কি করলে ফোন হ্যাং হবে না | Phone Hang Solution

কি করলে ফোন হ্যাং হবে না | Phone Hang Solution

আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক কেমন আছেন। আশা করছি আল্লাহর রহমতে ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। তো আজকে নতুন একটি ব্লগ পোস্ট নিয়ে হাজির হয়েছি। তো আমরা যারা টাচ মোবাইল ব্যবহার করে থাকি, আমাদের কারো কারো মোবাইল দ্রুত গতিতে চলে আবার কারো কারো মোবাইল স্লো গতিতে চলে। তো যাদের মোবাইল স্লো গতিতে চলে তারা ব্যাপক সমস্যায় পরে যান। ফোন চালাতে বিরক্তি কর অনুভব করেন। দ্রুত সময় কোন জায়গায় ফোন দিতে পারেন না দ্রুত সময়ে ফোন রিসিভ করতে পারছেন না ফোনে একটি কাজ করবেন তা দ্রুত করতে পারছেন না, একদিকে ক্লিক করলে অন্যদিকে কাজ করে, অন্যদিকে ক্লিক করলে আরেক দিকে কাজ করে, একটা অপশনে ক্লিক করলে আরেকটি অপশনে ক্লিক পড়ে যায়, ফোন দ্রুত ওপেন হয় না, এগুলা সহ আরো নানানবিত সমস্যায় আপনাকে পড়তে হয় যদি আপনার ফোনটি হ্যাং করে। তো এখন আপনি কি ভাবছেন??? ফোনটা কি ডাস্টবিনে ফেলে দেবেন????

আরে না না। ফোন ডাস্টবিনে ফেলতে হবে না। আপনার ফোন আপনার কাছেই থাকবে। ফোনটি আপনি চালাতে পারবেন রকেটের গতিতে। কিন্তু কিভাবে? সেই উত্তর দেব আজকে আমি আপনাকে।  তো বন্ধুগণ এর জন্য আপনাকে অবশ্যই ফোনের তিনটি সেটিংস করতে হবে। 

 কি করলে ফোন হ্যাং হবে না

প্রথমে আপনার টাচ ফোনে গিয়ে সেটিংস অপশনে ক্লিক করে দিবেন। এরপর একটি ইন্টারপেজে অনেকগুলো অপশন চলে আসবে। আপনি স্ক্রল করে আস্তে আস্তে নিচে যাবেন। নিচে গেলে একটি অপশন দেখতে পাবেন ডেভলপার অপশন।


সেখানে ক্লিক করে দিবেন। কারো কারো ফোনে হয়তো এভাবে নিচে ডেভলপার অপশন নাও থাকতে পারে। তারা ফোনের উপরে ডান পাশে সার্চ করার একটি অপশন রয়েছে দেখতে পাবেন।



শেষ আসছে অপশনে ক্লিক করে বক্সের ভেতর ডেভেলপার অপশন লিখে সার্চ করে দিবেন। দেখবেন ডেভলপার অপশন চলে আসবে। তো ডেভলপার অপশনে ক্লিক করে দিবেন। অনেকগুলো অপশন চলে আসবে। অপশনগুলো স্ক্রল করে নিচে যাবেন।


সেখানে দেখবেন তিনটি অপশন রয়েছে।

1. Window Animation Scale,

2. Transition Animation Scale,

3. Animator Duration Scale

 একটি একটি করে প্রত্যেকটি অপশন এ ক্লিক করে আপনি পয়েন্ট ফাইভ(.5) করে দেন। তিনটি অপশন যখন আপনি পয়েন্ট ফাইভ করে দিবেন, তখন আপনার কাজ শেষ। এবার আপনি আপনার ফোনে বিভিন্ন কাজ করে দেখুন, ফোনটি কিন্তু আর হ্যাং করছে না। অর্থাৎ ফোনটি আগে তুলনায় খুবই স্প্রিডে চলতেছে। তো আপনার ফোনের হ্যাং করার সমস্যাটিও সমাধান হয়ে গেছে।

এরপরও যদি আপনি কোন কিছু বুঝতে না পারেন তাহলে আমার ইউটিউব চ্যানেলে একটি  ভিডিও তৈরি করা আছে  এই সম্পর্কিত। আপনি চাইলে আমার ভিডিওটি  সম্পূর্ণভাবে দেখে আপনার ফোন হ্যাং করার সমস্যাটি সমাধান করতে পারেন। আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে। ক্লিক করে ভিডিওটি দেখে নিন।  ভিডিওটি কারো লাগবে অবশ্যই কমেন্ট বক্সে নক করবেন আমাদেরকে।তা

রপরও কোন সমস্যা হলে অবশ্যই আমাকে নক করবেন। আপনি আপনাকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ।

শেষকথা

তো পাঠক আশা করছি, এইভাবে আপনারা খুব সহজেই আপনার ফোনটি হ্যাং করার সমস্যা থেকে রক্ষা করতে পারবেন এবং ফোনটিকে সুপারফাস্ট করতে পারবেন। ফোন চলবে তুখার গতিতে।  তো আশা করছি আমাদের আজকের এই ব্লগ পোষ্টটি থেকে আপনার কিছুটা হলেও উপকার হয়েছে। যদি উপকার হয়ে থাকে তাহলে সব সময় আমাদের সাথেই থাকবেন এবং এই পোস্টটি আপনার অন্যান্য বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন। যাতে করে আপনার মতই তাদের ফোনে যদি সমস্যা দেখা দেয় তাহলে তারাও যেন তাদের ফোনের হ্যাং করার সমস্যাটি সমাধান করতে পারে। এতে করে তারাও উপকৃত হবে আপনার মত। তো আজকে এই পর্যন্তই। ফিরে আসবো আরেকটি নতুন ব্লগ পোস্ট নিয়ে। আপনার মূল্যবান সময় আমাদের সাথে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। তো সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।


আরো পড়ুন:

মেহেদি ডিজাইনের ২০০ ছবি



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন