লাইলাতুল কদর || লাইলাতুল কদর সম্পর্কে হাদিস
আসসালামু আলাইকুম। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা কেমন আছেন। আশা করছি আল্লাহর রহমতে ভালই আছেন। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব লাইলাতুল কদর নিয়ে এবং লাইলাতুল কদর সম্পর্কে হাদিস কি কি, কিভাবে আপনি ইবাদাত করবেন? তো তাই আশা রাখবো আপনারা যারা মুসলিম আছেন অবশ্যই আমাদের আজকের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়বেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যাই। আমাদের আজকের আলোচনা শুরু করা যাক।
প্রথমেই বলব লাইলাতুল কদর শব্দের অর্থ কি? কদর মানে তকদির। লাইলাতুল অর্থ রাত। তাহলে বুঝতে পারছেন লাইলাতুল কদর অর্থে বোঝায় তকদিরের রাত। একে আবার ভাগ্য রজনীয বলা হয়। কারণ এই রাতে কোন বান্দা এবাদতের মাধ্যমে আল্লাহর কাছে পরিষ্কার নিয়েতে কিছু চেয়ে তার ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে। লাইলাতুল কদর হচ্ছে একটি আরবি শব্দ। যার উর্দু, ফারসী, হিন্দি ও বাংলা শব্দ হিসেবে একটি শব্দই প্রচলিত। সেই শব্দটি হল শবে কদর। তার মানে আপনারা বুঝতে পারলেন যে, শবে কদরকে লাইলাতুল কদর বলা হয়
লাইলাতুল কদর কি
আপনারা যারা লাইলাতুল কদর কি এটা না জানেন তারা অবশ্যই নিচের কথাগুলা মনোযোগ সহকারে পড়বেন। লাইলাতুল কদর হচ্ছে শবে কদর। অর্থাৎ সাবেক কদরের রাত কি বলা হয় লাইলাতুল কদরের রাত। এই রাতটি রমজান মাসে হয়ে থাকে। বিশেষ করে রমজান মাসের ২০ টা রোজা সম্পন্ন হয়ে গেলে তারপর পরবর্তী দশটা রোজার যেকোনো বেজোর রাত লাইলাতুল কদর হতে পারে। তবে কোন লাইলাতুল কদর হবে সেটা কিন্তু নির্দিষ্ট ভাবে চিহ্নিত নেই। যেকোনো একটি রাতেই বেজর রাত হতে পারে। তবে বিজ্ঞ আলেমগণের মতে ধরা হয় ২৬ শে রোজার দিবাগত রাতেই লাইলাতুল কদর হতে পারে। তাই সারা বিশ্বের সকল মুসলিমরা ২৬ এর রোজার দিবাগত রাত্রি লাইলাতুল কদর হিসেবে চিহ্নিত করে সৃষ্টিকর্তার এবাদত করে থাকেন সারারাত ধরে। কারণ এ রাতে পবিত্র কোরআন মাজীদ নাযিল হয়েছে। তাই এ রাতেই লাইলাতুল কদরের রাত হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম একটি রাত। এই রাতে পবিত্র কুরআন মাজীদ নাযিল হয়েছে। তাই এ রাতকে মহান আল্লাহ রাব্বুল আলামীন হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ উত্তম ও মহাসম্মানিত রাত হিসেবে সারা বিশ্বের মুসলিম জাতিকে দান করেছেন। এই রাত হল ভাগ্য নির্ধারকের রাত। অর্থাৎ কোন বান্দা যদি আল্লাহ পাকের কাছে শুদ্ধভাবে কোন কিছু চাইতে পারে তাহলে আল্লাহ পাক ঠিকই সেই বান্দার ভাগ্য পরিবর্তন করে দিবেন এই রাতকে উসিলা করে। অবশ্যই কাজ দিলে পরিষ্কার নিয়তে আল্লাহর কাছে ইবাদতের মাধ্যমে আপনার যা প্রয়োজন হয় তা চাইতে হবে। তাহলে আল্লাহপাক আপনার চাওয়া কবুল করে আপনার মনের নেক আশা গুলো পূর্ণ করে দিবেন।
লাইলাতুল কদর সম্পর্কে হাদিস
লাইলাতুল কদরের রাত নিয়ে অনেক ধরনের হাদিস রয়েছে। এই রাতের এবাদতের যে কি পরিমাণ গুরুত্ব রয়েছে তা জানতে হলে আপনাকে অবশ্যই হাদিস সম্পর্কে ধারণা থাকতে হবে। তো নিচে গুরুত্বপূর্ণ হাদিস গুলো উল্লেখ করা হলো:
হাদিস নং ১:
হাদিস নং ২:
হাদিস নং ৩:
হাদিস নং ৪:
হাদিস নং ৫:
হাদিস নং ৬:
হাদিস নং ৭
হাদিস নং ৮
হাদিস নং ৯
আরো জানতে ক্লিক করুন:
শেষকথা:
আরো জানতে ক্লিক করুন:
ফেসবুকে এইচডি কোয়ালিটির ফটো আপলোড করুন || Upload HD quality Photo & Video in Facebook