আল ফিতরা কি | যাকাত কি | ফিতরা ও যাকাতের মধ্যে পার্থক্য
আসসালামু আলাইকুম। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আল ফিতরা কি, যাকাত কি এবং ফিতরা ও যাকাতের মধ্যে পার্থক্য কি?
তো আমাদের আজকের আলোচনা শুরু করা যাক। আল ফিতরা এবং যাকাত দুইটা জিনিস কাছাকাছি হলেও তাদের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। ফিতরার মাধ্যমে আপনি গরিব-দুখীদের মাঝে হাসি ফোটাবেন এবং যাকাতের মাধ্যমেও আপনি গরিব-দুখীদের মাঝে হাসি ফোটাবেন। ফিতরার টাকা বা সেই সমপরিমাণ কিছু আল্লাহকে খুশি করার জন্য গরিব-দুঃখীদের মাঝে বিলিয়ে দিতে হয়। আর যাকাতের টাকাও আল্লাহকে খুশি করার জন্য গরিব-দুঃখীদের মাঝে বিলিয়ে দিতে হয়। চলুন জেনে নেয়া যাক আল ফিতরা কি এবং যাকাত কি?
আল ফিতরা
ইসলামে আল ফিতরা বা ফিতরা- ফিতরা সাদাকাতুল ফিতর বা যাকাতুল ফিতর নামে পরিচিত। এটি একটি আরবি শব্দ। এটি আরবি শব্দ (فطرة) থেকে এসেছে। ঈদুল ফিতর উপলক্ষে গরিব তো গরীব, দুখীদের মাঝে রোজা ডাক্তার কিছু দান করা বা বিতরণ করা কি যাকাতুল ফিতর বলা হয়। ফিতরা আদায় করা ওয়াজিব। যেই মুসলিম ভাই বা বোনের উপর ফিতর আদায় করা ওয়াজিব হয়ে গেছে সেই মুসলিম ভাই বা বোনকে অবশ্যই আদায় করতে হবে। নয়তো সেই ব্যক্তি গুনাহগার হবে এবং আল্লাহ পাক এতে অসন্তুষ্ট হবেন।
যাকাত
যাকাত মুসলিমদের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম স্তম্ভ। যাকাত একটি ইসলামী রাষ্ট্রীয় ব্যবস্থা। যাকাত শব্দের অর্থ পরিশুদ্ধ করা, পবিত্র করা বা প্রবৃদ্ধি দান করা। ইসলামী শরীয়তের পরিভাষায়, সুনির্দিষ্ট সম্পত্তি থেকে সুনির্দিষ্ট অংশ তার হকদারকে প্রদান করা কি যাকাত বলে। অর্থাৎ আপনার কাছে যদি নিসাব পরিমাণ সম্পত্তি থাকে এবং সেই সম্পদের মেয়াদ যদি কমপক্ষে এক বছর হয় তাহলে সেই সম্পদ, ইসলামী শরীয়তের পরিভাষা মতে থেকে একটা একটা নির্দিষ্ট পরিমাণ অংশ গরিব-দুঃখীদের মাঝে বিলিয়ে দেওয়াকে যাকাত বলে। যাকাত আদায় না করলে মুসলিমদের সমস্ত সম্পত্তি হারাম হয়ে যায়।
আরো জানতে ক্লিক করুন:
মাথা ব্যাথার ঘরোয়া চিকিৎসা কি
যাকাত ও ফিতরার মধ্যে পার্থক্য
আমরা অনেকেই আছি যাকাত এবং ফিতরাকে একসাথে গুলিয়ে ফেলি। তাই আজকে আমি আপনাদের সাথে যাকাত ও ফিতরার মধ্যকার পার্থক্য তুলে ধরব, যাতে করে আপনারা যাকাত ও ফিতরা কে আলাদা করে বুঝতে পারেন। পার্থক্যগুলো নিচে দেওয়া হল:
১/যাকাত ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ যা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ফিতরা এই পাঁচটি স্তম্ভের বাহিরের বিষয়।
২/ যাকাত হলো পুরো এক বছর পর্যন্ত যে পরিমাণ সম্পত্তি থাকে, ইসলামী শরীয়তের মতে সে পরিমাণ সম্মতি থেকে একটা নির্দিষ্ট অংশ গরিব-দুঃখীদের মাঝে বিলিয়ে দেওয়া।আর ঈদের দিনে নেসাব পরিমাণ সম্পত্তির মালিক হলেই একটা নির্দিষ্ট অংশ গরিব-দুখীদের মাঝে বিলিয়ে দিলে সেটা ফিতরা হয়ে যায়।
৩/ফিতরাও একটি যাকাত, কিন্তু যাকাত ফিতরা নয়।