দারাজে এফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করার উপায় | Daraz Affiliate Program

 দারাজে এফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করার উপায় | Daraz Affiliate Program

আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক কেমন আছেন? আশা করছি ভালই আছেন। তো যারা অনলাইনে ইনকাম করতে চান তাদের জন্য চমৎকার একটি সুখবর। দারাজের নাম আপনারা অনেকে নিশ্চয় শুনেছেন। অনেকে হয়তো জানেন দারাজ থেকে ইনকাম করা যায়। কিন্তু কিভাবে করা যায় তা হয়তো অনেকে জানেন না। আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে এ টু জেড দেখিয়ে দিব আপনারা  দারাজ থেকে অনলাইন ইনকাম করতে পারবেন?

দারাজে বিভিন্নভাবে ইনকাম করা যায়। তো মূলত আজকে আমি আপনাদের সাথে দারাজের এফিলিয়েট মার্কেটিং নিয়ে আলোচনা করব। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে দারাজে afiliate account করে মার্কেটিং এর মাধ্যমে আয় করতে পারবেন। তো আমাদের আজকের আলোচনার বিষয় হলো দারাজে এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আয় করা। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই আমাদের আলোচনা শুরু করা যাক।আপনার অবশ্যই দারাজে একটি অ্যাপিলিয়েট একাউন্ট থাকতে হবে। এই একাউন্টে থাকলেই আপনি দারাজের বিভিন্ন প্রোডাক্ট এর লিংক কপি করে সেই লিঙ্ক থেকে এফিলিয়েট লিংক বানিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলে সেই লিংকে ক্লিক করে কেউ কোন প্রোডাক্ট কিনলেই আপনার নির্দিষ্ট পরিমাণ ইনকাম হবে। এফিলিয়েট মার্কেটিং এখন আপনারা কিভাবে করবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। 

দারাজে কিভাবে এফিলিয়েট একাউন্ট 

প্রথমে যে কোন একটি ব্রাউজারে যাবেন। সেখানে দারাজ ডট কম ডট বিডি লিখে সার্চ করে দিবেন। অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। তো আপনারা প্রথম ওয়েবসাইটের মধ্যে ক্লিক করে দিবেন।এরপর দারাজ এর মেইন ওয়েবসাইট চলে আসবে এবং সেখানে আপনারা অনেক প্রোডাক্ট দেখতে পাবেন।


আপনি যদি ফোন ব্যবহার করে থাকেন তো এই স্ক্রিনটি আপনার ফোনে মোবাইল মুডে চলে আসবে। আপনার মোবাইল ফোনের উপরের ডান পাশের থ্রি ডট অপশন দেখতে পাবেন। সেই থ্রি ডটে ক্লিক করে দেবেন। একটি অপশন দেখতে পাবেন ডেস্কটপ মোড। তার ডান পাশে চতুর্ভুজ আকৃতির একটি ঘর থাকবে এবং সেই ঘরে ক্লিক করে আপনার ফোনটিকে ডেস্কটপ মুড করে নেবেন। এরপর দেখতে পাবেন আপনার মোবাইলের স্কিনটা কম্পিউটারের মতো চলে আসছে এবং দারাজের ওয়েবসাইটের সকল প্রোডাক্ট গুলো আপনার কম্পিউটারের মতো দেখতে পাচ্ছেন। আর যারা কম্পিউটার ব্যবহার করে দারাজের ওয়েবসাইটে আসছেন তাদেরকে কিছু করতে হবে না। তো এখন আপনারা প্রোডাক্ট গুলি স্ক্রল করে আস্তে আস্তে নিচে যাবে। নিচে গেলে একটি অপশন দেখতে পাবেন দারাজ অ্যাফিলিয়েট।


তো এখানে ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন।
তো এখানে সাইন আপ নাও এই অপশনে ক্লিক করে দিতে পারেন অথবা উপরে দারাজ এফিলিয়েট প্রোগ্রাম আছে, সেখানে ক্লিক করে দিতে পারেন। সেখানে ক্লিক করে দিলে এই একই ইন্টারপেজটি আপনার কাছে আবারো চলে আসবে। তারপরে সাইন আপ নাউ বাটনে ক্লিক করুন।


দারাজের ফর্মটি সম্পন্ন ভাবে আপনার কাছে চল আসবে। এখন আপনার সঠিক ইনফরমেশন দিয়ে ফর্মটি ফিলাপ করবেন। প্রথম টি হচ্ছে একাউন্ট টাইপ। এরমধ্যে দুইটি অপশন আছে। তাছাড়া প্রথম অপশনটি সিলেক্ট করে দিবেন। দ্বিতীয় বক্সে পুরো নামটা দিয়ে দিবেন। তৃতীয় অপশনে যদি আপনার ব্যবসায়িক নাম্বার থাকে সেটা দিবেন অথবা আপনার নিজ পার্সোনাল নাম্বার দিয়ে দিন। Country সিলেক্ট করার ঘরে বাংলাদেশ দিয়ে দিবেন।
এরপর আপনি যে শহরে বসবাস করছেন অর্থাৎ আপনার শহর, সেই শহরের নাম দিয়ে দিবেন। আপনার পোস্টাল কোডের নাম দিয়ে দিবেন। এরপর ফোন নাম্বারের ঘরে আপনার ফোন নাম্বারটা সঠিকভাবে দিয়ে দিবেন অর্থাৎ যে ফোন নাম্বারটা আপনি সচরাচর ব্যবহার করে থাকেন। কারণ দারাজ থেকে আপনার এই ফোন নাম্বারে আপনাকে কল করা হবে। এরপর whatsapp নাম্বারের ঘরে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দেবেন। কারণ আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাকে নক করা হবে। অবশ্যই হোয়াটসঅ্যাপের নাম্বারটা সঠিক ভাবে দিতে হবে। রেফারেল কোড এর ঘরে আপনারা রেফারেল কোড দিয়ে দিবেন। আমি একটি রেফারেল কোড দিচ্ছি আপনারা এই কোডটি দিয়ে দেবেন। রেফারেল কোড সবার থাকে না। দারাজ থেকে একটা মোটামুটি পরিমাণে ইনকাম হচ্ছে এই কারণে তারা আমাকে রেফারেল কোড দিয়েছে। আপনি যদি আমার রেফারেল কোড ব্যবহার করেন তাহলে আপনার একাউন্ট এপ্রুভ হওয়া সম্ভাবনা খুবই বেশি। রেফারেল কোড টি হল।

this is your referral code: Ikram_DA181

তারপর ট্রাফিকের ঘরে আপনারা ট্রাফিকের নাম এবং লিংক দিয়ে দিবেন।
অর্থাৎ আপনারা কিভাবে দারাজের এফিলেট মার্কেটিং করবেন? ফেসবুকের মাধ্যমে নাকি ফেসবুক পেজের মাধ্যমে নাকি ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো সেই সোশ্যাল মিডিয়ার নাম এবং সোশ্যাল মিডিয়ার লিংক গুলো দিয়ে দিবেন।
ক্যাটাগরিয়ার ঘরে আপনি কোন ক্যাটাগরি নিয়ে দারাজ এ কাজ করবেন। অর্থাৎ দারাজে প্রচুর পরিমাণ ক্যাটাগরি আছে। তো আপনি তো সকল ক্যাটাগরি নিয়ে কাজ করবেন না। অবশ্যই নির্দিষ্ট কয়েকটি ক্যাটাগরিতে কাজ করবেন। সেই ক্যাটাগরি আপনি উল্লেখ করে দিবেন। প্রতি মাসে ট্রাফিক সাইজের ঘরে আপনি উল্লেখ করে দেবেন আপনার কি পরিমাণ ট্রাফিক মাসে আসে। তো সর্বনিম্ন ৫০০০০ থেকে এক লক্ষ উল্লেখ করে দিবেন। মনে করেন আপনারা ফেসবুক পেজে এফিলেট মার্কেটিং করবেন। আপনার ফেসবুক পেজ এ মাসে কি পরিমাণ ট্রাফিক আসে তা উল্লেখ করে দেবেন। যদি পঞ্চাশ হাজারের বেশি আসে তাহলে সেটা সিলেক্ট করে দেবেন। এরপরের ঘরে আপনার ট্যাক্স নাম্বার টি দিয়ে দেবেন। টেক্সট নম্বর না দিলে আপনি ফরমটি সাবমিট করতে পারবেন না। এর নিচের ঘরে আপনার ট্যাক্সের পরিমাণটি দিয়ে দিবেন। তো আমি জিরো % দিছি। আপনি চাইলে আরো বেশি পরিমাণে দিতে পারেন। ট্যাক্স ইনফর্মেশন এর একটি অপশন থাকবে সেটা আপনি নো করে দিবেন। পেমেন্ট অপশনটি আপনারা বিকাশ সিলেক্ক করে দিবেন। চাইলে ব্যাংক একাউন্ট সিলেট করতে পারেন। তো ব্যাংক একাউন্ট সিলেক্ট করলে আরো কিছু অপশন ফিলাপ করা লাগে। তো আমার এত অপশন ফিলাপ করার দরকার নেই আমি শুধু বিকাশ সিলেক্ট করে দিবো।
এরপরের ঘরে আমি আবার বিকাশ একাউন্টের নাম্বারটি দিয়ে দিব। বিকাশ নাম্বারটি দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে বিকাশ নাম্বারটি সঠিকভাবে হয়। কারণ তারা আমার এই নাম্বারে আমার পেমেন্ট গুলা পাঠাবে। তো বিকাশ নাম্বার যদি সঠিকভাবে না হয় তাহলে পেমেন্ট পেতে সমস্যা হবে। নিচে একটি অপশন থাকবে এগ্রি। এটার বামের বক্সটিতে আপনি ক্লিক করে টিক মার্ক দিয়ে দিবেন।এখন আপনি আপনার সম্পূর্ণ ফর্মটি চেক করে নেবেন। সকল কিছু আপনি সঠিকভাবে ফিলাপ করেছেন কিনা। আপনি যত ইনফরমেশন ফিলাপ করেছেন সকল ইনফরমেশন আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী হতে হবে। যদি কোন ভুল কোন তথ্য দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার একাউন্ট এপ্রোভ হবে না।  সকল কিছু দেওয়া যদি সঠিকভাবে হয়ে থাকে নিচে সাবমিট ফরম নামে একটি অপশন আছে। সেই অপশন ক্লিক করে দিবেন। আবেদনটি সাবমিট হয়ে গেলে এমন একটি ইন্টারফেস চলে আসবে। ব্যাস আপনার কাজ শেষ। এরপর তারা আপনার আবেদনটি রিভিউ করবে। রিভিও করার পর আপনার জিমেইলে একটি মেসেজ পাঠাবে। মেসেজ পাঠিয়ে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিংক গুলো চাইবে। তখন আপনি আপনার সোশ্যাল মিডিয়ার লিংক গুলো তাদের একই জিমেইল সেন্ড করে দেবেন। এরপর তারা সকল কিছু সঠিকভাবে আছে কিনা দেখে আপনার একাউন্ট আপ্রোভ করে দিবে। এরপর Daraz Adstream ওয়েবসাইটের একটি লিঙ্ক দিয়ে দিবে। সেই লিংকে ক্লিক করে আপনি adstresm Daraz . Com . Bd এর সাইটে লগইন করতে পারবেন। এটি দারাজের একটি ওয়েবসাইট শুধুমাত্র এফলিয়েট মার্কেটারদের জন্য।

আইডি এবং পাসওয়ার্ড কোথায় পাবেন

আপনারা দারাজ থেকে বিভিন্ন প্রোডাক্ট অর্ডার করার সময় যারা যারা অ্যাপ ইন্সটল করে অথবা দারাজের ওয়েব সাইটে যেভাবে সাধারণভাবে রেজিস্ট্রেশন করেছিলেন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সেই একই জিমেইল অথবা ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এডস্ট্রিম এর সাইডে লগইন করতে হবে।




তো এখানে আপনারা উপরে প্রমোট নামক একটি অপশন দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করে দেবেন। দুইটি অপশন শো করবে। তো আপনারা লিংক অপশনে ক্লিক করে দিবেন। এরপর একটি বক্স আসবে। আপনি দারাজের ওয়েবসাইটে গিয়ে যেকোন প্রোডাক্ট এর লিংক কপি করে এই বক্সের ভিতর পেস্ট করবেন। তারপর জেনারেট লিঙ্কে ক্লিক করবেন। আপনার লিংকটি শর্ট হয়ে যাবে এবং এই লিংকটি হচ্ছে আপনার অ্যাফিলিয়েট লিংক। লিংকে একটি ক্লিক করে দিবেন। লিঙ্ক কপি হয়ে যাবে। মূলত এই লিংকটি আপনি আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া অথবা ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেলে কাস্টমারদের দৃষ্টি আকর্ষণমূলক বিভিন্ন কথাবার্তা লিখে ঝাঁকজমক ছবি দিয়ে শেয়ার করে দিবেন। তো এই লিংকে ক্লিক করে যদি কোন কাস্টমার কোনো প্রোডাক্ট কিনে তাহলে সেই প্রোডাক্টের উপর আপনি নির্দিষ্ট পরিমাণে একটি কমিশন পেয়ে যাবেন। এভাবেই দারাজ থেকে আপনি ইনকাম করতে পারবেন। 

দারাজের প্রোডাক্টের অর্ডার মোটামুটি হবে কিনা

 দারাজের পণ্য সারা বাংলাদেশের প্রচুর পরিমাণ অর্ডার হচ্ছে। সারা বাংলাদেশ থেকে সব অনেক কাস্টমাররা তারা যার প্রোডাক্ট এর অর্ডার করে থাকে। ঢাকায় তো দারাজের প্রডাক্টের প্রচুর কাস্টমার রয়েছে। আমি নিজেও দারাজ থেকে অনেক প্রোডাক্টের অর্ডার করে থাকে।আপনি যখন লিংক বিভিন্ন সোশ্যাল মিডিয়া শেয়ার করবেন তখন আপনার লিঙ্ক থেকেও প্রচুর কাস্টমার প্রোডাক্টের অর্ডার করবে। তো আপনি নিয়মিত কাজ করলে মাসে ভালো পরিমাণে একটা ইনকাম জেনারেট করতে পারবেন।

শেষ কথা

আশা করছি, আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন দারাজে এফিলিয়েট একাউন্ট করার মাধ্যমে দারাজ থেকে কিভাবে অ্যাপিলিয়েট মার্কেটিং করে আপনারা ইনকাম করতে পারবেন। কেউ কিছু বুঝতে না পারলে আমাকে কমেন্ট করবেন। আমি খুব শিগ্রই উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার আজকের আর্টিকেলটি দ্বারা আপনার কিছুটা হলেও উপকার হয়েছে। আর্টিকেলটি অবশ্যই আপনার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং এই ধরনের নিত্য নতুন ইনকাম সম্পর্কিত আর্টিকেল পেতে হলে আমাদের ওয়েবসাইট সবসময় ভিজিটে রাখবেন। এতক্ষণ আমাদের পাশে সময় দিয়ে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরে আসবো নতুন কোন আর্টিকেল নিয়ে। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন।আসসালামু আলাইকুম।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন