এইচএসসি পরীক্ষার ফলাফল দেখার উপায় | HSC Result
আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালই আছেন। আপনি যদি এইচএসসি ২০২৩ সালের রেজাল্ট এর খোঁজ করে থাকেন তাহলে আমি আপনাকে বলব আপনি সঠিক জায়গায় এসে পৌঁছেছেন। কারণ আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা কিভাবে এইচএসসি ২০২৩ সালের রেজাল্ট দেখবেন। তো আমার দেখানোর সিস্টেম অনুযায়ী আপনি বিগত সকল সালেরও এইচএসসি পরীক্ষার রেজাল্ট চেক করতে পারবেন। গত ৮ ফেব্রুয়ারি এইচএসসি ২০২২ সালের রেজাল্ট প্রকাশ করা হয়। রেজাল্ট প্রকাশের সময় হচ্ছে ১১:৩০ মিনিট। ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় এসএসসি ও সমমান এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে সারাদেশে প্রায় ১৩ লক্ষ শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করে। গত ১৩ই ডিসেম্বর পর্যন্ত এই লিখিত পরীক্ষা চলতে থাকে। এরপর শুরু হয় শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা। তো সেই পরীক্ষার ফলাফল গত ৮ জানুয়ারি বেলা ১০:৩০ মিনিটে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হয় এবং ছাত্রছাত্রীরা ফলাফল জানা শুরু করে বেলা ১১ঃ৩০ মিনিট থেকে।
যে সকল শিক্ষার্থী হ্যান্ডসেট ব্যবহার করে থাকেন কিন্তু তারপরও এইচএসসি পরীক্ষার রেজাল্ট কিভাবে বের করতে হয় তা জানেন না, কিন্তু আজকে আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা খুব সহজে জেনে যাবেন আপনাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট আপনারা কিভাবে বের করবেন।
ওয়েবসাইট লিংক: এখানে ক্লিক করুন
আমরা যেভাবে বলব ঠিক আপনি সেভাবে ট্রাই করবেন তাহলে আপনার পরীক্ষার ফলাফল আপনি খুব সহজে বের করতে পারবেন। এর জন্য আপনারা এই ওয়েবসাইটটিতে ক্লিক করে দিবেন। এরপর এমন একটি ইন্টারপেজ চলে আসবে।
নাম্বার সহ মার্কসিট দেখার নিয়ম
ওপরের দেখানো ওয়েব সাইটে আপনারা আপনাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট চেক করতে পারলেও কিন্তু নাম্বার সহ মার্কশিট ডাউনলোড করার অপশনটি সেখানে খুঁজে পাবেন না। তো নাম্বার মার্কসিট ডাউনলোড করতে হলে আপনাকে অবশ্যই এই ওয়েবসাইটটিতে যেতে হবে। তো এখানে এসে আপনারা উপযুক্ত ডকুমেন্টস দিয়ে ঘর গুলো ফিলাপ করে খুব সহজেই নাম্বার সহ মার্কশিট পেতে পারবেন।
১/ এখানে আপনি প্রথম ঘরটিতে আপনার এক্সামিনেশন টাইপ সিলেক্ট করে দেবেন।
২/দ্বিতীয় ঘরে আপনি কোন সালের পরীক্ষার রেজাল্ট বের করবেন সেই সালটি দিয়ে দেবেন।
৩/তৃতীয় ঘরে আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের নাম উল্লেখ করে দেবেন।
৪/চতুর্থ ঘরের রেজাল্ট টাইপের ঘটটি তা আপনি অবশ্যই ইন্ডিভিজুয়াল উল্লেখ করে দিবেন।
তবে চারটি ঘর ফিলাপ করে ফেললে পঞ্চম এবং ষষ্ঠ ঘর নিচে চলে আসবে।
৫/পঞ্চম ঘরটি থাকলে আপনার রোল নাম্বারের ঘর তো সেই ঘরে আপনার রোল নাম্বার উল্লেখ করে দিবেন।
৬/ষষ্ঠ ঘরে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি অবশ্যই উল্লেখ করে দিবেন।
৭/তো নিচে একটি সিকিউরিটি কি থাকবে ঝাপসা আকারে। তো সেখানে কি লেখা আছে সেটি নিখুঁতভাবে দেখে সপ্তম ঘরটিতে উল্লেখ করে দিবেন।
৮/এরপর আপনি গেট রেজাল্ট অপশনটিতে ক্লিক করে দিবেন।
এরপর মার্কশিট আকারে আপনার রেজাল্টটি আপনার চোখের সামনে চলে আসবে। আপনি আপনার রেজাল্ট দেখতে পারবেন।
তো আপনি যদি রেজিস্ট্রেশন নাম্বারটি না দেন তাহলে কিন্তু মার্কশিট সহ রেজাল্ট আসবে না। আবার মার্কস রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরও হয়তো মার্কশিট সহ রেজাল্ট না ও আসতে পারে যদি মার্কশিট ওয়েব সাইটে দেওয়া না থাকে। তো সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন।
মার্কশিটসহ এইচএসসি রেজাল্ট দেখতে এই লিংকে ক্লিক করুন: এখানে ক্লিক করুন
যাদের হ্যান্ডসেট নেই তারা চাইলে খুব সহজে মেসেজের মাধ্যমে পরীক্ষার রেজাল্ট চেক করতে পারবেন। ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটের রেজাল্ট চেক করতে গিয়ে অনেক সময় নানা জটিলতায় পড়তে হয় অর্থাৎ ইন্টারনেট জটিলতার কারণে রেজাল্ট অনেক সময় বারবার ট্রাই করার পরও আসেনা। তো তারা চাইলে খুব সহজেই মেসেজের মাধ্যমে রেজাল্ট চেক করে নিতে পারেন। তো মেসেজের মাধ্যমে রেজাল্ট চেক করতে হলে অবশ্যই আপনাদেরকে কিছু অপশন লিখে তারপর একটি নাম্বারে সেন্ড করতে হবে। তো এর জন্য
১/প্রথমে অবশ্যই আপনার পরীক্ষার নাম ইংরেজিতে লিখবেন।
২/তারপর স্পেস দিয়ে আপনার বোর্ডের প্রথম তিন অক্ষর ইংরেজিতে লিখবেন।
৩/তারপর আপনার পরীক্ষার রোল নাম্বারটি দিয়ে দিবেন।
৪/এরপর আরেকটি স্পেস দিয়ে পরীক্ষার সাল দিয়ে দিবেন।
৫/এরপর মেসেজটি পাঠিয়ে দিলেন 16222 নাম্বারে।
ব্যাস, আপনার কাজ শেষ হয়ে গেল।
উদাহরণ: HSC COM 132556 2022 & send to 16222
আপনাকে একটি কনফার্মেশন মেসেজ দেওয়া হবে। সেই মেসেজে আপনার পরীক্ষার সাবজেক্ট সহ গ্রেড পয়েন্ট উল্লেখ করা থাকবে। তো এভাবে খুব সহজেই আপনারা আপনাদের পরীক্ষার রেজাল্ট মেসেজের মাধ্যমে জানতে পারবেন।
যারা মাদ্রাসা বোর্ড তারা কিভাবে মেসেজের মাধ্যমে রেজাল্ট চেক করবেন
প্রথমে মেসেজের টাইপ অপশনে যাবেন। লিখবেন:
১/আপনি যদি মাদ্রাসা বোর্ডের হয়ে থাকেন তাহলে ইংরেজিতে আলিমের প্রথম তিনটি অক্ষর লিখবেন।
২/তারপর স্পেস দিয়ে আপনার মাদ্রাসা বোর্ডের প্রথম তিনটি অক্ষর ইংরেজিতে লিখবেন।
৩/তারপর স্পেস দিয়ে আপনার রোল নাম্বারটি বসিয়ে দিবেন।
৪/আরেকটি স্পেস দিয়ে পরীক্ষার সাল লিখে দিবেন।
৫/এরপর ম্যাসেজটি পাঠিয়ে দেবেন 16222 এই নাম্বারে।
উদাহরণ: Alim MAD 124358 2022 & send to 16222
আপনি যদি কারিগরি বোর্ড থেকে পরীক্ষা দিয়ে থাকেন তাহলে যেভাবে রেজাল্ট চেক করবেন মেসেজের মাধ্যমে:
১/প্রথমে আপনার কারিগরি বোর্ডের প্রথম তিনটি অক্ষর ইংরেজিতে দিবেন।
২/এরপর আপনার বোর্ডের প্রথম তিন অক্ষর ইংরেজিতে দিবেন।
৩/তারপর আপনার রোল নাম্বারটি লিখে দিবেন।
৪/এরপর আবার একটি স্পেস দিয়ে পরীক্ষার সালটি লিখে দিবেন।
৫/এরপর আর কিছু লিখতে হবে না। মেসেজটি পাঠিয়ে দেবেন 16222 এই নাম্বারে।
উদাহরণ: HSC<স্পেস>TEC<স্পেস>12345658<স্পেস>2022 Send to 16222
আরেকটু সহজ ভাবে দেখিয়ে দিলাম নিচে:
HSC TEC 12345658 2022 & send to 16222
এখানে স্পেস বলতে ফাঁকা জায়গা বোঝানো হয়েছে, যা দুটি শব্দের মাঝখানে ফাঁকা রাখতে ব্যবহার করা হয়।
আপনাকে ফিরতি মেসেজে আপনার রেজাল্ট জানিয়ে দেয়া হবে।
তো এইভাবে খুব সহজেই আপনারা মেসেজের মাধ্যমে আপনার এইচএসসি পরীক্ষার ফলাফল খুব সহজে চেক করে নিতে পারবেন।
শেষ কথা
তো প্রিয় পাঠকক্ষণ আশা করছি আমার দেখানো সৃষ্টি অনুযায়ী আপনারা খুব সহজেই আপনাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট বের করতে পারবেন। আপনারা বিগত সকল বছরের এসএসসি পরীক্ষার রেজাল্ট একই সিস্টেমে বের করতে পারবেন। শুধু যে সালের রেজাল্ট বের করবেন খালিঘরের সেই সালটি দিয়ে দিবেন অথবা মেসেজ অপশনে সেই সালটি দিয়ে দিবেন। এতে করে আপনার দেওয়া সেই সালের রেজাল্ট আপনার কাছে চলে আসবে। তো আশা করছি যে আজকের আর্টিকেলটি থেকে আপনাদের কিছুটা হলেও উপকার হয়েছে। আর্টিকেলটি অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, যাতে আপনার বন্ধুরা আপনার মতে এইচএসসি পরীক্ষার রেজাল্ট কিভাবে বের করতে হয় তা জেনে খুব সহজে তারাও তাদের রেজাল্ট বের করতে পারে।
তো আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোন আর্টিকেলে। প্রতিদিন এই ধরনের নিত্যনতুন টপিকস সম্পর্কে আর্টিকেল পেতে হলে সব সময় আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন। কারো কোন প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। আমি খুব শীগ্রই উত্তর দেয়ার চেষ্টা করব। এতক্ষণে আমাদের সাথে সময় দিয়ে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন।আসসালামু আলাইকুম।
আরো জানুন:
আপনার ইমোতে কেউ চাইলে স্ক্রিনশট নিতে পারবে না || Imo Screen Sort Off