সোনার দাম | স্বর্ণের বর্তমান দাম | আজকের স্বর্ণের দাম বাংলাদেশে
আসসালামু আলাইকুম। প্রিয় পাঠকগণ চলে আসলাম আরও একটি নতুন আর্টিকেল নিয়ে। অনেকেই আছেন যারা স্বর্ণালংকার কিনে থাকেন। তো তারা হয়তো কিনার আগে স্বর্ণের দরদাম জানেন না। তারা ইউটিউবে বা গুগলে সার্চ করে থাকেন। আজকে আমি তাদেরকে বলবো আজকে থেকে আপনাদেরকে সোনার দরদাম নিয়ে এত ঘাটাঘাটি করতে হবে না এবং অন্য কোথাও এত খোঁজাখুঁজি করতে হবে না। আপনারা জেনে খুশি হবেন যে, আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেবো সোনার দাম কত, স্বর্ণের বর্তমান দাম কত, স্বর্ণের বর্তমান দাম বাংলাদেশে কত। চলুন আমাদের আলোচনা শুরু করি।
সোনার দাম
সোনার দামটা জানা সাধারণত পুরুষের ক্ষেত্রে অতটা জরুরি। কারণ পুরুষরা নিজেদের জন্য স্বর্ণের কোন কিছু কিনে থাকেন না বললেই চলে। নারীরা সব সময় স্বর্ণের অলংকার পড়ে থাকেন এবং কিনে থাকেন। কাজেই নারীদের জন্য স্বর্ণের দাম জানা খুবই জরুরী। তবে বিবাহিত পুরুষরা তাদের স্ত্রীর জন্য স্বর্ণালংকার কিনে থাকেন। আবার তাদের ফ্যামিলির নারী সদস্যদের জন্য স্বর্ণের বিভিন্ন অলংকার কিনে থাকেন। সেই হিসেবে পুরুষদের জন্য স্বর্ণের দর দাম সম্পর্কে জানা থাকা অনেকটাই আবশ্যক। সোনার দামটা আমরা ক্যারটে হিসাব করে থাকি। যদি সোনা হয়ে থাকে ২১ ক্যারেট, তাহলে তার দাম পড়বে ৯৩ হাজার ৪৯৫ টাকা। বাজুস আবার দরদাম এর ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছে। বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী সোনার দাম হচ্ছে ২১ ক্যারেট ৮০ হাজার ৫৪০ টাকা। আবার সনাতন পদ্ধতিতে দামটা একটু ভিন্ন হবে। সে অনুযায়ী সোনার দাম হচ্ছে ৬৬ হাজার ২৪১ টাকা।
স্বর্ণের বর্তমান দাম
একটা নির্দিষ্ট সময়ের পর পর স্বর্ণের দাম হ্রাস বৃদ্ধি হচ্ছে। অর্থাৎ এক সপ্তাহ পর সোনার দাম হ্রাস বৃদ্ধি ঘটে। তো যারা স্বর্ণের ব্যবসায় বিনিয়োগ করবেন তাদেরকে অবশ্যই এ বিষয়ে সতর্ক থাকতে হবে। না বুঝে বিনিয়োগ করলে তাহলে বড় অংকের লস খাওয়ার সম্ভাবনা রয়েছে। সব সময় আপনাকে সোনার বর্তমান দামের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। নয়তো আপনি স্বর্ণ কিনার পর ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
মনে করেন আজকে আপনি ব্যবসায়ের উদ্দেশ্যে বেশি অর্থ দিয়ে স্বর্ণ কিনলেন। কিন্তু সামনের সপ্তাহে সেই স্বর্ণের দাম কমে গেল। তো এখানে কিন্তু আপনি বড় অঙ্কের লস এর কাতারে পড়ে যাবেন। তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন স্বর্ণের 'প্রতি সপ্তাহের বাজার দর সম্পর্কে আপনার জ্ঞান থাকা কতটা জরুরী। অনেকে আছেন পরিধান করার জন্য স্বর্ণ কিনে থাকেন। তারা অবশ্য দর দাম চেক করে, যে সপ্তাহে দাম কম থাকবে সেই সপ্তাহে স্বর্ণ কিনতে পারেন। এতে করে তারা লাভবান হবেন।
তাছাড়া স্বর্ণের দাম যেহেতু ওঠানামা করে তো আপনাকে প্রতিদিনের সোনার আপডেট সম্পর্কে জানতে হবে। প্রতিদিনের আপডেট জানতে হলে আপনি অবশ্যই এখানে ক্লিক করবেন: Click here। স্বর্ণের দামের উঠানামার বিষয়টি নির্ভর করে চাহিদা ও যোগান এর উপর। দেশের রিজার্ভ যখন কমতে থাকে তখন আমদানি ব্যয় মেটাতে স্বর্ণ বিনিময় মূল্য হিসেবে ব্যবহৃত হয়।
আরো জানতে ক্লিক করুন:
২০০+ মেহেদীর ডিজাইন দেখতে এখানে ক্লিক করুন
আজকের স্বর্ণের দাম বাংলাদেশে
বর্তমানে বাংলাদেশে এক ভরি অর্থাৎ ২২ ক্যারেট সোনার বর্তমান মূল্য হচ্ছে ৯৮৪৪৪ টাকা। আন্তর্জাতিক বাজারে স্বর্ণ বা সোনার দাম প্রতিদিনই হ্রাস বৃদ্ধি হয়। আমাদের দেশের সোনার দাম নির্ধারণ করে বাজুস। অর্থাৎ বাংলাদেশ জুয়েলারি সমিতি। স্বর্ণের বর্তমান মূল্য জানার জন্য সব সময় এই ওয়েবসাইটে ভিজিট করুন www.bajus.org । এই লিংকে ক্লিক করে যখন ওয়েবসাইটে যাবেন তখন দেখবেন এখানে প্রতি গ্রাম স্বর্ণের বর্তমান মূল্য দেওয়া থাকবে। প্রতি গ্রাম সোনার বর্তমান মূল্যকে ১১.৬৬ সাইট দিয়ে গুণ করলেই আপনি প্রতি ভরি স্বর্ণের বর্তমান মূল্য পেয়ে যাবেন। আবার স্বর্ণের দাম নির্ভর করে স্বর্ণালংকারের উপর হলমার্ক করা আছে কিনা। যদি হলমার্ক করা থাকে তাহলে দাম বৃদ্ধি পাবে। আর যদি হলমার্ক করা না থাকে তাহলে দাম কমে যাবে। প্রায় অর্ধেকের মত দাম কমে যায় হলমার্ক করা না থাকলে। মনে করেন, স্বর্ণালংকারের উপর হলমার্ক করা আছে। তাহলে তার দাম প্রতি ভরি: ১১.৬৬৪*৫৭৯৫ টাকা= ৬৭৫৯২.৮৮ টাকা। আগের মূল্য ৬৩৬৮৫.৪৪ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে ৩,৯০৭.৪৪ টাকা বৃদ্ধি পেল।