বাংলালিংক মিনিট অফার ২০২৩ || Banglalink Minute Offer
আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক কেমন আছেন। আশা করছি আল্লাহর রহমতে ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। তো আজকে নতুন একটি ব্লগ পোস্ট নিয়ে হাজির হয়েছি। আপনি যদি বাংলালিংক সিমেন্ট গ্রাহক হয়ে থাকেন তাহলে আজকের আর্টিকেলটি শুধুমাত্র আপনার জন্য লেখা।
বাংলালিংক সিম যুগ যুগ ধরে যোগাযোগ ব্যবস্থায় অসামান্য অবদান রেখে আসছে। বাংলালিংক গ্রাহকদের কে প্রতিনিয়ত কম রেটে আকর্ষণীয় সেবা দিয়ে আসছে। বাংলালিংকের নেটওয়ার্ক সব জায়গায় শক্তিশালী না হলেও যেসব জায়গায় শক্তিশালী নেটওয়ার্ক পাওয়া যায় সেসব জায়গায় banglalink সিম ভাল সার্ভিস দিচ্ছে। ইন্টারনেট এসএমএস অফার এর সাথে বাংলা লিংক দিচ্ছে কম রেটে বিভিন্ন ধরনের মিনিট ও মিনিটের বান্ডেল অফার। যেগুলা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি বাংলালিংক সিমের সকল মিনিট ও মিনিটের বান্ডেল অফার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমার আজকের এই আলোচনা থেকে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মিনিট ও বান্ডেল অফার গুলো বেছে নিতে পারবেন। তো কি সেই অফার গুলো জানতে হলে সম্পূর্ণ আর্টিকেলটি পড়বেন। তো চলুন আমাদের আলোচনা শুরু করা যাক।
বাংলালিংক সিমের মিনিট অফার
১/২৯৭ টাকায় ৫১৫ মিনিট ৩০ দিনের মেয়াদে। কোড: *১১০০*৭*১#
২/১৯৭ টাকায় ৩৪০ মিনিট পাবেন ৩০ দিনের মেয়াদে। ডায়াল করার কোড: *১১০০*৭*২#
৩/১৪৭ টাকা ২৫০ মিনিট পাবেন ৩০ দিনের মেয়াদে। কোড: *১১০০*৭*৩#
৪/১৩৭ টাকার ২৩৫ মিনিট পাবেন ৩০ দিনের মেয়াদে। ডায়াল করার কোড:*১১০০*৭*৪#
৫/৯৭ টাকায় ১৩৫ মিনিট পাবেন 15 দিনের মেয়াদে ডায়াল করার কোড:*১১০০*১#
৬/৫৭ টাকায় নিরানব্বই মিনিট পাবেন সাত দিনের মেয়াদে। ডায়াল করার কোড:*১১০০*২#
৭/ ৪৭ টাকায় ৮০ মিনিট পাবেন সাত দিনের মেয়াদে। ডায়াল করার কোড:*১১০০*৩#
৮/সাতাশ টাকায় ৪৫ মিনিট পাবেন তিন দিনের মেয়াদে। ডায়াল করার কোড:*১১০০*৪#
৯/২৪ টাকায় ৪০ মিনিট পাবেন তিন দিনের মেয়াদে। ডায়াল করার কোড:*১১০০*৫#
১০/১৪ টাকায় ২৪ মিনিট পাবেন দুই দিনের মেয়াদে। ডায়াল করার কোড:*১১০০*৫#
নয় টাকায় পনেরো মিনিট
এটি সবচাইতে কম রেটের অফার। বাংলালিংক সিম এই অফারটি কমবেশি সবাইকে দিয়ে আসছে। এর জন্য আপনাকে ছোট্ট একটি কোড লিখে ডায়াল করতে হবে। কোড হলো: *১১*০০*৬*৪#।
মেয়াদ: দুইদিন
মিনিট: ১৪ মিনিট
কোড: *১১*০০*৬*৪#
সর্বমোট খরচ: ৯ টাকা
১২ টাকায় ২০ মিনিট
এটিও সকল মিনিট অফার গুলোর মধ্যে একটি স্বল্প বাজেটের অফার। আপনার স্বল্প বাজারের অফার প্রয়োজন হলে এই অফারটিও আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। এই অফারটি পেতে হলে যেই কোডটি লিখে ডায়াল করবেন: *1100*6*4#
মেয়াদ: দুই দিন
মিনিট: ২৪ মিনিট
কোড: *1100*6*4#
সর্বমোট খরচ: ১২ টাকা
২৪ টাকায় ৪০ মিনিট
এটি একটি মিডেল ক্লাসের অফার। আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি ২৪ টাকায় ৪০ মিনিট কিনতে পারেন। ভেলিডিটি থাকবে ৭২ ঘন্টা। ডায়াল করার করতে হলো *1100*6*1#।
মেয়াদ: ৩ দিন
পরিমাণ: ৪০ মিনিট।
কোড: *1100*6*1#
সর্বমোট খরচ: ২৪ টাকা।
৪৭ টাকায় ৮০ মিনিট
বাংলালিংক সিম দিচ্ছে আপনাকে এই আকর্ষণীয় মিনিট অফারটি। আপনি চাইলে এই অফারটি নিতে পারেন। এর জন্য ছোট্ট একটি কোড লিখে ডায়াল করতে হবে। কোড হল:*1100*3# , ভ্যালিডিটি ৭২ ঘন্টা।
মেয়াদ ৭ দিন
পরিমাণ ৮০ মিনিট
কোড: *1100*3#
সর্বমোট খরচ ২৪ টাকা।
৯৭ টাকায় ১৬৫ মিনিট
যারা একটু বেশি পরিমাণে কথা বলেন, কিন্তু ফোনে ব্যালেন্স রেখে কথা বললে টাকার পরিমাণ বেশি কাটে, তারা এই অফারটি কিনে কথা বলতে পারবেন। যার মেয়াদ থাকবে ১৫ দিন। তো এর জন্য যেই কোড লিখে ডায়াল করতে হবে তা হল *1100*1#।
মেয়াদ: ১৫ দিন
পরিমাণ: ১৬৫ মিনিট
কোড: *1100*1#
মূল্য: ৯৭ টাকা
১৩৭ টাকায় ২৩৫ মিনিট
একটি মোটামুটি আকারে একটি বড়সড় অফার। আপনি ১৩৭ টাকার বিনিময়ে পেয়ে যাবেন ২৩৫ মিনিট। অফারটি চাইলে আপনি উপভোগ করতে পারেন। শুধুমাত্র ছোট্ট একটি কোড লিখে ডায়াল করতে হবে। কোড টি হল: *1100*7*4#।
মেয়াদ ৩০ দিন
পরিমাণ ২৩৫ মিনিট
কোড: *1100*7*4#
মূল্য ১৩৭ টাকা
১৯৭ টাকায় ৩৪০ মিনিট
আপনারা যারা একমাস মেয়াদে একটু বড়সড় আকারে প্যাকেজ কিনতে চান এটি হল সেই অফার। আপনি চাইলে ১৯৭ টাকার বিনিময়ে নিতে পারবেন 340 মিনিট। এর জন্য অবশ্যই আপনার সিমের ব্যালেন্সে কমপক্ষে ১৫৭ টাকা থাকতে হবে। এরপর আপনাকে কোড লিখে ডায়াল করতে হবে। কোডটি হলো: *1100*7*2#।
মেয়াদ ৩০ দিন
পরিমাণ 235 মিনিট
কোড: *1100*7*2#
মূল্য: ১৯৭ টাকা।
২৯৭ টাকায় ৫১৫ মিনিট
বাংলালিংক সিমে আপনি পেয়ে যাবেন 297 টাকার বিনিময়ে ৫১৫ মিনিট। যারা চাকরি বাকরি করেন অথবা ব্যবসা-বাণিজ্য করেন, চাকরি-বাকরি বা ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন জনের সাথে কথা বলতে হয় তারা এই অফারটি নিতে পারেন। এর জন্য আপনাদেরকে ছোট্ট একটি কোড লিখে ডায়াল করতে হবে। কোডটি হলো: *1100*7*1#
মেয়াদ ৩০ দিন
পরিমাণ ৫১৫ মিনিট
কোড *1100*7*1#
মূল্য ২৯৭ টাকা
তো অনেকেই আছেন সিমে বিভিন্ন মিনিট অফার কিনে থাকেন। কিন্তু যখন মিনিট চেক করার প্রয়োজন পড়ে তখন আপনারা চেক করতে পারেন না। আপনাদের মিনিট চেক করার কোডটি জানা থাকে না। তো এটির জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা কিভাবে মিনিট চেক করবেন? তার জন্য অবশ্যই আপনাকে একটি কোড ডায়াল করতে হবে। কোডটি হলো: *124*100#। এই কোডটির ডায়াল করে আপনারা খুব সহজেই আপনাদের সিমে কি পরিমাণ মিনিট আছে তা জানতে পারবেন। কোডটি অবশ্যই সংরক্ষণ করে রাখবেন।
শেষ কথা
তো বন্ধুগণ এই হল বাংলালিংক সিমের মিনিট ও বান্ডেল অফার। সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে আপনারা বাংলালিংক সিমের ২০২৩ সালের আকর্ষণীয় মিনিট ও বান্ডেল অফার গুলো জানতে পেরেছেন। এখান থেকে আপনারা আপনাদের পছন্দের কাঙ্খিত অপারটি বেছে দিতে পারবেন এবং উপভোগ করতে পারবেন। আমাদের এই পোস্টটি তারা যদি আপনার কিছুটা হলেও উপকার হয়ে থাকে তাহলে আপনার কাছে রিকোয়েস্ট অবশ্যই পোস্টটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। যাতে করে সবাই বাংলা লিংক সিমের আকর্ষণীয় মিনিট এবং বান্ডেল অফার গুলো জানতে পারে এবং উপভোগ করতে পারে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে সব সময় এইভাবে আমাদের পাশে পাবো বলে আশাবাদ ব্যক্ত করছি। তো আজকে এই পর্যন্তই। আবার ফিরে আসবো নতুন একটি আর্টিকেল নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।
আরো জানুন
বাংলালিংক সিমের ইন্টারনেট অফার
Hm
উত্তরমুছুন