মোবাইলের হোম স্ক্রিনে ব্যাটারি পার্সেন্টেজ দেখার নিয়ম
আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুগণ? আশা করছি ভালই আছেন। তো আমরা যারা টাচ মোবাইল ব্যবহার করে থাকি, আমাদের অনেকেরই মোবাইল ফোনে আমাদের ব্যাটারিতে কি পরিমান চার্জ আছে সেই পার্সেন্টেজটা শো করে আবার অনেকের ফোনে শো করে না। এই পার্সেন্টেজটা সাধারণত মোবাইল ফোনের উপর ডান কর্নারে শো করে। তো সেটা আপনি চাইলে শো করাতে পারবেন আবার চাইলে অফ করেও রাখতে পারবেন। তাহা আপনারা কিভাবে করবেন সেটা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো।
ব্যাটারি পার্সেন্টেজ কিআপনারা যখন আপনাদের মোবাইল ফোন চার্জে লাগান তখন আপনাদের ফোনের চার্জ হতে থাকে। আপনাদের ফোনে কি পরিমান চার্জ হচ্ছে সেটা পার্সেন্টেজ আকারে দেখানোকে বলে ব্যাটারি পার্সেন্টেজ। আপনার ফোনে সেটিংস অপশনে গেলে আপনার ফোনে কি পরিমাণ চার্জ থাকে সেটা পার্সেন্টেজ আকারে আপনি দেখতে পাবেন। এ ছাড়া আপনি দেখতে পাবেন না। আবার আরেকটা কাজ করতে পারলে সেটি আপনি আপনার মোবাইল ফোনের হোমস্ক্রিনে দেখতে পাবেন। কারণ বারবার সেটিংস অপশনে গিয়ে আপনার মোবাইলে কত পারসেন্ট চার্জ আছে তা দেখা বিরক্তিকর ঝামেলাপূর্ণ। তাই আপনি চাইলে ছোট্ট একটি টিপস খাটিয়ে আপনার মোবাইলের চার্জার পরিমাণ টা আপনার মোবাইলের হোমস্ক্রিনে সবসময়ের জন্য অন করে রাখতে পারেন।
যেসব ফোনের হোমস্ক্রিনে ব্যাটারি পার্সেন্টেজ শো করবে না
আপনাকে অবশ্যই আগে জানতে হবে আপনার হাতের ফোনটা কি স্মার্ট ফোন নাকি বাটন ফোন। যদি স্মার্ট ফোন হয়ে থাকে তাহলে তো কোনো সমস্যা নেই। আর যদি বাটন ফোন হয়ে থাকে তাহলে অবশ্যই কিছুটা সমস্যা আছে। কিছু কিছু বাটন ফোন আছে যেগুলোতে পারসেন্টেজ শো করানো যায় না। ওসব বাটন ফোনে শুধু টালি আকারে ব্যাটারি এর চার্জের পরিমাণ বোঝা যায়। মনে করেন তিনটা বা চারটা টালি থাকে। যখন বাটন ফোন পুরাপুরি চার্জ সুসম্পন্ন হয়ে যায় তখন এই চারটা টালি ভরাট থাকে। যখন একটা নির্দিষ্ট পরিমাণ করে চার্জ কমতে থাকে তখন একটা একটা করে টালি খালি হতে থাকে। তো এইভাবে আপনি বাটন ফোনের মোবাইলের চার্জের পরিমাণ বুঝতে পারবেন। আর যদি আপনার হাতের ফোনটি স্মার্ট ফোন বা টাচ ফোন হয়ে থাকে, তাহলে আপনি আপনার ফোনের সেটিংস অপশনে গিয়ে পার্সেন্টেজ শো করানোর অপশন পাবেন। তখন খুব সহজেই আপনার মোবাইলের চার্জের পরিমাণ পার্সেন্টেজ আকারে আপনার ফোনের হোম স্ক্রিনে সেট করে রাখতে পারবেন। এতে করে আপনি আপনার মোবাইল ফোনের দিকে যখনই তাকাবেন, তখনই বুঝতে পারবেন আপনার ফোনে কি পরিমান চার্জ আছে বা কি পরিমাণ চার্জ কমে গেছে।
মোবাইলের হোমস্ক্রিনে ব্যাটারি পার্সেন্টিজ শো করাবেন যেভাবে
এর জন্য আপনার হাতে থাকা ফোনটি স্মার্ট ফোন হতে হবে। আপনি অবশ্যই আপনার মোবাইল ফোনের সেটিংস অপশনে চলে যাবেন। সেটিংসে গেলে কতগুলো অপশন চলে আসবে। সবগুলো অপশন থেকে একটি অপশন আছে ব্যাটারি । সেই অপশনটা খুঁজে বের করবেন এবং সেখানে একটি ক্লিক করে দিবেন। এরপর আরেকটি ইন্টারপেজে আরো কতগুলো অপশন চলে আসবে। সে অপশন গুলার ভেতর একটি অপশন আছে যার নাম হলো ব্যাটারি পার্সেন্টেজ। এই অপশনের ডান পাশে আপনারা তাকালে দেখবেন ওন বা অফ করার একটি অপশন আছে। সেই অপশনে আপনারা চাইলে ক্লিক করে পার্সেন্টেজ টা আপনাদের মোবাইল ফোনের উপরে ডান কর্নারে শো করাতে পারবেন। আবার চাইলে সেখানে ক্লিক করে পার্সেন্টেজ টা শো করানো থেকে অফ করতে পারবেন।
শেষ কথা
আশা করছি যে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, "আপনার মোবাইল ফোনের হোমস্ক্রিনে ব্যাটারি পার্সেন্টেজ কিভাবে করবেন।" কেউ কিছু বুঝতে না পারলে অবশ্যই আমাকে জানাবেন। এ ধরনের নতুন টিপস এন্ড ট্রিক্স পেতে হলে সব সময় আমাদের সাথেই থাকুন।এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে পরবর্তী নতুন কোন ব্লগ পোস্টে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।
আরো জানুন
অনলাইনে কিভাবে টাকা ইনকাম করবেন