টেলিটকের ফ্রি ইন্টারনেট অফার | Teletalk Free Internet

টেলিটকের ফ্রি ইন্টারনেট অফার | Free Internet Offer of Teletalk Sim

আসসালামু আলাইকুম। শুভ সকাল। প্রিয় পাঠকগণ আশা করছি ভালই আছেন, আপনারা যারা টেলিটক সিম ব্যবহার করে থাকেন তাদের জন্য আজকের এই পোস্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেলিটক সিম দিয়ে যারা ইন্টারনেট ব্যবহার করে থাকেন অথবা করতে চাচ্ছেন তারা অবশ্যই সম্পূর্ণ পোস্টটি পড়বেন। আপনি জানলে খুশি হবেন যে, আজকে আমি টেলিটক সিমের ফ্রি ইন্টারনেট অফার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব।

টেলিটকের ফ্রি ইন্টারনেট অফার | Teletalk Free Internet

অনেকেই টেলিটক সিমের ফ্রি ইন্টারনেট বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় খুজে থাকেন। কিন্তু কোথাও খুঁজে পাচ্ছেন না। গুগলে সার্চ করে থাকেন, ইউটিউবে সার্চ করে থাকেন টেলিটক সিমের ফ্রি ইন্টারনেট নেওয়ার জন্য। কিন্তু ফ্রি ইন্টারনেট নেওয়ার কোন অপশন আপনারা খুঁজে পান না। তো তাদের কথা চিন্তা করে টেলিটক সিম কোম্পানি টেলিটক ফ্রী ইন্টারনেট সেবা চালু করেছে। সারা বাংলাদেশ টেলিটক সিম অনেকেই ব্যবহার করে থাকেন। হয়তো টেলিটকের নেটওয়ার্ক অনেকটা দুর্বল। যদিও নেটওয়ার্ক শক্তিশালী না তারপরও সারা বাংলাদেশের সকল জায়গায় টেলিটক সিম ব্যবহার করার মত মোটামুটি সার্ভিস রয়েছে। তো চলুন জেনে নেওয়া যাক আজকের টেলিটকের ফ্রী ইন্টারনেট সম্পর্কে।

১০০ টাকায় ৩০ জিবি ফ্রি ইন্টারনেট:

এই অফারটি শুধুমাত্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য। অর্থাৎ যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন একমাত্র তারাই এই অফারটি পাবেন। অন্য কেউ কিন্তু পাবেন না। এই অফারটির কিছু শর্ত রয়েছে।

 শর্তগুলো নিম্নরূপ:

১/একমাত্র বিশ্ববিদ্যালয়ের টেলিটক সিম ব্যবহারকারী শিক্ষার্থীরা এই অফারটি পাবেন।

২/এর জন্য অবশ্যই আপনাকে সিমে ১০০ টাকা রিচার্জ করে নিতে হবে।

৩/১০০ টাকার কম রিচার্জ করলে এই অফারটি পাবেন না।

৪/অব্যবহৃত ব্যালেন্স মোবাইলে যুক্ত হবে-এই উদ্দেশ্যে শিক্ষার্থীরা কেবলমাত্র জুম এপ্লিকেশন ব্যবহার করতে পারবেন।

৫/শিক্ষকরা জুমের লিংকটি তৈরি করে শিক্ষার্থীদের কে প্রেরণ করতে পারবেন এবং শিক্ষার্থীরা পিসি অথবা মোবাইল উভয় ক্ষেত্রে জমপ্লিকেশন টি ব্যবহার করতে পারবেন।

৬/অফারটি ভবিষ্যতেও চলবে যতক্ষণ পর্যন্ত অফারটি পরিবর্তন করা না হবে।

৯৭ টাকায় ৫ জিবি

টেলিটকে মাত্র ৯৭ টাকা রিচার্জে পেয়ে যাবেন ৫ জিবি। অফারটির মেয়াদ থাকবে সাত দিন। অফারটি পেতে হলে আপনারা চাইলে কোডও ডায়াল করতে পারেন। কোড হল *১১১*৯৭#।

৩২৯ টাকায় ৩০ জিবি

টেলিটক মাত্র ৩২৯ টাকা রিচার্জে পেয়ে যাবেন 30 জিবি ফ্রি ইন্টারনেট। অফারটি উপভোগ করতে হলে প্রিপেইড গ্রাহকগণ তাদের মোবাইল ফোন থেকে ডায়াল করতে হবে *১১১*৩২৯#। যারা দীর্ঘমেয়াদি সময় ইন্টারনেট সেবা নিতে চাচ্ছেন তারা এই অফারটি ব্যবহার করতে পারেন।

২৩ টাকায় ১ জিবি

আপনার টেলিটক সিমে ২৩ টাকা রিচার্জে পেয়ে যাচ্ছেন এক জিবি ইন্টারনেট অফার। মেয়াদ ৭ দিন। একটি কোড লিখে ডায়াল করতে হবে। কোডটি  হলো *১১১*৬১১#। এটি স্বল্প রেটের একটি অফার। যাদের ভালো লাগে তারা নিতে পারেন।

৪৪ টাকায় ১ জিবি

যারা স্বল্প পরিমাণে এমবি ব্যবহার করে থাকেন কিন্তু সব সময় এমবি লাগে তারা এই অফারটি নিতে পারেন। মাত্র ৪৪ টাকা রিচার্জে পেয়ে যাবেন এক জিবি ইন্টারনেট। মেয়াদ ৩০ দিন। অফারটি পেতে ডায়াল করলে *১১১*৬১২# নাম্বারে।

৮৩ টাকায় ২ জিবি।

মোটামুটি ভালো মানের দীর্ঘমেয়াদী একটি অফার। মাত্র ৮৩ টাকার রিচার্জে পেয়ে যাবেন দুই জিবি ইন্টারনেট। মেয়াদ ৩০ দিন। অফারটি নিতে ডায়াল করুন: *১১১*৬১৩#। 

৫৯ টাকায় ৩ জিবি

মাত্র ৫৯ টাকা রিচার্জে পেয়ে যাবেন ৩ জিবি ইন্টারনেট। মেয়াদ ১০ দিন। অফারটি পেতে হলে ডায়াল করুন: *১১১*৬১৪#।

৯০ টাকা রিচার্জে ৫ জিবি

মাত্র ৯০ টাকা রিচার্জে পেয়ে যাচ্ছেন ৫ জিবি। মেয়াদ ১৫ দিন। অফারটি পেতে ডায়াল করুন *১১১*৬১৫#।

মাই টেলিটকে আনলিমিটেড ইন্টারনেট ফ্রি অফার:

প্লে স্টোর থেকে মাই টেলিটক অ্যাপ অ্যাপ ইন্সটল করুন। আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। 

আপনার বন্ধুরা যদি আপনার শেয়ারের মাধ্যমে টেলিটক অ্যাপ ইন্সটল করে থাকে তাহলে ইন্সটল করার বিনিময়ে আপনার বন্ধু পাবে ১ জিবি ইন্টারনেট এবং আপনিও পাবেন ১ জিবি ইন্টারনেট সম্পূর্ন্ন ফ্রি। এই ইন্টারনেট অফারটি যতবার শেয়ার করবেন এবং আপনার যতজন বন্ধু যতবার অ্যাপটি ইন্সটল করবে ঠিক আপনি ততবার এই ইন্টারনেট সুবিধাটি পেতে থাকবেন। 

সর্বশেষ কথা:

আশা করছি আমাদের টেলিটক সিমের ফ্রি ইন্টারনেটের আর্টিকেলটা আপনার কাছে অবশ্যই ভালো লেগেছে। টেলিটকের হয়তো অত বেশি পরিমাণে ফ্রি ইন্টারনেট সেবা নাই। যতটুকু আছে ততটুকু আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। এছাড়া আপাতত অন্য কোন ফ্রি ইন্টারনেট অফার টেলিটক সিমের মধ্যে দেওয়া নেই। যদি নতুন করে কোন ফ্রি ইন্টারনেট সেবা টেলিটক সিমে পাই তাহলে আপনাদের মাঝে শেয়ার করে দেব। নিত্য নতুন ইন্টারনেট অফার পেতে হলে আমাদের সঙ্গেই থাকুন। এতক্ষণ সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসবো নতুন কোন অফার নিয়ে। সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।


আরো জানুন:

করোনা কেনো হয় ও এর সমাধান কি


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন