দারাজ থেকে কিভাবে পণ্যের অর্ডার করবেন
আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স আপনারা সকলে কেমন আছেন, আশাা করছি ভালোই আছেন। আপনারা অনেকেই আছেন দারাজ থেকে কোন পণ্য অর্ডার করতে পারছেন না। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিবো আপনারা যেকোন পণ্য দারাজ থেকে অর্ডার করতে পারবেন। আবার অনেকে আছেন দারাজের নামও শুনেন না। তো তারাও আজকে দারাজ সম্পর্কে জানতে পারবেন।
দারাজ কী
দারাজ হলো একটি অনলাইন মার্কেটপ্লেস। যেখানে আমাদের প্রয়োজনীয় সকল পণ্য রয়েছে। আপনারা চাইলে আপনাদের পছন্দমত যেকোন পণ্যের অর্ডার করতে পারেন দারাজ থেকে। আমার এই ব্লগ থেকে আপনারা দারাজ থেকে পণ্যের অর্ডার করা খুব সহজেই শিখে যাবেন।
দারাজের মার্কেট কেমন
বর্তমানে দারাজ একটা ফেমাস মার্কেটপ্লেস। সারা বাংলাদেশের দারাজ থেকে প্রচুর প্রোডাক্ট অর্ডার করা হয়। শুধু আমাদের বাংলাদেশী নয়। পাকিস্তান ও ইন্ডিয়া তো সরবরাহ করা হয়। আমরা যেহেতু বাংলাদেশী তো আমাদের জন্য দারাজের ওয়েবসাইট শুধুমাত্র বাংলাদেশি টা। দারাজে আপনারা সকল ধরনের প্রোডাক্ট খুঁজে পাবেন। মাঝখান দিয়ে দারাজ এর একটু খারাপ সময় গিয়েছিল। কিন্তু এখন দাঁড়ানোর সময় খারাপ না। দারাজ সারা বাংলাদেশ সহ দেশের বাইরে ধুমচে আকারে ব্যবসা করে আসছে।
দারাজে যে আপনি চাল ডাল তেল লবণ চিনি সুজি হতে শুরু করে সকল ইলেকট্রনিক্স পণ্য মোবাইল কম্পিউটার সকল কিছু পাবেন। আপনার পছন্দের কোন প্রোডাক্ট প্রয়োজন হলে আপনি দারাজের ওয়েব সাইটে গিয়ে অনলাইনে সার্চ করে সেই প্রোডাক্ট খুঁজে নিয়ে অর্ডার করতে পারেন।
দারাজ থেকে পণ্যের অর্ডার
অর্ডার আপনি দুই ভাবে করতে পারবেন। আমার আপনি অর্ডার করার জন্য দারাজ অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে গিয়ে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। তখন এপ্লিকেশনে ক্লিক করে সেই একই সিস্টেমে আপনি অর্ডার করতে পারবেন।
আপনার টাকা বিকাশ বা নগদ বা ব্যাংক একাউন্টের মাধ্যমে পেমেন্ট করেও করতে পারবেন অথবা আপনি ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবেন। এরপর দারাজের ডেলিভারি বয় এক সপ্তাহের মধ্যে আপনার কাঙ্খিত প্রোডাক্টটি আপনার বাসার ঠিকানা পৌঁছে দিবে। তখন আপনি টাকা দিয়ে আপনার কাঙ্খিত প্রোডাক্টটি বুঝে নিতে পারবেন। প্রোডাক্টটা কোন সমস্যা দেখা দিলে সেটা আবার পরবর্তীতে ফেরত দিতে পারবেন। তবে ফেরত কিন্তু এক সপ্তাহের মধ্যে দিতে হবে। তার বেশি দেরি করলে দারাজ কোম্পানি প্রোডাক্ট ফেরত নিবে না। ফেরত রিকোয়েস্ট আপনাকে অনলাইনে করতে হবে। এরপর ডেলিভারি বয় এসে আপনার প্রোডাক্টটি নিয়ে যাবে। অথবা আপনি কুরিয়ান সার্ভিস এর মাধ্যমে প্রোডাক্টটি দারাজের ঠিকানায় পাঠিয়ে দিতে পারেন। অবশ্যই রিটার্ন রিকুয়েস্ট করার সময় আপনি কেন ফেরত দিচ্ছেন বা প্রোডাক্টে কি সমস্যা সেটি উল্লেখ করে দিতে হবে। এরপর দারাজ কোম্পানি আপনার ফেরত দেওয়া প্রোডাক্টটির রিভিউ করে দেখবে সমস্যাগুলো ঠিকঠাক আছে কিনা। তারপর একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার কাঙ্খিত টাকা আপনাকে ফেরত দিয়ে দিবে নগদ বা বিকাশ বা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে।
আপনারা দারাজে কিভাবে প্রোডাক্ট অর্ডার করবেন সেটি নিয়ে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম ইউটিউবে। ভিডিওটি দেখতে হলে এই লিংকে ক্লিক করুন: এখানে ক্লিক করুন এই লেখার উপর।
দারাজ থেকে পেন ড্রাইভ অর্ডার
তো আমি দারাজ থেকে একটি পেন ড্রাইভ এর অর্ডার করেছি। সেই পেন ড্রাইভ টি আমার হাতে এসেছে। ডেলিভারি বয় এসে আমাকে আমার পণ্য টি বুঝিয়ে দিয়েছে। আমি আমার পণ্য আমার হাতে বুঝে পেয়েছি। পণ্য খুবই ভালো ছিলো। তো আমি পণ্যটি কেমন ভালো পেয়েছি তাহা অবশ্যই আপনাদের দেখা দরকার। তো দেখতে হলে এই লিংকে ক্লিক করুন: https://youtu.be/wvGuYYSt4Ic