ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম

 ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম

আসসালামু আলাইকুম। প্রিয় পাঠকগণ, আজকে আমি আপনার সাথে আলোচনা করব আপনারা কিভাবে ওয়াইফাই-এর পাসওয়ার্ড বের করতে পারবেন। 


ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম

ওয়াইফাই কি

ওয়াইফাই হলো একটি ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা। ওয়াইফাই এর পূর্ণ নাম হচ্ছে Wirelesd Fidelity । ওয়াইফাই এর মাধ্যমে ইলেকট্রনিক্স ডিভাইস গুলোতে ইন্টারনেট কানেকশন দেওয়া হয়। ওয়াইফাই তে রেডিও উচ্চ ওয়এবএর উচ্চ ফ্রিকুয়েন্সি ব্যবহার করা হয়। 

Wi-Fi এর মাধ্যমে আমরা আমাদের ডিভাইস গুলোতে ইন্টারনেট কানেকশন পেয়ে ইন্টারনেট সম্পর্কিতো সকল কাজ আমরা করতে পারি। বর্তমানে সারাবিশ্বে ব্যাপকহারে ওয়াইফাই চলছে। মানুষ মোবাইল ডাটা ছেড়ে দিয়ে ওয়াইফাই এর দিকে সবাই ঝুকছে। বাংলাদেশেও ওয়াইফাই ব্যাপক হারে ব্যবহৃত করা হচ্ছে।

অফিস আদালত সহ সকল ধরনের সরকারি প্রতিষ্ঠানে ওয়াইফাই চলছে। বর্তমান বিশ্বে ওয়াইফাই ছাড়া কোন কিছু কল্পনাই করা যায় না। যতই দিন যাচ্ছে ততই ওয়াইফাই এর প্রচলন বেড়েই চলছে।, ওয়াইফাই এর মার্কেট ততই উন্নতির দিকে এগিয়ে চলছে।


ওয়াইফাই এর উপকারিতা

১/ওয়াইফাইয়ের মাধ্যমে তার ছাড়া ইন্টারনেট কানেকশন দেওয়া যায়, ইন্টারনেট এর সকল কাজ করা যায়।

২/ একাধিক ডিভাইসে ইন্টারনেট কানেকশন দেওয়া যায়।

৩/ বিলের পরিমাণ সবচেয়ে অল্প হয়।

৪/ মোবাইল ইন্টারনেটের চাইতে গতি বেশি হয়।

৫/ অফিসে অনেক লোকদেরকে দলবদ্ধ ভাবে কাজ করতে হয়। সেই কাজগুলো করতে ওয়াইফাই সবচাইতে গুরুত্বপূর্ণ।

৬/ ওয়াইফাই এর এমবিপিএস যদি বাড়িয়ে নেন তাহলে আপনি প্রচুর স্প্রিডে অনলাইনে সকল ধরনের কাজ করতে পারবেন।

৭/ একবার ওয়াইফাই নিয়ে আপনি ২৪ ঘন্টা ইন্টারনেট চালাতে পারবেন।


ওয়াইফাই এর অপকারিতা

১/ এক রাউটারে একাধিক ব্যবহারকারী হলে স্প্রিড কমে যায়।

২/ ওয়াইফাই এর পাসওয়ার্ড সঠিকভাবে দিয়ে না রাখলে যে কেউ ওয়াইফাই হ্যাক করে চালাবে।

৩/ ওয়াইফাই এর রেডিয়েশন এর কারণে শরীরের ক্ষতি হয়।

৪/ ওয়াইফাই একটা নির্দিষ্ট রেঞ্জের বেশি দূরত্বে ব্যবহার করা যায় না। কাজেই তখন আপনার মোবাইল ডাটার প্রয়োজন পড়ে।

৫/ ওয়াইফাই এর ফাইবার একবার ক্ষতিগ্রস্ত হলে তা মেরামতে অনেক সময় লাগে। তখন আপনি আর ওয়াইফাই ব্যবহার করতে পারবেন না এবং আপনাকে মোবাইল ডাটা ব্যবহার করতে হবে।


ওয়াইফাই এর বিল

ওয়াইফাই এর বিল এমবিপিএস হিসেবে হয়। আপনি কত এমবিপিএস নিবেন তার ওপর ভিত্তি করে বিল নির্ধারণ করা হয়। যেমন ঢাকাতে ফার্মগেট এলাকায় 

৩ এমবিবিএস ওয়াইফাই এর বিল হচ্ছে ৫০০ টাকা

৫ এমবিবিএস ওয়াইফাই বিল ৭০০ টাকা

১০ এমবিপিএস ওয়াইফাই বিল ১০০০ টাকা

৩০ এমবিপিএস ওয়াইফাই বিল ২০০০ টাকা।

স্থান ভেদে ওয়াইফাই বিল একটু কম বেশি হয়। আবার গ্রামে গঞ্জে কিন্তু ওয়াইফাই এর বিল একটু বেশি হয়। তবে বর্তমানেও গ্রামে গঞ্জে ওয়াইফাই প্রচুর পরিমাণে ছড়াচ্ছে।


ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম

ধাপ-১

আপনাকে এমন কারো একটি মোবাইল হাতে নিতে হবে যার মোবাইলে ওয়াইফাই কানেকশন দেওয়া আছে। এরপর সেই মোবাইলের স্ট্যাটাস বার অপশন গুলো স্ক্রল করে নিচের দিকে নামাবেন। তারপর ওয়াইফাই অপশনটি দেখা যাবে। সেখানে একটি ক্লিক করে দেবেন।

ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম

ধাপ-২

ওয়াইফাই নামটি শো করবে এবং নামের নিচে কানেক্টেড লেখা চলে আসবে। তো ডান পাশে দেখবেন, সেটিংস আমাকে একটি বাটন। সেখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করলে দেখবেন আরো কতগুলো অপশন চলে আসছে এবং ডান পাশে শেয়ার নামক একটি অপশন আছে। সেখানে একটি ক্লিক করে দেবেন।

ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম

ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম

ধাপ-৩

এরপর দেখবেন কিউ-আর-কোড সহ একটি পেজ চলে আসবে। সেই কিউ-আর-কোডের ছবির নিচে ওয়াইফাই পাসওয়ার্ডটি লেখা থাকবে নিচের ছবির মত। এই পাসওয়ার্ড দিয়ে আপনি যেকোনো মোবাইলে একই ওয়াইফাই কানেক্ট দিতে পারবেন।

ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম

শেষ কথা

তো প্রিয় পাঠকগণ, আপনারা খুব সহজেই আমাদের উপরোক্ত আর্টিকেল থেকে ওয়াইফাই এর যাবতীয় তথ্যসহ ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন। ওয়াইফাই সম্পর্কে আরো কিছু জানতে হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। আজকের এই আর্টিকেলটা এখানেই শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।


আরো পড়ুন:

সফটওয়্যার কাকে বলে | সফটওয়্যারের কাজ কি


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন