হোয়াটসঅ্যাপ | হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লক করার নিয়ম
আসসালামু আলাইকুম। বন্ধুগণ কেমন আছেন।তো আপনারা অনেকেই Whatsapp ব্যবহার করে থাকেন। আবার অনেকেই আছেন ব্যবহার করেন না। তো আমার আজকের কথাগুলো বিশেষ করে তাদের জন্য যারা হোয়াটসঅ্যাপ অ্যাপ ব্যবহার করে থাকেন। আপনারা Whatsapp এ অনেকের সাথে মেসেজ করে থাকেন যেমন বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড অথবা বউ অথবা আপনাদের পার্সোনাল কোন ব্যক্তি। তো তাদের সাথে আপনারা হয়তো কোন পার্সোনাল মেসেজ করে থাকেন যেগুলা অন্য কেউ দেখলে তা আপনার জন্য খুবই ক্ষতিকর হবে।
আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে অনেক পার্সোনাল ডকুমেন্টস বা ডাটা থাকতে পারে। যেগুলা অন্য কারো দেখা আপনি কখনোই পছন্দ করবেন না। তো আপনি চাচ্ছেন যে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যত ইনফরমেশন থাকুক না কেন তাহা যেন কেউ কখনো না দেখে এবং সেগুলো শুধুমাত্র আপনার পার্সোনাল হিসেবে ই একটা সিকিউরিটি দেওয়া থাকে। তো তাদের জন্য আমার আজকের এই ব্লগটি। এখন আপনারা চাইলে খুব সহজেই আপনাদের whatsapp অ্যাকাউন্ট লক করে রাখতে পারেন। অর্থাৎ আপনি ব্যতীত অন্য কেউ আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না যদিও আপনি মোবাইলটি তার কাছে দিয়ে দেন। whatsapp একাউন্ট কিভাবে লক করবেন তা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপ হচ্ছে একটু সামাজিক যোগাযোগ মাধ্যম। আমার সাথে মাধ্যমে আপনি বিনোদনের সাথে ভিডিও অডিও কলে কথা বলতে পারবেন। whatsapp আপনার যোগাযোগ ব্যবস্থা ব্যাপক পরিমাণে সুযোগ সুবিধা এনে দিয়েছে। আপনার যোগাযোগ ব্যবস্থা কে করে দিয়েছে সহজ এবং আরো উন্নত। whatsapp এর মাধ্যমে আপনি সারা বিশ্বে যে কোন প্রান্তে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবেন কোন ধরনের চার্জ ছাড়াই। আপনি যার সাথে কথা বলবেন তার ছবিও দেখতে পারবেন। whatsapp-এর মাধ্যমে অনে কি ব্যবসায়িক কাজ পরিচালনা করে। একজন আরেকজনকে প্রোডাক্টের ছবি দেখানোর মাধ্যমে ব্যবসা-বাণিজ্য করে থাকে।
হোয়াটসঅ্যাপের ব্যবহার
whatsapp মানুষ নানান কাজে ব্যবহার করে থাকে। যেমন কোন জায়গায় ছবি বা ভিডিও পাঠানোর কাজে ব্যবহার করে থাকে। আবার হোয়াটসঅ্যাপ দিয়ে মানুষ একজন আরেকজনের সাথে অডিও এবং ভিডিও কলে কথা বলতে পারে বিশ্বের যে কোন প্রান্ত থেকে। হোয়াটসঅ্যাপে মানুষ মূল্যবান ফাইল ও ডাটা সংরক্ষণ করে রাখতে পারে। মানুষ তাদের প্রয়োজনীয় ডকুমেন্ট স খুব সহজেই হোয়াটসঅ্যাপে রাখতে পারে এবং পরবর্তীতে খুঁজে বের করতে পারেন। হোয়াটসঅ্যাপ এর স্টোরিতে মানুষ ছবি শেয়ার করতে পারে যা তাদের সকল বন্ধুরা দেখতে পারে। আপনি যে কোন ব্যবসা-বাণিজ্য করলে অথবা চাকরি করবেন আপনার অবশ্যই whatsapp অ্যাকাউন্ট লাগবে। অনেকেই আছে আপনার হোয়াটসঅ্যাপে বিভিন্ন ফাইল অর ডকুমেন্ট পাঠিয়ে থাকে যা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সেগুলো আপনাকে whatsapp থেকে বের করে পিন দিয়ে রাখতে হবে আপনার কাজের প্রয়োজনে লাগানোর জন্য।
হোয়াটসঅ্যাপ কিভাবে লক করবেন
আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লক করাটা খুবই জরুরী। কারণ আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আপনার পার্সোনাল কিছু থাকতে পারে যেগুলো অন্য কেউ দেখলে আপনার বিপদ হতে পারে। এত করে আপনার প্রাইভেসি রক্ষা হচ্ছে না এবং আপনি যেকোনো মুহূর্তে ঝামেলার সম্মুখীন হতে পারেন। তাই আপনার প্রাইভেসি রাখার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্লক করতে হবে। এই লোক আপনি ছাড়া আর অন্য কেউ খেলতে পারবে না। তো এই বিষয়ে নিচে একটি ভিডিও দেওয়া আছে। আপনারা ভিডিওতে ক্লিক করে সম্পন্ন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনারা খুব সহজে আপনাদের whatsapp অ্যাকাউন্ট লক করে রাখতে পারবেন যাহা আপনাদের whatsapp অ্যাকাউন্টের সর্বোচ্চ সিকিউরিটি বহন করবে।