ব্লগ থেকে কখন ইনকাম শুরু হয় | When Your Income is Start from Blog
আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক কেমন আছেন আপনারা? আশা করছি ভালই আছেন। তা আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন ব্লগ থেকে কখন ইনকাম শুরু হয়? তা আপনারা জেনে খুশি হবেন আজকে আমি আপনাদের সেই প্রশ্নের উত্তরগুলা সাজিয়ে গুছিয়ে দেব। তো আজকে আমাদের আলোচনার বিষয় হবে ব্লগ থেকে ইনকাম শুরুর বিষয় নিয়ে। তো চলন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। আমাদের আলোচনা শুরু করা যাক।
ব্লগ থেকে আয়
অনলাইনে ইনকামের মধ্যে সবচাইতে সহজ এবং ভালো ইনকামের সাইট হল ব্লগিং করা। আপনার যদি একটি ব্লগ অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনি অনলাইন থেকে খুব সহজেই ইনকাম করতে পারবেন। ব্লগ বলতে টাকা। তো ব্লগিংয়ের মাধ্যমে কিভাবে এই টাকাটা আপনি আয় করতে পারেন সেটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে আপনার উপর। আপনি যদি সকল নিয়ম-কানুন মেনে নিয়মিত ব্লগে কাজ করতে থাকেন তাহলে দুমাস পরে আপনি টাকা ইনকামের পর্যায়ে পৌঁছে যাবেন। তার মানে এই নয় যে আপনি টাকা ইনকাম করতেছেন। অর্থাৎ টাকা ইনকামের কাছাকাছি পর্যায়ে পৌঁছবেন। এরপর নিয়ম-কানুন সহ সকল কিছু ঠিকভাবে রেখে আপনি নিয়মিত কাজ করে যান। ইনশাআল্লাহ আগামী চার মাসের মধ্যে আপনি টাকা পয়সা ইনকাম করা শুরু করতে পারবেন। ব্লগিং করাটা কিন্তু অনেকের শখের বিষয়। এটার দিকে কিন্তু অনেকেরই ভালোবাসা রয়েছে। ব্লগিংটা করতে হলে সকল নিয়ম কানুন মেনেই করতে হবে। আর যদি নিয়ম ভঙ্গ করে কাজ করেন তাহলে আপনার স্বপ্নটা পুরুত করে উড়ে যাবে। অর্থাৎ আপনার টাকা পয়সা সবার স্বপ্ন সব মাটি হয়ে যাবে। যারা ডোমেন এবং হোস্টিং কিনে ব্লগিং করছেন তাদের ডোমেন এবং হোস্টিং কেনার টাকা পুরাই জলে যাবে। আমার জানামতে এক ভাইয়ের ব্লগ একাউন্ট আছে। তার সেই ব্লগে কমপক্ষে ২ লাখের মতো ভিজিটরস হয় প্রতি মাসে। প্রতি মাসে ইনকাম হচ্ছে তার ৩০০ ডলারের মতো যদিও ৪০০ ডলারের কাছাকাছি এখনো পৌঁছায়নি। তবে আশা করা যায় পৌঁছে যাবে। তারপরও ট্রাফিক তাই আসে গুগল সার্চ থেকে। আপনারা যদি নিয়মিত যদি কাজ করে যান এবং যদি লেগে থাকেন তাহলে সেই ভাইয়ের মত আপনারাও টাকা ইনকাম করতে পারবেন।
ব্লগ থেকে আয় করার নিয়ম কানুন
কিভাবে নিয়ম শৃঙ্খলা মেনে কাজ করলে খুব অল্প সময় থেকে টাকা ইনকাম করা শুরু করতে পারবেন, তা নিচে নিয়মশৃঙ্খলা গুলো উল্লেখ করা হলো:-
১/নিয়মিত পোস্ট করতে হবে
২/পোস্টগুলো গুগল সার্চ কন্সেলে ইনডেক্স করাতে হবে।
৩/ব্লগের কোন শর্ত ভঙ্গ করা যাবে না।
৫/প্রত্যেকটা পোস্ট কমপক্ষে ৫০০ ওয়ার্ডের হতে হবে।
৬/পোস্টে কোন অপ্রাসঙ্গিক কথা থাকা যাবে না।
৭/আপনার পোস্ট এমন হতে হবে যেই পোস্ট করলে মানুষের উপকার হবে।
৮/পোস্টের টাইটেল, হেডলাইন, আন্ডারলাইন এগুলা সঠিকভাবে করা থাকতে হবে।
৯/কোন প্রকার কপি পোস্ট করা যাবে না।
১০/পোস্টে অবশ্যই ছবি দিবেন এবং ছবির উপরে হালকা করে নিজের ব্লগের নাম লিখে দিবেন।
১১/অন্য কারো ছবি কখনো কপি করা যাবে না। গুগল থেকে যদি ছবি ডাউনলোড করেন তাহলে সেটা অবশ্যই এডিট করে দিতে হবে।
১২/ওয়েব সাইটে বেক লিংক ক্রিয়েট করতে হবে।
১৩/ওয়েবসাইট কে এসইও করতে হবে আমি পোস্টগুলো এসইও করতে হবে।
১৪/সব সময় ইউনক পোস্ট লিখতে হবে।
১৫/ওয়েবসাইট কে গুগল সার্চ কনসোল, বিং সহ বিভিন্ন সাইটে অবশ্যই আপলোড করাতে হবে।
১৬/বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্টগুলো অবশ্যই শেয়ার করবেন।
শেষ কথা
উপরোক্ত নিয়মগুলো যথাযথভাবে পালন করে আপনি যদি ব্লগারের নিয়মিত কাজ করতে পারেন তাহলে আপনাকে ইনকাম করার জন্য বেশি দিন অপেক্ষা করতে হবে না। প্রায় চার মাসের মধ্যে আপনি ইনকামের মুখ দেখতে পারবেন ব্লগ থেকে। আশা করছি আমাদের আজকের এই আর্টিকেলটি আপনার কাছে খুবই ভালো লেগেছে এবং আপনার কিছুটা হলেও উপকার হয়েছে। যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আর্টিকেলটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং এই দলের আর্টিকেল সবসময় পেতে হলে আমাদের ওয়েবসাইট সব সময় ভিজিট করবেন।আজকে এই পর্যন্তই। ফিরে আসবো নতুন কোন আর্টিকেল নিয়ে। এতক্ষণে আমাদের সাথে সময় দিয়ে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।