MrJazsohanisharma

বাংলালিংক ইন্টারনেট অফার | Banglalink Internet Offer

বাংলালিংক ইন্টারনেট অফার | Banglalink Internet Offer

আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক আশা করছি ভালই আছেন। তো আবারো হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটি আর্টিকেল নিয়ে। আজকের আর্টিকেলটি হলো শুধুমাত্র বাংলালিংক সিম ব্যবহারকারীদের জন্য। তো যারা বাংলালিংক সিম ব্যবহার করে থাকেন তারা অবশ্যই আজকের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়বেন। আপনি জেনে খুশি হবেন, আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কিভাবে বাংলালিংক সিমে সকল এমবি রিলেটেড অফার গুলো জানতে পারেন। বাংলালিংক সিমেন্ট ২০২৩ সালের এমবি অফার গুলো নিয়ে আপনাদের সাথে আমি আজকে আলোচনা করব। তো চলুন আমাদের আলোচনা শুরু করা যাক।


বাংলালিংক ইন্টারনেট প্যাক ২০২৩

যুগ যুগ ধরে বাংলালিংক সিম কোম্পানি আমাদেরকে যোগাযোগ ব্যবস্থায় অসাামান্য সেবা দিয়ে আসছে। যোগাযোগ প্রযুক্তিতে বাংলালিংক সিম অন্যতম একটি মাধ্যম। হয়তো বাংলালিংক সিমের নেটওয়ার্ক অতটা শক্তিশালী না। কিন্তু যেসব জায়গায় banglalink সিমের নেটওয়ার্ক শক্তিশালী সেখানে বাংলালিংক সিম ব্যাপক পরিমাণে সার্ভিস দিচ্ছে। বাংলালিংক সিমের নেটওয়ার্ক কম বেশি সব জায়গাতেই পাওয়া যায়। বাংলালিংক সিমে বিভিন্ন রকম অনেক আকর্ষণীয় অফার পাওয়া যায়। বাংলালিংক যেমন কম খরচে বিভিন্ন প্যাকেজের মিনিট অফার দিয়ে থাকে ঠিক তেমনি কম খরচে নানান ধরনের ইন্টারনেট প্যাকেজ দিয়ে থাকে ‌। বছরের শুরুতে ২০২৩ সাল উপলক্ষে অন্যান্য সিম কোম্পানি যেমন নতুন নতুন অফার নিয়ে হাজির হয়েছে ঠিক তেমনি banglalink কোম্পানি সিমের গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে নতুন নতুন অফার দিয়েছে। তারমধ্যে ইন্টারনেট অফার অন্যতম একটি অফার। ইন্টারনেট ব্যবহার করে না এমন মানুষের সংখ্যা পৃথিবীতে খুব কমই আছে। ইন্টারনেট সবাই কম বেশি পরিমাণে ব্যবহার করে থাকে। বর্তমানে সারাবিশ্বের ব্যবসা-বাণিজ্য চাকরি-বাকরিরসহ সকল কাজকর্ম নির্ভর করছে ইন্টারনেট সেবার উপর। আজকে আমি বাংলালিংক সিমের সকল ধরনের ইন্টারনেট প্যাকেজগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলব। তো জেনে নেই বাংলালিংক সিমের ইন্টারনেট প্যাকেজ গুলো।

বাংলালিংক ইন্টারনেট অফার কোড

আপনি যদি বাংলালিংক সিম ব্যবহার করে থাকেন তাহলে প্রতিদিন নিত্য নতুন ইন্টারনেট অফার পেয়ে থাকবেন। আপনার ফোনে যদি বাংলালিংক অ্যাপটি ইন্সটল করা থাকে তাহলে বাংলালিঙ্ক অ্যাপে প্রতিদিন নতুন নতুন ইন্টারনেট অফার দেখা যাবে। আপনি বিভিন্ন প্রকার ইন্টারনেট প্যাকেজ ক্রয় করে সেখান থেকে 50% অথবা 100% ইন্টারনেট বোনাস উপভোগ করতে পারেন। এ ছাড়া আপনি যদি নতুন করে প্রথমে বাংলালিংক অ্যাপ ইন্সটল করে থাকেন তাহলে পেয়ে যাবেন এক জিবি ইন্টারনেট বোনাস। আপনার রেফার কোড কেউ ব্যবহার করে যদি বাংলালিংক অ্যাপটি ইন্সটল করে থাকে তাহলে সেও পাবে বোনাস এবং আপনিও বোনাস ইন্টারনেট পাবেন। আর প্রতিদিন বাংলালিংক অ্যাপ এ লগইন করার জন্য পাবেন 25 mb করে বোনাস।

বাংলালিংকে ১৪৯ টাকায় ১২ জিবি

আপনি যদি ১৪৯ টাকায় ১২ জিবি ইন্টারনেট কিনতে চান তাহলে আজকের এই প্যাকেজটি শুধুমাত্র আপনার জন্য । এর মেয়াদ থাকে মাত্র ৭ দিন। এর জন্য ছোট্ট একটি কোড লিখে ডায়াল করতে হবে। কোটি হলো: *৫০০০*১৪৯#

১৬৯ টাকায় ১৬ জিবি

মোটামুটি ভালো মানের একটি অফার। আপনি ১৬ জিবি ইন্টারনেট পেয়ে যাবেন মাত্র 169 টাকা রিচার্জে এবং যার মেয়াদ থাকবে পুরো ৭ দিন। এই প্যাকটি কিনতে হলে আপনাকে যেই কোড লিখে ডায়াল করতে হবে সেই কোডটি হল *৫০০০*১৬৯#।

বাংলালিংকে ১৯৯ টাকায় পাবেন ১৮ জিবি

আপনি ১৯৯ টাকার বিনিময় ১৮ জিবি ইন্টারনেট পেয়ে যাবেন যার মেয়াদ সম্পূর্ণ সাত দিন। অফারটি কিনতে হলে আপনি আপনার ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করুন *৫০০০*১৯৯#। তো অফারটি যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে কিনে উপভোগ করতে থাকুন।

সাড়ে ৪ জিবি ইন্টারনেট ৬৪ টাকায়

সাড়ে চার gb ইন্টারনেট প্যাক পেয়ে যাবেন মাত্র ৬৪ টাকায় যার মেয়াদ থাকবে চার দিন। অফারের কোড হলো: *৫০০০*৬৪#

বাংলালিংক সিমের ২০২৩ সালের আকর্ষণীয় ইন্টারনেট প্যাক:

আপনাদের সুবিধার্থে এখানে আমরা একটি স্পেশাল আকর্ষণীয় অফার নিয়ে হাজির হয়েছি।

আপনি পেয়ে যাবেন ৪০ জিবি ইন্টারনেট এবং যার মেয়াদ থেকে ৩০ দিন। এই প্যাকটির মূল্য হচ্ছে ৪৯৯ টাকা। যেই কোড লিখে ডায়াল করবেন সেই কোডটি হচ্ছে *৫০০০*৫০৮#।

বাংলালিংক মিনি ইন্টারনেট প্যাক অফার

অনেকে বেশি পরিমাণে ইন্টারনেট ব্যবহার করেন না। কিন্তু মাঝেমধ্যে বিভিন্ন প্রয়োজনে স্বল্প পরিমাণ ইন্টারনেট প্রয়োজন হয়ে পড়ে। তারা চাইলে ইন্টারনেটের ছোট ছোট প্যাকগুলো কিনতে পারেন। এতে আপনি ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন কাজও করতে পারছেন এবং আপনার খরচ ও স্বল্প পরিমাণে পড়তেছে। তো আপনাদের সুবিধার জন্য বাংলালিংকে ছোট ছোট কিছু মিনি ইন্টারনেট প্যাক নিয়ে চলে আসছি। চলুন প্যাক গুলো সম্পর্কে জেনে নেয়া যাক।

৭৫ এমবি মাত্র ১৩ টাকায়

আপনি ৭৫ এমবি পেয়ে যাবেন ১৩ টাকার বিনিময়ে। অফারটির মেয়াদ থাকবে তিন দিন। অফারটির কোড হল *৫০০০*৫৪৩#

১৮ টাকায় ২০০ এমবি

আপনার যদি স্বল্প পরিমাণে এমবি প্রয়োজন পড়ে তাহলে এই প্যাকটিও আপনার জন্য। আপনি যদি ১৮ টাকা খরচ করেন তাহলে ২০০ এমবি ইন্টারনেট পেয়ে যাবেন যার মেয়াদ থাকবে সম্পূর্ণ তিন দিন। অফারটির কোড হল *৫০০০*৪১#।

বাংলালিংকে আড়াই জিবি ইন্টারনেট মাত্র ৫৮ টাকায়

বাংলালিংক সিমে আপনি আড়াই জিবি ইন্টারনেট কিনতে পারবেন মাত্র ৫৮ টাকার বিনিময়ে এবং যার মেয়াদ থাকবে সর্বোচ্চ চার দিন। অফারটির কোড হল *৫০০০*৫৮#।

বাংলালিংকের সাপ্তাহিক ইন্টারনেট প্যাক

অনেকেই আছেন যে দুই-একদিনের জন্য ইন্টারনেট কিনে থাকেন। যার মেয়াদ থাকবে দুই একদিন। কিন্তু আপনি ইন্টারনেট সেইভাবে খরচ না করার কারণে অনেক পরিমাণে এমবি রয়ে যায়। ফলে ২/১ দিন মেয়াদ যখন শেষ হয়ে যায় তখন এমবি টাও চলে যায়। তো তাদের জন্য সাপ্তাহিক ইন্টারনেট প্যাক কিনা খুবই জরুরী। এতে করে আপনি যে ইন্টারনেট প্যাকটা কিনবেন সেটা আপনি এক সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তো তাদের কথা বিবেচনা করে কিছু সাপ্তাহিক এমবি অফার নিয়ে চলে আসছি। চলুন জেনে নেই কি সেই এমবি অফার গুলো।

১৫০ এমবি ২৬ টাকায়

আপনি ১৫০ এমবি ইন্টারনেট পেয়ে যাবেন মাত্র 26 টাকার বিনিময়ে। যার মেয়াদ থাকবে সাত দিন। অফারের কোডটি হল *৫০০০*৫২২#

৫০০ এমবি ৪২ টাকায়

বাংলালিংকে ৫০০ এমবি ইন্টারনেট প্যাক পেয়ে যাবেন ৪২ টাকার বিনিময়ে

যার মেয়াদ থাকবে সাত দিন। অফারের কোড হল *৫০০০*৫৮৮#

৪ জিবি ১০৮ টাকায়

বাংলালিংকের ৪ জিবি ইন্টারনেট পেয়ে যাবেন মাত্র ১০৮ টাকায়।

যার মেয়াদ থাকবে সাত দিন।

অফারটি নিতে একটি কোড লিখে ডায়াল করুন: *৫০০০*১০৮#।

৯ জিবি মাত্র ১৭৯ টাকায়

বাংলালিংক সিমে আপনি নয় জিবি ইন্টারনেট পেয়ে যাবেন মাত্র ১২৯ টাকার বিনিময়ে।

যার মেয়াদ থাকবে সাত দিন। অফারটির কোড হল *৫০০০*১২৯#। অফারটি নিয়ে উপভোগ করতে থাকুন।

অনেকেই আছেন তাদের সব সময় ইন্টারনেট প্রয়োজন পড়ে। তো আপনারা মাসব্যাপী ইন্টারনেট ব্যবহার করতে চাচ্ছেন। তাদের কথা চিন্তা করে banglalink সিম নিয়ে আসছে মাসব্যাপী ইন্টারনেট প্যাকেজ। তো চলুন অফার গুলো জেনে নেয়া যাক

২ জিবি ২০৯ টাকা

যাদের এমবি খরচ স্বল্প পরিমাণে কিন্তু এমবি ব্যবহার করেন দীর্ঘ মেয়াদী সময় নিয়ে, তাদের জন্য এই প্যাকেজটি অত্যন্ত চমৎকার একটি প্যাকেজ। মেয়াদ ৩০ দিন। যেই কোড লিখে ডায়াল করবেন সেই কোডটি হল: *৫০০০*৫৮১#।

তিন জিবি ইন্টারনেট মাত্র 250 টাকায়

যারা ৩ জিবি ইন্টারনেট ২৫০ টাকা কিনতে চান তাদের জন্য এই অফারটি। অফারটির মেয়াদ থাকবে পুরো একমাস। অফারটি কিনতে হলে যেই কোড লিখে ডায়াল করবেন সেই কোডটি হলো: *৫০০০*২৪৯#।

৬ জিবি ইন্টারনেট ২৯৯ টাকায়

বাংলালিংকে আপনি ৬ জিবি ইন্টারনেট পেয়ে যাবেন ২৯৯ টাকার বিনিময়ে এবং যার মেয়াদ থাকে পুরো একমাস। অফারটি নিতে হলে আপনাকে ডায়াল করতে হবে *৫০০০*২৯৯#।

১২ জিবি ৩৯৯ টাকায়

আপনি ১২ জিবি ইন্টারনেট প্যাক পেয়ে যাবেন মাত্র 399 টাকার বিনিময়ে। এই অফারটির মেয়াদ থাকবে পুরো একমাস।অফারটি নিতে হলে ডায়াল করুন: *৫০০০*৫৯৯#।

বাংলালিংকের ফ্রি এমবি অফার

৩ জিবি ইন্টারনেট ৬৪ টাকায়

আপনি তিন জিবি ইন্টারনেট পেয়ে যাবেন মাত্র ৬৪ টাকার বিনিময়ে। সম্পূর্ণ চার দিন মেয়াদ থাকবে এই প্যাকেজটির। মাই বাংলালিংক অ্যাপ দিয়ে কিনলে পাবেন ৫০ পার্সেন্ট বোনাস। এই বোনাসটাই হলো আপনার ফ্রি এমবি।

১০ জিবি ইন্টারনেট ১৪৯ টাকায়:

এই প্যাকেজের মেয়াদ হচ্ছে সর্বোচ্চ ৭ দিন। এর জন্য অবশ্যই আপনার সিমের ব্যালেন্সে ১৫৯ টাকা বা কি তার বেশি থাকতে হবে। মাই বাংলালিংক অ্যাপ দিয়ে কিনলে অবশ্যই বোনাস পাবেন। তাই অবশ্যই মাই বাংলালিংক অ্যাপ দিয়ে এই প্যাকেজটি কিনে ৫০ পার্সেন্ট বোনাস উসুল করে নিন।

১৮ জিবি ইন্টারনেট ১৯৯ টাকায়:

বাংলালিংকে আপনারা ১৯৯ টাকার বিনিময়ে 18 জিবি ইন্টারনেট পেয়ে যাবেন। এই প্যাকটি যথেষ্ট পরিমাণ ভালো মানের একটি প্যাক। কিন্তু সময় হচ্ছে সর্বোচ্চ সাত দিন।

৪০ জিবি ইন্টারনেট ৪৯৯ টাকা

৪০ জিবি ইন্টারনেট আপনারা কিনতে পারবেন মাত্র ৪৯৯ টাকার বিনিময়ে এবং এই প্যাকটিক কেনার মাধ্যমে আপনি ১২ জিবি পাবেন এবং ১০ জিবি 4জি ইন্টারনেট প্যাক পাবেন। আপনি যদি মাই বাংলালিংক অ্যাপের মাধ্যমে কিনেন তাহলে তো বোনাস আছেই।

বাংলালিংক ইন্টারনেট অফার দেখার নিয়ম:

বাংলালিংক ইন্টারনেট অফার চেক করার দুইটি নিয়ম আছে। আপনি চাইলে দুইটি নিয়মেই ইন্টারনেট অফার চেক করতে পারবেন। একটি হলো বাংলালিংক অ্যাপ। অপরটি হল কোড ডায়ালের মাধ্যমে। এমবির পরিমাণ দেখার জন্য আপনাকে অবশ্যই এপে লগইন করে এই অফারটি দেখতে হবে। ্র যদি কোডের মাধ্যমে অফার দেখতে চান তাহলে আপনাকে যেই কোডটি লিখে ডায়াল করতে হবে সেই কোডটি হল *৮৮৮#

বাংলালিংকের রিচার্জ ইন্টারনেট অফার

 নয় টাকা রিচার্জ করুন পেয়ে যান ৩২ এম্বি এবং উপভোগ করতে থাকুন। মেয়াদ মাত্র একদিন।

কোড: *৫০০০*৫২৯#।

৪৫ এমবি ১০ টাকায়:

রিসার্চ করুন ১০ টাকা এবং পেয়ে যান ৪৫ এমবি এবং ব্যবহার করুন একদিন ধরে।কোড: *৫০০০*৫৪৩#

৬০ এমবি পাবেন ১৫ টাকায়:

আপনারা ১৫ টাকা রিচার্জ করলে পেয়ে যাবেন ৬০ এমবি। মেয়াদ: ৩ দিন। কোড: *৫০০০৫*৪৩#

শেষ কথা

তো এই হল বাংলালিংক সিমের ২০২৩ সালের সেরা ইন্টারনেট অফার গুলো। অফার গুলো অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে। এখান থেকে আপনি আপনার পছন্দের অফারটি বেছে নিতে পারবেন এবং উপভোগ করতে পারবেন। আমাদের আজকের এই অফারের আর্টিকেলটি অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। অফার গুলো কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে ছোট্ট করে একটি কমেন্ট করে আপনার মন্তব্য জানাতে  কিন্তু ভুলবেন না। এতক্ষণে আমাদের সাথে সময় দিয়ে সহযোগিতা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসবো নতুন কোন অফার নিয়ে। আরো নিত্য নতুন অফারের সন্ধান পেতে হলে আমাদের সঙ্গেই থাকুন। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন আর্টিকেল এর মাধ্যমে দেখা হবে।সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন।আসসালামু আলাইকুম।


আরো জানুন:

ব্লগিং করে মাসে ৫০০০০ টাকা আয় করুন || Online Income by Blogging

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন