বাংলালিংক এসএমএস কেনার কোড | Banglalink Sms Pack
আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক,কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে নতুন একটি আর্টিকেল নিয়ে হাজির হয়েছি। আজকের আর্টিকেলটি বাংলালিংক সিম গ্রাহকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি বাংলালিংক সিমের গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই আজকের আর্টিকেল সম্পূর্ণভাবে পড়বেন। আজকের আর্টিকেলের আলোচনার মূল বিষয়বস্তু হলো বাংলালিংক সিমের এসএমএস অফার ও প্যাকেজ। আজকের এই আর্টিকেল পড়ার মাধ্যমে আপনি বাংলাংলিংক সিমের সকল প্যাকেজ সম্পর্কে জানতে পারবেন। তাই আর দেরি না করে চলুন বিস্তৃতভাবে সবকিছু জেনে নেয়া যাক।
বাংলালিংকের এসএমএস অফার
যোগাযোগ ব্যবস্থায় বাংলালিংক সিম হচ্ছে অন্যতম একটি টেলিকম অপারেটর। দেশের যোগাযোগ ব্যবস্থায় বাংলালিংক সিম গুরুত্বপূর্ণ অবদান বহন করে আসছে। হয়তো সারা বিশ্বে বাংলালিংক সিমের শক্তিশালী নেটওয়ার্ক নাই। কিন্তু যেসব জায়গায় নেটওয়ার্ক রয়েছে সেখানে বাংলালিংক সিম চমকপ্রদ সার্ভিস দিচ্ছে। বাংলালিংকে যেমন রয়েছে আকর্ষণীয় ইন্টারনেট ও মিনিট অফার। ঠিক তেমনি রয়েছে বেশ কিছু চমৎকার এসএমএস অফার ও প্যাকেজ। বাংলালিংকে বর্তমানে ৭,১৫, ৩০ দিন মেয়াদে বিভিন্ন ধরনের এসএমএস প্যাকেজ রয়েছে। এই এসএমএস প্যাকেজ গুলো খুবই আকর্ষণীয় প্যাকেজ। আপনি চাইলে এগুলা থেকে আপনার কাঙ্খিত পছন্দের প্যাকেজটি বেছে নিতে পারেন। তো কি সে আকর্ষণীয় প্যাকেজ গুলা সেগুলো এখনো আমাদের জানা হয়নি। তো না জানলে কি হবে? অবশ্যই জানতে হবে। তো চলুন জেনে নেয়া যাক।
বাংলালিংক এসএমএস কেনার কোড
বাংলালিংক সিমে ৩০ টি এসএমএস পাবেন মাত্র ৩ টাকায়
তিন দিনের মেয়াদে আকর্ষণীয় এসএমএস প্যাকেজ আপনারা পাচ্ছেন মাত্র তিন টাকায়। বাংলালিংক সিম থেকে যেকোনো অপারেটরে আপনি মেসেজ করতে পারবেন। আপনি সর্বোচ্চ ৩০ টি মেসেজ করতে পারবেন। এই প্যাকেজটি পেতে হলে আপনাকে অবশ্যই বাংলালিংক অ্যাপ ব্যবহার করতে হবে।
এছাড়াও কোড ডায়াল করে আপনি ৩০ টি এসএমএস ৩ টাকায় কিনে নিতে পারেন। তো কোডটি হলো: *১৬৬*৩৩০#। এসএমএস বান্ডেলের মেয়াদ জানতে হলে আপনাকে ডায়াল করতে হবে *১২১*১০০#।
অবশ্যই আপনাকে কিছু শর্তাবলী মানতে হবে।
শর্ত নিম্নরুপ:
১/বাংলালিংক সিমের সকল গ্রাহকরা এই প্যাকেজটি উপভোগ করতে পারবেন।
২/অফার চলাকালীন সময়ে যতবার খুশি ততবার আপনি এই প্যাকেজ নিতে পারবেন।
৩/প্যাকেজটি চালু অবস্থায় আবার কিনলে মেয়াদ বেড়ে যাবে।
৪/আপনি সর্বশেষ যেই প্যাকেজটি কিনেছেন সেই প্যাকেজের মেয়াদের সাথে আগের কিনা এসএমএস গুলা যুক্ত হয়ে যাবে।
৫/ আর এখানে সবচাইতে প্রধান কথা হল, শর্টকোড যুক্ত নম্বরে পাঠানোর জন্য এসএমএস গুলো ব্যবহার করা যাবে না।
বাংলালিংক সিমে ৭ টাকায় পাবেন ৭০ টা এসএমএস।
এই মেসেজগুলো পাবেন আপনি মাত্র ৭ দিনের মেয়াদে। সকল অপারেটরে মেসেজ গুলো পাঠাতে পারবেন। এই প্যাকেজটি কেনার জন্য আপনাকে চার্জ পরিশোধ করতে হবে। প্যাকেজটি কিনার নানান রকম উপায় আছে। বিভিন্নভাবে আপনি এই অফারটি পাবেন। যেমন,
বাংলালিংক সিমের অফিসিয়াল এপ্লিকেশন ব্যবহার করে আপনি খুব সহজেই এই অফারটি উপভোগ করতে পারবেন। এতে আপনার অবশ্যই এন্ড্রয়েড ফোন থাকতে হবে। আর যদি এন্ড্রয়েড ফোন না থাকে তাহলে ইউএসডি কোড ডায়াল করে অফারটি নিতে পারবেন। তো কোডটি হলো *১৬৬*৭৭০#। এই কোড ডায়াল করে আপনি সহজেই প্যাকেজটি এক্টিভ করতে পারবেন। প্যাকেজের মেয়াদ জানতে এবং এসএমএস এর পরিমাণ চেক করতে হলে ডায়াল করুন *১২১*১০০#।
প্যাকেজের জন্য কিছু শর্ত রয়েছে:
১/শুধু মাত্র *১২১*১০০# ডায়াল করার মাধ্যমে আপনি প্যাকেজের মেয়াদ ও মেসেজের পরিমাণ জানতে পারবেন।
২/প্যাকেজের মেয়াদ থাকবে সর্বোচ্চ সাত দিন।
৩/একবার চালু থাকা অবস্থায় আবার প্যাকেজটি কিনলে মেয়াদের পরিমাণ বৃদ্ধি পাবে।
৪/আপনি এই প্যাকেজটি যত খুশি ততবার কিনতে পারবেন।
৫/যেই মেসেজগুলো আপনার রয়ে যাবে সেগুলো নতুন মেয়াদের মেসেজের সাথে যুক্ত হবে।
৬/প্যাকেজটি মাই বাংলালিংক অ্যাপ এর মাধ্যমে চালু করা যাবে আবার ইউএসডি কোড ডায়াল করেও চালু করা যাবে।
২০০ এসএমএস ১৫ টাকায় কিনতে পারবেন বাংলালিংক সিমে
যারা বেশি পরিমাণে মেসেজ করে থাকেন তাদের জন্য এই প্যাকেজটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি মেসেজ বেশি পরিমাণে ব্যবহার করলে এই প্যাকেজটি আপনি জলদি নিয়ে নিন। আপনি মাত্র ১৫ টাকায় পাবেন ২০০ এসএমএস। যার মেয়াদ থাকবে ১৫ দিন।
প্যাকেজের জন্য নিম্নলিখিত শর্তগুলো রয়েছে।
১/মেসেজ এর পরিমাণ সর্বমোট 200।
২/মেয়াদ থাকবে মাত্র ১৫ দিন।
৩/বাংলাদেশ এর ভিতর যে কারো নাম্বারে পাঠানো যাবে।
৪/ইন্টারন্যাশনাল নাম্বারে পাঠাতে পারবেন না।
৫/ শর্ট কোড নাম্বার গুলোতে পাঠানো যাবে না।
৬/একজন গ্রাহক তার মন মত এই প্যাকেজটি বারবার একটিভ করতে পারবেন।
বাংলালিংক সিমে আপনি ৫০০ এসএমএস পাবেন ৩০ টাকায়
বন্ধুদের সাথে চ্যাটিং করার জন্য উত্তম ও আকর্ষণীয় প্যাকেজে এটি।
যারা বিভিন্ন জনের সাথে প্রচুর পরিমাণে মেসেজে কথা বলে থাকেন তারা এই প্যাকেজটি নিশ্চিন্তে নিতে পারেন। তাছাড়াও প্রেমিক প্রেমিকাদের জন্য অত্যন্ত আদর্শ প্যাকেজ এটিকে বলা চলে।
অন্যান্য প্যাকেজ গুলোর মত এটিও মাই বাংলালিংক অ্যাপ এ পাবেন। অথবা কোন ডায়াল করেও এই প্যাকেজটি নিতে পারবেন।
কোড- *১৬৬*৩০৫#।
প্যাকেজের মেয়াদ ও মেসেজের পরিমান জানতে ডায়াল করুন- *১২১*১০০#।
আবার বাংলালিংক অ্যাপ এর মাধ্যমে প্যাকেজের মেয়াদ ও ম্যাসেজ সংখ্যা জানতে পারবেন।
প্যাকেজের নিম্নলিখিত শর্তাবলী রয়েছে:
১/প্যাকেজটি সকল বাংলালিংক সিম ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন।
২/ আপনার যতবার খুশি ততবার এই প্যাকেজটি কিনতে পারবেন।
৩/ প্যাকেজ চালু হওয়ার ৩০ দিন পরে আপনার ফোনে কোন মেসেজ থাকবে না যদিও আপনি মেসেজ আগে ব্যবহার করেননি।
৪/ত্রিশ দিন সময়ের মধ্যে আবার প্যাকেজ চালু করলে নতুন করে মেয়াদ চালু হবে।
৫/অব্যবহৃত মেসেজগুলো নতুন মেয়াদের সাথে যুক্ত হয়ে যাবে।
শেষ কথা
তো আজকের বাংলালিংক সিমের মেসেজের অফার গুলো এই পর্যন্তই। আমাদের আলোচনা কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। আমরা সব সময় চেষ্টা করে চলছি আপনাদের সামনে সঠিক তথ্য উপস্থাপন করার। ভালো লাগলে অবশ্যই সব সময় আমাদের সাথেই থাকবেন এবং আর্টিকেলটি অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। যাতে করে আপনার বন্ধুরা আপনার মত এই আকর্ষণীয় মেসেজ অফার গুলো জানতে পারে। আর যাওয়ার আগে অবশ্যই ছোট্ট করে একটি কমেন্ট করে আপনার মন্তব্য জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।
আরো জানুন: