বাংলালিংক বন্ধ সিমের অফার ২০২৩

 বাংলালিংক বন্ধ সিমের অফার ২০২৩

আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। তো আজকে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি এই ব্লগটি আপনারা সম্পন্নভাবে পড়বেন। তো আপনার সিমটি যদি বাংলালিংক হয়ে থাকে। কিন্তু সিমটি যদি আপনি বন্ধ করে রাখেন তাহলে আমার আজকের এই আর্টিকেলটি শুধুমাত্র আপনার জন্য। আজকে আমি আপনাকে দেখাবো বাংলালিংক সিম বন্ধ রাখলে এবং সেই সিম পরবর্তীতে চালু করলে বন্ধ সিমের অফার হিসেবে কি কি অফার পাওয়া যায় এবং সেগুলো আপনারা কিভাবে জানবেন। তো চলুন অফার গুলো সম্পর্কে জেনে নেয়া যাক।


বাংলালিংক বন্ধ সিমের অফার:

সাধারণত কোম্পানি তাদের গ্রাহক বাড়ানোর জন্য এই অফারটি চালু করেছেন। অনেকেই বাংলালিংক সিম প্রথমে ব্যবহার করে পরে সিমটি বন্ধ করে রাখেন। তারা আরেকটি সিম ব্যবহার করে থাকেন। যার ফলে বন্ধ করে রাখা বাংলালিংক সিমটি বন্ধই রয়ে যায়। এই কারণে কোম্পানি বাংলালিংক বন্ধ সিমের কিছু অফার চালু করেছে। যাতে কাস্টমারদের কে সেই অফারের দিকে এট্রাকশন করানো যায়। ফলে গ্রাহকরা সেই অফার গুলো পাওয়ার আশায় বন্ধ সিমটি পুনরায় চালু করবে এবং ব্যবহার করা শুরু করবে। যার ফলে বাংলালিংক কোম্পানি তাদের হারানো গ্রাহক পুনরায় ফিরে পাবে। এতে তারা আবারও বাংলালিংক সিম ব্যবহার করে থাকলে কোম্পানি পুনরায় লাভবান হবে।

বাংলালিংক বন্ধ সিমের অফার যারা যারা পাবেন

বাংলালিংক বন্ধ সিমের অফার পেতে হলে অবশ্যই শর্ত রয়েছে। আপনার সিমটি দুই মাস বা কি তার অধিক সময় ধরে বন্ধ থাকতে হবে। যদি এই সিমটি এই পরিমাণ বন্ধ থাকে তাহলে আপনার সিমটি বাংলালিংক বন্ধ সিমের আওতায় পড়বে। তখন আপনি বন্ধ সিমটি পুনরায় চালু করলে বন্ধ সিমের অফার ভোগ করতে পারবেন।

বাংলালিংক বন্ধ সিমের অফার চেকিং করা:

বাংলালিংক বন্ধ সিমের অফার চেক করা খুবই স বাংলালিংক হজ। আপনি চাইলে খুবই সহজে বাংলালিংক বন্ধ সিমের অফার চেক করতে পারবেন। বিভিন্ন উপায়ে বাংলালিংক বন্ধ সিমের অফার চেক করা যায়। উপায় গুলো নিশ্চয়ই তুলে ধরা হলো: 

১/ আপনি যদি মাই বাংলালিংকে ব্যবহার করে থাকেন তাহলে খুব সহজেই বন্ধ সিমের অফার চেক করতে পারবেন।

২/মেসেজের মাধ্যমেও বাংলালিংক বন্ধ সিমের অফার চেক করা যায়।

৩/আবার কোড ডায়াল করে বাংলালিংক বন্ধ সিমের অফার আপনি চেক করতে পারবেন।

আপনাদের সুবিধার জন্য বিস্তারিত ব্যাখ্যা সহ আমি আপনাদের কাছে তুলে ধরব কিভাবে আপনারা বন্ধ সিমের অফার খুব সহজে নিতে পারবেন। তো চলুন জেনে নেয়া যাক।

মাই বাংলালিংক অ্যাপ ব্যবহার করা বন্ধ সিমের অফার জানার নিয়ম

আপনি যদি মাই বাংলালিংক অ্যাপ ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই এই অ্যপটি আপনার ফোনে থাকবে। আজ যদি একটি ব্যবহার করে না থাকেন তাহলে প্লে স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে হবে। এরপর এপটিতে আপনার নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তারপর নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে দিবেন। এর পর দেখবেন বাংলালিংক অ্যাপের ইন্টারপেস চলে আসছে। তোর নিচের স্ক্রিনশট এর মত করে মোবাইল ফোনের ডান পাশের নিচে দেখবেন মেনু অপশন আছে এবং সেই ম্যানু অপশনে ক্লিক করবেন। তারপর বন্ধ সিমের অফার নামক একটি অপশন দেখতে পাবেন। আপনাকে এই অপশন এ ক্লিক করতে হবে।

এরপর নাম্বার দেওয়ার জন্য একটি বক্স আসবে।

আপনি যেই বন্ধ সিমের অফার চেক করতে চাচ্ছেন সেই নাম্বার টি এখানে দিয়ে দিবেন।

নাম্বার দেওয়ার পর চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করতে হবে।

চেক স্ট্যাটাসে ক্লিক করার পর যদি নিচের স্কিনশর্টের মতো Congratulations জানায় তাহলে আপনি মনে করবেন আপনি বন্ধ সিমের অফারের গ্রাহক।

এরপর আপনাকে অফারগুলো জানার জন্য থেকে অফার নাউ অপশনে ক্লিক করতে হবে।

এরপর স্ক্রিনশর্টের মতো একটি পেজ আসবে। সেই পেজে আপনার অফারগুলো দেখতে পাবেন।

এগুলো সব হচ্ছে বাংলালিংক বন্ধ সিমের অফার। আপনি চাইলে এখন অফারগুলো উপভোগ করতে পারবেন।

অ্যাপে বন্ধ সিমের অফার চেক করার সুবিধা:

এফ এ বন্ধ সিমের অফার চেক করার অবশ্যই কিছু সুবিধা রয়েছে। কারণ আপনি অ্যাপের মাধ্যমে আপনার নিজের নাম্বারের অফার ছাড়াও অন্য যে কারো নাম্বারের অফার জানতে পারবেন। অর্থাৎ আপনার ফোনের অ্যাপটি দিয়ে আপনার বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন ভাই বোন সবার বন্ধ সিমের অফার জানতে পারবেন। এতে করে আপনার জন্য বিষয়টা আরো সহজ এবং সুবিধাজনক হয়ে গেল। কেউ যদি আপনাকে বলে তার সিমের অফারটি চেক করে দেওয়ার জন্য। আপনি চেক করে দিতে পারবেন খুবই সহজে। আপনার সিমে অফার থাকলে আপনি খুব সহজেই অফার গুলো শো করবে এবং আপনি স্বচক্ষে দেখতে পারবেন। আর যদি অফার না থাকে তাহলে সরি দেখাবে নিচের স্ক্রিনশট এর মত।

তো এই হল অ্যাপের মাধ্যমে অফার চেক করার সুবিধা।

কোড ডায়াল করে অফার চেক করা:

কোড ডায়ালের মাধ্যমে আপনি বন্ধ সিমের অফার চেক করতে পারবেন। অর্থাৎ আপনার ফোন থেকে একটি মাত্র কোড ডায়াল করে আপনার বন্ধ সিমের অফার গুলো চেক করে নিতে পারবেন। তো কোডটি হচ্ছে *১২১*২০০#। আপনি যদি বন্ধ সিমের অফার গ্রাহক হয়ে থাকেন তাহলে এই কোড ডায়ালের পর আপনার কাছে আপনার অফার গুলো শো করবে। আর যদি বন্ধ সিমের অফার গ্রাহক না হয়ে থাকেন তাহলে আপনাকে সরি বলবে।

উপরের স্ক্রিনশটটা লক্ষ্য করলে দেখতে পাবেন আমার সিমটি একটিভ আছে অর্থাৎ আমি বন্ধ সিম অফারের গ্রাহক না তাই আমাকে সরি বলছে। তো আপনিও যদি বন্ধ সিমের অফার গ্রাহক না হয়ে থাকেন তাহলে আপনাকেও সরি বলবে। এভাবে খুব সহজে আপনি কোড ডায়ালের মাধ্যমে বন্ধ সিমের অফার আছে নাকি নাই সেটা চেক করতে পারবেন এবং অফার থাকলে অফার গুলো জানতে পারবেন।

মেসেজের মাধ্যমে বাংলালিংকের বন্ধ সিমের অফার চেক করা

আপনি চাইলে মেসেজের মাধ্যমে আপনার সিমের অফার চেক করতে পারবেন। অর্থাৎ মেসেজের মাধ্যমে খুব সহজেই banglalink বন্ধ সিমের অফার চেক করা যায়। মেসেজ অপশনে গিয়ে আপনাকে মেসেজটা সেন্ড করতে হবে 4343 নাম্বারে। বৃত্তি মেসেজে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনি বন্ধ সিম অফারের গ্রাহক কিনা যদি গ্রাহক হয়ে থাকেন সেটা বলে দেবে আর যদি এবং আপনাকে অফার গুলো দেবে আর যদি গ্রাহক না হয়ে থাকেন সেটাও বলে দেবে।

বন্ধ সিম চালু করার নিয়ম

আপনাকে বাংলালিংক বন্ধ সিমটা চালু করার জন্য যুদ্ধ করতে হবে না। অত্যন্ত সহজে আপনি বাংলালিংক বন্ধ সিমটি চালু করতে পারেন। এর জন্য আপনি সিমটি আপনার মোবাইলে প্রবেশ করাবেন। তারপর মোবাইল ফোনটি অন করবেন। এরপর সিমে রিচার্জ করতে হবে। রিচার্জ করলেই বন্ধ সিমের অফার চালু হয়ে যায়।

তো এসেছিলাম বাংলালিংক বন্ধ সিমের অফার চেক করার নিয়ম এবং অফার গুলো দেখার নিয়ম। বাংলালিংক বন্ধ সিম চালু করার নিয়ম আমি দেখিয়ে দিয়েছি। আশা করছি আমার উপর উক্ত কথাগুলো থেকে আপনারা খুব সহজেই বন্ধ সিমের অফার জানতে পারবেন এবং উপভোগ করতে পারবেন।

শেষ কথা

সবশেষে বলতে চাচ্ছি, আমাদের এই আর্টিকেল থেকে আপনি অবশ্যই আপনার সিম টি বন্ধ সিম অফারের আওতায় কিনা সেটা চেক করতে পারবেন এবং যদি থাকে তাহলে অফার গুলো সম্পর্কে জানতে পারবেন। আমাদের এই আর্টিকেলটি তারা আপনার কিছুটা হলে উপকার হয়েছে আশা করছি। যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে ছোট্ট করে একটি মন্তব্য জানাতে ভুলবেন না। আমাদের পোস্টটি অবশ্যই আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন যাতে করে তারা বন্ধ সিমের অফার সম্পর্কে জানতে পারে। আপনার আরো কিছু জানার বাকি থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে বলবেন। আমরা খুব শীঘ্রই আপনার প্রশ্নের উত্তর দিব। এতক্ষণে আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবে সব সময় আপনাকে আমাদের পাশে পাব বলে আশা করছি। আজকে এই পর্যন্তই। ফিরে আসবো নতুন কোন আর্টিকেল নিয়ে। সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।

আরো জানতে ক্লিক করুন

লাইলাতুল কদর কি || লাইলাতুল কদরে কি কি দোয়া পড়তে হয়?

1 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন