মোবাইল|| ইনফিনিক্স মোবাইল বাংলাদেশ প্রাইস

 মোবাইল|| ইনফিনিক্স মোবাইল বাংলাদেশ প্রাইস

আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব মোবাইল নিয়ে। সেই সাথে আলোচনা করব ইনফিনিক্স মোবাইল বাংলাদেশ প্রাইস কত। তো কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনা আমরা শুরু করছি। আশা করছি আমাদের আজকের এই আলোচনায় আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। তাহলে আপনারা মোবাইল সম্পর্কে, মোবাইল ফোনের আবিষ্কারক কে এই সম্পর্কে ও ইনফিনিক্স মোবাইল বাংলাদেশ প্রাইস সম্পর্কে সম্পন্নভাবে আইডিয়া পেয়ে যাবেন। এরপর যদি আপনারা সেই মোবাইল বাজারে কিনতে যান তাহলে তার সম্পর্কে অগ্রিম ধারণা আপনাদের হয়ে যাবে এবং আপনারা খুব সহজেই বুঝতে পারবেন সেই মোবাইলটি কিনলে আপনারা কি কি ফেসিলিটিস পাবেন। তো শুরু করার যাক আমাদের আজকের আলোচনা। সবাই সুশৃংখলভাবে আজকের আলোচনা মনোযোগ সহকারে শুনি অর্থাৎ পড়ি।

মোবাইল

প্রথমে কথা বলবো আমরা মোবাইল নিয়ে। তো মোবাইল শব্দটি সারা বিশ্বের মধ্যে একটি পরিচিত শব্দ। শুধুমাত্র বাচ্চারা ব্যতীত পৃথিবীর সকল মানুষেই ব্যক্তিগতভাবে মোবাইল ফোন ব্যবহার করে থাকেন। বাসার কারো মোবাইল থাকলে বাচ্চারাও সেই মোবাইল দিয়ে খেলা করে থাকে। মোবাইল চেনে না এমন কোন মানুষ পৃথিবীতে নেই। মোবাইল হচ্ছে মানুষের নিত্য প্রয়োজনীয় একটি ডিভাইস। মোবাইল ছাড়া মানুষের জীবনযাত্রার মান অচল। 

মোবাইল ফোন” শব্দদ্বয় দ্বারা একই সঙ্গে মোবাইল ফোন বা সেলুলার ফোন এবং গ্রাহকের ব্যবহার্য হ্যাণ্ডসেট বোঝানো হয়ে থাকে। মোবাইল হচ্ছে এক ধরনের যোগাযোগ ব্যবস্থা যাতে বেতার তরঙ্গ ব্যবহার করা হয়। এই মোবাইল ফোনকে অন্য ভাষায় সেল ফোন হ্যান্ডফোন বা মোবাইল সেটও বলা হয়ে থাকে। মোবাইল ফোনের মাধ্যমে সারাবিশ্বের এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষ খুব সহজেই যোগাযোগ করতে পারে। বিভিন্ন জনের সাথে ফোনে কথা বলতে পারে। এককথায় মোবাইল ফোন সারা বিশ্বের মানুষদের যোগাযোগ ব্যবস্থায় অসামান্য অবদান রেখে আসছে। সারা বিশ্বকে করেছে হাতের মুঠোয়। এছাড়া মোবাইল ফোনের আরো নানান ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। সেগুলো নিচে উল্লেখ করা হলো:

১/ক্যালকুলেটর: মোবাইল ফোনে রয়েছে ক্যালকুলেটর। যার ফলে ব্যবসায়ীর সকল ধরনের হিসাব কিতাব করা যায়। আপনাকে আর নতুন করে ক্যালকুলেটর কিনতে হয় না। বিজ্ঞান বিভাগের বিভিন্ন ধরনের ম্যাথ করতে হলে সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগে। সেই সায়েন্টিফিক ক্যালকুলেটরও আপনি মোবাইল ফোনে পেয়ে যাবেন। তাহলে ক্যালকুলেটরের সমস্যাটাই মোবাইল ফোন সমাধান করতে পেরেছে।

২/ক্যামেরা: মোবাইল ফোনে বর্তমান আকর্ষণীয় ক্যামেরা রয়েছে বিশেষ করে স্মার্টফোনগুলোতে।মোবাইলের পারফরমেন্স ও দামের ভেতরে মোবাইলের ক্যামেরার পরিবর্তন হয়। নির্ভর করে মোবাইলের ক্যামেরা কি উন্নত হবে নাকি নিম্ন হবে। মোবাইলের ক্যামেরা দিয়ে আপনারা সবসময় ছবি তুলতে পারবেন। দূরের যে কোন জিনিস আপনি জোর করে আপনার কাছে নিয়ে এসে স্পষ্ট আকারে দেখতে পাবেন। তাহলে এদিক থেকে স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে যে মোবাইল ফোন আপনার ক্যামেরার সমস্যাটি সমাধান হয়েছে।

৩/ভিডিও: ভিডিও করার জন্য আলাদা কোন ক্যামেরার প্রয়োজন পড়ে না। আপনাদের একটি স্মার্ট ফোন থাকলে তাহলে আপনি খুব সহজে এইচডি কোয়ালিটিতে মোবাইল দিয়ে ভিডিও করতে পারবেন।

৪/রেডিও: আগে গ্রামে গঞ্জে রেডিওর খুব প্রচলন ছিল। বর্তমান যুগের দেশের কোন জায়গায় রেডিও তেমন নেই বললেই চলে। এখন বাটন ফোন অথবা স্মার্টফোন সহ প্রত্যেকটা মোবাইল ফোনে রেডিও অপশন রয়েছে। আপনি চাইলে রেডিও না কিনেই মোবাইল ফোনের মাধ্যমে রেডিও শুনতে পারবেন। তাহলে নিশ্চিতভাবে প্রমাণিত হচ্ছে যে, মোবাইল ফোন রেডিওর সমস্যাটি সমাধান করতে পেরেছে।

৫/টিভি: বর্তমানে আপনি মোবাইল ফোনে সকল ধরনের টিভি খুঁজে পাবেন। এখন আর আপনাদেরকে নতুন করে টিভি কিনার প্রয়োজন পড়ছে না টিভি দেখার জন্য। কারণ সকল ধরনের টিভি চ্যানেল গুলো আপনার মোবাইল ফোনে রয়েছে। আপনারা খুব সহজে মোবাইল ফোনের মাধ্যমে টিভি দেখতে পারবেন।

৬/গান: আগে মানুষ গান শোনার জন্য রেডিওর ক্যাসেট কিনতো অথবা তার পরবর্তী সময়টাতে ডিভিডি ক্যাসেট কিনতো গান শোনা বা দেখার জন্য। এখন বর্তমানে সকল ধরনের গান মোবাইল ফোনে পাওয়া যাচ্ছে।

/মুভি দেখা: মানুষ আগে টিভিতে একটা নির্দিষ্ট  সময় পর্যন্ত অপেক্ষা করতো পছন্দের মুভিটি দেখার জন্য। কিন্তু এখন বর্তমানে তারা মোবাইল ফোনের মাধ্যমে ইউটিউবে সার্চ করলে সকল পছন্দের মুভি চলে আসে এবং খুব সহজে দেখতে পারে।

৮/ইন্টারনেট: মোবাইল ফোনে ইন্টারনেটের মাধ্যমে মানুষ বিশ্বের যেকোনো কিছু দেখতে পারে এবং যে কোন জায়গার খোঁজ-খবর নিতে পারে।

৯/ কথা বলার খরচ: মানুষ আগে প্রতি মিনিটে প্রচুর টাকা খরচ করে তার বিদেশি আত্মীয়ের সাথে কথা বলতো। কিন্তু বর্তমানে মানুষ তার বিদেশি আত্মীয়ের সাথে মেসেঞ্জারে অথবা ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারে , এক টাকাও কাটে না, শুধুমাত্র ওয়াইফাই ব্যবহার করলে। আর ডাটা ব্যবহার করলে কিছু পরিমাণ ডাটা খরচ হয়। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে মোবাইল ফোনের যতই ডেভেলপ হয়েছে তাতেই মানুষের খরচের পরিমাণ কমে গিয়েছে এবং একটা সময় খরচ হচ্ছে না অর্থাৎ বর্তমান সময়ে কোন খরচ নাই কথা বলতে গেলে।

১০/গেম খেলা: মোবাইল দিয়ে বর্তমানে আপনি সকল ধরনের গেম খেলতে পারবেন যেমন সাপ খেলা লুডু খেলা গাড়ির ড্রাইভিং ইত্যাদি। অবসর সময় কাটানোর জন্য অথবা বন্ধন নিয়ে আনন্দে মেতে উঠার জন্য অনেকেই মোবাইল ফোনে গেম খেলে থাকে। তাছাড়া এই গেম খেলে অনেকে আবার টাকা উপার্জন করে থাকে। তো বোঝাই যাচ্ছে মোবাইল ফোন মানুষের অবসরে এনে দিয়েছে বিনোদন ও স্বস্তি।


আরো জানুন:

করোনা ভাইরাস কি এবং এটি কেন হয়, এর লক্ষণ , প্রতিরোধ ও চিকিৎসা

স্বর্ণের বর্তমান দাম, আজকে বাংলাদেশের স্বর্ণের দাম কত


এছাড়াও মোবাইল দিয়ে আপনি আরো নানান ধরনের কাজ করতে পারবেন। মোবাইলে আপনি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া চালাতে পারবেন। আপনি বিভিন্ন জনের সাথে মেসেজে কথা বলতে পারবেন, ভয়েজ মেসেজ দিয়ে কথা বলতে পারবেন। মোবাইলের স্ক্রিনটাকে আয়না হিসেবেও ব্যবহার করতে পারবেন। আপনি গুগল ম্যাপের মাধ্যমে অচেনা জায়গা গুলোকে চিনতে পারবেন। মোবাইলের সাহায্যে আপনি লোকেশন দেখতে পারবেন। বর্তমানে ঢাকা শহরে পাঠাও বা ওবায় চালু হয়েছে মোটরসাইকেল এর মাধ্যমে। এই ধরনের ড্রাইভিং এ অবশ্যই মোবাইল ফোনের লোকেশন ব্যবহার করা হয়। মোবাইল দিয়ে বিভিন্ন জন্য বিভিন্ন ক্যাসিনো খেলা খেলতে পারে। মোবাইলের সাহায্যে আপনি পড়াশোনা করতে পারবেন। ঘরে বসে অনলাইন সম্পর্কিত ক্লাস করতে পারবেন। বা ইউটিউবে আপনার পড়াশোনার বিষয়গুলি নিয়ে সার্চ করলে মোবাইলে চলে আসবে। ইন্টারনেটে বা গুগলের বিভিন্ন পড়াশোনা কালেক্ট করে আপনি আপনার মতো করে পড়াশোনা করতে পারবেন।

মোবাইলের আবিষ্কারক কে

আমরা সবাই মোবাইল ব্যবহার করি। কিন্তু মোবাইল কে আবিষ্কার করেছেন তা হয়তো অধিকাংশ মানুষই জানে না। আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব মোবাইল এর আবিষ্কারক কে।

ডঃ মার্টিন কুপার এবং জন ফ্রান্সিস মিচেলকে প্রথম মোবাইল ফোনের উদ্ভাবকের মর্যাদা দেয়া হয়ে থাকে। তারা তখন মোটোরোলা কোম্পানিতে কর্মরত ছিলেন। তারিখটি ছিল ১৯৭৩ সালের এপ্রিল মাস। তাঁরা প্রথম সফলভাবে একটি হাতে ধরা ফোনের মাধ্যমে কল করতে সক্ষম হন। এই ফোনটির ওজন ছিল প্রায় ২ কেজি (৪.৪ পাউন্ড) ওজন।

খুব সহজ ভাষায় বলা যায়, প্রথম মোবাইল ফোন তৈরি হয়েছিল ১৯৭৩ সালে, আমেরিকার নিউইয়র্ক শহরে। সেটি তৈরি করেছিলেন ইঞ্জিনিয়ার মার্টিন কুপার। মোবাইল ফোনের জন্য একমাত্র তাকে বলা হয়। এই মোবাইলের ব্যাটারি ছিল একটি ইটের মত। ব্যাটারি চার্জ হতে সময় লাগতো প্রায় ১০ ঘন্টা। কিন্তু একবার চার্জ দিলে তা চলতো মাত্র আধা ঘন্টা। সেই মোবাইল ফোনটি দেখতে অন্যরকম। বর্তমান যুগের মোবাইল ফোনের সাথে সেই মোবাইল ফোনের কোন মিল নেই। মোবাইল ফোনটা ছিল ১০ ইঞ্চি লম্বা, ২ ইঞ্চি চওড়া ও ৪ ইঞ্চি উঁচু।

আমরা মার্টিন কুপার কে পরম শ্রদ্ধা ভরে স্মরণ করছি। তার কারণেই মোবাইল ফোন আমরা চোখে দেখতে পেয়েছি। তিনি মোবাইল ফোন আবিষ্কার করার মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা অসামান্য দৃষ্টান্ত প্রতিষ্ঠা করে গেছেন। তার কারণে যোগাযোগ ব্যবস্থায় বিশ্ব এসেছে হাত তার মুঠোয়। তিনি আমাদের কাছে পরম শ্রদ্ধা ও সম্মানের পাত্র। 

এটা সম্পূর্ণ অসম্ভব যে, কোন প্রকার তারবিহীনভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যোগাযোগ করা যায় এবং কথাগুলো যেই দুইজন মানুষ বলে সেই দুজন মানুষই শুনতে পায়। কিন্তু মাঝখানে আর কোন মানুষ শুনতে পায় না। এই অসম্ভব কাজটাকে আল্লাহর রহমতে সম্ভব করে বানিয়ে তুলেছেন মার্টিন কুপার। তার ঋণ আমরা কোনদিন পরিশোধ করতে পারব না। সারা জীবন আমরা তার কাছে ঋণী হয়ে থাকবো। তিনি সমগ্র বিশ্বের মানবজাতির হৃদয়ে আজীবন অমর হয়ে বেঁচে থাকবেন।

মোবাইল প্রাইস বাংলাদেশ

তো দেশ বিদেশে বিভিন্ন কোম্পানির মোবাইল রয়েছে। যেমন স্যামসাং, ভিভো, ওয়ালটন, অপ্পো, রেডমি, হাওয়াই, আইটেল ইত্যাদি। তো বিভিন্ন জনে বিভিন্ন কোম্পানির মোবাইল পছন্দ করে থাকেন। আজকে সকল মোবাইল কোম্পানির সকল মডেল নিয়ে আলোচনা করা সম্ভব হচ্ছে না। একের পর এক করে সকল কোম্পানির মোবাইল ফোন নিয়ে আমি আলোচনা করব ধীরে ধীরে। আজকে আমি সকল মোবাইল ফোন থেকে ইনফিনিক্স মোবাইল ফোনের সকল মডেল সম্পর্কে আলোচনা করবো এবং সেই ফোনের দাম বাংলাদেশে কত আপনাদেরকে জানিয়ে দিবো।

ইনফিনিক্স মোবাইল বাংলাদেশ প্রাইস

কিছুদিন আগে আমি আমার ছোট ভাই ইফতেখার হায়দার খান কে একটি ইনফিনিক্স মোবাইল কিনে দিয়েছি। তো সেই ফোনটি হচ্ছে ৬/১২৮, রেম চাইলে আরো ৫ জিবি বাড়ানো যাবে। এটার মডেল হচ্ছে। তাছাড়া ইনফিনিক্স মোবাইলের আরো বিভিন্ন ধরনের মডেল রয়েছে। সেগুলা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং সাথে সাথে জানিয়ে দিব কোন মডেলের মোবাইল ফোনটার প্রাইস কেমন।

Latest Top:


ফোনের মডেল: infinix hot 30

রেম ও রোম: ৪/৬৪

দাম: ১৪৯৯৯ টাকা।

রেম ও রোম: ৮/১২৮

দাম: ১৭৯৯ টাকা


Latest Top:


ফোনের মডেল: infinix smart 7

রেম ও রোম: ৩/৬৪

দাম: ৯৯৯৯ টাকা


Latest Top:


মোবাইলের মডেল: infinix note 12 pro

র‍্যাম ও রোম: ৮/২৫৬

দাম: ২৬৯৯০ টাকা


Latest Top:


ফোনের মডেল: infinix note 12- 2023

রেম ও রোম: ৮/১২৮

দাম: ১৯৯৯৯ টাকা

রেম ও রোম: ৮/২৫৬

দাম: ২২৯৯৯ টাকা


Latest Top: 


ফোনের মডেল: infinix hot 20i

রেম ও রোম:  ৪/৬৪

দাম: ১১৪৯৯ টাকা


Latest Top:


ফোনের মডেল: infinix hot 20s

রেম ও রোম:  ৮/১২৮

দাম: ১৮৯৯৯ টাকা।


Latest:


ফোনের মডেল: infinix smart 6 plus

রেম ও রোম: ২/৬৪

দাম: ৯৯৯৯ টাকা



ফোনের মডেল: infinix smart 6 HD 

দাম: ৯৯৯৯ টাকা


Top:


ফোনের মডেল: Infinix Note 12 G96

রেম ও রোম: ৮/১২৮

২২০০০ টাকা

২০০০০ টাকা

রেম ও রোম:  ৬/১২৮

দাম: ১৯২৯৯ টাকা


Top:


ফোনের মডেল: Infinix Hot 12i

রেম ও রোম: ৪/৬৪

দাম: ১২৪৯৯ টাকা



ফোনের মডেল: Infinix Hot 12

রেম ও রোম: ৪/১২৮

দাম: ১৬২৯৯ টাকা

রেম ও রোম: ৬/১২৮

দাম: ১৭৯৯৯ টাকা

দাম: ১৬৪৯৯ টাকা



ফোনের মডেল: Infinix Hot 12 Play

রেম ও রোম: ৪/৬৪

দাম: ১৩৯৯৯ টাকা

দাম: ১২৯৯৯ টাকা



ফোনের মডেল: Infinix Row G12

রেম ও রোম: ৬/৬৪

দাম: ১৯৯৯৯ টাকা

দাম: ১৭৯৯৯  টাকা



ফোনের মডেল: Infinix Smart 6

রেম ও রোম: ২/৩২

দাম: ৯০৯০ টাকা

রেম ও রোম: ৩/৬৪

দাম: ১০০৯৯ টাকা


Top


ফোনের মডেল: Infinix Hot 11 Play

রেম ও রোম: ৪/৬৪

দাম: ১১৪৯০ টাকা

রেম ও রোম: ৪/১২৮

দাম: ১২৪৯০ টাকা



ফোনের মডেল: Infinix Note 11 Pro

রেম ও রোম: ৮/১২৮

দাম: ২১৪৯০ টাকা



ফোনের মডেল: Infinix Smart 5 Pro

রেম ও রোম: ২/৩২

দাম: ৮৯৯০ টাকা



ফোনের মডেল: Infinix Hot 11s

রেম ও রোম: ৪/১২৮

দাম: ১৪৯৯০ টাকা

রেম ও রোম: ৬/১২৮

দাম: ১৫৪৯০ টাকা



ফোনের মডেল: Infinix Note 10

রেম ও রোম: ৬/১২৮

দাম: ১৫৯৯০ টাকা



ফোনের মডেল: Infinix Hot 10S

রেম ও রোম: ৪/১২৮

দাম: ১৩৯৯০  টাকা

রেম ও রোম: ৬/১২৮

দাম: ১৪৯৯০ টাকা



ফোনের মডেল: Infinix Hot 10 Play

রেম ও রোম: ৩/৩২

দাম: ৯৯৯০ টাকা



ফোনের মডেল: Infinix Smart HD

রেম ও রোম: ২/৩২

দাম: ৬৯৯০ টাকা



ফোনের মডেল: Infinix Note 8i

রেম ও রোম: ৬/১২৮

দাম: ১৪৯৯০ টাকা



ফোনের মডেল: Infinix Smart 5

রেম ও রোম: ২/৩২

দাম: ৮৪৯০ টাকা



ফোনের মডেল: Infinix Hot 10

রেম ও রোম: ৪/১২৮

দাম:১২৯৯০ টাকা



ফোনের মডেল: Infinix Note 7
রেম ও রোম: ৪/১২৮
দাম: ১৫৯৯০ টাকা


Discontinued 

ফোনের মডেল: Infinix Hot 9 Play
রেম ও রোম: ২/৩২
দাম: ৭৯৯০ টাকা

রেম ও রোম: ৪/৬৪
দাম: ৯৯৯০ টাকা



ফোনের মডেল: Infinix Smart 4
রেম ও রোম: ২/৩২
দাম: ৮৪৯০ টাকা


ফোনের মডেল: Infinix S5
রেম ও রোম: ৪/৬৪
দাম: ১৩৪৯০ টাকা


ফোনের মডেল: Infinix Hot 8
রেম ও রোম: ৪/৬৪
দাম: ১১৪৯০ টাকা

ফোনের মডেল: Infinix Smart 3 Plus
রেম ও রোম: ৩/৩২
দাম: ১৫৯৯০ টাকা



ফোনের মডেল: Infinix S4
রেম ও রোম: ৩/৩২
দাম: ১৪৯৯০ টাকা


ফোনের মডেল: Infinix S3X
রেম ও রোম:৩/৩২
দাম: ১১০৯৯ টাকা
রেম ও রোম: ৪/৬৪
দাম: ১৩৯৯০ টাকা
দাম: ১২৯৯৯ টাকা


ফোনের মডেল: Infinix Smart 2 Pro
রেম ও রোম: ২/১৬
দাম: ৮৯৯০ টাকা
দাম: ৭৯৯০ টাকা


ফোনের মডেল: Infinix Note 5
রেম ও রোম: ৩/৩২
দাম: ১১৯৯০ টাকা


ফোনের মডেল: Infinix Hot 5 Pro
রেম ও রোম: ৩/৩২
দাম: ৮৯৯০ টাকা


ফোনের মডেল: Infinix Hot S 3

রেম ও রোম: ৩/৩২

দাম: ১২৯৯০ টাকা


শেষ কথা 

প্রিয় পাঠক গণ, আমাদের আজকের আলোচনা থেকে আপনারা মোবাইল, মোবাইল ফোনের আবিষ্কারক কে এবং ইনফিনিক্স মোবাইল প্রাইস বাংলাদেশ সম্পর্কে জানতে পেরেছেন। অর্থাৎ ইনফিনিক্স এর সকল মডেলের মোবাইল ফোন গুলার দাম আমরা এখানে উল্লেখ করেছি এবং আপনারা সেই দাম সম্পর্কে জানতে পেরেছেন। তো আশা করছি এখন আপনাদের ইনফিনিক্স কোম্পানির সকল মোবাইল সম্পর্কে একটা আইডিয়া হয়ে গেছে। আপনারা আমাদের এই ওয়েবসাইট থেকে দরদাম জেনে ইনফিনিক্স এর যে কোন মডেলের মোবাইল সেটটি কিনে নিতে পারেন। আর্টিকেলটি অবশ্যই আপনাদের কিছুটা হলেও কাজে লেগেছে। যদি আমাদের আজকের আর্টিকেলটি দ্বারা আপনার কিছুটা হলেও উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে সেও ইনফিনিক্স এর সকল মডেলের মোবাইল সেটের দাম সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে পারে। পোস্টটি ভাল লাগলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আপনারা আর কি সম্পর্কিত পোস্ট পেতে চান সেটা অবশ্যই আমাদেরকে বলবেন। আমরা সেই সম্পর্কিত আর্টিকেল লিখে আপনাদের কাছে তা প্রকাশ  করবো। অর্থাৎ আমরা সেই অনুযায়ী আর্টিকেল তৈরি করে আপনাদের কাছে তুলে ধরবো। তো আজকের ইনফিনিক্স এর সকল মডেলের মোবাইলের দাম সম্পর্কিত আর্টিকেলটি এখানেই শেষ করলাম। সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন