রবি এমবি চেক | Robi MB Check
আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক, কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালই আছেন। আমিও আপনাদের দোয়ার বরকতে ভালোই আছি। তো আজকে নতুন একটি আর্টিকেল নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আপনারা অনেকে আছেন রবি সিমের এমবি চেক করতে পারেন না। তো আপনারা ইউটিউবে বা গুগলে কিভাবে এমবি চেক করতে হয় সেই বিষয়ে খোঁজ করে থাকেন। এখন থেকে আপনাদেরকে আর খোঁজ করতে হবে না। আপনারা জেনে খুশি হবেন যে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা রবি সিমের এমবি চেক করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যাই। আমাদের আজকের আলোচনা শুরু করা যাক।
রবি হচ্ছে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার একটি শক্তিশালী নেটওয়ার্ক মাধ্যম। রবি বাংলাদেশের মানুষদের যোগাযোগ ব্যবস্থায় যুগ যুগ ধরে অসামান্য অবদান রেখে আসছে। সারা বাংলাদেশের সব জায়গাতেই কম বেশি রবি সিমের শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে। রবি সিম অনেক গ্রাহকেই ব্যবহার করে থাকেন। রবি সিম অন্যন্য সিমের তুলনায় নিত্যনতুন ও আকর্ষণীয় মিনিট ও এমবি অফার দিয়ে থাকে। রবি সিমের সকল আকর্ষণীয় অফার গুলোর মধ্যে এমবি অফার অন্যতম। রবি সিম ব্যবহারকারী সকল মানুষই কম বেশি করে রবি সিমের এমবি ক্রয় করে ইন্টারনেট ব্রাউজিং করে থাকেন। তো অনেকেই আছেন এমবি কিনার পরে সেই রবি সিমের এমবি কিভাবে চেক করবেন তা জানেন না। তো আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা কিভাবে রবি সিমের এমবি চেক করবেন।
রবি সিমে আপনারা দুই ভাবে এমবি চেক করতে পারবেন।
১/অ্যাপ এর মাধ্যমে ও
২/ কোড ডায়াল এর মাধ্যমে
অ্যাপের মাধ্যমে এমবি চেক
অ্যাপের মাধ্যমে রবি সিমের ইন্টারনেট চেক করতে হলে অবশ্যই রবি অ্যাপটি আপনার ফোনে ইন্সটল করা থাকতে হবে। যার ফোনে ইন্সটল করা থাকবে না তিনি প্লে স্টোরে গিয়ে রবি অ্যাপটি ইন্সটল করে নিবেন। এরপর আপনার ফোন নাম্বারটি দিয়ে সাইন আপ করে রবি অ্যাপের ইন্টারপেজে যাবেন। সেখানে আপনি আপনার এমবির পরিমাণ টা দেখতে পাবেন। তো এটা শুধু টাচ মোবাইল ব্যবহারকারীদের জন্য। কারণ শুধুমাত্র টাচ মোবাইলেই রবি অ্যাপ ইন্সটল করা যায়। যারা বাটন ফোন ব্যবহার করে থাকেন তারা এইভাবে এমবি দেখতে পাবেন না। তো তারা চাইলে অবশ্যই কোড ডায়ালের মাধ্যমে এমবি চেক করতে পারবেন। টাচ মোবাইলেও কোড ডায়াল করে এমবি চেক করা যায়।
রবি এমবি চেক কোড
কোড ডায়াল করে এমবি চেক করার জন্য আপনি প্রথমে যাবেন আপনার মোবাইল ফোনের ডায়াল পেডে। সেখানে গিয়ে যে কোড লিখবেন সেটি হল*৮৪৪৪*৮৮#। এই কোডটি লিখে আপনারা আপনাদের প্রিয় রবি সিম দিয়ে ডায়াল করে দিবেন। এরপর আপনাদের সিমে একটি কনফারমেশন মেসেজ পাঠানো হবে। সেই মেসেজে আপনার এমবির পরিমাণ উল্লেখ করা থাকবে এবং এমবি কখন কিনেছেন, মেয়াদ কতদিন সেটাও আপনারা দেখতে পাবেন।
তো অনেকের ফোনে এই কোডটি কাজ করে না। তাদের জন্য আলাদা অপশন রয়েছে। তারা আরেকটি কোড লিখে ডায়াল করতে পারেন। সেই কোডটি হল *১২৩*৩*৫# ।
আপনার বাটন ফোন অথবা টাচ ফোনে এর ডায়াল পেডে গিয়ে এই কোডটি লিখে আপনার প্রিয় রবি সিম দিয়ে ডায়াল করে দিবেন। এরপরেই আপনার মোবাইল ফোনের স্ক্রিনে আপনি আপনার এমবি পরিমাণ, কিনার তারিখ এবং মেয়াদ শেষের তারিখ সহ বিস্তারিত সকল কিছু দেখতে পাবেন।
শেষ কথা
উপরের আলোচনা থেকে আপনারা খুব সহজেই বুঝতে পারলেন, "দুইভাবে আপনার মোবাইল ফোনের এমবি চেক করা যাবে"। রবি অ্যাপের মাধ্যমে এবং কোড ডায়াল করার মাধ্যমে। যদি কোন কিছু বোঝার বাকি থাকে তাহলে অবশ্যই আমাদের আর্টিকেলের নিচে কমেন্ট করবেন। খুব শীঘ্রই উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করছি আমাদের আজকের আর্টিকেলটি দ্বারা আপনাদের কিছুটা হলেও উপকার হয়েছে। আর্টিকেলটি অবশ্যই আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের মাঝে আর্টিকেলটি শেয়ার করে দিবেন। এ ধরনের নিত্য নতুন ট্রিকস এন্ড টিপস সম্পর্কে নতুন আর্টিকেল পেতে হলে সব সময় আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন। এতক্ষণে আমাদের পাশে সময় দিয়ে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোন আর্টিকেলে। সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।
আরো জানুন:
টেলিটকের আকর্ষণীয় ইন্টারনেট অফার
কা
উত্তরমুছুন