দারাজের প্রোডাক্টের এফিলিয়েট লিংক কিভাবে তৈরি করবেন | Make Affiliate Link of Daraz Product
আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক আশা করছি ভালই আছেন। তো আবারো হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটি আর্টিকেল নিয়ে। অনেকে আছেন অ্যাফিলিয়েট মার্কেটিং করে থাকেন। বিভিন্ন জনে বিভিন্ন ওয়েবসাইটের একাউন্ট মার্কেটিং করে থাকেন। daraz, bd shop এবং আয়করিসহ অন্যান্য এফিলিয়েট ওয়েবসাইট আছে। এসব ওয়েবসাইটের নানান ধরনের প্রোডাক্ট রয়েছে। এসব ওয়েবসাইটের প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিংক বিভিন্ন মাধ্যমে শেয়ার করে সেল দেওয়াকে বলে এফিলিয়েট মার্কেটিং। তো আজকে আমি দেখাবো যারা এফেলিয়া মার্কেটিং দারাজের মাধ্যমে করেন অর্থাৎ দারাজ থেকে প্রোডাক্টের এফিলিয়েট মার্কেটিং যারা করেন তারা কিভাবে প্রোডাক্ট এর লিংক গুলোকে এফিলিয়েট লিংক হিসেবে তৈরি করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। আমাদের আলোচনা শুরু করা যাক।
দারাজের প্রোডাক্টের এফিলিয়েট মার্কেটিং
প্রথমে আপনি যেই কোন একটি ব্রাউজারে যাবেন। এর জন্য Chrome Browser টি সবচাইতে বেস্ট। Chrome ব্রাউজারে ক্লিক করে দিবেন। এমনই একটি পেজ চলে আসবে এবং উপরে সার্চ বক্সে লিখবেন daraz.com.bd। লিখে সার্চ করে দিবেন।
দাড়াজের এমন একটা ওয়েবসাইট চলে আসবে। এখানে বিভিন্ন প্রোডাক্ট এর ছবি দেওয়া থাকবে।
আপনি স্ক্রল করে যত নিচে যাবেন ততই বিভিন্ন রকমের প্রোডাক্ট এর ছবি দেখতে পারবেন। মূলত এসব প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি করে থাকেন।
দারাজের প্রোডাক্টের এফিলিয়েট লিংক কিভাবে তৈরি করবেন
সেখানে গিয়ে গুগলে সার্চ অপশনে আমি লিখে সার্চ করব adstream daraz।
অনেকগুলা ওয়েবসাইট চলে আসবে।
প্রথম ওয়েবসাইট টি হল adstream.daraz.com.bd
আমি এই প্রথম ওয়েবসাইটটির মধ্যে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এমন একটি ইন্টারপেজ চলে আসবে।
তো এখানে আপনার ইমেইল অথবা ফোন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিবেন (যেই ইমেইল অথবা ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি একাউন্ট করেছিলেন adstream.daraz.com.bd তে)।
তারপর এমন একটি ইন্টারপেজ চলে আসবে। ওপরে একটি অপশন দেখতে পাচ্ছেন প্রমোট।এই প্রমোটে ক্লিক করে দিবেন।তারপর দুইটি অপশন শো হবে।
বক্সে আপনি মোবাইল ফোনের যেই লিংকটি কপি করেছিলেন সেই লিংকটি পেস্ট করে দেবেন।
এরপর জেনারেট লিংক নামক এই অপশনে ক্লিক করে দিবেন।ব্যাস আপনার কাজ শেষ হয়ে গেল।আপনার অ্যাফিলিয়েট লিংকটি তৈরি হয়ে গেল।শর্ট লিঙ্ক লেখার নিচে যেই লিংকটি ছোট আকারে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আপনার অ্যাফিলিয়েটল লিংক।
তো সেই ছোট্ট লিংকটির উপর একটি ক্লিক করে দেবেন। লিংকটি কিন্তু অটো পাবে কপি হয়ে যাবে। এখন আপনি চাইলে এই লিংকটি ফেসবুক,ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমুতে, মেসেঞ্জার সহ সকল জায়গায় শেয়ার করে দিতে পারবেন। তো এই লিংকটির উপর কেউ ক্লিক করে যদি আপনার প্রোডাক্ট কিনে তাহলে আপনি কমিশন পেয়ে যাবেন।
শেষ কথা
আশা করছি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন কিভাবে আপনারা দারাজের প্রোডাক্টের লিংকটিকে এফিলেট লিংক হিসেবে তৈরি করবেন। আজকের আর্টিকেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এই ধরণের নিত্য নতুন টিপস পেতে হলে সব সময় আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ আমাদেরকে সময় দিয়ে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরে আসবো নতুন কোন আর্টিকেল নিয়ে। সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন।আসসালামু আলাইকুম।
আরো জানুন: