এসএসসি রেজাল্ট দেখার নিয়ম

 এসএসসি রেজাল্ট দেখার নিয়ম

আসসালামু আলাইকুম। প্রিয় পাঠকগণ, আপনি যদি এসএসসি/ দাখিল/ টেকনিক্যাল পরীক্ষা দিয়ে থাকেন তাহলে আপনার জন্য খুবই একটি সুখবর নিয়ে হাজির হয়েছি। আপনার পরীক্ষার রেজাল্ট দিবে অথবা দিয়েছে নিশ্চয়ই। কাজেই রেজাল্ট চেক করা আপনার জন্য খুবই জরুরী। তো এই রেজাল্ট দেখার জন্য আপনি গুগল অথবা ইউটিউব এর সার্চ করে আসছেন।

 যদি তাই করে থাকেন তাহলে আমি বলব আজকে আপনি আমার এই আর্টিকেলে আসার মাধ্যমে সঠিক জায়গায় উপস্থিত হয়েছেন। আপনি জেনে খুশি হবেন আজকে আমি আপনাদের সাথে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। আমার এই আর্টিকেলটি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে পড়েন তাহলে আমি বলব আপনাদেরকে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম সম্পর্কে আর কোন বিভ্রান্তিতে পড়তে হবে না। আপনারা কোন ধরনের ঝামেলা বা অতিরিক্ত সময় ব্যয় করা ব্যতীত খুব সহজেই স্বল্প সময় এসএসসি/ দাখিল/ টেকনিক্যাল রেজাল্ট দেখতে পারবেন। আপনারা সকল সালের পরীক্ষার রেজাল্ট আমার দেখানো নিয়ম অনুযায়ী খুব সহজে বের করতে পারবেন।


এসএসসি রেজাল্ট দেখার নিয়ম

এসএসসি রেজাল্ট

এসএসসি রেজাল্ট দেখার জন্য এসএসসি পরীক্ষার্থীরাই অধীর আগ্রহে থাকেন। ক্লাস নাইন এবং ক্লাস টেনে একই ধরনের বই থাকে। অর্থাৎ একই বই দুই বছর পড়াশোনা করা হয়। এরপর শিক্ষার্থীদের মেধা পরীক্ষা করার জন্য শুরু হয় এসএসসি পরীক্ষা। এসএসসি পরীক্ষার আগে স্টুডেন্টরা অত্যন্ত ভালোভাবে পড়াশোনা করেন এবং তাদের পরীক্ষার জন্য পূর্ব প্রস্তুতি গ্রহণ করেন। তারা দিনরাত পরিশ্রম করে পড়াশোনা করেন।

এরপর একটা সময় ঠিকই  পরীক্ষা এসে দরজায় কড়া নাড়ে। শিক্ষার্থীরা তখন প্রচুর দুশ্চিন্তায় থাকে এবং ভয়ে থাকে। আর পরীক্ষার সময় হলে সবার মনে একটা ভয় থাকবে এটাই স্বাভাবিক। কারণ পরীক্ষা নিয়ে সবাই একটু কনফিউসড থাকে এই ভেবে: প্রশ্ন সহজ হবে? না কঠিন হবে? পরীক্ষা ভালো হবে? না, খারাপ হবে।" পরীক্ষার সময় এসে যায়। পরীক্ষার রুটিন দিয়ে দেওয়া হয়। এক স্কুলের সিট পড়ে অন্য স্কুলে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর সারা বাংলাদেশে একযোগে শুরু হয় এসএসসি/ দাখিল/ টেকনিক্যাল পরীক্ষা। শিক্ষার্থীরা পরীক্ষার হলে তাদের প্রস্তুতি মোতাবেক পরীক্ষা দিতে যায়।

পরীক্ষার প্রশ্ন হাতে পেলে কেউ খুশি হয়, আবার কারো মন খারাপ হয়ে যায়। কারণ প্রশ্নটা সবার কাছে সহজ মনে হয় না। যার কাছে সব কিছু কমন পড়ে, তার কাছে প্রশ্ন সহজ, আর যার কাছে কমন পড়ে না, তার কাছে প্রশ্ন কঠিন। তো এভাবে কারো পরীক্ষা ভালো হয়, আবার কারো পরীক্ষা খারাপ হয়। দীর্ঘ এক মাস ধরে চলতে থাকে লিখিত পরীক্ষা। অনেক ক্ষেত্রে এক মাসেরও বেশি সময় লেগে যায়। তারপর প্রায় দীর্ঘ এক মাস পরে লিখিত পরীক্ষা শেষ হয়।

এরপর হচ্ছে ভাইবা পরীক্ষা দেওয়ার পালা। ভাইবা পরীক্ষায প্রত্যেক শিক্ষার্থীদের স্ব স্ব প্রতিষ্ঠানে শুরু হয়। ভাইবা পরীক্ষা সুসম্পন্ন করার মাধ্যমে শিক্ষার্থীদের এসএসসি/দাখিল/টেকনিক্যাল  পরীক্ষা সম্পূর্ণভাবে শেষ হয়।

তারপর শুরু হয় রেজাল্ট দেওয়ার পালা। রেজাল্ট অনেক সময় এক মাস পরে দেওয়া হয়, আবার অনেক সময় সর্বোচ্চ তিন মাস সময় লাগে। তো সময় যতদিনই লাগুক না কেন, একটা সময় ঠিকই রেজাল্ট দেওয়ার দিনটি চলে আসে। প্রত্যেক শিক্ষার্থী অধিক পরিমাণে আগ্রহে থাকে কখন তাদের রেজাল্ট দেবে। সবার মনে একটা কৌতূহল কাজ করে।

এসএসসি রেজাল্ট দেখার নিয়ম

যখন পরীক্ষার রেজাল্ট দিবে তখন সবাই রেজাল্ট দেখা নিয়ে ব্যস্ত থাকেন। স্টুডেন্টের আত্মীয় স্বজনরা তাদের রেজাল্ট দেখা নিয়ে ব্যস্ত থাকেন। তো রেজাল্ট দেখতে হলে আপনার কাছে অবশ্যই স্মার্ট ফোন থাকা লাগবে, অথবা ল্যাপটপ বা কম্পিউটার থাকলেই হবে। আবার মোবাইলের মতো ট্যাপ হলেও চলে। আর আপনার সেই  ডিবাইসটিতে  অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকা লাগবে। কেননা ইন্টারনেট কানেকশন ছাড়া কখনো রেজাল্ট দেখা যায় না।

এসএসসি রেজাল্ট চেক

এসএসসি রেজাল্ট আপনি চাইলে দুই ভাবে চেক করতে পারবেন।

১/অনলাইনের মাধ্যমে

২/মেসেজের মাধ্যমে

অনলাইনে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম

অনলাইন এর মাধ্যমে আপনারা খুব সহজেই  রেজাল্ট দেখতে পারবেন। এই রেজাল্ট দেখার জন্য আপনাকে অবশ্যই যে কোন একটি ব্রাউজারে চলে যেতে হবে। ওয়েবসাইটের নাম লিখে সার্চ করুন।

এসএসসি রেজাল্ট দেখার ওয়েবসাইট

এসএসসি রেজাল্ট দেখার ওয়েবসাইট হলো: http://www educationboardresults gov.bd/

(বি: দ্র: এখানে লিংকটিতে স্পেস দেওয়া আছে। তো আপনি স্পেস দেওয়ার জায়গায়, স্পেস না দিয়ে ডট দিবেন। তাহলেই আপনি লিংকে প্রবেশ করতে পারবেন। পরবর্তী কয়েকটি লিংক আছে সেগুলোতেও স্পেস উঠিয়ে আপনি ডট দিয়ে নিবেন নিজ দায়িত্বে)

এই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন তাহলে নিচের ছবির মত এমন একটি পেজ চলে আসবে। এখানে আপনি প্রথম ঘরটিতে সিলেক্ট করে দেবেন এসএসসি। এরপর দ্বিতীয় ঘরে আপনি আপনার পরীক্ষার সন দিয়ে দিবেন। তৃতীয় ঘরে আপনার বোর্ডের নাম দিয়ে দিবেন। চতুর্থ ঘরে দিবেন রোল নাম্বার এবং পঞ্চম ঘরে দিবেন আপনার রেজিস্ট্রেশন নাম্বার। ষষ্ঠ ঘরে দুইটি সংখ্যার যোগ অথবা বিয়োগ থাকবে। আপনার বেলায় যদি যোগ হয় তাহলে যোগ করবেন এবং বিয়োগ হলে বিয়োগ করবেন। এই যোগফল অথবা বিয়োগফলটি খালি ঘরে বসিয়ে দেবেন। তারপর সবকিছু চেক করে দেখবেন সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা। সবকিছু সঠিক হয়ে থাকলে এরপর নিচে ডান পাশে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। ব্যাস এখানে আপনার কাজ শেষ। এরপর আপনার রেজাল্ট সহ মার্কশিট আপনার ফোনের স্ক্রিনে চলে আসবে। কম্পিউটারের মাধ্যমে আপনি একই ভাবে কাজটি করতে পারবেন।

এসএসসি রেজাল্ট দেখার নিয়ম


অনলাইনে শুধুমাত্র রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট চেক

আপনার কাছে আপনার রোল নাম্বার মনে আছে কিন্তু হয়তো আপনার রেজিস্ট্রেশন নাম্বার মনে নেই। তো অনেকেই আছেন যাদের রেজিস্ট্রেশন নাম্বারটি মনে থাকে না। রোল নাম্বার সাধারণত সবারই মনে থাকে। তো তাই বলে কি আপনি আপনার রেজাল্ট দেখতে পারবেন না? কে বলেছে দেখতে পারবেন না? অবশ্যই আপনি দেখতে পারবেন। অনলাইনের সাথে রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট দেখতে হলে এই লিংকে ক্লিক করুন: https:// eboardresults com/v2/home

এখানে ক্লিক করলে আপনাকে এমন একটি ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে নিচের ছবির মত। এরপর প্রথম ঘরে আপনার পরীক্ষার নাম, দ্বিতীয় ঘরে আপনার পরীক্ষার সন, তৃতীয় ঘরে আপনার বোর্ডের নাম, চতুর্থ ঘরে আপনার রেজাল্টের ধরন এবং পঞ্চম ঘরে আপনার জেলা সিলেক্ট করে দিবেন। এরপর সর্বশেষ ঘরে আপনি ছবিতে দেওয়া "সিকিউরিটি কি" হুবহু খালি বক্সে বসিয়ে দিবেন। তারপর একবার চেক করে নেবেন সবকিছু ঠিকঠাক ভাবে দেওয়া হয়েছে কিনা। সবকিছু যদি সঠিক ভাবে দেওয়া হয়ে থাকে, তাহলে নিচে Get Result অপশনে ক্লিক করে দিবেন। এরপর আপনার কাছে আপনার মার্কশিটসহ কাঙ্খিত রেজাল্ট চলে আসবে।

এসএসসি রেজাল্ট দেখার নিয়ম


মেসেজের মাধ্যমে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম

যাদের স্মার্টফোন অথবা কম্পিউটার নাই তাদের কোন টেনশন নাই। আপনাদেরকে রেজাল্ট দেখার জন্য কোন কম্পিউটারের দোকানে যেতে হবে না। আপনার হাতে একটি বাটন ফোন থাকলে যথেষ্ট। কারণ এই বাটন ফোন দিয়ে আপনি মেসেজের মাধ্যমে আপনার রেজাল্ট জানতে পারবেন। 

আপনার ফোনটি হাতে নিয়ে মেসেজের অপশনে চলে যাবেন। সেখানে গিয়ে আপনি প্রথমে আপনার পরীক্ষার নাম লেখবেন, যেমন= SSC, এরপর একটি স্পেস দিয়ে আপনার বোর্ডের প্রথম তিন অক্ষর লিখবেন। যেমন আমার বোর্ড হচ্ছে কুমিল্লা তো আমি প্রথম তিন অক্ষর লিখতেছি Comilla= COM, এরপর আপনি স্পেস দিয়ে আপনার রোল নাম্বারটি দিয়ে দিবেন। যেমন 14424652, তারপর আবারো স্পেস দিয়ে আপনার পরীক্ষার সাল লিখে দিবেন।, যেমন= 2020

তো উক্ত মেসেজটি লেখার পর আপনি পাঠিয়ে দিবেন 16222 নাম্বারে

উদাহরণ: SSC COM 14424632 2020 and send to 16222

সকল বোর্ডের মেসেজ যেভাবে লিখবেন

কুমিল্লা: SSC COM 14424632 2020

চট্টগ্রাম: SSC CHI 14424632 2020

বরিশাল: SSC BAR 14424632 2020

যশোর: SSC JES 14424632 2020

ঢাকা: SSC DHA 14424632 2020

সিলেট: SSC SHY 14424632 2020

দিনাজপুর: SSC DIN 14424632 2020

ময়মনসিংহ: SSC MYM 14424632 2020

অনলাইনে দাখিল রেজাল্ট দেখার নিয়ম মার্কশীটসহ 

আপনি যদি মাদ্রাসায় পড়ে থাকেন তাহলে আপনার সেই পরীক্ষার নাম "এসএসসি পরীক্ষা" না হয়ে "দাখিল পরীক্ষা" হবে। আপনি পূর্ববতী একই নিয়ম অনুসরণ করে দাখিল পরীক্ষার ফলাফল জানতে পারবেন। শুধু আপনার পরীক্ষার ধরন দাখিল সিলেক্ট করে দিবেন। আর বাকি সব কিছুই এসএসসি পরীক্ষার রেজাল্ট বের করার নিয়ম অনুযায়ী হবে। এভাবে আপনি আপনার দাখিল পরীক্ষার রেজাল্ট মার্কশিট সহ পেয়ে যাবেন।

মেসেজের মাধ্যমে দাখিল রেজাল্ট দেখার নিয়ম

আপনার মেসেজ অপশনে গিয়ে লিখবেন DAKHIL, এরপর একটা স্পেস দিয়ে আপনার বোর্ডের নামের প্রথম তিন অক্ষরে লিখবেন যেমন, MADRASHAH=> MAD, এরপর স্পেস দিয়ে আপনার পরীক্ষার রোল নাম্বার দিবেন, তারপর আবার স্পেস সহকারে আপনার পরীক্ষার সন লিখবেন।

এরপর সম্পূর্ণ মেসেজটি পাঠিয়ে দিবেন 16222 এই নাম্বারে। আপনাকে সাথে সাথে উক্ত নাম্বারটি থেকেই আরেকটি মেসেজ এর মাধ্যমে আপনার রেজাল্ট সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।

উদাহরণ: DAKHIL MAD 4245464 2022 and send to 16222

অনলাইনে এসএসসি টেকনিক্যাল রেজাল্ট দেখার নিয়ম মার্কশীটসহ

অনলাইনে আপনি খুব সহজে টেকনিকাল রেজাল্ট দেখতে পারবেন। নিয়ম কিন্তু এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার মতই। এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে হলে খালি বক্সে যেভাবে সবগুলো ঘর পূরণ করে দেন ঠিক সেভাবে পূরণ করে দেবেন, কিন্তু পরীক্ষার ধরন এসএসসি দেওয়া হয়, আপনি যেহেতু টেকনিক্যাল বোর্ডের এই কারণে আপনাকে অবশ্যই বোর্ড TECHNICAL সিলেক্ট করে দিতে হবে।

মেসেজের মাধ্যমে এসএসসি টেকনিকাল রেজাল্ট দেখার নিয়ম

আপনি মেসেজ অপশনে গিয়ে প্রথমে লিখবেন SSC, এরপর একটি স্পেস দিয়ে আপনি লিখবেন আপনার বোর্ডার নামের প্রথম তিন অক্ষর(TEC), তারপর স্পেস দিয়ে আপনার রোল নাম্বার লাগবে এবং এরপরে স্পেস দিয়ে লিখবেন  আপনার পরীক্ষার সাল।

এবার এই মেসেজটি আপনি পাঠিয়ে দিবেন 16222 নাম্বারে। সাথে সাথে আপনাদেরকে আরেকটি মেসেজের মাধ্যমে আপনাদের রেজাল্ট সম্পর্কে জানিয়ে দেওয়া হবে। এভাবে আপনারা টেকনিক্যাল পরীক্ষার রেজাল্ট মেসেজের মাধ্যমে জানতে পারবেন।

উদাহরণ: SSC TEC 5687436 2023 and send to 16222

একটি স্কুলের সকল পরীক্ষার্থীদের রেজাল্ট দেখার নিয়ম

আপনারা যারা স্টুডেন্ট আছেন তারা তাদের নিজস্ব রেজাল্ট পেলেই যথেষ্ট। সকল স্টুডেন্টের রেজাল্ট আপনাদের প্রয়োজন পড়ে না। কিন্তু একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অথবা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের অবশ্যই জানার প্রয়োজন আছে সেই স্কুলের সর্বমোট পরীক্ষার্থীদের রেজাল্ট কেমন। স্কুলের সকল পরীক্ষার্থীদের রেজাল্ট জানতে পারলে শিক্ষকরা বুঝতে পারেন তাদের প্রতিষ্ঠানের স্টুডেন্টরা কেমন ফলাফল অর্জন করেছে, কারা অধিকতর ভালো ফলাফল করেছে, কারা একটু খারাপ করেছে, তাদের ভালোরেজাল্টের গড় কত ইত্যাদি সম্পর্কে। তো সকল পরীক্ষার্থীদের রেজাল্ট দেখতে হলে আপনাকে নিচের লিংকে ক্লিক করতে হবে লিংকটি হলো: https://eboardresults com/v2/home

এই লিংকে ক্লিক করার সাথে সাথে নিচের ছবির মত একটি পেজ আপনার কাছে চলে আসবে। এরপর খালি বক্সে যা যা তথ্য চাইবে পূর্বের নিয়মের সকল তথ্যগুলো বক্সে বসিয়ে দিবেন। এরপর সর্ব নিচের বক্সে ছবি দেখে "সিকিউরিটি কি" বসিয়ে দিবেন। তারপর একটু চেক করে দেখবেন সবকিছু সঠিক হয়েছে কিনা এবং সঠিক হলে সবচেয়ে নিচে একটি অপশন আছে Get Result, এই অপশনে একটি ক্লিক করে দিবেন। এরপর একটি স্কুলের পূর্ণাঙ্গ ফলাফল আপনার সামনে চলে আসবে। আপনারা স্কুলের সকল শিক্ষার্থীদের রেজাল্ট এখানে দেখতে পাবেন।

এসএসসি রেজাল্ট দেখার নিয়ম

শেষ কথা

প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা আমাদের আজকের আর্টিকেলের মাধ্যমে খুব সহজেই এসএসসি, দাখিল ও টেকনিক্যাল পরীক্ষার রেজাল্ট অনলাইন এবং মেসেজ এর মাধ্যমে দেখার নিয়ম সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পেরেছেন। এরপরেও যদি আপনাদের রেজাল্ট বের করতে কোন সমস্যা হয় তাহলে আপনাদের রোল নাম্বার আমাদের কমেন্ট বক্সে দিয়ে দেবেন। রেজাল্ট প্রকাশিত হওয়ার সাথে সাথে আমরা আপনাদেরকে রেজাল্ট জানিয়ে দিব। তো সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।


আরো জানুন:

সাত কলেজ | ঢাকা অধিভুক্ত সাত কলেজ | সাত কলেজের ওয়েবসাইট





 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন