রবি ইন্টারনেট অফার ২০২৩ | Robi Internet Offer 2023
আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক কেমন আছেন।আশা করছি আপনারা সকলেই ভাল আছেন।তো আমার আজকের ব্লগটি হচ্ছে রবি সিম যারা ব্যবহার করে থাকেন বিশেষ করে তাদের জন্য। তো আজকে আমি আপনাদের সামনে রবি সিমের বিভিন্ন অফার নিয়ে একটি ব্লগ লিখেছি। নিচে এই ব্যাপারে বিস্তারিত ভাবে আলোচনা করা হলো।
রবি অপারেটর
দেশের জনপ্রিয় একটি যোগাযোগ মাধ্যম হলো রবি সিম। রবি সিম এখনো জনপ্রিয়তার শীর্ষে সবার সেরা। আমাদের দেশের অধিকাংশ মানুষ রবি সিম ব্যবহার করে থাকেন। কারণ রবি সিমে ভালো ভালো ইন্টারনেট অফার এবং মিনিট অফার পাওয়া যায়।
তাই আপনাদের সুবিধার জন্য আজকে আমি আপনাদের সাথে রবি সিমের মিনিট অফার রিচার্জ এবং ইন্টারনেট অফার নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আমি আশাবাদী আমার এই আলোচনা থেকে অবশ্যই আপনার অনেকটাই উপকার হবে। তাই আপনার কাছে আমার অনুরোধ থাকবে আপনি অবশ্যই আমার ব্লগটি সম্পূর্ণভাবে পড়বেন এবং আমাদের সাথেই থাকবেন।
রবি ইন্টারনেট অফার ২০২৩
পরিমাণ মূল্য সময়
১.৫ জিবি - ৩৮ টাকা- ৩ দিন
৩.৫ জিবি - ৬৩ টাকা- ৩ দিন
৫ জিবি - ৭৬ টাকা- ৩ দিন
১০ জিবি- ১২৯ টাকা- ৭ দিন
৩৫ জিবি- ৩৯৯ টাকা- ২৮ দিন
গ্রামীণ সিমের সকল ইন্টারনেট অফার জানতে এখানে ক্লিক করুন: click here
আমি ১০০% নিশ্চিত আপনি একজন রবি সিমের গ্রাহক। তাই আপনি রবি সিমের সকল ইনফরমেশন সম্পর্কে জানতে চাচ্ছেন। তো যেহেতু ২০২২ সাল শেষ। ২০২৩ সাল শুরু হয়েছে। তাই রবি সিম কোম্পানি অবশ্যই ২০২৩ সাল উপলক্ষে অর্থাৎ নতুন বছর উপলক্ষে নতুন ধরনের অফার ছেড়েছে। আজকে আমি আপনাদের সাথে রবি সিমের আকর্ষণীয় মিনিট অফার এবং আকর্ষণীয় এমবি অফার একজিবি থেকে শুরু করে যত জিবি পর্যন্ত ইন্টারনেট অফার আছে সকল অফার গুলো নিয়ে আলোচনা করব। এ ছাড়াও আপনাদের সাথে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্যাকেজ এবং ইন্টারনেট কম্বো প্যাক নিয়ে আলোচনা করব।
১ জিবি ইন্টারনেট ৯ টাকা
এটি হল রবি সিমের আকর্ষণীয় একটি ইন্টারনেট অফার। এই অফারটি সাধারণত সবার পছন্দের অফার। স্বল্পমূল্যে অর্থাৎ মাত্র নয় টাকায় আপনি পাবেন ওয়ান জিবি ইন্টারনেট এবং যার মেয়াদ থাকবে সম্পূর্ণ সাত দিন। এই অফারটি সাধারণত গ্রাহককে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। তখন এই অফারটি পাওয়া যায় খুব সহজেই।
প্রত্যেক গ্রাহকই অফারটি মাসে অন্তত একবার পেয়ে থাকেন। আপনার সিমে যদি মেসেজ এসে থাকে তাহলে আপনি ১০০% নিশ্চিত এই অফারটি পাবেন। এছাড়া যদি মেসেজ না আসে তাহলে আপনি *৮৮৮# এই কোড ডায়াল করে দেখে নিতে পারেন আপনার সিমে এই অফারটি আছে কিনা।
এক জিবি ইন্টারনেট মাত্র ২৩ টাকা
যারা স্বল্প পরিমাণে এমবি কিনতে চান তাদের জন্য এই অফারটি খুবই পছন্দের। আপনার যদি ১ জিবি ইন্টারনেট প্রয়োজন পড়ে তাহলে এই অফারটি শুধুমাত্র আপনার জন্য। এই অফারটি প্রত্যেক গ্রাহকরাই পাবেন। আপনার যতবার নিতে মন চায় ততবার অফারটি নিতে পারবেন। এই অফারটি চালু করার জন্য যে কোড লিখে ডায়াল করতে হবে সেটা হল *১২৩*২৩০#। অফারটি পাওয়ার পরবর্তী তিনদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তিনদিন পরে যদি আপনার এক জিবি থেকে এমবি থেকেও যায় সেটা কিন্তু তিনদিন পরে আর পাবেন না। অটোভাবে চলে যাবে।
দুই জিবি ইন্টারনেট ৪৮ টাকা
আপনার যদি ২ জিবি ইন্টারনেট প্রয়োজন পড়ে তাহলে আপনি ৪৮ টাকার বিনিময়ে এই অফারটি নিতে পারবেন। এটি আপনি যতবার খুশি ততবার নিতে পারবেন। অত্যন্ত চমৎকার একটি অফার এটি। এই অফারটির জন্য কোন কোড লিখে ডায়াল করতে হবে না। শুধুমাত্র আপনি আপনার রবি সিমে ৪৮ টাকা রিচার্জ করবেন আর সাথে সাথে এই অফারটি পেয়ে যাবেন। এই অফারটার মেয়াদ থাকবে মাত্র চার দিন।
২.৫ জিবি ইন্টারনেট ৩৮ টাকা
এই অফারটি কিন্তু সবাই পাবেন না। রবির কিছু সংখ্যক গ্রাহকরা এই অফারটি পাবেন। এই অফারটা কি আপনি চালু করতে চান? তাহলে সরাসরি ডায়াল করুন *১২৩*৩৮#। আশা করছি এই অফারটি আপনি পেয়ে যাবেন। এ অফারটিতে মেয়াদ থাকবে মাত্র চারদিন।
৩ জিবি ইন্টারনেট ৯৮ টাকা
আপনি যদি সাপ্তাহিক ইন্টারনেট অফার পেতে চান তাহলে এই অফারটি আপনার জন্য। এই অফারটির জন্য আপনারা আটানব্বই টাকা রিচার্জ করলে ৩ জিবি ইন্টারনেট পেয়ে যাবেন। যার মেয়াদ থাকবে সম্পূর্ন সাত দিন। যাদের অফারটি ভালো লাগবে তারা খুব সহজেই নিতে পারেন।
৬ জিবি ইন্টারনেট ১৪৮ টাকা
আপনারা চাইলে ৬ জিবি ইন্টারনেট খুব সহজে ১৪৮ টাকায় নিতে পারেন। এই অফারটি যতবার খুশি ততবার নিতে পারবেন। অফারটির মেয়াদ থাকে মাত্র সাত দিন। অফারটি চালু করতে হলে আপনাকে যে কোড লিখে ডায়াল করতে হবে তা হল *১২৩*১৪৮#।
১০ জিবি ১৪৮ টাকা
যদি কেউ ১৪৮ টাকায় ১০ জিবি ইন্টারনেট নিতে চান তাহলে এই অফারটি শুধুমাত্র আপনার জন্য। এটি একটি দুর্দান্ত অফার। ২০২৩ সাল উপলক্ষে এই নতুন অফারটি দেওয়া হয়েছে। এই অফারটি একটিভ করতে হলে আপনাকে ডায়াল করতে হবে *১২১*৩*৩*১৪#। অফারটির মেয়াদ থাকবে সাত দিন।
৩০ জিবি ইন্টারনেট ৩৯৯ টাকা
যাদের ঘরে বসে প্রতিনিয়ত অনলাইন ভিত্তি বিভিন্ন কাজ করার প্রয়োজন পড়ে অথবা অনলাইন ভিত্তিক বিভিন্ন ক্লাস করেন তাদের জন্য এই ইন্টারনেট অফারটি খুবই আকর্ষণীয়। রবি কোম্পানি তাদের কথা বিবেচনা করে এই ইন্টারনেট অফারটি ২০২৩ সালে নতুন হিসেবে যোগ করে দিয়েছেন। এর জন্য অবশ্যই আপনার সিমে ৩৯৯ টাকা থাকতে হবে। আপনাকে এই অফারটি নিতে হলে যেই কোডটা লিখে ডায়াল করতে হবে সেই কোডটি হল *১২৩*৩*৩*০#। অফারটার এর মেয়াদ থাকবে পুরো একমাস।
রিচার্জ অফার:
৩৮ টাকা রিচার্জে, দেড় জিবি, মেয়াদ ৩ দিন।
৬৩ টাকা রিচার্জে, সাড়ে তিন জিবি, মেয়াদ ৩ দিন।
৭৬ টাকা রিচার্জে, ৫ জিবি, মেয়াদ ৩ দিন।
১২৯ টাকা রিচার্জে, ১০ জিবি, মেয়াদ ৭ দিন।
৩৯৯ টাকা রিচার্জে, ৪৫ জিবি, মেয়াদ ২৮ দিন।
রবি সিমের ইন্টারনেট নেওয়ার জন্য অনেক পদ্ধতি রয়েছে। তার মধ্যে একটি সহজ পদ্ধতি আমি আপনাদেরকে বলতেছি। এর জন্য আপনারা ডায়াল করবেন *৮#। ইন্টারনেট ব্যালেন্স চেক করার জন্য ডায়াল করবেন *১২৩*৩*৫# ।
শেষকথা
তো এই হলো আজকের ২০২৩ সালের রবি সিমের ইন্টারনেট অফার গুলো। আশা করছি অফার গুলো আপনাদের অনেক উপকারে আসবে। আপনারা অনেক ধরনের অফারের খোঁজ এই আর্টিকেল থেকে পেয়ে গেছেন। যারা আজকের আর্টিকেলটি পড়েছেন তারা সকল ধরনের ইন্টারনেট অফার গুলো এই আর্টিকেল থেকে পেয়ে যাবেন। এছাড়া আপনি রবি সিমের আরও ইন্টারনেট অফার সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আপনাকে মাই রবি অ্যাপটি ইন্সটল করতে হবে। আপনি প্রথমে গুগল প্লে স্টোরে যাবেন। সেখানে মাই রবি অ্যাপ্লিকেশন লিখে সার্চ করবেন। ইন্সটল বাটনে ক্লিক করবেন। মাই রবি অ্যাপ ইন্সটল হয়ে যাবে। এরপর সেখানে আপনার নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন। মাইরবি অ্যাপ থেকে যদি আপনি ইন্টারনেট কিনেন, এর সাথে আপনি এক্সট্রা পয়েন্ট বোনাস পাবেন এবং সেই পয়েন্ট জমা করে পরবর্তীতে সেই পয়েন্টের মাধ্যমে আপনি ইন্টারনেটসহ বিভিন্ন প্যাকেজ কিনতে পারবেন। তো আজকের ইন্টারনেট অফার গুলো আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। এভাবে সব সময় আমাদের পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোন বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।
আরো জানতে ক্লিক করুন: