করোনা | করোনার লক্ষণ | করোনার চিকিৎসা

 করোনা | করোনার লক্ষণ | করোনার চিকিৎসা 

আসসালামু আলাইকুম। প্রিয় পাঠকগণ, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব করোনা কি, করোনা ভাইরাস কি, করোনার লক্ষণ, করোনার চিকিৎসা এবং করোনা টিকা নিবন্ধন ফরম আপনারা কিভাবে করবেন ও কোথায় পাবেন। তো চলুন আমাদের আজকের আলোচনা শুরু করা যাক।

করোনা

করোনা একটি রোগের নাম। এটি শুরু হয় সেই ২০১৯ সালে। এ রোগের উৎপত্তি প্রথমে চীনের ওহেন শহরে ২০১৯ সালের আগস্ট মাসে শুরু হয় (সূত্র: যুক্তরাষ্ট্রের হারবার্ড বিশ্ববিদ্যালয়। এরপর সারা বিশ্বের মধ্যে এই রোগটি ছড়িয়ে যায়। রোগটি তখন সকল বিশ্বে পরিচিত হয়ে উঠে। চিকিৎসাবিদ ও গবেষকদের মন্তব্য এটি একটি ভাইরাস জনিত রোগ। ভাইরাসের মাধ্যমে বিভিন্ন মানুষের গায়ে এটি ছড়াচ্ছে। তখন থেকে এটি করোনা ভাইরাস নামে পরিচিত।

করোনা ভাইরাস

করোনা একটি ভাইরাসজনিত রোগ। তাই এই রোগটি করোনা ভাইরাস নামে পরিচিত। একে ইংরেজিতে বলা হয় কোভিড ১৯। অর্থাৎ কোভিড ১৯ ই হচ্ছে করোনা ভাইরাস। এশিয়ার ভিতরে এবং বাইরে ছড়িয়ে পড়েছিল এই ভাইরাসটি। এই ভাইরাসের নির্দিষ্ট কোন ঔষধ বা টিকা আবিষ্কার হয়নি। এখনো বিভিন্ন দেশে এই রোগটি প্রতিদিন ছড়াচ্ছে। এখনো চেকআপ করলে প্রতিদিন এই রোগের আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে। সাধারণ কিছু সতর্কতা অনুসরণ করে চললে এই রোগটি থেকে দূরে থাকা সম্ভব।

করোনা কি ধরনের ভাইরাস

আরএনএ ভাইরাসের একটি শ্রেণীকে করোনা ভাইরাস বলে। এগুলো স্তন্যপায়ী প্রাণী ও পাখিদেরকে আক্রান্ত করে। এগুলা স্তন্যপায়ী প্রাণী ও পাখিদের শ্বাসনালীতে সংরক্ষণ ঘটায়। এই ভাইরাসের সংক্রমণ অল্প থেকে অনেক মারাত্মক পর্যায়ে চলে যায়। এই সংক্রমণ অন্য একটি ভাইরাস, রাইনোভাইরাসের কারণেও হতে পারে। কিছু ভাইরাসের কারণে কিন্তু মারাত্মক সংক্রমণ ঘটে যায়। এসবের কারণে সার্স, মার্স অথবা কোভিড ১৯ হতে পারে। অন্যান্য অনেক প্রজাতির মধ্যেই এই লক্ষণ প্রায় সময় দেখা দেয়। যেমন মুরগির মধ্যে এটি উর্ধ্ব সংক্রমণ ঘটায়। শুধুমাত্র গরু বা শুকরের দিকে তাকালে দেখবেন যে এই ভাইরাস সেগুলোর মধ্যে ডায়রিয়া  সৃষ্টি করে।

Covid 19 কত সালে শুরু হয় 

২০১৯ সালের ৩১ শে ডিসেম্বর সর্বপ্রথম চীনে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কে অজানা কোন কারণে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে এমন রোগীদের কথা জানানো হয়। ১২ জানুয়ারি 2020 ইং তারিখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিশ্চিত করেছিল যে, একটি করোনাভাইরাস চীনের হুবেই প্রদেশের উহান শহরের জনগণের মধ্যে গুচ্ছ আকারে শ্বাসকষ্ট সম্পর্কিত রোগের সৃষ্টি করছে। সেই থেকে করো না ভাইরাসের উৎপত্তি হয়েছে। অর্থাৎ শেষ সময় থেকেই করোনা ভাইরাস বা Covid_19 শুরু হয়। বাংলাদেশের সর্বপ্রথম করোনাভাইরাসের উৎপত্তি ঘটে ২০২০ সালের ৮ মার্চ। অর্থাৎ এই দিনে ঢাকা সিটির নারায়ণগঞ্জ ও মাদারিপুরে সর্বপ্রথম করোনা রোগীর শনাক্ত করা হয়। আর সর্বপ্রথম করোনা রোগীর মৃত্যুর সংঘটিত হয় ২০২০ সালের ১৮ই মার্চ। এরপর পর্যায়ক্রমে রোগীর সংখ্যা দিনের পর দিন বাড়তে থাকে। তবে এখন বর্তমানে রোগের সংখ্যা সারা বিশ্বের মধ্যে খুবই অল্প সংখ্যক পরিমাণে রয়েছে।



নতুন করোনা ভাইরাসের নাম কি

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টকে 'উদ্বেগ সৃষ্টিকারী ধরণ' বা 'ভ্যারিয়েন্ট অব কনসার্ন' ঘোষণা করার পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর নতুন নামও নির্ধারণ করেছে। নতুন এই করোনাভাইরাস ভ্যারিয়েন্টের নাম দেওয়া হয়েছে 'ওমিক্রন"। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে, এই ভেরিয়ান্ট পূণঃসংক্রমিত হওয়ার ঝুঁকি বেশি পরিমাণে রয়েছে। জানানো হয়েছে যে, এই ভেরিয়েন্টটির বিপুল পরিমাণে মিউটেশন রয়েছে।


করোনার লক্ষণ কি কি ২০২৩

কোন ব্যক্তির করোনা হয়েছে কিনা সেটা জানতে হলে অবশ্যই সে ব্যাক্তির মধ্যে কিছু লক্ষণ দেখা যাবে। নিচে লক্ষণ গুলো উল্লেখ করা হলো:

১/জ্বর

২/হাচি

৩/অবসাদ

৪/মাথা ব্যাথা

৫/কাশি

৬/গলা ব্যথা

৭/সর্দি

৮/শ্বাস নিতে কষ্ট হওয়া

উপরোক্ত লক্ষণগুলো যদি কোন ব্যক্তির মধ্যে দেখা দেয় তাহলে বুঝতে হবে তার নিশ্চয়ই করোনা হয়েছে। সুতরাং তাকে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং নিজের মধ্যে সতর্কতা অবলম্বন করতে হবে।করোনায় যুবকদের চাইতে বৃদ্ধরা বেশি পরিমাণে আক্রান্ত হয়। কারণ বৃদ্ধ লোকদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা কম। তাছাড়া এমনিতেই অটো ভাবে তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়। তো করোনা তাদের শরীরে খুব সহজে বাসা বাঁধতে পারে।

করোনার চিকিৎসা:

করানোর সঠিক কোন চিকিৎসা নেই। তবে করোনার টিকা বের হয়েছে। অবশ্যই টিকা নিতে হবে। সরকারি হাসপাতালগুলোতে করোনার টাকা ফ্রিতে দেওয়া হয়। এছাড়া করোনার কোন নির্দিষ্ট ওষুধ আবিষ্কৃত হয়নি। তবে এই রোগ দূর করার জন্য অবশ্যই কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। মুখে মাক্স পড়ে থাকতে হবে সবসময়, ঠান্ডা ও ফ্লু আক্রান্ত ব্যক্তির কাছে যাওয়া যাবে না, হাঁচি অথবা কাশি দেওয়ার সময় সব সময় রুমাল ব্যবহার করতে হবে, কিছুক্ষণ পর পর হাত ধুইতে হবে সাবান দিয়ে অথবা ডেটল দিয়ে। হাত মুখ দিয়ে কখনো নাকে বা চোখে স্পর্শ করা যাবে না, করোণা আক্রান্ত ব্যক্তির কাছ থেকে সর্বদা দূরে থাকতে হবে, রোগে আক্রান্ত ব্যক্তির কাছে কখনোই যাওয়া যাবে না।


আরো পড়ুন:

লাইলাতুল কদর সম্পর্কে হাদিস

মাথা ব্যাথার ঘরোয়া চিকিৎসা কি

করোনা টিকা নিবন্ধন ফরম:

করোনার জন্য টিকা আবিষ্কৃত হয়েছে। যা ভ্যাকসিন নামে পরিচিত। তো অবশ্যই আপনাদেরকে এই করোনার টাকা দিতে হবে। কারণ ঠিকানা নিলে আপনার পুরাতন যদি করোনা থাকে তাহলে সেটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভবিষ্যতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজেই অবশ্যই আপনাদেরকে করোনার টিকা নিতে হবে। তাছাড়া সরকারও করানোর টিকা বাধ্যতামূলক করে দিয়েছেন। করোনার টিকা দিতে হলে আপনার অবশ্যই এনআইডি কার্ড লাগবে। কারণ আপনার এন আইডি কার্ডের তথ্য অনুযায়ী সেই ফরমটা ফিলাপ করতে হবে। নিবন্ধন ফরমটি আপনি অনলাইনে ফিলাপ করে জমা দিতে পারেন। তো  নিবন্ধন ফরমের লিংক দেওয়া হল। এখানে ক্লিক করুন: https://surokkha gov bd/

এই লিংকে ক্লিক করে আপনি সরাসরি নিবন্ধন ফরমে চলে যেতে পারবেন। নিচের স্ক্রিনশটের মত পিকচার চলে আসবে যখন আপনি লিংকে ক্লিক করবেন।



উপরের স্ক্রিনশট এর মত আসবে লিংকে ক্লিক করলে। এরপর খালি ঘর গুলোতে যেসব ডকুমেন্টস গুলো চায় সেগুলা দিয়ে পর্যায়ক্রমের সামনের দিকে এগিয়ে যান এবং সম্পূর্ণ ফর্মটা ফিলাপ করে জমা দিয়ে দিন। যখন আপনার টিকেট পড়বেন তখন আপনাকে মেসেজ করে জানিয়ে দেওয়া হবে কখন টাকা দিতে যাবেন এবং কোন হাসপাতালে যাবেন। এরপর টিকা দিয়ে আসবেন। এভাবে টিকা দেওয়া আপনার সুসম্পন্ন হয়ে যাবে।

শেষ কথা

প্রিয় পাঠকগণ, আমাদের আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনারা খুব সহজেই জানতে পারলেন করোনা কি, করোনা ভাইরাস কি, করোনা কি ধরনের ভাইরাস, Covid 19 কত সালে শুরু হয়, নতুন করোনা ভাইরাসের নাম কি, করোনার লক্ষণ কি কি ২০২৩, করোনার চিকিৎসা ও করোনার টিকা নিবন্ধন ফরম সম্পর্কে। আর্টিকেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আপনার কোন প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আজকে এখানেই শেষ করলাম। পরবর্তীতে আবারো ফিরে আসবো নতুন কোন আর্টিকেল নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।


আরো জানতে এখানে ক্লিক করুন:

স্বর্ণের বর্তমান দাম আজকে


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন