ফেসবুকে এইচডি কোয়ালিটির ফটো আপলোড করার উপায় | Facebook HD Photo Upload

 ফেসবুকে এইচডি কোয়ালিটির ফটো আপলোড করার উপায় |  Facebook HD  Photo Upload 

আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক, কেমন আছেন। আশা করছি ভালই আছেন। তো আজকে চমৎকার একটি আর্টিকেল নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আর্টিকেলটির হেডলাইন দেখে আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন, কি নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো আপনারা অনেকেই আছেন ফেসবুকে ছবি বা ভিডিও আপলোড করে থাকেন। আপনারা সেগুলা এইচডি কোয়ালিটিতে আপলোড করেন। কিন্তু আপলোডের পরে দেখা যায় যে সেগুলোর রেজুলেশন কমে যায়, একটা ঘোলাটে ভাব তৈরি হয়। আবার এইচডি কোয়ালিটিতে ছবি বা ভিডিও আপলোড করে, বিভিন্ন ছবি বা ভিডিও আপনারা ঘোলাটে ভাবে দেখতে পান। কিন্তু সে এগুলা আপলোড করেছে এইচডি কোয়ালিটিতে।

ফেসবুকে এইচডি কোয়ালিটির ফটো আপলোড করার উপায় |  Facebook HD  Photo Upload

আজকে আমি আপনাদেরকে এই ধরনের সমস্যার সমাধান দেব। আপনাদের সাথে আমি আজকে আলোচনা করবো আপনারা কিভাবে এইচডি কোয়ালিটিতে ফটো এবং ভিডিও আপলোড করতে পারবেন এবং অপরের এইচডি কোয়ালিটির ফটো বা ভিডিও আপনারা এইচডি কোয়ালিটিতে দেখতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যাই। আমাদের আজকের আলোচনা শুরু করা যাক। 

ফেসবুকে এইচডি কোয়ালিটি ফটো আপলোড

ধাপ-১

তো এটি করার জন্য আপনাদেরকে খুব ছোট্ট একটি সেটিংস করা লাগবে। এই সেটিংস সবুজ রঙের ফেসবুক অ্যাপ দিয়ে হবে না। সবুজ রঙের ফেসবুকের সকল কিছুই আপডেট আছে। হয়তো তারা ভুলবশত এই ছোট্ট সেটিংসটি তাদের ফেসবুকে দিতে ভুলে গেছে। তাই এই অপশনটি সবুজ রঙের ফেসবুকে নাই। এটি করার জন্য আপনাদেরকে সাদা রঙের ফেসবুক লাইটে চলে যেতে হবে। আপনারা আপনাদের ফেসবুক আইডিটি ফেসবুক লাইটে লগইন করে নিবেন। ফেসবুকের ইন্টারপেজটি চলে আসবে নিচের ছবির মত। 

ধাপ-২


উপরের স্ক্রিনশটে, আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল ফোনের উপরে ডান পাশে থ্রি লাইন্স আছে। আপনারা এই থ্রি লাইন্সে ক্লিক করে দিবেন। এরপর নিচের স্ক্রিনশট এর মত এমন একটি ইন্টারপেজ চলে আসবে। আপনারা এটি স্ক্র করে আস্তে আস্তে নিচে যাবেন।

ধাপ-৩

নিচে যাওয়ার পর আপনার একটি অপশন দেখতে পারবেন সেটিংস। তো আপনারা সেই সেটিংসে একটি ক্লিক করে দিবেন।

এরপর আপনারা নিচের স্ক্রিনশট এর মত দেখতে পাবেন যে এমন কতগুলো অপশন চলে আসছে। সেগুলো স্ক্রল করে আপনারা নিচে যাবেন।

তো উপরের স্ক্রিনশটের মত আপনারা দেখতে পাবেন মিডিয়া এন্ড কন্টাকসের আন্ডারে একটি অপশন আছে ফটো কোয়ালিটি। আপনারা এই অপশনটিতে একটি ক্লিক করে দিবেন।

ধাপ- ৪


এরপর ওপরের ছবির মতো এমন কতগুলো অপশন চলে আসবে। আপনারা প্রথম অপশনটি দেখতে পাবেন ডাটা সেভার মোড। অর্থাৎ ফেসবুকে আপনাদের কোন ভিডিও বা ছবি আপলোড করলে সেখান থেকে ডাটা সেভ করা হবে কিনা। যদি ডাটা সেভ হয় তাহলে আপনার ফটো বা ভিডিও এইচডি কোয়ালিটিতে আপলোড হবে না। কারন সেখান থেকে আপনার ডাটা সেভ হচ্ছে। এই অপশনটি অন রাখার মানে হলো ডাটা সেভ করা। আপনাদেরকে অবশ্যই এই অপশনটি অফ করে দিতে হবে। এরপর দ্বিতীয় অপশনটি হচ্ছে ফটো কোয়ালিটি। এটি আপনাদের লো তে অথবা মিডিয়ামে ক্লিক করা থাকতে পারে। আপনারা অবশ্যই হাই করে দিবেন। তৃতীয় অপশনটি হচ্ছে ভিডিও কোয়ালিটি। এটি আপনাদের লোয়েস্ট কোয়ালিটি ভিডিওতে ক্লিক করে থাকতে পারে। এটি আপনারা অবশ্যই অপটিমাইজড করে দিবেন। ব্যাস, আপনার কাজ শেষ হয়ে গেল। আর কোন কাজ নাই এখানে। এখন থেকে আপনি চাইলে আপনার ফটো এবং ভিডিও আপনার ফোনে যেই অবস্থায় থাকবে অর্থাৎ যদি এইচডি কোয়ালিটিতে থাকে তাহলে আপনি এইচডি কোয়ালিটিতেই ফেসবুকে ছবি বা ভিডিও আপলোড করতে পারবেন। আবার অন্য কেউ এইচডি কোয়ালিটি তে ছবি বা ভিডিও আপলোড করলে সেগুলো আপনি এইচডি কোয়ালিটিতে দেখতে পাবেন।

শেষ কথা:

তো আপনাদের সমস্যার সমাধান আপনারা পেয়ে গেছেন। আপনারা এখন থেকে খুব সহজে ফেসবুকে এইচডি কোয়ালিটিতে ছবি ও ভিডিও আপলোড করা সহ অন্যের এইচডি কোয়ালিটিতে আপলোড করা ভিডিও বা ছবি এইচডি কোয়ালিটিতেই দেখতে পাবেন।
আশা করছি আজকের আর্টিকেলটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আর্টিকেলটি দ্বারা আপনাদের কিছুটা হলেও উপকার হয়েছে। যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আর্টিকেলটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং এই ধরনের নিত্য নতুন ট্রিকস এন্ড টিপস নিয়ে আর্টিকেল পেতে হলে আমাদের ওয়েবসাইটটি সব সময় ভিজিট করবেন। এতক্ষণে আমাদেরকে সময় দিয়ে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী নতুন কোন আর্টিকেলে। সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন