পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক

আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করার উপায় সম্পর্কে। তো যাদের পাসপোর্ট আছে এবং এই পাসপোর্ট দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করতে চাচ্ছেন, আজকের এই আর্টিকেলটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার আজকের এই আর্টিকেলটি সম্পূর্ণভাবে পড়লে আপনাদেরকে কখনো অনলাইনে পাসপোর্ট দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করতে গিয়ে কোন সমস্যায় পড়তে হবে না। তাই অবশ্যই আজকের এই আর্টিকেলটা সম্পূর্ণভাবে পড়বেন। 

পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক 

পাসপোর্ট কি

পাসপোর্ট নিজস্ব দেশ থেকে অন্য যেকোন দেশে মানে, বিদেশে ভ্রমণ কালে প্রয়োজন পড়ে। পাসপোর্ট হচ্ছে বাংলাদেশ সরকার কর্তৃক জারিকৃত  বাধ্যতামূলক এক ধরনের মূল্যবান নথি যা এক দেশ থেকে অপর দেশে যাতায়াত করতে গেলেই প্রয়োজন পড়ে।

পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক | Medical Report Check

পাসপোর্ট কেন করা হয়

বিদেশ যেতে হলে পাসপোর্ট করতে হয়।  পাসপোর্ট ছাড়া বিদেশে যাওয়া অসম্ভব। বিদেশ বলতে বুঝায় প্রত্যেকটা নাগরিকের নিজস্ব ব্যতীত যতগুলো দেশ থাকে সেসব দেশকেই বিদেশ বলে। পাসপোর্টে নাম, পিতার নাম মাতার নাম , জন্ম পরিচয় ও ঠিকানা উল্লেখ করা থাকে যাতে করে আপনি বিদেশে গেলে আপনার এই পাসপোর্ট দেখে আপনার পরিচয় সম্পর্কে সনাক্ত করা যায়। আন্তর্জাতিক ভ্রমণের সময় এই passport বাহকের জাতীয়তা ও পরিচয় প্রমাণ পত্র বহন করে। এই কারণে পাসপোর্ট করা হয়।

মেডিকেল রিপোর্ট কি 

আপনার শরীরে কোন ধরনের অসুস্থতা বা রোগ আছে কিনা তা জানার জন্য আপনাকে শারীরিক পরীক্ষা করে যে রিপোর্ট প্রদান করা হয় তাকে মেডিকেল রিপোর্ট বলে। এসব শারীরিক পরীক্ষার মধ্যে রয়েছে নাকের চোখ, কান ও গলা পরীক্ষা ইত্যাদি। 

মেডিকেল রিপোর্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা

ভ্রমনে বিদেশ যাইতে হলে অথবা কোন জবের ক্ষেত্রে বিদেশ যাইতে হলে অবশ্যই আপনাকে মেডিকেল চেকআপ করতে হয়। মেডিকেল চেকআপ করলেই ধরা পড়ে আপনি কি বাহিরের দেশে যাওয়ার জন্য ফিট নাকি আনফিট। তো অবশ্যই মেডিকেল রিপোর্ট চেক করার খুবই দরকার রয়েছে। মেডিকেল রিপোর্ট চেক করার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনি বাইরের দেশে যাওয়ার জন্য কি পরিমান যোগ্য ব্যক্তি হিসেবে আছেন। আপনার শরীরে যদি কোন অসুস্থতা থাকে সেটা কিন্তু মেডিকেল রিপোর্ট চেক এর মাধ্যমে ধরা পড়ে যায়। তখন সেই অনুযায়ী ট্রিটমেন্ট নিয়ে আপনি খুব সহজে সুস্থ হয়ে নিজেকে আনফিট থেকে সারিয়ে তুলতে পারেন। 

আপনি যদি মেডিকেল চেকআপ করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে মেডিকেল রিপোর্ট জানতে হবে। আপনার নিজের মেডিকেল রিপোর্ট যদি আপনি নিজে যাচাই করতে পারেন তাহলে আপনি নিজেরটা নিজে বুঝে নিশ্চিত হতে পারবেন যে, আপনি কতটা ফিট বা আনফিট বিদেশ যাওয়ার জন্য। আর দালালের মাধ্যমে যদি জানতে চান তাহলে দালাল আপনাকে ভুয়া রিপোর্ট দিতে পারে। তখন আপনি বিপদের সম্মুখীন হবেন। মেডিকেল রিপোর্ট চেক করার কয়েকটি উপায় রয়েছে। যেমন,

মেডিকেল রিপোর্ট চেক কিভাবে করবেন

আপনি যে ডায়াগনস্টিক সেন্টার অথবা যেই হাসপাতালে মেডিকেল টেস্ট করাবেন সেই হাসপাতালের ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন। তো নিজে যদি চেক করতে না পারেন তাহলে ডায়াগনস্টিক সেন্টার বা হাসপাতালে গেলে কর্তৃপক্ষ আপনাকে আপনার কাঙ্কিত মেডিকেল রিপোর্টটি দিয়ে দিবে। তখন আপনি আপনার রিপোর্ট হাতে পেয়ে যাবেন এবং রিপোর্টে দেখতে পাবেন আপনি বিদেশ যাওয়ার জন্য ফিট আছেন নাকি আনফিট আছেন।

পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট ( Medical Report) চেক করবেন যেভাবে

আপনি যদি মধ্য প্রাচ্যের দেশ যেমন আরব দেশ যেমন, মধ্যপ্রাচ্যের ছয়টি দেশ: সৌদি আরব, দুবাই, কাতার, ওমান এই দেশগুলোতে যান তাহলে  খুব সহজে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে সেই দেশের ওয়েবসাইট থেকে আপনার কাঙ্খিত মেডিকেল রিপোর্ট খুব সহজেই চেক করতে পারবেন। এই কারণে আপনাকে কাঙ্খিত দেশের ওয়েবসাইট টি খুঁজে বের করতে হবে। যাকে বলা হয় ওয়াফিদ।  ইংরেজিতে বলা হয় Wafid Medical Report। আপনি যদি আরাবিয়ান দেশের জন্য মেডিকেল টেস্ট করে থাকেন তাহলে তার রিপোর্ট দেখার জন্য নিচের লিংকে ক্লিক করুন।

লিংক: https://wafid com/medical-status-search/

এই লিংকে ক্লিক করলে আপনার কাছে একটি ফর্ম শো হবে। এরপর এখানে আপনি আপনার পাসপোর্ট নাম্বার অথবা স্লিপ নম্বর দিন। এরপর আপনার জাতীয়তা সিলেক্ট করুন। সর্বশেষে নিচে ক্যাপচা পূরণ করুন। তারপর চেক অপশনে ক্লিক করুন। তো পরবর্তী পেজে আপনার মেডিকেল রিপোর্ট দেখতে পাবেন।

পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক | Medical Report Check

মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক করবেন কিভাবে

মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক করতে নিচের লিঙ্কে ক্লিক করুন।

লিংক: https://eservices.imi.gov.my/myimms/FomemaStatus

এখানে আপনার পাসপোর্ট নাম্বার বা স্লিপ নাম্বার দিবেন। এরপর জাতীয়তা সিলেক্ট করবেন। তারপর কেরিয়ান অপশনে ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনার মেডিকেল রিপোর্ট আপনি দেখতে পাবেন।

পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক | Medical Report Check

সৌদি মেডিকেল রিপোর্ট চেক (Medical Report Check)  করবেন যেভাবে

সৌদির মেডিকেল রিপোর্ট চেক করতে হলে নিচের লিংকে ক্লিক করুন: https://wafid.com/medical-status-search/

এই লিংকে গিয়ে আপনি আপনার পাসপোর্ট নাম্বার দিবেন এবং জাতীয়তা সিলেক্ট করবেন। তারপর ক্যাপচা দিয়ে ক্লিক করে দিবেন। পরবর্তী পেজে আপনার রিপোর্ট আপনি দেখতে পাবেন।

পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক | Medical Report Check

বিশেষ করে আরব দেশে যারা যাবেন তারা অবশ্যই জিসিসি মেডিকেল অর্থাৎ গামকা মেডিকেল রিপোর্ট সেন্টারে প্রবেশ করবেন। এটাই হলো আপনার মেডিকেল রিপোর্ট চেক করার পরামর্শ। এছাড়া অন্য কোন মাধ্যম নাই।

মেডিকেল রিপোর্ট স্ট্যাটাস ফিট/আনফিট ( Fit/Unfit) কেন হয়

আপনি যখন আপনার কাঙ্খিত মেডিকেল রিপোর্টটি আপনার হাতে পাবেন তখন সে রিপোর্টে বিস্তারিতভাবে উল্লেখ করা থাকবে আপনি কি ফিট নাকি আনফিট। আপনার Medical Report Status যদি Unfit হয় তাহলে কেন আনফিট হয়েছেন সেটাও কিন্তু উল্লেখ করা থাকবে। Medical Report Check Status যদি Fit হয়, তাহলে আপনার কাঙ্খিত দেশের ভিসা পাওয়ার জন্য আপনি উপযুক্ত বলে বিবেচিত হবেন। যদি Unfit হয়ে থাকেন তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত দেশের ভিসা পাওয়ার জন্য উপযুক্ত হবেন না।  তো এতে করে কিন্তু আপনার ভিসা বাতিল হয়ে যাবে। আপনি আবার চিকিৎসা নিয়ে সুস্থ সবল হয়ে মেডিকেল রিপোর্টে যখন ফিট হয়ে যাবেন তখন আপনি পুনরায় ভিসার জন্য আবেদন করতে পারবেন।

Medical Report Unfit হওয়ার কারণ

কিছু কিছু রোগ আছে যেগুলো আপনার শরীরে বাসা বাঁধলে আপনি মেডিকেল রিপোর্ট টেস্টে আনফিট হয়ে যাবেন। যেমন:

১/ করোনা থাকলে

২/ জন্ডিস হলে,

৩/ চর্মরোগ হলে,

৪/ গর্ভবতী মহিলা যদি হয়ে থাকেন,

৫/ শ্বাসকষ্ট বা হাঁফানি থাকলে,

৬/ হৃদরোগ  হলে,

৭/ যে দেশে যাবেন সে দেশে নিয়ম অনুযায়ী শরীরে কোন শারীরিক ত্রুটি দেখা দিলে (সব দেশের ক্ষেত্রে প্রযোজ্য না),

৮/ হেপাটাইটিস থাকলে,

৯/ এইচআইভি হলে।

আপনি যদি মেডিকেল টেস্ট করিয়ে মেডিকেল টেস্টের রিপোর্টে ফিট হয়ে যান তাহলে আপনার জন্য শুভকামনা রইলো। আপনি আপনার কাঙ্খিত দেশের ভিসা পেয়ে যাবেন এবং খুব সহজে আপনার কাঙ্খিত দেশে পৌঁছতে পারবেন। আর যদি আপনি মেডিকেল টেস্ট রিপোর্টে আনফিট হয়ে থাকেন, তাহলে অত দুশ্চিন্তা করার দরকার নেই। ডাক্তারি পরামর্শ মত চিকিৎসা নিয়ে আপনার কাছে যখন মনে হবে আপনি সুস্থ সবল হয়ে গেছেন তখন আপনি আবার মেডিকেল টেস্ট করাবেন। তো সেই মেডিকেল রিপোর্টের যখন ফিট হয়ে যাবেন তখন আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং আপনি আপনার কাঙ্খিত দেশে পৌঁছাতে পারবেন।

শেষ কথা

প্রিয় পাঠক গণ, আমাদের আজকের আলোচনা থেকে আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন পাসপোর্ট নাম্বার দিয়ে অনলাইনে কিভাবে মেডিকেল রিপোর্ট চেক ( Medical Report Check) করবেন। এছাড়াও মেডিকেল রিপোর্ট সম্পর্কে আরো কিছু তথ্য জানতে পেরেছেন।  আরো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন। আমরা আপনাকে রিপ্লাই করে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মত এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।


আরো পড়ুন

মোবাইল|| ইনফিনিক্স মোবাইল বাংলাদেশ প্রাইস

3 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন