এয়ারটেল বন্ধ সিমের অফার

এয়ারটেল বন্ধ সিমের  অফার 

আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালই আছে। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। তো আজকে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি এই ব্লগটি আপনারা সম্পন্নভাবে পড়বেন। আজকের আর্টিকেলটি তারাই পড়বেন বিশেষ করে যারা এয়ারটেল সিম ব্যবহার করেছেন কিন্তু সিমটি বন্ধ আছে। তো আপনার সিম যদি বন্ধ থাকে আপনি জেনে খুশি হবেন যে, আজকে আমি আপনাদের সাথে airtel বন্ধ সিমের কিছু ধামাকা অফার নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা থেকে আপনারা এয়ারটেল সিমের বন্ধ সংযোগের অফার গুলো জানতে পারবেন। তো কি সেই অফার গুলো জানতে হলে চলুন আলোচনায় চলে যাই। তো আমাদের এয়ারটেল বন্ধ সিমের অফারের আলোচনা শুরু করা যাক।

তো আপনার এয়ারটেল বন্ধ সিমটি অবশ্যই চালু করতে হবে এবং চলে আসবেন বন্ধুদের #1 নেটওয়ার্ক এয়ারটেল- এ। তো আপনার বন্ধ সিমে কি কি অফার আছে তা আপনি কিভাবে জানবেন। এর জন্য দুইটি কোড রয়েছে। আপনাকে অবশ্যই যে কোন একটি কোড ডায়াল করে আপনার অফার গুলো জেনে নিতে হবে। অফারগুলো সম্পর্কে জানতে ডায়াল করুন *৮৮৮# অথবা *৮০৫০#।

এয়ারটেল রিসার্চ এর অফার:

১৮ টাকায়  ৩০ মিনিট

আপনি ১৮ টাকার বিনিময়ে পাবেন সর্বমোট 30 মিনিট। এই ৩০ মিনিটের মেয়াদ থাকবে সর্বোচ্চ সাত দিন। অফারটি উপভোগ করতে চাইলে এখনি 18 টাকা রিচার্জ করে ফেলুন এবং অফারটি উপভোগ করুন।

৩৪ টাকায় ৫৫ মিনিট

আপনি ৩৪ টাকার বিনিময়ে পাবেন 55 মিনিট। মেয়াদ থাকবে সর্বোচ্চ 15 দিন। অফারটি নিতে চাইলে জলদি ৩৪ টাকা রিচার্জ করে ফেলুন এবং অফারটি উপভোগ করুন।

৩৭ টাকায় বাম্পার অফার:

আপনি ৩৭ টাকার বিনিময়ে পাবেন তিন জিবি ইন্টারনেট সাথে ৩০ মিনিট। আপনি কথা বললে আপনার প্রতি মিনিটে ৪৮ পয়সা করে কাটবে। অবশ্যই ট্যাক্স প্রযোজ্য। 

ডাটা এবং মিনিটের রেট কাটার মেয়াদ থাকবে সাত দিন। সম্পূর্ণ অফারটির মেয়াদ থাকবে সর্বোচ্চ ৩০ দিন। জলদি সাইত্রিশ টাকা রিচার্জ করে অফারটি এখনই নিয়ে নিন।

৪৬ টাকায় পাবেন ৭৫ মিনিট

আপনি যদি ৪৬ টাকা রিচার্জ করেন তাহলে তার বিনিময়ে ৭৫ মিনিট পেয়ে যাবেন যার মেয়াদ থাকবে সর্বোচ্চ ৩০ দিন। তাহলে আর দেরি কেন?

এখনই ৪৬ টাকা রিচার্জ করে অফারটি উপভোগ করুন।

৭৭ টাকায় ৮ জিবি

যারা সচরাচর ইন্টারনেট ব্রাউজ করে থাকেন তাদের জন্য জিবি টা খুবই প্রয়োজন। আপনি ওয়াইফাই সব জায়গায় ব্যবহার করতে পারবেন না। কারণ ওয়াইফাই শুধু আপনার অফিস কিংবা বাসায় থাকে। কিন্তু জিবি দিয়ে আপনি অফিস আদালত বাসা বাড়ি রাস্তাঘাটে সকল জায়গায় ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। তাই ৭৭ টাকায় ৮ জিবি এই অফারটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে যেটা আমি মনে করি। তো আর দেরি না করে খুব শীঘ্রই ৭৭ টাকা রিচার্জ করুন এবং আট জিবি নিয়ে নিন।

১১৯ টাকায় ৬ জিবি এবং ১২০ মিনিট

যাদের জিবি এবং মিনিট প্রয়োজন তারা এই অফারটি নিতে পারেন। আপনি একশ উনিশ টাকার বিনিময়ে পেয়ে যাবেন ৬ জিবি এবং ১২০ মিনিট। এটার মেয়াদ থাকবে সর্বমোট 30 দিন। তো ১১৯ টাকা রিচার্জ করুন এবং ৬ জিবি ও 120 মিনিট সিমে নিয়ে নিন।

তো অফার গুলো পেতে হলে আপনাকে অবশ্যই কিছু সত্য মানতে হবে:

১/ মিনিট ব্যালেন্স চেক করতে হলে আপনাকে ডায়াল করতে হবে *৭৭৮*০#

২/ ইন্টারনেট ব্যালেন্স চেক করতে হলে আপনাকে ডায়াল করতে হবে *৩#।

৩/ আপনি এই ইন্টারনেট সকল ধরনের নেটওয়ার্কে ব্যবহার করতে পারবেন।

৪/ আপনার বন্ধ স়ংযোগ সঙ্গে সঙ্গে

 চালু করার পরপরই অফার গুলোর সম্পর্কে আপনাদেরকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বিস্তারিতভাবে। এছাড়াও *৮৮৮# ও *৮০৫০# নম্বরে ডায়াল করে অফার সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। 

শেষ কথা

তো এই ছিল বন্ধ এয়ারটেল সিমের দুর্দান্ত অফার। আশা করছি অফার গুলো অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অফার গুলো আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এখান থেকে আপনার পছন্দের অফারটি বেছে নিন অথবা সবগুলো অফার বেঁচে নিতে পারেন এবং অফারগুলো উপভোগ করতে থাকুন। তো আজকে এই পর্যন্ত। ফিরে আসবো নতুন আরেকটা আর্টিকেল নিয়ে। এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।


আরো জানতে ক্লিক করুন:

রোজা ভঙ্গের কারণ || Roja Vonger Karon

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন