ইমুতে এইচডি কোয়ালিটিতে ফটো এবং ভিডিও পাঠান | Send HD Quality Photo/Video in Imo

 ইমুতে এইচডি কোয়ালিটি তে ফটো এবং ভিডিও পাঠান | Send HD Quality Photo/Video in Imo

আসসালামু আলাইকুম। বন্ধুগণ কেমন আছেন আপনারা সকলে। আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো আপনারা যারা ইমোতে বিভিন্ন ধরনের ছবি এবং ভিডিও পাঠান তো তাদের সবারই একটা কমপ্লেন যে imo তে ছবি এবং ভিডিও পাঠালে রেজুলেশন সঠিক থাকেনা ছবি ফেটে যায় ভিডিও রে ইমুতে এইচডি  জুলেশন কমে যায়, তো তাদের কম্প্লেইনের সমাধান দেব আজকে আমি।

আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কিভাবে একটি সেটিংস এর মাধ্যমে ইমুতে এইচডি কোয়ালিটির ছবি এবং ভিডিও আরেকজনকে পাঠাতে পারেন। এতে করে আপনার ছবি ফাটবে না রেজুলেশন কমবে না, ছবি ডিসকালার হবে না, ভিডিওর কোন কোয়ালিটি নষ্ট হবে না, ঠিক যেভাবে পাঠাবেন সেভাবেই ছবি অথবা ভিডিও চলে যাবে আরেকজনের ইমুতে। তো চলুন দেখে আসি সেটি আপনারা কিভাবে করবেন।

ইমো

ইমু সামাজিক যোগাযোগ মাধ্যম। ইমু দিয়ে দিয়ে করে আপনি ভিডিও ও অডিও কলে কথা বলতে পারবেন। শুধু বাংলাদেশী নয় ইমুর সাহায্যে আপনি বিশ্বের যে কোন প্রান্তে কথা বলতে পারবেন। যখন ইমো ছিলনা তখন দেশ-বিদেশের আত্মীয় স্বজনদের সাথে কথা বলতে হলে তাদের নাম্বারে কল দিয়ে কথা বলতে হত। তখন প্রতি মিনিটের হিসেবে প্রচুর পরিমানে টাকা কেটে নিয়ে যেত। প্রেমিক প্রেমিকার একজন আরেকজনের সাথে কথা বলতো নাম্বারে কল দিয়ে। এতে করে তাদের প্রচুর টাকা কেটে নিয়ে যেতো কোম্পানিরা। কিন্তু সেই সমস্যাগুলোর সমাধান করে দিয়েছে ইমো। ইমোতে আপনি সারাক্ষণ আপনার প্রিয় ব্যক্তি অথবা দেশ-বিদেশের বিভিন্ন আত্মীয় স্বজনের সাথে অডিও কল এবং ভিডিও কলে কথা বলতে পারবেন কোন প্রকার অর্থ ছাড়াই।

ইমুতে ছবি পাঠালে যেমনটা হয়

আমরা যারা টাচ মোবাইল ব্যবহার করে থাকি তারা সবাই সচরাচর ইমু ব্যবহার করে থাকি। ইমুতে শুধুমাত্র আমরা ভিডিও বা অডিও কল ছাড়াও আরো অন্যান্য কাজ করে থাকি। আমরা আমাদের গুরুত্বপূর্ণ ফাইল ও ডকুমেন্টস ইমুতে সেভ করে রাখতে পারি। এছাড়া আমরা একজন আরেকজনকে বিভিন্ন ফটো ও ভিডিও ইমোতে পাঠিয়ে থাকি। আমরা যখন ফটো এবং ভিডিওগুলো ইমুতে আরেকজনের মোবাইলে পাঠাই, সে যখন এই ফটো এবং ভিডিও গুলো ডাউনলোড করে তখন তার রেজুলেশন কমে যায়। ফলে এই ছবি এবং ভিডিওগুলো তার কাছে পুরোপুরি পরিষ্কারভাবে দেখা যায় না। বরং অনেকটা ঘোলাটে দেখা দেয়।

ইমুতে এইচডি কোয়ালিটির ছবি কিভাবে পাঠাবেন

তো এর জন্য আপনারা প্রথমে আপনাদের মোবাইল ফোনের ইমুতে যাবেন। এরপর আপনারা দেখতে পাবেন আপনাদের মোবাইল ফোনের উপরে বাম পাশে আপনার ইমু একাউন্টের প্রোফাইল পিকচারটি দেখা যাচ্ছে। সেই প্রোফাইল পিকচারে একটি ক্লিক করে দিবেন। তখন সেটিংস অপশন চলে আসবে। সেখানে ক্লিক করে দেবেন। এরপর সেখানে স্টোরেজ এন্ড ডাটা দেখতে পাবেন। সেটাতে ক্লিক করে দিবেন। এরপর দেখবেন অনেকগুলো অপশন চলে আসবে এবং সেখানে ফটো আপলোড কোয়ালিটি অপশনটি রয়েছে। তো আপনি সেই অপশনে ক্লিক করে দিবেন। তো তিনটি অপশন চলে আসবে।

১/ অটো,

২/ডাটা সেভার,

৩/হাই কোয়ালিটি

তো আপনারা তিন নাম্বার অপশন টি অর্থাৎ হাই কোয়ালিটি অপশনে ক্লিক করে দিবেন। এতে আপনার কাজ শেষ হয়ে যাবে। তো বন্ধুগন এইভাবে আপনারা খুব সহজেই আপনার ভিডিওর বা ছবির রেজুলেশন সঠিক রেখে অন্য কারো কাছে ছবি বা ভিডিও পাঠাতে পারবেন। এরপরও কেউ কিছু না বুঝলে আমার একটি ভিডিও তৈরি করা আছে এই ব্যাপারে। নিচে লিঙ্ক দেওয়া হল। আপনারা এই লিংকে ক্লিক করে ভিডিওটি দেখে নিবেন।

লিংক: 

তো একটি অ্যাডভান্স সেটিংস দেখিয়ে দিচ্ছি। আপনারা উপরের বাম পাশে তীর চিহ্নতে ক্লিক করে পিছনে ব্যাক করে নেবেন। একটি অপশন পাবেন অটো সেভ আফটার সেন্ড।  সেই অপশনে ক্লিক করে দিবেন। এর ফলে আপনি কারো কাছে কোন ছবি বা ভিডিও পাঠালে সেগুলো অথবা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে।

শেষ কথা

তো আশা করছি, আপনারা আজকে খুব সহজেই ইমুতে কিভাবে এইচডি রেজুলেশনের ফটো বা ভিডিও বিভিন্নজনকে পাঠাবেন তা খুব সহজেই বুঝতে পেরেছেন। আর্টিকেলটি দ্বারা আপনাদের কিছুটা হলেও উপকার হয়েছে।  যদি আর্টিকেলটি ভালো লাগে অবশ্যই আমাদের সাথেই থাকবেন সব সময়। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভাল থাকবেন। আসসালামু আলাইকুম।


আরো জানুন:

জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া
















একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন