপটি খুবই দরকার। কারণ আপনাদের অনেক কিছুই ভিটমেটে গিয়ে ডাউনলোড করতে হয়তো এখন প্রশ্ন হলো vidmate টা কোথায় খুঁজে পাবেন ও কিভাবে ইন্সটল করবেন। আগে ভিটমেট প্লে স্টোরে খুঁজে পাওয়া যেত। সেটি ছিল অরজিনাল একটি vidmate

Vidmate Application Download 

 

আরো পড়ুন:

ফেসবুক পেজ থেকে কিভাবে টাকা ইনকাম করবেন?




কিন্তু এখন বর্তমানে প্লে স্টোরে অরজিনাল কোন ভিটমেট পাবেন না। যতগুলো vidmate পাবেন সবগুলো হচ্ছে ডুবলিকেট ভিটমেট অ্যাপ্লিকেশন। এসব ডুবলিকেট অ্যাপ্লিকেশন গুলো প্লে স্টোর থেকে ডাউনলোড করে অযথাই আপনার সময় এবং শ্রম নষ্ট হবে। কাজেই আপনাকে অরজিনাল vidmate ডাউনলোড করে ইন্সটল করতে হবে। 

আসল ভিটমেট

তো অরজিনাল vidmate অ্যাপ আপনারা কোথায় পাবেন সেটা কিন্তু আপনারা অনেকেই জানেন না। আজকে আমি আপনাদেরকে বলে দেব কিভাবে আপনারা অরজিনাল vidmate অ্যাপ ডাউনলোড করে ইন্সটল করতে পারেন। তো সেটি আপনাদেরকে আমি  দেখিয়ে দিচ্ছি। 

অরিজিনাল ভিটমেট ডাউনলোড

আপনারা অরজিনাল ভিটমেট ডাউনলোড করার জন্য যে কোন একটি ব্রাউজারে চলে যাবেন। তো এর জন্য ক্রোম ব্রাউজারটি সবচাইতে বেস্ট। ব্রাজিলের সার্চ বক্সে  আপনারা apkpure vidmate লিখে সার্চ করে দিবেন। তারপর অনেকগুলো লিংক চলে আসবে ভিটমেটের।


 সম্ভবত প্রথম লিংকটি হবে। যাইহোক আপনারা দেখবেন লিংকের ভিতরে এপিকে পিওর ভিডমেট লেখাটি আছে কিনা। যে লিংকে এই লেখাটি থাকবে সেই লিংকে ক্লিক করে দিবেন। এরপর কিভাবে ডাউনলোড করবেন তার পরবর্তী কার্যক্রম সম্পর্কে জানতে হলে আমার একটি ভিডিও তৈরি করার আছে।

আপনারা নিচের ভিডিওতে ক্লিক করলেই সবকিছু বুঝতে পারবেন। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূন্নভাবে দেখুন। তাহলে আপনারা অরজিনাল vidmate অ্যাপ ডাউনলোড করতে পারবেন এবং ইনস্টল করে সকল ধরনের সুযোগ সুবিধা নিতে পারবেন।

শেষকথা

প্রিয় পাঠক কোন আশা করছি, আমাদের আজকের আর্টিকেল থেকে আপনারা খুব সহজেই অরজিনাল vidmate কিভাবে ডাউনলোড করবেন তার সম্পর্কে জানতে পেরেছেন। আপনার কাছে আমাদের এই আর্টিকেলটি কিছুটা হলেও ভালো লেগেছে। আর্টিকেলটি দ্বারা আপনারা কিছুটা হলেও উপকার পেয়েছেন। অবশ্যই আপনার বন্ধুদের মাঝে আর্টিকেলটা শেয়ার করে দেবেন যাতে করে সে ও অরজিনিয়াল vidmate অ্যাপটি ইন্সটল করে উপকৃত হতে পারে। পরবর্তীতে কি নিয়ে আর্টিকেল চান তা জানিয়ে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। আমরা সেই অনুযায়ী আপনাদের জন্য আর্টিকেল রেডি করে পাবলিস্ট করে দেব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।


আরো জানতে এখানে ক্লিক করুন:

স্বর্ণের বর্তমান দাম আজকে




একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন