ইউটিউবিং নাকি ব্লগিং, কোনটা করবেন | YouTube or Blogging

 ইউটিউবিং নাকি ব্লগিং, কোনটা করবেন | YouTube or Blogging

আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক, আশা করছি আল্লাহর রহমতে ভালই আছেন। তোর চলে আসলাম আবার আপনার মাঝে নতুন একটি আর্টিকেল নিয়ে। আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন ইউটিউবে এবং ব্লগিং এই দুইটার মধ্যে আপনারা কোনটা করবেন? তো আপনারা এ বিষয়ে কোনো সলিউশন পাচ্ছেন না। আজকে আমি আলাপ আলোচনার মাধ্যমে আপনাদেরকে এই বিষয়ে সলিউশন দিয়ে দিব। আমি আপনাদেরকে বলে দেবো আপনারা কোনটা করলে ভালো হবে। তো চলন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। আমাদের আজকের আলোচনা শুরু করা যাক।


ইউটিউবিং

আপনারা যদি একটি ইউটিউব চ্যানেল খুলে কাজ করান অর্থাৎ youtube চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করেন এবং একটা নির্দিষ্ট সত্য সুসম্পন্ন হলে মনিটাইজেশনের সঙ্গে এপ্লাই করেন তারপর google এডসেন্সের মাধ্যমে টাকা ইনকাম করেন তাহলে সেটাকে বলা হয় ইউটিউবিং। ইউটিউবিং অত্যন্ত জনপ্রিয় একটি পেশা। বর্তমানে পেশায় হাজারো মানুষ জড়িত আছে বাংলাদেশের। ইউটিউব করে মানুষ প্রতি মাসে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা। এই পেশার জন্য নির্দিষ্ট কোন সময় প্রয়োজন পড়ে না। আপনি দুইদিন পরপর অথবা এক সপ্তাহ পর পর অথবা প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করলেই যথেষ্ট। ভিডিও আপনি যখন তখন সময় পেলি তৈরি করতে পারেন। এর জন্য নির্দিষ্ট কোন বাধ্যবাধকতা নেই।

ব্লগিং

ব্লগিং একটি সহজ এবং ওয়েবসাইটের পেশা। অর্থাৎ ব্লগার ওয়েবসাইটে আপনি একটি একাউন্ট করে অনলাইন ভিত্তিক যে কাজ শুরু করেন তাকে বলে ব্লগিং। ব্লগিং করেও আপনি প্রতিমাসে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। আপনি একটি ব্লগার ওয়েবসাইট খুলে সেখানে লেখালেখি করতে পারেন। তবে আপনাকে যেকোনো একটি নিশ সিলেক্ট করে কাজ করতে হবে। যেমন টেকনোলজি অথবা স্বাস্থ্য অথবা শিক্ষা ইত্যাদি সম্পর্কে। এরপর প্রায় ৩০ থেকে ৪০ টা আর্টিকেল পোস্ট করা হয়ে গেলে আপনি সকল নিয়মকানুন সঠিক রেখে মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারেন। যদি আল্লাহর রহমতে আপনার মনিটাইজেশন অ্যাপ্রভ হয়ে যায় তাহলে আপনি পিন ভেরিফাইয়ের মাধ্যমে আপনার ওয়েবসাইটে এড দেখানো হবে। সেই এডের ভিত্তিতে google এডসেন্সের মাধ্যমে আপনার ইনকাম হবে।

ইউটিউবিং  নাকি ব্লগিং

ইউটিউবে এবং ব্লগিং দুইটাই অত্যন্ত ভালো মানের অনলাইন সম্পর্কিত পেশা। দুইটা থেকে মাসে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়। কোনটা চাইতে কোনোটা কম না। আপনি আপনার চারিদিকে তাকালে দেখতে পাবেন এমন অনেকে আছে ইউটিউবে করো লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে আবার ব্লগিং করে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। তো আপনার চাওয়া যদি টাকা ইনকাম হয় তাহলে আপনি ২ টার যে কোন একটি করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে আপনি কোনটা করবেন? আপনি কোনটা করবেন এটা সম্পূর্ণভাবে নির্ভর করছে একমাত্র আপনার উপর? অর্থাৎ আপনি কোন কাজটা ভালো পারেন? আপনি ইউটিউব এর কাজ ভালো পারেন নাকি ব্লগার কাজ ভালো পারেন? আপনি যেটা ভালো পারবেন অবশ্যই আপনি সেটা করবেন। আপনি যদি লেখালেখি করতে ভালো পারেন তাহলে আপনি ব্লগিং করতে পারেন। আর আপনি যদি ভিডিও তৈরি করতে পারেন ভিডিও এডিট করতে পারেন থামনেল বানাতে পারেন তাহলে আপনি ইউটিউবিং করতে পারেন। আবার আপনি যদি দুইটার কাজই ভালো পারেন তাহলে আপনি দুইটাই করতে পারেন। এমন ব্যক্তি আছে যিনি দুইটার কাজই করে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন। আপনি চাইলে সেই ভাবে দুইটার কাজ করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন।ইউটিউব এর চাইতে ব্লগে প্রতিযোগিতা একটু বেশি। ইউটিউবে কিছু ভালো কনটেন্ট আর সামান্য একটু কি ওয়ার্ড রিসার্চ করলেই একটি ভালো ফলাফল আশা করা যায়। আর ব্লগে ভালো কনটেন্ট এবং কিওয়ার্ড রিসার্চ করলেই হয় না, বরং কীওয়ার্ড একটু বেশি পরিমাণে রিসার্চ করতে হয় এরপর আস্তে আস্তে ভালো ফলাফল পাওয়া যায়। আর এক কথায় মূলত আপনি যদি পরিশ্রম করেন তাহলে দুইটা থেকে ভালো ফলাফল আশা করতে পারেন। এখানে কোনটা চাইতে কোনটা কম না। যার যার অবস্থান অনুযায়ী দুইটাই অনলাইনে আয়ের একটি শক্তিশালী মাধ্যম। শুরুর দিক থেকে দুইটার কোনটাতেই আপনি প্রথম দিক দিয়ে ভাল ফলাফল পাবেন না। আপনাকে অবশ্যই লেগে থাকতে হবে এবং নিয়মিত পোস্ট অথবা ভিডিও আপলোড করতে হবে। আর সকল নিয়মকানুন মেনে কাজ করতে হবে‌ ইনকাম শুরু হওয়ার পর থেকেও আপনাকে নিয়মিত কাজ করে যেতে হবে কাজের ধারাবাহিক কথা বজায় রাখার জন্য। হোক সেটা ইউটিউব অথবা ব্লগ সাইট। তাহলে আপনি সব সময় ভালো একটা ফলাফল অর্জন করতে পারবেন উভয়টা থেকে।


শেষ কথা

আশা করছি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন আপনারা অনলাইনে ইউটিউবে অথবা ব্লগিং এই দুইটার মধ্যে কোনটা করতে পারবেন। আর্টিকেলটা অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে। আর্টিকেলটা ধারা আপনাদের কিছুটা হলো উপকার হয়েছে। যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আর্টিকেলটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে তারা youtube এবং ব্লগিংয়ের মধ্যকার পার্থক্য বুঝতে পারে এবং অনলাইনে কাজ করতে পারে। এতক্ষণে আমাদের পাশে সময় দিয়ে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন অনলাইন সম্পর্কিত টিপস এন্ড ট্রিকস পেতে হলে সব সময় আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন। আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোন আর্টিকেলে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।


2 মন্তব্যসমূহ

  1. আমি আপনার সাইট ভিজিট কোরেছি আমার ওয়েব সাইটে ভিজিট কোরে একটি একাউন্ট খুলুন এবং ওখানে ওয়েবসাইট এর Activity তে আপনার ইউআরএল টি পোস্ট করুন এবং লাইক দিন । https://dev-aoojle.pantheonsite.io/

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার সাইট খুঁজে পাচ্ছিলাম দয়া করে আমাকে মেসেঞ্জারে লিংক দিন।
      mdeyasinikramkhan1

      মুছুন
নবীনতর পূর্বতন