টেলিটক এমবি অফার ২০২৩ | Teletalk Internet Offer

 টেলিটক এমবি অফার ২০২৩ | Teletalk Internet Offer


আসসালামু আলাইকুম। প্রিয় পাঠকগণ, আশা করছি ভালোই আছেন । আমিও আল্লাহর রহমতে ভালই আছি তো আজকে নতুন একটি আর্টিকেল নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে।  আপনারা যারা টেলিটক সিম ব্যবহার করে থাকেন তাদের জন্য আজকের এই আর্টিকেলটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি নিশ্চয়ই টেলিটক সিম ব্যবহার করেন, তাই আপনি আমাদের আর্টিকেলটি পড়ছেন। যদি টেলিটক সিমের গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনার জন্য এটা খুবই খুশির খবর। আপনি জেনে খুশি হবেন যে, আমরা আজকে টেলিটক সিমের ২০২৩ সালের নিত্য নতুন ইন্টারনেট অফার গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকের এই আলোচনা থেকে আপনি আপনার পছন্দের প্রিয় প্যাকেজটি বেছে নিতে পারবেন এবং উপভোগ করতে পারবেন। কিন্তু কি সেই প্যাকেজগুলো চলুন আলোচনার মাধ্যমে জেনে নেয়া যাক।

টেলিটকের আকর্ষণীয় ইন্টারনেট অফার ২০২৩ || Teletalk Interesting Internet Offer 2023

বর্তমান যুগের টেলিটক সিম যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক সাড়া যোগিয়েছে। টেলিটক সিম একটি সরকারি সিম কিন্তু এর গ্রাহক অল্প। তাই টেলিটক সিমের গ্রাহক সংখ্যা বাড়ার জন্য টেলিটক কোম্পানি নিত্যনতুন আকর্ষণীয় ইন্টারনেট অফার দিয়ে আসছে যে ইন্টারনেট অফার গুলো অন্য কোন সিম কোম্পানিতে এত বেশি পরিমাণে পাওয়া যায় না। বর্তমানে টেলিটক সিমের প্রচুর গ্রাহক বেড়েছে। টেলিটক সিম কোম্পানিও আরও অধিক পরিমাণে  ইন্টারনেট অফার দিয়ে আসছে গ্রাহকের পরিমাণ আরো বাড়ানোর জন্য। নিচে টেলিটক সিমের আকর্ষণীয় ২০২৩ সালের ইন্টারনেট অফার গুলো নিয়ে আলোচনা করা হলো।টে

টেলিটক এমবি অফার

৮ টাকায় ১ জিবি ইন্টারনেট

নতুন টেলিটক সিম অপরাজিতা কিনার পর আপনি প্রথম তিন মাস পর্যন্ত পাবেন আট টাকায় ১ জিবি ইন্টারনেট। এই অফারটি আপনি যতবার খুশি ততবার নিতে পারবেন। কিন্তু এর মেয়াদ থাকবে সাত দিন। তো এই অফারটি কিনার জন্য আপনাকে অবশ্যই একটি কোড লিখে ডায়াল করতে হবে। কোডটি হলো; *১১১*৮# । আপনার যদি ভালো লাগে তাহলে এই কোড ডায়ালের মাধ্যমে আপনি আট টাকায় ১ জিবি ইন্টারনেট জলদি নিয়ে ফেলুন এবং উপভোগ করতে থাকুন।

১৯ টাকা ১ জিবি ইন্টারনেট

এটিও অপরাজিতা সিমের একটি দুর্দান্ত অফার। আপনি চাইলে ১৯ টাকায় ১ জিবি ইন্টারনেট উপভোগ করতে পারবেন। যার মেয়াদ থাকবে সম্পূর্ণ ৩ দিন। অফারটি পেতে যেই কোডটি লিখে ডায়াল করবেন সেই কোডটি হল *১১১*১৯# । তো অফারটি নিন এবং উপভোগ করুন।

৩৮ টাকায় ২ জিবি ইন্টারনেট

টেলিটক অপরাজিতা অপারেটরের অত্যন্ত দুর্দান্ত অফার হচ্ছে এটি। আপনি সপ্তাহের বেশি ২ জিবি ইন্টারনেট উপভোগ করতে পারবেন মাত্র 38 টাকায়। অফারটি নিতে  ডায়াল করুন *111*38#। এবার অফারটি নেন এবং উপভোগ করুন।

২৪ টাকায় ১ জিবি ইন্টারনেট

অপরাজিতা অপারেটর এর মত টেলিটক সিমের আরেকটি অপারেটর হচ্ছে বর্ণমালা। এই বর্ণমালা অপারেটর অপরাজিতা অপারেটরের মতো দুর্দান্ত অফার দিয়ে থাকে। আপনি এই সিমে ২৪ টাকার বিনিময়ে পাবেন 1 জিবি ইন্টারনেট পাবেন যার মেয়াদ থাকবে সম্পূর্ণ সাত দিন এই ইন্টারনেট নিতে হলে অবশ্যই একটি কোড লিখে ডায়াল করতে হবে। কোডটি হলো *111*611#। অফারটি নিয়ে নিন এবং মন ভরে উপভোগ করুন।

৬২ টাকায় ৩ জিবি ইন্টারনেট

আপনি যদি বর্ণমালা সিম ব্যবহার করে থাকেন এবং সপ্তাহের বেশি দিন ইন্টারনেট ব্যবহার করতে চান তাহলে এই অফারটি শুধুমাত্র আপনার জন্য। আপনি ৬২ টাকার বিনিময়ে পাবেন ৩ জিবি ইন্টারনেট যার মেয়াদ থাকবে সম্পূর্ণ দশ দিন। অফারটি ভালো লাগলে আর দেরি না করে খুব জলদি নিয়ে নিন। অফারের কোড হল *১১১*৬১৪#। টেলিটক বর্ণমালা এবং অপরাজিতা সিম ব্যবহার করে উপভোগ করার জন্য আরো অনেক দুর্দান্ত আকর্ষণীয় ইন্টারনেট অফার রয়েছে। আশা করছি সকল অফার গুলোই আপনার কাছে ভালো লাগবে এবং সেখান থেকে আপনার পছন্দের অফারটি বেছে নিতে পারবেন। সেগুলো সম্পর্কে বিস্তারিত নিচে তুলে ধরা হলো। 

টেলিটকের আকর্ষণীয় ইন্টারনেট অফার ২০২৩ || Teletalk Interesting Internet Offer 2023





শেষ কথা 

তো এই ছিল আজকের টেলিটক সিমের দুর্দান্ত অফার। আশা করছি অফার গুলো অবশ্যই আপনার কাছে ভালো লেগেছে। আর্টিকেলের নিচে ছোট্ট করে একটি কমেন্ট লিখে আপনার মন্তব্য জানাতে কিন্তু ভুলবেন না। এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। ফিরে আসবো নতুন কোন আর্টিকেল নিয়ে। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।


আরো জানতে ক্লিক করুন:

রবির আকর্ষণীয় এসএমএস প্যাক

#teletalk #internet #internetoffer #allsiminternetoffer #teletalkinternetoffer2023


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন