আপনার ইমোতে কেউ চাইলে স্ক্রিনশট নিতে পারবে না || Imo Screen Sort Off
আসসালামু আলাইকুম। প্রিয় পাঠকগণ কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালই আছেন আমিও ভাল আছি শুভ রাত্রি। আজকের আর্টিকেলটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা ইমো ব্যবহার করে থাকেন তারা অবশ্যই আর্টিকেলটি পড়বেন।
ইমুর নিরাপত্তা
আপনারা অনেকেই ইমুতে আপনাাদের মূল্যবাদ কাগজপত্র, ফাইল, ডকুমেন্টস ও ডাটা সংরক্ষণ করে থাকেন। এগুলো আপনার একান্ত ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ। তাই আপনাদের অনেকের ইমুতে একটা প্রাইভেসি রক্ষা করার দরকার। কিন্তু সেটা আপনারা করতে পারছেন না। আপনারা জেনে খুশি হবেন যে,আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কিভাবে আপনার ইমোর প্রাইভেসি রক্ষা করবেন। অর্থাৎ আপনার ইমোতে কেউ চাইলেই আপনার ইমোর কোন ডাটা বা ডকুমেন্টস স্ক্রিনশট দিয়ে রাখতে পারবে না। যদি স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করে তাহলে সেটা কখনোই স্ক্রিনশট হবে না। আজকে এই বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে সম্পূর্ণভাবে আলোচনা করব। তো চলুন আমাদের আলোচনা শুরু করা যাক।
ইমুর স্ক্রিনশর্ট যেভাবে বন্ধ করবেন
এর জন্য আপনারা প্রথমে আপনাদের মোবাইল ফোনের ইমো অ্যাপ এ চলে যেতে হবে। ইমোর ইন্টারপেজ চলে আসবে। তো আপনারা আপনাদের মোবাইল ফোনের উপরে বাম পাশে তাকালে দেখতে পাবেন যে আপনাদের ইমোর প্রোফাইল পিকচার দেওয়া আছে। সেই পিকচারে একটি ক্লিক করে দেবেন।
পিকচার এ ক্লিক করার পরে এমন একটি ইন্টার পেজে নিচের ছবির মত অনেকগুলো অপশন চলে আসবে।
প্রাইভেসি তে ক্লিক করার পরে ওপরের স্ক্রিনশট এর মত আরো কতগুলো অপশন চলে আসবে এবং সেখান থেকে একটি অপশন দেখতে পাবেন Block Screenshot for Calls অপশনটি। সেই অপশনে একটি ক্লিক করে দিবেন।
তো উপরের স্ক্রিনশট এর মত অপশনটি সিঙ্গেল আকারে চলে আসবে ব্লক স্ক্রিনশট ফর কলস। সেই অপশনটির ডান পাশে তাকালে আপনি দেখবেন অপশনটি অফ করা আছে। তোর ডান পাশে ক্লিক করে আপনি অপশনটি অন করে দিবেন। ব্যাস আপনার কাজ এখানে শেষ হয়ে গেল। তো এখন থেকে কেউ চাইলো আপনার ইমোর কোন ডকুমেন্টস বা ডাটা স্ক্রিনশট দিয়ে তার কাছে রাখতে পারবে না। তো বন্ধুগণ এইভাবে আপনারা খুব সহজেই আপনাদের আমুর প্রাইভেসি রক্ষা করতে পারবেন। কেউ আপনার ইমোর কোন ইনফরমেশন স্ক্রিনশট দিয়ে কখনই রাখতে পারবে না।শেষ কথা
আশা করছি আজকের আর্টিকেলটি পরে আপনাদের খুবই ভালো লাগছে। আজকের আর্টিকেল থেকে আপনার কিছুটা হলে উপকার সাধন হয়েছে। এখান থেকে আপনি খুব সহজে জানতে পেরেছেন আপনার ইমোর প্রাইভেসি কিভাবে রক্ষা করবেন। অর্থাৎ কিভাবে স্ক্রিনশট ব্লক করে রাখবেন। আর্টিকেলটি অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে করে তারাও তাদের রক্ষা করতে পারে।তো আজকে এই পর্যন্তই ফিরে আসবো নতুন কোন আর্টিকেল নিয়ে। আর প্রতিনিয়ত ইমোর বিভিন্ন ধরনের আপডেট আসে। যখনই কোন নতুন আপডেট আসবে সেগুলো খুব সহজেই আমি আপনাদেরকে আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দিবো। এতক্ষণে সময় দিয়ে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। টেকনোলজি জেনারেটর আরও নতুন নতুন ইনফরমেশন পেতে হলে আমাদের সাথেই থাকুন।সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন।আসসালামু আলাইকুম।
আরো জানুন:
ব্লগ থেকে কখন ইনকাম শুরু হয়, When Your Income is Start from Blogঅনলাইনে প্যাসিভ ইনকাম কিভাবে করা যায়? How to do Passive Income