সাত কলেজ | ঢাকা অধিভুক্ত সাত কলেজ | সাত কলেজের ওয়েবসাইট

সাত কলেজ | ঢাকা অধিভুক্ত সাত কলেজ | সাত কলেজের ওয়েবসাইট

আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ আপনারা যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য আজকে খুবই উপকারী একটি টফিক্স নিয়ে এসেছি। আপনারা যদি ঢাকা ইউনিভার্সিটি তে পড়ে থাকেন অথবা ঢাকা ইউনিভার্সিটির অধিভূক্ত সাতটি কলেজে পড়ে থাকেন তাহলে আপনার জন্য আজকের এই আর্টিকেলটি খুবই উপকারী হবে। আবার অনেকে দূরদূরান্ত থেকে রাজধানী ঢাকায় ছুটে আছেন ঢাকার অধিভুক্ত এই সাত কলেজে ভর্তি হওয়ার জন্য। তো অত কষ্ট করে ছুটে আসার আগে যদি আর্টিকেলটি একবার পড়ে নেন তাহলে কিন্তু আপনার জন্য খুবই উপকার হবে। আপনার অনেক কিছু সম্পর্কে ধারণা হয়ে যাবে। তো আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব তা উপরোক্ত টাইটেল দেখেই আশা করছি বুঝে গেছেন। আজকে আমি আপনাদের সাথে ঢাকা অধিভুক্ত সাত কলেজ, সাত কলেজের নাম, সাত কলেজের ওয়েবসাইট, সাত কলেজে পড়ার যোগ্যতা, সাত কলেজে পড়ার খরচ সহ যাবতীয় সকল কিছু নিয়ে আলোচনা করবো। তার সাথে আরও বিস্তারিতভাবে আপনাদেরকে আরো অনেক তথ্য জানিয়ে দেব। তো চলুন, আমাদের মূল আলোচনায় চলে যাই। আমাদের আজকের আলোচনা আমরা শুরু করছি।

সাত কলেজ | ঢাকা অধিভুক্ত সাত কলেজ | সাত কলেজের নাম | সাত কলেজের ওয়েবসাইট


এসএসসি পরীক্ষার পর আপনার চিন্তাভাবনা কি

যারা এসএসসি পরীক্ষা দিবেন তারা তো পরীক্ষা নিয়ে খুবই টেনশনে থাকেন। পরীক্ষার সময় পড়াশোনা নিয়ে অত্যন্ত ব্যস্ত হয়ে পড়েন। তো আশা করছি আপনারা সকলে অত্যন্ত ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষা দেন। পরীক্ষা শেষ হওয়ার পরে যাদের মনের কনফিডেন্স ভালো যে আপনারা পরীক্ষায় ভালো রেজাল্ট অর্জন করবেন তারা কিছুটা চিন্তিত হয়ে পড়ে যান। চিন্তাটা মাথায় এই কারণে স্বাভাবিকভাবে আসে যে আপনি এসএসসি পাশ করার পরে কোন কলেজে অথবা কোথায় ভর্তি হবেন। যারা গ্রামের বিভিন্ন স্কুলে পড়াশোনা করছেন হয়তো আপনাদের মধ্যে অনেকেরই চিন্তাভাবনা আছে গ্রামের বিভিন্ন কলেজে ভর্তি হবেন। কিন্তু যাদের চিন্তাভাবনা আছে যে শহরের ভালো একটা কলেজে ভর্তি হবেন তাদের মাথায় নানান বিধ চিন্তাভাবনার ঘুরপাক খায়। কারন আপনি এসএসসি রেজাল্ট দেওয়ার পরে কোথায় ভর্তি হবেন সঠিকভাবে আপনার মাথায় আইডিয়া না থাকার কারণে এটা আপনি নির্ধারণ করতে পারেন না। তো যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেওয়া তারা তো সেখানেই দিবেন। কেউ কেউ আছেন বুয়েটে ভর্তি পরীক্ষা দিবেন, আবার কেউ কে আছেন মেডিকেলে ভর্তি পরীক্ষা দিবেন। বাংলাদেশের সকল বিভাগ একটি করে পাবলিক ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ও একটি করে পাবলিক মেডিকেল কলেজ আছে। এছাড়া সারা বাংলাদেশে অসংখ্য পাবলিক বিশ্ববিদ্যালয় আছে যেখানে অনেকেই ভর্তি পরীক্ষা দেন। অনেকে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত কলেজের আন্ডারে যে কলেজগুলো আছে সেগুলো তো ভর্তি পরীক্ষা দেন। আজকে আমরা আমাদের এই আর্টিকেলের ঢাকা কলেজের আন্ডারে সকল সাত কলেজের ভর্তি পরীক্ষার সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব।

সাত কলেজ | ঢাকা অধিভুক্ত সাত কলেজ | সাত কলেজের নাম | সাত কলেজের ওয়েবসাইট


সাত কলেজ

ঢাকার অধীনস্থ যে সাতটি কলেজ রয়েছে সেই সাতটি কলেজ ‘সাত কলেজ’ নামে পরিচিত। শিক্ষার্থীদের পড়াশোনার গুণগত মান উন্নয়ন করার লক্ষ্যে অনেক চিন্তা ভাবনা করে ২০১৭ সালের ঢাকা শহরের সর্বমোট সাতটি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত করা হয়েছে। ঠিক তখন থেকেই এসব কলেজের সকল ভর্তি প্রক্রিয়া সহ অন্যান্য সকল কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে পরিচালিত হচ্ছে। আপনাকে অবশ্যই জানতে হবে এই সাত কলেজ কোনগুলো। নিচে এই ব্যাপারে বিস্তর ভাবে আলোচনা করা হলো।

ঢাকা অধিভুক্ত সাত কলেজ

ঢাকা অধিভুক্ত সাতটি কলেজ ঢাকাতেই রয়েছে। এই সাতটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত। গ্রেজুয়েশন কমপ্লিট করার সার্টিফিকেটও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামে দেওয়া হয়। নিচে কলেজ গুলোর নাম উল্লেখ করা হলো।

সাত কলেজের নাম

১/ ঢাকা কলেজ,

২/ইডেন মহিলা কলেজ,

৩/কবি নজরুল কলেজ,

৪/ সরকারি তিতুমীর কলেজ,

৫/মিরপুর সরকারি বাংলা কলেজ,

৬/ বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ ও

৭/ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।

সাত কলেজ | ঢাকা অধিভুক্ত সাত কলেজ | সাত কলেজের নাম | সাত কলেজের ওয়েবসাইট


সাত কলেজে ভর্তির যোগ্যতা

অধিকাংশ স্টুডেন্টরা ৭ কলেজে ভর্তির যোগ্যতা সম্পর্কে কিছু জানেন না। আপনাদেরকে অবশ্যই এ বিষয়ে আগে জানতে হবে। ভর্তির সকল নিয়ম-কানুন ও যোগ্যতা সম্পর্কে জানতে পারলেই তো আপনারা ভর্তি সম্পর্কে একটা ধারণা পাবেন এবং সে অনুযায়ী ভর্তি হতে পারবেন। সাত কলেজে ভর্তির যোগ্যতার জন্য আপনি যদি বিজ্ঞান বিভাগ থেকে চতুর্থ বিষয় সহ জিপিএ সর্বমোট ৭ পয়েন্ট পেয়ে থাকেন, আর ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে সর্বমোট চতুর্থ বিষয়সহ সর্বমোট ৬.৫ ও মানবিক শাখা থেকে জিপিএ সর্বমোট ৬.০০ পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি ভর্তি হতে পারবেন। ভর্তির ক্ষেত্রে তিনটি গ্রুপের জন্যই শর্ত উল্লেখ করা রয়েছে। শর্ত হল বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ক খ ও গ তিনটি ইউনিটের মধ্যে ভর্তি পরীক্ষা দিতে পারবেন। ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা শুধুমাত্র খ ও গ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে পারবেন। আর মানবিক শাখার শিক্ষার্থীরা শুধুমাত্র গ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে পারবেন। তো তাহলে এবার আপনারা ভর্তির যোগ্যতা সম্পর্কে জানতে পারলেন। এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে।


সাত কলেজে মাস্টার্স এর ভর্তির যোগ্যতা

সাত কলেজে এইচএসসি পরীক্ষার পর শিক্ষার্থীরা ভর্তি হতে পারেন নির্দিষ্ট শর্তসাপেক্ষে। তো ভর্তি হওয়ার শিক্ষার্থী যারা আছেন তারা তো অবশ্যই সাত কলেজে ভর্তি হতে পারবেন। কিন্তু এই সাত কলেজের বাহিরের শিক্ষার্থীরা সাত কলেজের ভেতরে ভর্তি হতে পারবেন না। অনার্স বা ডিগ্রী কমপ্লিট করার পরে আপনারা চাইলে এই ৭ কলেজের মধ্যে মাস্টার্স করতে পারবেন। অর্থাৎ আপনারা এই সাত কলেজের মধ্যে মাস্টার্সে ভর্তি হয়ে আপনাদের মাস্টার্স সুসম্পন্ন করতে পারবেন। আপনি যদি সাত কলেজ থেকে ডিগ্রী কোর্স সুসম্পন্ন করে থাকেন তাহলে আপনি এই সাত কলেজের মধ্যেই মাস্টার্স প্রথম বর্ষে ভর্তি হতে পারবেন। আর আপনি যদি এই সাত কলেজ থেকে অনার্স সুসম্পন্ন করে থাকেন তাহলে আপনি মাস্টার্স শেষ পর্বে ভর্তি হতে পারবেন এই সাত কলেজের মধ্যেই। আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন।

অন্যান্য কলেজের স্টুডেন্টরা সাত কলেজের মাস্টার্স করতে পারবে কিনা

বাংলাদেশের সকল কলেজের স্টুডেন্টদের মনে প্রশ্ন জাগতে পারে যে বাংলাদেশের সকল কলেজের স্টুডেন্ট ঢাকা অধিভুক্ত সাত কলেজের মাস্টার্স করতে পারবে কিনা। এটা কিন্তু খুবই সাধারণ একটা প্রশ্ন। কারণ এ ধরনের প্রশ্ন সকল স্টুডেন্টদের মনে জাগ্রত হতেই পারে। এই বিষয়ে এখন আমি আপনাদেরকে বলছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ শুধুমাত্র সাত কলেজের স্টুডেন্টরাই এই সাত কলেজের মধ্যে মাস্টার্স করতে পারবে। কিন্তু এই সাত কলেজের বাহিরের যত কলেজ আছে ওসব কলেজের স্টুডেন্টরা এই সাত কলেজে মাস্টার্স করতে পারবে না। সাত কলেজের মধ্যে মাস্টার্স করা শুধু মাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ৭ কলেজের স্টুডেন্টদের মধ্যেই সীমাবদ্ধ। 

সাত কলেজে পড়ার খরচ

সাত কলেজে  ভর্তি ও পড়াশোনা করার মূল বিষয়টা হচ্ছে খরচের ব্যাপার। এই খরচের পরিমাণ নিয়ে সবাই দ্বিধা দ্বন্দ্বে ভোগে থাকেন। অনেকেই জানেন না, সাত কলেজে ভর্তি হতে খরচের পরিমাণ কেমন হতে পারে। আবার কেউ কেউ মনে করেন এই সাত কলেজে ভর্তি হতে নাকি প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হয়। আসলে বিষয়টা কিন্তু তেমন না। আপনি যদি সাত কলেজে ভর্তি হওয়ার চিন্তা-ভাবনা করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে আগে খরচের ব্যাপারটা জেনে নিতে হবে। তারপর আপনার জন্য সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হবে, ‘আপনি এই সাত কলেজে ভর্তি হবেন না কোথায় ভর্তি হবেন’। অবশ্যই আপনাকে খরচের বিষয়টা জানতে হবে। তো এখন আমি আপনাদেরকে খরচের ব্যাপারটা বলে দিচ্ছি। সাত কলেজে ভর্তি হতে আহামরি তেমন খরচ লাগেনা। ভর্তি হওয়ার জন্য আপনার লাগবে মাত্র দুই থেকে তিন হাজার টাকার মত। তার বেশি আর কোন খরচ লাগবে না। আর আপনার প্রতি বছরে লাগবে ৫০০০ থেকে ৬০০০ টাকার মত। এছাড়া আর কোনো বাড়তি খরচ নাই। কাজেই তাহলে বুঝতে পারছেন নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত সকলেই স্বল্প খরচে সাত কলেজে ভর্তি হয়ে পড়াশোনা করতে পারবেন।

সাত কলেজে কি নেগেটিভ মার্ক আছে

অনেকের মনে প্রশ্ন জাগে, সাত কলেজের নেগেটিভ মার্ক আছে কিনা। আসলে এই বিষয়টিও আপনাদের জানা থাকা খুবই জরুরী। আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে, সাত কলেজে কোন নেগেটিভ মার্ক নাই। তবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজাল্ট এর উপর আশি (৮০) নাম্বার দেওয়া থাকে। 

সাত কলেজের নোটিশ

সাত কলেজের নোটিশ সম্পর্কে জানার জন্য আপনি সরাসরি কলেজে গিয়ে খোঁজ-খবর নিতে পারেন। প্রত্যেকটি কলেজের ভিতরেই নোটিশ বোর্ডে নোটিশ লাগানো থাকে। আপনি কলেজে গিয়ে তা দেখে আসতে পারেন। আবার নোটিশগুলো সাত কলেজের ওয়েবসাইটে দেওয়া হয়। আপনি ওয়েবসাইটে গিয়ে  নোটিশ দেখে নিতে পারেন। আপনার পরিচিত কেউ ঢাকায় থাকলে তাকে বলতে পারেন। সে কলেজে গিয়ে নোটিশ দেখে আপনাকে ফোন করে অথবা মেসেঞ্জারের মাধ্যমে জানিয়ে দিতে পারবে। আবার নোটিশের ছবি তুলে আপনাকে পাঠিয়ে দিতে পারবে।

সাত কলেজে ভর্তির বিজ্ঞপ্তি

সাত কলেজে যখন ভর্তি শুরু হবে তখন তা বিজ্ঞপ্তি আকারে কলেজের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। সাত কলেজের প্রত্যেকটির নিজস্ব ওয়েবসাইট আছে। এছাড়া সাত কলেজকে কেন্দ্র করে একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে। তো এই সকল ওয়েবসাইটে আপনি ভর্তির বিজ্ঞপ্তি জানতে পারবেন। এছাড়া ভর্তির বিজ্ঞপ্তি পত্র-পত্রিকা ও খবরের মাধ্যমে জানতে পারবেন। ঢাকায় আপনার কোন আত্মীয়-স্বজন বা পরিচিত ব্যক্তিদের মাধ্যমে খোঁজ নিবেন বা আপনি সরাসরি কলেজে গিয়ে জানতে পারবেন।

সাত কলেজের ওয়েবসাইট

আপনি যদি সাত কলেজে ভর্তি হওয়ার মন-মানসিকতা মাথায় এনে থাকেন, তাহলে সাত কলেজ সম্পর্কে আপনার মনে অনেক প্রশ্ন জাগতে পারে। অনেক কিছুই আপনার জানার প্রয়োজন হতে পারে। আমরা তো এখানে যা বলার বললাম। হয়তো আপনার মাথায় এমন কোন প্রশ্ন জাগতে পারে, যেই বিষয়ে আমরা এখানে বলি নাই। এই মুহূর্তে আপনি চাইলে সাত কলেজের ওয়েব সাইটে গিয়ে আপনার মনের সকল প্রশ্নের উত্তর গুলো জেনে নিতে পারেন সাত কলেজ সম্পর্কে। এজন্য অবশ্যই সাত কলেজের ওয়েবসাইটে আপনাকে ব্রাউজ করতে হবে। তাহলে আপনি আপনার সকল প্রশ্নের উত্তরগুলো সাত কলেজের ওয়েবসাইটে পেয়ে যাবেন। নিচে প্রত্যেকটা কলেজের ওয়েবসাইটের লিংক দেওয়া হল:

১/ঢাকা কলেজ: http://www dhakacollege edu bd/

২/কবি নজরুল কলেজ:http://kabinazrulcollege gov bd/

৩/ইডেন মহিলা কলেজ: http://edenmohilacollege gov bd/

৪/সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ: http://gsscdhaka edu bd/

৫/ মিরপুর সরকারি বাংলা কলেজ: http://sarkaribanglacollege gov bd/

৬/ সরকারী তিতুমীর কলেজ: http://www titumircollege gov bd/

৭/বেগম বদরুন্নেসা সরকারী মহিলা কলেজ: https://www bbggc gov bd/

সাত কলেজের নিজস্ব ওয়েবসাইট

এছাড়াও সাত কলেজকে কেন্দ্র করে একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে। আপনার মনের সকল প্রশ্নের উত্তর এই ওয়েবসাইটে গেলে পেয়ে যাবেন। সাত কলেজ কে কেন্দ্র করে সকল তথ্য এই ওয়েবসাইটের দেওয়া আছে। সেখানে গেলে আপনি সবকিছু দেখতে পাবেন। এছাড়া আপনার আরো কিছু জানার প্রয়োজন হলে ওয়েবসাইট এর মধ্যে হেল্পলাইন নাম্বার দেওয়া থাকে। প্রয়োজনে হেল্প লাইলে ফোন করে আপনার বাকি সকল তথ্য জেনে নেবেন। নিচে সাত কলেজকে কেন্দ্র করে যেই একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে তার লিংক দেওয়া হল। আশা করছি লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটটিতে ঘুরে আসলে সাত কলেজ সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন।

ওয়েবসাইটের লিংক: https://7college du ac bd/

শেষ কথা 

প্রিয় পাঠকগণ, আশা করছি আপনারা আমাদের আজকের আর্টিকেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ সম্পর্কে সম্পূর্ণভাবে ধারণা অর্জন করতে পেরেছেন। কারো কিছু বোঝার বাকি থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। আমরা সেই অনুযায়ী উত্তর দিয়ে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব। পরবর্তীতে কি নিয়ে আর্টিকেল পেতে চান তা উল্লেখ করা অবশ্যই আমাদেরকে জানাবেন। আপনাদের সেবায় আমরা সর্বদা নিয়োজিত। সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের আর্টিকেলটি এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন কোন ট্রফিক্সের মাধ্যমে। সবােই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন