সকল সিমের টাকা কাটার সার্ভিস বন্ধ করার নিয়ম
আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক আশা করছি ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। তো আজকে নতুন একটি আর্টিকেল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর্টিকেলটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা তো সবাই মোবাইল ফোন ব্যবহার করে থাকি। আমরা সিম ব্যবহার করে থাকি মোবাইল ফোনে। বিভিন্ন জনে বিভিন্ন সিম ব্যবহার করে থাকি। যেমন রবি, গ্রামীন, এয়ারটেল, টেলিটক, বাংলালিংক সিম। সবগুলা সিম দিয়ে আমরা কথা বলি, ইন্টারনেট চালাই। এই সিমগুলোর এমবি দিয়ে আবার মেসেজ পাঠাই কাউকে। তো আমাদের অনেকেরই সিমে টাকা বেশি পরিমাণে কাটে অথবা অটো ভাবে টাকা কেটে নিয়ে যায়। টাকা কাটার পেছনে অবশ্যই কারণ রয়েছে।
অনেক সময় আমাদেরকে কোম্পানি থেকে ফোন করে বিভিন্ন গান শোনার জন্য বা অন্য কোন মেসেজের জন্য অথবা হেলথ টিপস পাওয়ার জন্য অথবা গান শোনার জন্য এক চাপতে বলে অথবা দুই চাপতে বলে। আমরা সেটা শুনে এক অথবা দুই চেপে দেই। তখন থেকে আমাদের সিমে নিয়মিতভাবে টাকা কেটে নিয়ে যায়। আবার অনেক সময় আন্দাজে মোবাইল চাপাচাপি করার কারণে টাকা কাটার মত বিভিন্ন সার্ভিস চালু হয়ে যায়। যার ফলে আমাদের সিমে নিয়মিত ভাবে টাকা কেটে নেওয়া হয়। এছাড়াও আরো নানান কারনে টাকা কেটে নেওয়া হয়। অনেকেই আছেন যে ভুলে গুনগুন সেট করে ফেলেন। অর্থাৎ আপনার নাম্বারে কেউ কল দিলে সে একটি গান শুনতে পাবে। এই কারণে আপনাদের সিম থেকে সাপ্তাহিক বা কি মাসিক হিসেবে টাকা কেটে নিয়ে যায়। তো আপনারা জেনে খুশি হবেন, আজকে আমি আপনাদের সাথে আপনাদের সীমের টাকা কাটার সকল সার্ভিসগুলো কিভাবে বন্ধ করবেন সেই বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। তো চলুন আলোচনায় চলে যাই আমরা।
গ্রামীন সিমের টাকা কাটার সার্ভিস বন্ধ করার নিয়ম
প্রথমে আমরা গ্রামীন সিমের বিষয়ে আলোচনা করব। আমরা দেখাবো গ্রামীন সিমে যদি টাকা কেটে থাকে তাহলে সেই সার্ভিস আপনি কিভাবে বন্ধ করবেন। এর জন্য অবশ্যই আপনি আপনার ফোনের ডায়াল পেডে চলে যাবে। আপনার ফোনে কি সার্ভিস চালু করা আছে তার জন্য টাকা কাটছে সেটা আপনারা না জানলেও ডায়াল পেডে গিয়ে একটি কোড লিখে ডায়াল করবেন। কোডটি হলো: *১২১*৬*১#। এই কোডটি লিখে আপনারা আপনাদের প্রিয় গ্রামীন সিম দিয়ে ডায়াল করে দেবেন। এরপর দেখবেন আপনাদের সিমে টাকা কাটার মতো যত সার্ভিস চালু আছে সবগুলো সার্ভিস কিন্তু বন্ধ হয়ে যাবে। এর ফলে নেক্সটাইম থেকে আপনার গ্রামীন সিমে আর কোন টাকা কাটবে না। তারপর আপনারা গ্রামীন সিম অত্যন্ত আনন্দের সহিত ব্যবহার করতে পারবেন।
এয়ারটেল সিমের টাকা কাটার সার্ভিস বন্ধ করার নিয়ম
আপনারা চলে যাবেন আপনাদের ফোনের ডায়াল পেডে। অবশ্যই এয়ারটেল সিমটি আপনার ফোনে থাকতে হবে। ফায়ার পেডে গিয়ে আপনাকে একটা কোড লিখে ডায়াল করতে হবে তা হল *৯#। এই কোডটি ডায়াল করার সাথে সাথে আপনার এয়ারটেল সিমে টাকা কাটার মতো যতগুলো সার্ভিস চালু আছে সবগুলো সার্ভিস বন্ধ হয়ে যাবে। যার ফলে আপনারা নিশ্চিন্তে আপনাদের এয়ারটেল সিম ব্যবহার করতে পারবেন। আগের মতো করে আর আপনাদের এয়ারটেল সিমে টাকা কাটবে না।
বাংলালিংক সিমের টাকা কাটার সার্ভিস বন্ধ করার নিয়ম
এবার আপনাদের কে দেখাবো বাংলালিংক সিমের টাকা কাটার সার্ভিস বন্ধ করার নিয়ম। তো আপনারা আগের মতই চলে যাবেন আপনাদের ফোনের ডায়াল পেডে। সেখানে গিয়ে একটি কোড লিখে ডায়াল করবেন। কোডটি হলো *121*7*1*2*1# । এই কোডটি লিখে আপনারা আপনাদের প্রিয় বাংলালিংক সিম দিয়ে ডায়াল করে দিবেন। একটি কনফারমেশন মেসেজ চলে আসবে এবং আপনাদেরকে সেই মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনাদের ফোনে আগের মত আর টাকা কাটবে না। অর্থাৎ টাকা কাটার মত সকল সার্ভিসগুলা বন্ধ হয়ে যাবে। যার ফলে আপনি অনেক আরামে বাংলালিংক সিম ব্যবহার করতে পারবেন এবং আগের মতো করে আর আপনাদের টাকা কাটার ঝামেলা থাকবে না।
টেলিটক সিমের টাকা কাটার সার্ভিস বন্ধ করার নিয়ম
টেলিটক সিমের টাকা কাটার সার্ভিস বন্ধ করতে হলে আপনাকে আগের সিম গুলোর মত ডায়াল পেডে গিয়ে কোড ডায়াল করলে হবে না। কারণ টাকা কাটার সার্ভিস বন্ধ করার মত কোন কোড টেলিটক সিমে দেওয়া হয়নি। এর জন্য আপনাদেরকে চলে যেতে হবে মেসেজ অপশনে। সেখানে গিয়ে একটি মেসেজ টাইপ করবেন। মেসেজটি হল: Stop । এটা লিখে আপনারা সেন্ড করে দিবেন 5000 নাম্বারে। এরপর টেলিটক সিমের টাকা কাটার মত সকল সার্ভিস বন্ধ হয়ে যাবে এবং আপনারা নিশ্চিন্তায় টেলিটক সিম দিয়ে কথা বলতে পারবেন। আগের মতো করে আর টেলিটক সিমের টাকা কাটবে না।
রবি সিমের টাকা কাটার সার্ভিস বন্ধ করার নিয়ম
আপনারা চলে যাবেন আপনাদের ফোনের ডায়াল পেডে। সেখানে গিয়ে ডায়াল করবেন *৯#। এই কোড লিখে আপনাদের প্রিয় রবি সিম দিয়ে ডায়াল করে দিবেন। এর ফলে আপনাদেরকে একটি কনফার্মেশন মেসেজ দেওয়া হবে। আপনাদের রবি সিমের টাকা কাটার মত সকল সার্ভিসগুলো বন্ধ করে দেওয়া হবে। এয়ারটেল সিমে একই কোড ব্যবহার করে টাকা কাটার সার্ভিস বন্ধ করা হয়। এই একটা কোড দুইটা সিমের টাকা কাটার সার্ভিস বন্ধ করার ক্ষেত্রে কাজে লাগে। তো এই কোডের মাধ্যমে এইভাবে আপনারা রবি সিমে টাকা কাটার সার্ভিসটি বন্ধ করতে পারবেন। এরপর আপনারা রবি সিম দিয়ে নিশ্চিন্তে কথা বলতে পারবেন এবং আগের মতো করে আর কখনো রবি সিমের টাকা কাটবে না।
শেষ কথা
তো বন্ধুগণ, আশা করছি উপরোল্লেখিত কোড গুলা ডায়াল করে আপনারা খুব সহজেই আপনাদের সিমে টাকা কাটার মত সকল সার্ভিস গুলো বন্ধ করতে পারবেন। আশা করছি আজকের এই আর্টিকেলটি থেকে টাকা কাটার মত সকল সার্ভিস বন্ধের কোড গুলো আপনারা জানতে পেরেছেন। আজকের আর্টিকেলটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। যাতে সকলেই তাদের সিমের টাকা কাটার মত সকল সার্ভিস গুলো বন্ধ করতে পারে। এতক্ষণে আমাদেরকে সময় দিয়ে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোন আর্টিকেলে। সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।
আরো জানুন:
ঘরে বসে মোবাইলের সাহায্যে লিখে টাকা উপার্জন করুন // Earn Money by Writing with Mobile