বাংলালিংক এমবি চেক | Banglalink MB Check

বাংলালিংক এমবি চেক | How to Check Banglalink MB

আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালই আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে হাজির হয়েছি আপনার সামনে। আশা করছি, আজকের আর্টিকেলটি আপনার খুবই ভালো লাগবে। আপনারা অনেকেই banglalink সিমে ইন্টারনেট ক্রয় করে থাকেন। কিন্তু সিমের ইন্টারনেট অর্থাৎ এমবি কিভাবে চেক করবেন তা কিন্তু জানেন না। তো আপনারা জেনে খুশি হবেন যে আজকে আমি আপনাদের সাথে সিমের এমবি চেক করার বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যাই। আমাদের আজকের আলোচনা শুরু করা যাক।

বাংলালিংক এমবি চেক করবেন যেভাবে

তো বাংলালিংক সিমে আমরা যখন এমবি কিনি তখন কিন্তু আমাদের এমবি চেক করার প্রয়োজন পড়ে। অর্থাৎ আমাদের সিমে কি পরিমাণ এমবি আছে তা জানার জন্য বাংলালিংক এমবি চেক করার প্রয়োজন পড়ে। তো বাংলালিংক সিমের এমবি আপনি দুইটি মাধ্যমে চেক করতে পারবেন। যেমন:

১/ কোড ডায়াল করার মাধ্যমে

২/ মাই বাংলালিংক অ্যাপ এর মাধ্যমে

 আপনারা চাইলে উপরের যে কোন একটি অপশন দ্বারা বাংলালিংক সিমের এমবি চেক করতে পারবেন। আপনারা চাইলে কোড ডায়াল করে বাংলালিংক সিমের এমবি চেক করতে পারবেন। অথবা মাই বাংলালিংক অ্যাপের মাধ্যমে বাংলালিংক সিমের এমবি চেক করতে পারবেন। 

উভয় মাধ্যমে আপনারা সিমের এমবি চেক করে আপনাদের সিমে কি পরিমাণ এমবি আছে তা আপনারা জেনে নিতে পারবেন।

বাংলালিংক এমবি দেখার কোড

বাংলালিংক সিমে কোডের মাধ্যমে এমবি চেক করার সিস্টেম চালু রয়েছে। আপনি চাইলে খুব সহজে কোড ডায়াল করে বাংলালিংক সিমের এমবি চেক করতে পারবেন। বাংলালিংক সিমের এমবি চেক করার জন্য দুইটি কোড রয়েছে। কোড দুইটি হচ্ছে *121*1# এবং *5000*500#

প্রথমে আপনারা আপনাদের মোবাইলের এসএমএস অপশনে গিয়ে ডায়াল করবেন *১২১*১#। এরপর আপনারা কতগুলো অপশন দেখতে পাবেন। তো এখানে মজার বিষয় হচ্ছে যে আপনি একই সাথে আপনার সিমের মিনিট, এসএমএস, টাকা সবকিছু একসাথে দেখতে পাবেন। সেখানে আপনার এমবির পরিমাণ টাও দেখতে পারবেন।এভাবে আপনারা *১২১*১# ডায়াল করে বাংলালিংক সিমের এমবি খুব সহজেই দেখতে পাবেন। 

আবার আপনারা চাইলে আরেকটি অর্থাৎ *৫০০০*৫০০# ডায়াল করার মাধ্যমেও বাংলালিংক সিমের এমবি দেখতে পারবেন। কিভাবে দেখবেন তা উল্লেখ করা হলো। :প্রথমে আপনার মোবাইল ফোনে ডায়াল পেডে গিয়ে ডায়াল করবেন *৫০০০*৫০০#।এরপর ডায়াল করার সাথে সাথে আপনার ফোনে আপনার এমবির পরিমাণ দেখতে পাবেন। তো এইভাবে আপনারা দুইটি কোড ডায়ালের মাধ্যমে খুব সহজেই আপনাদের বাংলালিংক সিমের এমবি দেখতে পাবেন।

এই হল কোড ডায়াল করার মাধ্যমে বাংলালিংক সিমের এমবি চেক করার বিস্তারিত তথ্য।

বাংলালিংক অ্যাপের মাধ্যমে এমবি চেক করার নিয়ম

এইভাবে এমবি দেখার জন্য অবশ্যই আপনার ফোনে বাংলালিংক অ্যাপ ইন্সটল করা থাকতে হবে। যদি বাংলালিংক অ্যাপ না থাকে আপনার ফোনে তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে এই অ্যাপটি ইন্সটল করে নিবেন। এরপর আপনার ফোন নাম্বার দিন অ্যাপে লগইন করে নিবেন। লগইন করার পরপরই অ্যাপের হোম পেজটি আপনার ফোনে চলে আসবে। তো আপনি আপনার এমবির পরিমাণ হোম পেজে দেখতে পাবেন। তো সেই এমবির পরিমাণ এর নিচে ডিটেইলস নামক একটি অপশন আছে। সেই অপশনে ক্লিক করলে আপনার এমবির পরিমাণ এবং আপনি এমবি টা কখন কিনেছেন আর এমবির মেয়াদ কবে শেষ হবে এর সকল তথ্য বিস্তারিত দেখতে পাবেন। এইভাবে আপনারা বাংলালিংক অ্যাপের মাধ্যমে আপনাদের সিমের এমবির পরিমাণ সম্পর্কে জানতে পারবেন।

আরো জানতে ক্লিক করুন:

ইউটিউবিং নাকি ব্লগিংং? কোনটা করবেন? YouTube or Blogging?

শেষ কথা

তো পাঠকগণ এভাবে আপনারা খুব সহজেই কোড ডায়ালের মাধ্যমে এবং banglalink অ্যাপের মাধ্যমে আপনার সিমের এমবির পরিমাণ জানতে পারবেন। আশা করছি আমাদের আজকের এই আর্টিকেলটি দ্বারা আপনাদের কিছুটা হলেও উপকার হয়েছে। আর্টিকেলটি অবশ্যই আপনার কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর এই ধরনের নিত্য নতুন টিপস এন্ড ট্রিকস নিয়ে আর্টিকেল পেতে হলে সব সময় আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন। এতক্ষণে সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী নতুন কোন আর্টিকেলে। সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন