গ্রামীণ সিমের গুরুত্বপূর্ণ কোডসমূহ ২০২৩ // Important Code`s of Grameen Sim 2023

গ্রামীণ সিমের গুরুত্বপূর্ণ কোডসমূহ ২০২৩ // Important Code`s of Grameen Sim 2023

আসসালামু আলাইকুম।প্রিয় পাঠক, কেমন আছেন? চলে আসলাম আবারো আপনাদের মাঝে। আজকে নতুন একটা আর্টিকেল নিয়ে হাজির হয়েছি। গ্রামীন সিম যারা ব্যবহার করে থাকেন তাদের জন্য আজকের টপিকস খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি আজকের এই টপিকস থেকে আপনারা খুবই উপকার পাবেন। তো আপনি যদি গ্রামীন সিমের গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনি জেনে খুশি হবেন যে আজকে আমরা গ্রামীন সিমের সকল গুরুত্বপূর্ণ কোড গুলো নিয়ে আপনার সাথে আলোচনা করব। আজকে আপনি জেনে যাবেন এবং সেই গুলো আপনারা প্রয়োজন মত ব্যবহার করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। আমাদের আলোচনা শুরু করা যাক।

গ্রামীন সিম যুগ যুগ ধরে যোগাযোগ ব্যবস্থায় দেশের এক নাম্বার সর্ববৃহৎ টেলিকম মাধ্যম। সারা দেশে গ্রামীণফোনের শক্তিশালী নেটওয়ার্ক থাকার কারণে দেশের অধিকাংশ মানুষ গ্রামীন সিম ব্যবহার করে থাকেন। গ্রামীন সিম যুগ যুগ ধরেই একটি জনপ্রিয় টেলিকম মাধ্যম। তো নিচে গ্রামীন সিমের গুরুত্বপূর্ণ কোড গুলো সম্পর্কে আলোচনা করা হলো: 


গ্রামীন সিমের কাস্টমার কেয়ার হেল্পলাইন নাম্বার সমূহ:

জিপি সিমের হেল্পলাইন ১২১
গ্রামীন সিমের হট লাইন নাম্বার: ০১৭০০১০০১২১
যেকোনো অপারেটর থেকে যোগাযোগ করার জন্য গ্রামীন সিমের অফিশিয়াল নাম্বার ০১৭১১৫৯৪৫৯৪


গ্রামীণ সিমের গুরুত্বপূর্ণ কোড

নিজের নাম্বার দেখতে ডায়াল করুন *২#

ব্যালেন্স দেখতে ডায়াল করুন *566#

এসএমএস ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *৫৬৬*২#

ইমারজেন্সি ব্যালেন্স নিতে ডায়াল করুন *১০১০১৩#

বর্তমান প্যাকেজ জানতে ডায়াল করুন *১২১১৬৪#

ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *৫৬৬*১০#

এমবি চেক করার জন্য নতুন কোড লিখে ডায়াল করুন *৫৬৬১*৪#

বোনাস মিনিট দেখতে ডায়াল করুন *৫৬৬২০#

এসএমএস দেখতে ডায়াল করুন *৫৬৬২# অথবা *৫৬৬*১৪#

মিনিট দেখার জন্য ডায়াল করুন *৫৬৬*২৪# অথবা *৫৬৬*২০#

রিকুয়েস্ট কল করার জন্য ডায়াল করুন ১২৩নাম্বার#


গ্রামীন সিমের এফএনএফ সুপার এফএনএফ করা এবং পরিবর্তন করার নিয়ম ও কোড নাম্বার দেখুন:

জিপি নতুন সিমের এফএনএফ সেট করতে ডায়াল করুন *১১১২১২ number #

গ্রামীন সিমের সুপার এফএনএফ সেট করতে ডায়াল করুন: Surf<space>number লিখে সেন্ড করুন ২৮৮৮ নাম্বারে।

জিপি সিমের সুপার এফএনএফ পরিবর্তন করতে ডায়াল করুন : Old number<space>new number সেন্ড করুন ২৮৮৮ নাম্বারে

জিপি সিমের এফএনএফ নাম্বার দেখতে ডায়াল করুন *১১১২১১#

গ্রামীন সিমের সকল সার্ভিস বন্ধ করার কোড গুলো জেনে নিন:

অনেক সময় কোম্পানি থেকে কল দেওয়া হয় এবং এক অথবা দুই অথবা তিন এইভাবে ডিজিট চাপতে বলে। তখন আপনি যদি ভুলবশত যেকোনো একটি ডিজিট চেপে বসেন। সেই সময় থেকে আপনার ফোনে কোন না কোন একটি সার্ভিস চালু হয়ে যায় এবং আপনার সিম থেকে দৈনিক অথবা সাপ্তাহিক অথবা মাসিক হিসেবে টাকা কেটে নেওয়া হবে। তো অবশ্যই আপনাকে জানতে হবে আপনার সিমে কোন ধরনের সার্ভিস চালু থাকার কারণে টাকা কেটে নেওয়া হচ্ছে। অনেক সময় এলোমেলো ভাবে মোবাইল চাপতে গিয়ে ভুলবশত কোন একটা অপশনের চাপ পড়ে গিয়ে বিভিন্ন সার্ভিস চালু হয়ে যায়। যার ফলেও মোবাইল থেকে টাকা কেটে নিয়ে যাওয়া হয়। আপনার সিমের সকল টাকা কাটার সার্ভিস গুলো বন্ধ করার জন্য যেসব কোড লিখে ডায়াল করবেন সেগুলা হল:

গ্রামীন সিমের সকল সার্ভিস বন্ধ করতে ডায়াল করুন *১২১৬*১#

গ্রামীন সিমের সকল পরিসেবা বন্ধ করার জন্য টাইপ করুন: Stop all লিখে সেন্ড করুন ২৩৩২ নাম্বারে।

জিপি সিমের ওয়েলকাম টিউন বন্ধ করতে মেসেজ করুন: Stop লিখে পাঠিয়ে দিন ৪০০০ নম্বরে।

জিপি সিমের স্পোর্টস সেবা বন্ধ করতে মেসেজ করুন: STOPSN লিখে পাঠিয়ে দিন ২০০২ নাম্বারে।

ক্রিকেট সেবা বন্ধ করতে মেসেজ করুন: STOPCR লিখে পাঠিয়ে দিন ২০০২ নাম্বারে।

মিসকল এলার্ট সার্ভিস চালু করতে মেসেজ করুন START MCA লিখে সেন্ড করুন ৬২২২ নাম্বারে।

মিসকল এলার্ট বন্ধ করতে মেসেজ করুন: STOP MCA লিখে সেন্ড করুন ৬২২২ নাম্বারে।


শেষ কথা:

তো গ্রামীন সিমের গুরুত্বপূর্ণ কোডগুলা এই পর্যন্তই শেষ করলাম। আমাদের আজকের আলোচনা থেকে আপনারা আপনাদের গ্রামীন সিমের গুরুত্বপূর্ণ কোডগুলা জেনে নিতে পারলেন। আপনার যখন যেই কোডের প্রয়োজন হবে, আমাদের এই আর্টিকেল থেকে সেই কোডটি সংগ্রহ করে সেবা নিতে পারবেন। আপনার কোন মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই উত্তর দেওয়ার চেষ্টা করবো। আশা করছি আমাদের আজকের আর্টিকেলটির দ্বারা আপনার কিছুটা হলেও উপকার হয়েছে। আর্টিকেলটি অবশ্যই আপনার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং এইভাবে সব সময় আমাদের সাথেই থাকবেন। আরো নিত্য নতুন অফার টিক্স এন্ড টিপস পেতে হলো আমাদের ওয়েবসাইট সবসময় ভিজিট করবেন। এতক্ষণ আমাদেরকে সময় দিয়ে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী নতুন কোন আর্টিকেলে। সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন।আসসালামু আলাইকুম।


আরো জানুন:

আপনার ইমোতে কেউ চাইলে স্ক্রিনশট নিতে পারবে না || Imo Screen Sort Off

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন