ফেসবুক ভিডিও | ফেসবুক ভিডিও ডাউনলোড | Facebook Video Download
আসসালামু আলাইকুম। পাঠক বন্ধুগণ, আপনি যদি ফেসবুক ভিডিও ডাউনলোড করতে চান কিন্তু ডাউনলোড করতে পারছেন না, তো আমি আপনাকে বলব আজকে আপনি সঠিক জায়গায় এসেছেন। কারণ আমাদের আজকের আর্টিকেলে আপনাদের কাঙ্খিত সমস্যার সমাধান পেয়ে যাবেন। আজকে আমি খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কিভাবে ফেসবুকে যে কোন ভিডিও নিজের মনের মত কোয়ালিটি দিয়ে ডাউনলোড করতে পারবেন। তো চলুন শুরু করি।
ফেসবুক ভিডিও
আমাদের অনেকের স্মার্টফোন আছে। আমরা যারা স্মার্টফোন ব্যবহার করে থাকি তারা সবাই ফেসবুক ব্যবহার করে। স্মার্টফোন ব্যবহার করে কিন্তু ফেসবুক ব্যবহার করে না এমন লোকের সংখ্যা খুবই কম আছে। কে যদি স্বল্প পরিমাণ ফেসবুক চালায় তারপরও তার একটি ফেসবুক অ্যাকাউন্ট থাকে। যারা ফেসবুক ব্যবহার করে থাকেন তারা ফেসবুকে গেলেই বিভিন্ন ধরনের ছবি দেখতে পান। ছবির পাশাপাশি আপনারা বিভিন্ন ভিডিও দেখতে পান। এই ভিডিও গুলা কেউ না কেউ তাদের ফেসবুক থেকে অথবা ফেসবুকের পেজ থেকে আপলোড করে থাকে। আপনি যেহেতু তাদের ফেসবুকের ফ্রেন্ড অথবা তাদের ফেসবুক পেজের ফলোয়ার এই কারণে আপনার ফেসবুকে ভিডিও গুলো চলে আসে। আপনি চাইলে আপনি নিজেও এ ধরনের ভিডিও ফেসবুক থেকে আপলোড করতে পারেন অথবা আপলোড অলরেডি করেন আপনি। আপনার যেই ভিডিও ভালো লাগে সেই ভিডিও আপনি নিজে আপলোড করে দেন। আপনি বিভিন্ন অনুষ্ঠানে গেলে বা বিভিন্ন মিটিংয়ে গেলে সেসব ভিডিও করে আপনার ফেসবুকে আপলোড করতে পারেন। এটা একান্তই আপনার মনের ব্যক্তিগত ইচ্ছা। আবার আপনি চাইলে একটু ফেসবুক পেজ খুলে সেই পেজ থেকেও ভিডিও আপলোড করতে পারেন। তখন আপনার আপলোড করা ভিডিও আপনার যত ফ্রেন্ড বা ফলোয়ার্স আছে সবার কাছে পৌঁছে যাবে এবং তারা দেখতে পারেন। তো আপনার যে ভিডিওটা তাদের কাছে ভালো লাগবে সেই ভিডিও অবশ্যই তারা ডাউনলোড করতে চাইবে। আপনার কাছে যদি কারো কোন ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনিও সেই ভিডিও ডাউনলোড করতে চাইবেন। তো এই ফেসবুকের ভিডিও অথবা ফেসবুক পেজের ভিডিও কিভাবে ডাউনলোড করতে হয় তা অনেকেরই জানা নেই। আজকে আমি সেই বিষয়ে আপনার সাথে বিস্তার ভাবে আলোচনা করতেছি। নিচে আমাদের এই ব্যাপারে আলোচনা শুরু করা হলো।
ফেসবুকের ভিডিও ডাউনলোড
ফেসবুকের ভিডিও ডাউনলোড করা একদমই সহজ। এর চাইতে সহজ আর কোন কিছু হয় না সাধারণত। দেখে নিন আপনি কিভাবে আপনার ফেসবুকের যে কোন ভিডিও ডাউনলোড করতে পারবেন।
ধাপ- ১
আপনি প্রথমে আপনার ফেসবুক অপশনে যাবেন। আপনার মোবাইলে যদি facebook অ্যাপ টি ইন্সটল করা না থাকে তাহলে অবশ্যই ইন্সটল করে নিবেন। ফেসবুকে আপনার ফেসবুকের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ফেসবুক টি লগইন করে নিবেন। এরপর আপনার ফেসবুক টি আপনার মোবাইল ফোনের ফেসবুক অ্যাপ এ লগইন হয়ে যাবে। আপনি দেখতে পাবেন আপনার ফেসবুকের হোম পেজটি আপনার ফোনের স্ক্রিনে চলে আসছে। তো আপনি স্ক্রল করে আস্তে আস্তে নিচের দিকে যাবেন। আপনি বিভিন্নজনের ভিডিও দেখতে পাবেন। তবে ভিডিও যদি ভালো না লাগে তাহলে আরো স্ক্রল করে নিচের দিকে যাবেন। আরো বিভিন্ন ধরনের ভিডিও আপনার কাছে চলে আসবে। অথবা আপনার কাছে যার ফেসবুকের ভিডিও অথবা যার ফেসবুক পেজের ভিডিও ভালো লাগে সেই ফেসবুক বা ফেসবুক পেজের নামটি লিখে সার্চ করে দিবেন আপনার ফোনের ফেসবুকের সার্চ বক্সে। তো তার আইডি বা ফেসবুক পেজ চলে আসবে। এরপর তার আইডি বা ফেসবুক পেজে ক্লিক করে দিবেন। ফেসবুক বা ফেসবুক পেজের হোম পেজ চলে আসবে। আস্তে আস্তে স্কুল করে নিচের দিকে যাবেন অনেক ভিডিও দেখতে পাবেন।
ধাপ ২
নিচের স্ক্রিনশর্ট এর দিকে লক্ষ্য করেন। নিচের ডান পাশে শেয়ার অপশন থাকে। সেখানে ক্লিক করে দিবেন। অথবা উপরে ডান পাশে থ্রি ডট থাকে। সেই ডট গুলোতে ক্লিক করে দিবেন। ডট গুলোতে ক্লিক করলে কতগুলো অপশন চলে আসবে। সবগুলো অপশনের মধ্যে একটি অপশন পেয়ে যাবেন কপি লিংক। আপনারা এই কপি লিংক অপশনে ক্লিক করে দিবেন। তাহলে এই ভিডিওর লিংকটি কপি হয়ে যাবে। আপনারা যদি ভিডিওর নিচ্ছেন ডান পাশের Share অপশনে ক্লিক করেন, তাহলেও কতগুলো অপশন পেয়ে যাবেন। সেখান থেকে কপি লিংক অপশন এ ক্লিক করলে এই ভিডিওর লিংক কপি হয়ে যাবে।
ধাপ- ৩
এরপর আপনারা ভিডমেট অ্যাপ্লিকেশনে চলে যাবেন। Vidmate অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে না থাকলে google ক্রোমে গিয়ে ডাউনলোড করে নেবেন। অথবা আপনার কোন বন্ধুর কাছ থেকে শেয়ার ইট দিয়ে অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে আনবেন। প্লে স্টোরে যদি এই অ্যাপ্লিকেশন লিখে সার্চ করেন তাহলে অরজিনাল কোন অ্যাপ্লিকেশন পাবেন না। যতগুলা অ্যাপ্লিকেশন দেখতে পাবেন সবগুলা হচ্ছে নষ্ট অ্যাপ্লিকেশন। তো ভিটমেট অ্যাপ এ ক্লিক করলে vidmate এর ইন্টারপেজ আপনার ফোনের স্ক্রিনে চলে আসবে। এরপর মোবাইল ফোনের ওপরে সার্চ বক্সে একটি ক্লিক করে দিবেন। এরপর আপনার হাতের আঙ্গুল কমপক্ষে তিন সেকেন্ড চেপে ধরে রাখবেন। তারপর কয়েকটি অপশন চলে আসবে যেমন:Copy, Paste,Cut, Select All. আপনি পেস্ট অপশন এ ক্লিক করে দেবেন। লিংকটির সার্চ বক্সে পেস্ট হয়ে যাবে। এরপর সার্চ করে দেবেন। দেখতে পাবেন যে আপনার কাঙ্খিত ভিডিওটি এই অ্যাপ্লিকেশনে চলে আসছে। এরপর মোবাইল ফোনের মাছ বরাবর ডান পাশে একটি ডাউনলোডের Arrow চিহ্ন দেখতে পাবেন নড়াচড়া করছে। সেই Arrow চিহ্ন তো আপনারা ক্লিক করে দেবেন।
ধাপ- ৪
এই ডাউনলোডের চিহ্নতে ক্লিক করলে আপনার কাছে ডাউনলোডের কতগুলো অপশন চলে আসবে। অর্থাৎ আপনি কোন কোয়ালিটিতে ডাউনলোড করতে চাচ্ছেন। আপনি কোয়ালিটি যত বেশি দিবেন আপনার ভিডিওটি তত নিখুঁত ও এইচডি কোয়ালিটিতে ডাউনলোড হবে। কিন্তু এতে এমবি খরচের পরিমাণ বেশি হবে। আবার অনেক সময় ডাউনলোড করার জন্য মাত্র একটি কোয়ালিটি থাকে নিচের স্ক্রিনশট এর মতো। আর সেই একটি সিলেট করা থাকে। এরপর আপনি নিচে ছবির মত দেখতে পাচ্ছেন, ডাউনলোড অপশন এ ক্লিক করে দিবেন। আপনার ভিডিওটি ডাউনলোড হওয়া শুরু করবে। ১%, ২%, ২০%, ৭০%,১০০% এভাবে পারসেন্টেজ উঠতে থাকবে। যখন ১০০% হয়ে যাবে তখন আপনার ভিডিওটি ডাউনলোড হওয়া সুসম্পন্ন হয়ে যাবে। ব্যাস আপনার কাজ শেষ।
ডাউনলোডের পর ভিডিও কোথায় পাবেন
ভিডিওটি ডাউনলোড হওয়ার পর আপনি আপনার গ্যালারি অপশনে চলে যাবেন। সেখানে আপনি আপনার ডাউনলোড করা কাঙ্খিত ভিডিওটি খুব সহজে পেয়ে যাবেন। অথবা আপনি আপনার মোবাইল ফোনের ফাইল ম্যানেজারে চলে যাবেন। সেখানের অনেকগুলো অপশন থেকে শুধুমাত্র ডাউনলোড অপশন এ ক্লিক করলেই আপনি আপনার ভিডিওটি পেয়ে যাবেন।
শেষ কথা
প্রিয় পাঠকগণ, আমরা আশা করছি আমাদের আজকের এই আর্টিকেলটি পড়ে আপনারা খুব সহজেই আপনাদের ফেসবুকের ভিডিও অথবা ফেসবুক পেজের যে কোন ভিডিও খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে করে সেও ফেসবুক বা ফেসবুক পেজের ভিডিও খুব সহজে ডাউনলোড করতে পারে। ফিরে আসবো পরবর্তীতে নতুন কোন আর্টিকেল নিয়ে। সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।