এয়ারটেল নতুন সিম অফার ২০২৩ || Airtel New SIM Offer 2023
আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক কেমন আছেন। আশা করছি আল্লাহর রহমতে ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। তো আজকে নতুন একটি নতুন ব্লগ পোস্ট নিয়ে হাজির হয়েছি। তো আপনি যদি এয়ারটেল সিমের গ্রাহক হয়ে থাকেন তাহলে আজকের ব্লগ পোস্টটি শুধুমাত্র আপনার জন্য।
এয়ারটেল নতুন সিমের অফার
প্রিয় পাঠক, আপনাকে বলছি। আপনি নিশ্চয়ই জানেন এয়ারটেল সিম অনেক বছর যাবত আমাদেরকে তথ্য যোগাযোগ প্রযুক্তির সেবা দিয়ে আসছে। যোগাযোগ ব্যবস্থায় airtel সিম অনেক বড় একটি মাধ্যম। এয়ারটেল সিমের আগের নাম ছিল ওয়ারিদ সিম। কিন্তু পরবর্তীতে মালিকানা পরিবর্তন হয়ে ওয়ারিদ থেকে নামকরণ করা হয়েছে এয়ারটেল সিম। আপনি জেনে খুশি হবেন যে এয়ারটেল সিমে ভালো ভালো অনেক মিনিট অফার যেমন আছে, ঠিক তেমনি অনেক ভালো ভালো ইন্টারনেট অফার আছে। এয়ারটেল সিম সব সময় আমাদেরকে কম দামে বেশি পরিমাণে ইন্টারনেট সার্ভিস দিয়ে আসছে। আজকে আপনি জেনে খুশি হবেন যে আজকে আমি আপনাদের সাথে এয়ারটেল নতুন সিমের ২০২৩ সালের সকল ধরনের লাভবান ইন্টারনেট অফারগুলো নিয়ে আলোচনা করব। যাহা জেনে আপনার জন্য খুবই উপকৃত হবে। তো চলুন অফার সম্পর্কে আলোচনা শুরু করা যাক।
তো যেহেতু এটা এখন ২০২৩ সাল। ২০২৩ সালে উপলক্ষে এয়ারটেল সিম ধামাকা নতুন নতুন অফার নিয়ে এসেছে। আমি ২০২৩ সালের নতুন নতুন ধামাকা আকর্ষণীয় অফার গুলো নিয়েই আপনাদের সাথে কথা বলব।
এয়ারটেল নতুন সিমের অফার ২০২৩
সিমের দাম ২৫০ টাকা। এয়ারটেল নতুন সিম অনেকেই বাসায় গিয়ে হোম ডেলিভারি দিয়ে থাকেন। সেখান থেকে একটি সিম কিনে নেবেন। অথবা বাজারে গেলে দেখবেন যে বিভিন্ন অপারেটররা সিম বিক্রি করেন। তাদের কাছ থেকেও কিনতে পারেন। অথবা ফ্ল্যাক্সিলোডের দোকান থেকেেও একটি নতুন সিম কিনতে পারেন।
সিমের মূল্য: ২৫০ টাকা
প্রি লোডের পরিমাণ: 90 দিনের মেয়াদ সহ পাঁচ টাকা (*৭৭৮# অথবা *১#)
রেট কাটবে: প্রতি মিনিটে এক টাকায ৪৯ পয়সা এবং 10 সেকেন্ড পালস। যেকোনো অপারেটরে যেকোনো সময় কথা বলতে পারবেন। (এসডি, ভ্যাট এবং এসসি প্রযোজ্য)
সিমটি এক্টিভেশনের ৩০ দিনের মধ্যে যদি ৪১ টাকা রিচার্জ করেন তাহলে:
মূল একাউন্টে ২৪ টাকা থাকবে। (ডায়াল করুন *৭৭৮# অথবা *১#)
ব্যালেন্সে- ২০ মিনিট থাকবে ১০ দিনের মেয়াদে। (*৭৭৮*২৫২৫# ডায়াল করবেন, এনি নেট)
ডেটা- ৩ জিবি ইন্টারনেট থাকবে সাত দিনের মেয়াদে। ডায়াল করুন, (*৮৪৪৪*৮৮# অথবা *৩#) (যেকোনো সময়)
রেট কাটবে- প্রতি মিনিটে এক টাকা ৪৯ পয়সা ১০ সেকেন্ড পালস। (কথা বলতে পারবেন যেকোনো অপারেটরে যেকোনো সময়) (এইচডি ভ্যাট এবং এসসি প্রযোজ্য)
অথবা
সিমটি এক্টিভেশনের ৩০ দিনের মধ্যে যদি ৮২ টাকা রিচার্জ করা হয় তাহলে:
মূল একাউন্টে: ২৪ টাকা থাকবে, ডায়াল করুন *৭৭৮# অথবা *১#।
মিনিট- ২০ মিনিট ১০ দিনের মেয়াদে(*৭৭৮*২৫২৫#)
ড্যাটা থাকবে- ৩ জিবি ৭ দিনের মেয়াদে। ডায়াল করুন *৮৪৪৪*৮৮# অথবা *৩# যেকোনো সময়।
রেট কাটবে- প্রতি মিনিটে এক টাকা ৪৯ পয়সা করে এবং ১০ মিনিট পালস। কথা বলবেন যে কোন সময় যেকোনো অপারেটরে। এসডি, ভ্যাট এবং এসসি প্রযোজ্য।
এয়ারটেলের ধামাকা ২২ জিবি ইন্টারনেট অফার
প্রথম কথা হল, এই নতুন সিমে ১৯ টাকায় ২ জিবি নিতে পারবেন। প্রতি মাসে একবার করে নিতে পারবেন। সর্বোচ্চ ১১ মাস পর্যন্ত নিতে পারবেন। ১৯ টাকায় ২ জিবি ইন্টারনেট এক্টিভ করার কোড ডায়াল করতে হবে। কোডটি হল *১২১*৮৮৭#।
তবে এই অফারটি নিতে হলে আপনাকে অবশ্যই কিছু শর্ত মানতে হবে। শর্তগুলো নিম্নরূপ:
১/প্রতিবার ২ জিবি ইন্টারনেট পেতে ডায়াল করতে হবে *১২১*৮৮৭# ।
২/প্রথম ১১ মাস চলাকালীন।
৩/ প্রতি মাসে একবার।
৪/সর্বমোট ২২ জিবি ইন্টারনেট পাবেন (২ জিবি* প্রতি মাসে একবার* এগারো মাস)
এয়ারটেল সিমে ৫৪ টাকা রিচার্জে পাবেন ৩ জিবি ইন্টারনেট। মেয়াদ থাকবে পাঁচ দিন। ডায়াল করুন *৮৪৪৪*৮৮# অথবা *৩# । এতে অবশ্যই আপনাকে কিছু শর্ত পালন করতে হবে।
শর্ত নিম্ন রূপ:
১/ আনলিমিটেড
২/ প্রথম তিন মাস
৩/ মোট যতবার খুশি ততবার
নতুন এয়ারটেল সিমের নতুন কল রেট অফার
আপনি যদি নতুন কলরেটে কথা বলতে চান তাহলে আজই airtel সিমটি কিনে ফেলুন। নতুন এয়ারটেল সিম কিনে আপনি নতুন কলরেটে কথা বলতে পারবেন আপনার প্রিয়জনদের সাথে। ২০২৩ সালে উপলক্ষে এয়ারটেল কোম্পানি নতুন সিমে আকর্ষণীয় এই অফারটি দিয়েছে। নতুন কলরেটের বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল:
#৪১ টাকা রিচার্জ করলে প্রতি সেকেন্ডে .৮ পয়সা হিসেবে কথা বলতে পারবেন।
#নতুন সংযোগ দিলে আপনি পাবেন দুই পয়সা সেকেন্ডে। তাহলে মিনিট পড়তেছে এক টাকা বিশ পয়সা। যেকোনো সময় যেকোনো অপারেটরে কথা বলতে পারবেন।
"নতুন এয়ারটেল সিম কিনে এক্টিভেশন বোনাস উপভোগ করুন।
"রেটের সাথে ভ্যাট, সার চার্জ এবং সারচার্জ অন্তর্ভুক্ত হবে না।
"রিচার্জের আকর্ষণীয় অফার গুলো খুবই আকর্ষণীয়। এই অফার গুলো আপনি আনন্দের সহিত উপভোগ করতে পারেন।
তো আকর্ষণীয় এই অফার গুলো ভোগ করার জন্য জলদি আজকেই এয়ারটেল সিমটা কিনে ফেলুন। আর অফারগুলো ভোগ করতে থাকুন।
শেষকথা:
তো আশা করছি আমাদের আজকের এই পোস্ট থেকে আপনি আপনার গুরুত্বপূর্ণ Airtel সিমের ইন্টারনেট অফার গুলো জানতে পেরেছেন। এয়ারটেল সিমের এই নতুন অফার গুলো সবার সাথে অবশ্যই শেয়ার করবেন। যাতে করে সবাই এয়ারটেল সিমের নতুন অফার গুলো আপনার মতই জেনে নিতে পারে। এতে করে আপনার মত তারাও উপকৃত হবে। আমাদের আজকের এই ব্লগ পোস্টটি থেকে যদি আপনার কিছুটা হলে উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতেও আপনাকে আমাদের পাশে সব সময় পাব বলে আশাবাদ ব্যক্ত করছি। তো আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোন ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।
আরো জানুন:
Good Post
উত্তরমুছুনnice.
উত্তরমুছুনHa
উত্তরমুছুনHa
উত্তরমুছুন