013 কি সিম | গ্রামীন ই সিম কি || গ্রামীন সিমের দাম কত ২০২৩

013 কি সিম | গ্রামীন ই সিম কি || গ্রামীন সিমের দাম কত ২০২৩


আসসালামু আলাইকুম। প্রিয় পাঠকগণ, আজকে আমি আপনাদের সাথে গ্রামীণ কর্পোরেট সিম কি ও গ্রামীন সিমের দাম কত ইত্যাদি বিষয়ে আলোচনা করব। তো যারা গ্রামীন সিম ব্যবহার করেন অথবা করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই আলোচনা খুবই গুরুত্বপূর্ণ।


013 কি সিম | গ্রামীন ই সিম কি || গ্রামীন সিমের দাম কত ২০২৩

গ্রামীন সিম কত সালে প্রতিষ্ঠিত হয়

গ্রামীন সিম প্রায় সাড়ে চার কোটি মানুষ ব্যবহার করে থাকেন। কিন্তু অনেকেই জানেন না গ্রামীন সিম কত সালে প্রতিষ্ঠা লাভ করে। আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনারা গ্রামীন সিমের প্রতিষ্ঠার সালটি জানতে পারবেন। 

গ্রামীন সিম প্রতিষ্ঠা লাভ করে ১৯৯৭ সালের ২৬ শে মার্চ। ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস, আবার ২৬ শে মার্চ গ্রামীন সিম প্রতিষ্ঠান তারিখ।


013 কি সিম

অনেকের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে, 013 কোন সিমের নাম্বার। তো ০১৩ হচ্ছে গ্রামীন সিমের আরেকটি সিরিয়ালের নাম্বার। গ্রামীন সিমের প্রচুর গ্রাহক এই বাংলার মাটিতে এবং গ্রামীন সিমের খুবই জনপ্রিয়তা রয়েছে। তাই গ্রামীণ কোম্পানি গ্রামীন সিমের আরেকটি সিরিয়ালের নাম্বার বের করেছেন। আপনার যদি এই সিরিয়ালের নাম্বারটি পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই কিনতে পারবেন। তাছাড়া এই সিরিয়ালের নাম্বার কিনলে আপনারা অনেক নিত্য নতুন অফারের সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন। অতএব ভালো অফার পেতে হলে আপনাকে অবশ্যই এই সিরিয়ালের নাম্বার কিনবেন।


গ্রামীন ই সিম কি

গ্রামীণ ই সিম বলতে প্লাস্টিকের কার্ডে যুক্ত সিমের বিকল্পকে বুঝায়। বাংলাদেশ মোবাইল ফোনের অপারেটর ২০২২ সালে এই ই সিমের প্রচলন শুরু করে। আর এই সিমকে আপনি ধরতেও পারবেন না, ছুঁতেও পারবেন না। এই সিমের জন্য একটি কিউ আর কোড থাকে। সেই কোড আপনি স্ক্যান করলেই অটো ভাবে আপনার মোবাইল ফোনে ই সিম চালু হয়ে যাবে।


ই সিমের এর সুবিধা

১/ খুব সহজে আপনি ইন্সটল করতে পারবেন মোবাইল ফোনে,

২/এতে প্লাস্টিকের ব্যবহার খুবই কম পরিমাণে হয়,

৩/সিম কার্ড হারিয়ে যাওয়ার কোন ভয় থাকে না, 

৪/ এই সিম ব্যবহার করা পুরাই নিরাপদ এবং ঝুঁকিবিহীন।


ই সিম কিভাবে এক্টিভেট করতে হয়

১/ আপনাকে আপনার পছন্দ অনুযায়ী একটি নাম্বার বেছে নিতে হবে।

২/ আগের পদ্ধতি অর্থাৎ বায়োমেট্রিক পদ্ধতিতে ভেরিফিকেশন সম্পন্ন করবেন।

৩/ আপনার মোবাইলে অবশ্যই ইন্টারনেট কানেকশন দিবেন,

৪/ সিম এর কিউআর কোডটি স্ক্যান করবেন।

৫/ এরপর আপনার ফোনে যা যা অপশন চাইবে সেগুলো পূরণ করে ধাপে ধাপে অগ্রসর হয়ে পুরা প্রক্রিয়াটি সুসম্পন্ন করুন।

৬/ ব্যাস, আপনার মোবাইল ফোনে আপনার ই সিম টি চালু হয়ে গেল।


গ্রামীণফোন কর্পোরেট সিম

কর্পোরেট বা ব্যবসা বা প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানের সকল কাজ সহজ করার জন্য প্রত্যেকটা সিম কোম্পানি যেই সিমের ব্যবস্থা চালু করে থাকে তাকে বলে কর্পোরেট সিম। ঠিক তেমনি গ্রামীণ ফোনেরও কর্পোরেট সিম আছে। আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন, আপনাকে যদি প্রচুর পরিমাণে কথাবার্তা বলতে হয় মোবাইল ফোনে, তাহলে আপনি এই কর্পোরেট সিম ব্যবহার করতে পারেন। 

কর্পোরেট সিমের আলাদা সুযোগ-সুবিধা রয়েছে। এই সিমে  আপনি প্রতিনিয়ত টাকা ভরার কোনো প্রয়োজন নেই। আপনি প্রতি মাসে মাসে বিল পেমেন্ট করতে পারবেন এই সিমে। একবার একটা নির্দিষ্ট পরিমাণ বিল পেমেন্ট করে আপনি ভরপুর কথা বলতে পারবেন। এই সিমে নিত্য নতুন বিভিন্ন অফার রয়েছে। আপনার যদি কর্পোরেট সিম থাকে তাহলে আপনি এই সিমের অফার গুলো উপভোগ করতে পারবেন।

আপনার ব্যবসায়িক কাজের সুবিধার জন্য অবশ্যই আপনি কর্পোরেট সিম ব্যবহার করুন। এতে আপনার প্রাতিষ্ঠানিক বা ব্যবসায়িক কাজকর্ম আরো সহজ হয়ে যাবে।


013 কি সিম | গ্রামীন ই সিম কি || গ্রামীন সিমের দাম কত ২০২৩

গ্রামীন সিমের দাম কত ২০২৩

জিপি, গ্রামীনফোন, গ্রামীন সিম একই অপারেটর এর নাম। আপনি যদি একজন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে জানতে হবে গ্রামীণ সিমের নতুন দাম কত। আপনি যদি দাম অগ্রিম জানতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই সেই পরিমাণ টাকা নিয়ে সিম কিনে আনতে পারবেন। আমার গ্রামীন সিমের বিভিন্ন বিক্রেতাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় সিম বিক্রি করতে দেখবেন। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে বিভিন্ন অফারের মাধ্যমে সিম বিক্রি করা হয়। 

আপনি যে কোন সিমের দোকানে গেলে ২৫০ টাকার বিনিময়ে গ্রামীন সিম কিনতে পারবেন। এটা একটা নির্দিষ্ট পরিমাণ রেট। কিন্তু প্রায় ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন অফার মূল্যে গ্রামীন সিম বিক্রয় করা হচ্ছে।

অনেক সময় ফ্রিতে গ্রামীন সিম বিক্রি করা হয় এবং রিচার্জ করার একটু শর্ত উল্লেখ করা থাকে। যেমন: গ্রামীন সিম ফ্রিতে কিনতে পারবে কাস্টমাররা, কিন্তু ৫৫ টাকা বা ৬০ টাকা রিচার্জ করতে হবে। এইজন্য শর্ত উল্লেখ করা থাকে।

আবার অনেক সময় দেখা যায় ১০ টাকা বা বিশ টাকা বা ত্রিশ টাকার বিনিময়ে সিম বিক্রি করা হয়ে থাকে। শুধুমাত্র সেই সিমে একটি নির্দিষ্ট পরিমাণ রিচার্জ করে নিতে হবে।


শেষ কথা

প্রিয় পাঠক বন্ধুগণ, আমাদের আজকের আলোচনার মাধ্যমে আপনারা খুব সহজে গ্রামীন সিম সম্পর্কে অনেক তথ্য জানতে পেরেছেন। আপনাদের আরো কোন তথ্য জানতে হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন।


আরো পড়ুন

গ্রামীন সিমের কিছু গুরুত্বপূর্ণ কোড গুলো জেনে নিন 



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন