ইউটিউবে শর্ট ভিডিও ভাইরাল করার গোপন ট্রিকস এন্ড টিপস

 ইউটিউবে শর্ট ভিডিও ভাইরাল করার গোপন ট্রিকস এন্ড টিপস

আসসালামু আলাইকুম । বন্ধুগন আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রথমে সবাইকে জানাচ্ছি নতুন বছর ২০২৩ সালের শুভেচ্ছা।  সবার জীবনে নতুন জীবন বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি, হাসি, খুশি, ভালবাসা,আনন্দ।

ইউটিউবে শর্ট ভিডিও ভাইরাল করার গোপন ট্রিকস এন্ড টিপস

ইউটিউবে শর্ট ভিডিও 

আপনারা অনেকেই আছেন যে ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করে থাকেন। কিন্তু ইউটিউবে আপনাদের শর্ট ভিডিও ভাইরাল হচ্ছেনা। এই নিয়ে আপনারা খুবই চিন্তিত আছেন। তো তাদের জন্যই আমার আজকের এই ব্লগটি।  আজকের এই ব্লগে আমি আপনাদেরকে দেখিয়ে দিবো কিভাবে গোপন ট্রিকসগুলো অবলম্বন করলে আপনি আপনার ইউটিউবের শর্ট ভিডিও ভাইরাল করতে পারবেন মূহুর্তের মধ্যেই।  তো আপনাদের কাছে আমি আশা রাখবো শর্ট ভিডিও ভাইরাল করতে হলে আপনারা আমার সম্পূর্ণ ব্লগটি পড়বেন। 

 ইউটিউবে শর্ট ভিডিও ভাইরাল করার গোপন ট্রিকস

প্রথমে আপনারা একটি শর্ট ভিডিও তৈরি করে নিবেন। এরপর ইউটিউবে গিয়ে শর্ট অপশনে আপনারা ভিডিও  এর পাবলিক অপশনে যাবেন। সেখানে গিয়ে আপনারা পাবলিকের ঘরে আনলিষ্টেট করে রাখবেন। এরপর আপনারা ভিডিওটি পাবলিস্ট করে দিবেন। তারপর আপনারা আপনাদের ফোন থেকে প্লেস্টোরে যাবেন, সেখান থেকে ভিডআইকিউ এ্যাপটি ডাউনলোড করে নিবেন। সেটি আপনারা আপনাদের ইউটিউবেন জিমেইল দিয়ে সাইন আপ করে একাউন্ট ক্রিয়েট করে নিবেন।  তারপর এ্যাপটির ইন্টারপেজটি চলে আসবে। আপনারা আপনাদের আপলোড করা শর্ট ভিডিওগুলো দেখতে   পাবেন। সেখান থেকে প্রথম ভিডিওটি নিয়ে আপনারা কাজ করবেন। অর্থাৎ একটু আপনারা যেই ভিডিওটি আনলিস্টেট করে আপলোড করেছিলেন। তো ভিডিওতে আপনি একটি ক্লিক করে দিবেন। ভিডিওর বিস্তারিত সহ আপনার কাছে শো করবে।আপনার স্ক্রল করে নিচে গেলে দুই বা  তিনটি ট্যাগ দেখতে পাবেন।  সেগুলোর বামপাশে প্লাস আইকনে দেখতে পাবেন এবং সেখানে ক্লিক করে সেগুলো এড করে নিবেন।এরপর তার উপরেই আপনারা সার্চ কিওয়ার্ড দেখতে পাবেন। তো  সেই সার্চ করার বক্সটিতে আপনার ভিডিও যেই রিলেটেড, সেই রিলেটেড একটি টাইটেল লিখে সার্চ করে দিবেন। দেখবেন ভিডিও রিলেটেড কিছু ট্যাগ চলে আসবে। ট্যাগগুলোর ডানপাশে দেখবেন সংখ্যা উল্লেখ করা আছে। যেগুলো একটু সবুজ কালারের সেগুলো অধিক পরিমাণে ভাইরাল ট্যাগ। সেগুলোর যেকোন একটার ডানপাশে সংখ্যার উপরে ক্লিক করে দিবেন। আরো অনেকগুলো ট্যাগ চলে আসবে। ট্যাগগুলোর বামপাশে খালিঘর থাকবে। ঘরগুলোতে ক্লিক করে সেগুলো এড করে নিবেন। এরপর আপনার মোবাইল ফোনের নিচে পাবলিষ্ট চেঞ্জেস লেখা চলে আসবে। সেই লেখায় একটি ক্লিক করে দিবেন। তারপর দেখা যাবে আপনার জিমেইলে একটি চার সংখ্যার কোড পাঠাবে যেই জিমেইল দিয়ে আপনি  এ্যাপটিতে সাইন আপ করেছিলেন। জিমেইলে গিয়ে কোডটি কপি করে  এ্যাপটিতে গিয়ে সেখানে খালিবক্সে কোডটি বসিয়ে দিবেন। এরপর নেক্সটে ক্লিক করবেন, তারপর কন্টিনিউ তে। পাবলিস্ট চেঞ্জেস দিবেন। তারপর আরো কিওয়ার্ড আসবেন, সেগুলো ও একের পর এক করে  যোগ করে পাবলিস্ট চেঞ্জেস দিবেন। উপরের মেনুবারে লক্ষ্য রাখবেন, এসিও এর অপশনে যেন এসিও কমপক্ষে একশো এর মধ্যে পঞ্চাশ হয়। তাহলেই আপনার ভিডিও ইনশাআল্লাহ ভাইরাল হবেই।  এরপর  উপরের মেনুবারে চেকলিস্টে ক্লিক করবেন। তারপর ডেসক্রিপশন লেন্থ নামক একটি অপশন চলে আসবে। সেখানে ক্লিক করে দিবেন। মোবাইল ফোনের নিচে তাকাবেন। দেখবেন  আপনার আগে এড করা ট্যাগগুলো চলে আসছে। সেগুলো র  (+) আইকনে ক্লিক করে সবগুলো পর্যায়ক্রমে যোগ করে নিবেন।  সবগুলো যোগ করা শেষ হলে  সেভ অপশনে ক্লিক করে দিবেন। এতে করে আপনার এ্যাপে আপনার সকল কাজ শেষ হয়ে যাবে।এবার ইউটিউব ষ্টুডিওতে গিয়ে যেই ভিডিও নিয়ে এতক্ষণ কাজ করেছিলেন, সেটাতে ক্লিক করবেন। মোবাইল ফোনের নিচে কন্টেন্ট অপশনে ক্লিক করবেন। তারপর উপরের মেনুবারে শর্ট অপশনে ক্লিক করবেন। আপনার কাঙ্খিত ভিডিওটি চলে আসবে। ক্লিক করবেন ভিডিওতে। কলমের  মতো আইকন চলে আসবে, সেখানে ক্লিক করবেন।  ভিসিবিলিটি অপশনে গিয়ে পাবলিক করে পেছনে ব্যাক করবেন। এরপর উপরে ডানপাশে সেভ অপশনে ক্লিক করবেন।  এতে করে আপনার ভিডিওটি পাবলিক হিসেবে পোস্ট হয়ে যাবে এবং ভিডিওটি সকলের কাছে চলে যাবে। ইনশাআল্লাহ আপনার ভিডিওটি কিছু সময় পর থেকে ভাইরাল হওয়া শুরু করবে।তো এই নিয়ে আমার একটি ভিডিও তৈরি করা  আছে। আমার লেখা পড়ে কেউ কিছু বুঝতে না পারলে আমার সেই ভিডিওতে ক্লিক সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করছি আপনি সকল কিছু বুঝে যাবেন। ভিডিও লিংক:

    

ভিডিওতে বিস্তারিত সব কিছু বলা আছে। এরপরও কেউ কিছু বুঝতে না পারলে অবশ্যই আমাকে নক করবেন। 

শেষ কথা

আজকের আর্টিকেল থেকে আপনারা খুব সহজেই শিখতে পারলেন, Youtube এর শর্ট ভিডিও ভাইরাল করার গোপন টিপস গুলো কি। আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো এতক্ষন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।ভালো  থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।


আরো জানুন:

অনলাইনে কিভাবে প্যাসিভ ইনকাম করবেন?

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন