পাসপোর্ট ছবির সাইজ | পাসপোর্ট ছবি তোলার নিয়ম

পাসপোর্ট ছবির সাইজ | পাসপোর্ট ছবি তোলার নিয়ম

আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদের সাথে পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আলোচনা করব।

পাসপোর্ট ছবির সাইজ | পাসপোর্ট ছবি তোলার নিয়ম

পাসপোর্ট ছবি

পাসপোর্ট সাইজ ছবি সম্পর্কে আমরা অনেকেই জানি। আজকাল প্রতিনিয়ত বিভিন্ন কাজের ক্ষেত্রে চাকরি-বাকরি বা বিদেশ গমন অথবা ব্যবসার ক্ষেত্রে পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন পড়ে।

বাড়ি ভাড়া, বাড়ির কাগজপত্র তৈরি করা, বাড়ি বিক্রয় সহ যে কোন যানবাহন ক্রয়-বিক্রয় ইত্যাদি ক্ষেত্রে পাসপোর্ট সাইজের ছবি খুবই প্রয়োজন।

এছাড়া স্কুল-কলেজ ও ইউনিভার্সিটিতে ভর্তি ইত্যাদি ক্ষেত্রে পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন পড়ে। 

শুধু আমাদের দেশে একা নয়। বিশ্বের যে কোন দেশে পাসপোর্ট সাইজের প্রয়োজন পড়ে বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে।


পাসপোর্ট ছবির সাইজ

সব দেশেই পাসপোর্ট সাইজের একটি নির্দিষ্ট মাপ আছে। ঠিক তেমনি বাংলাদেশেও পাসপোর্ট সাইজের ছবির একটি নির্দিষ্ট সাইজ আছে। এক দেশের ছবির সাথে আরেক দেশের ছবির সাইজ কখনো মিলেনা। সাইজে অবশ্যই পার্থক্য হয়।


Bangladesh পাসপোর্ট ছবি

বাংলাদেশের পাসপোর্ট সাইজের ছবির একটি নির্দিষ্ট সাইজ রয়েছে। সেই সাইজটি হলো ওয়াইড: ১.৫ ইঞ্চি এবং হাইড হলো ১.৯ ইঞ্চি। রেজুলেশন থাকবে সব সময় ৩০০।

এই প্রথম রেজুলেশন টি হলো সাধারণ মানের পাসপোর্ট সাইজের ছবি। এই সাইজটি সাধারণত পাসপোর্ট ছবি হিসেবে সর্বক্ষেত্র ব্যবহৃত হয়।

তবে ভিসা বা আবেদনের ক্ষেত্রে পাসপোর্ট সাইজের ছবির সাইজ ভিন্ন। সেই সাইজটি হবে হাইড- ২ ইঞ্চি এবং ওয়াইড- ২ ইঞ্চি। 

এই ছবিগুলো আপনি ভিসা বা আবেদনের ক্ষেত্রে নিশ্চিন্তায় ব্যবহার করতে পারেন।

পাসপোর্ট ছবি তোলার নিয়ম

পাসপোর্ট ছবি তোলার নিয়ম সম্পর্কে অবশ্যই আপনাকে জানতে হবে। তাহলে আপনি ঘরে বসে আপনার নিজের পাসপোর্ট সাইজের ছবি তুলতে পারবেন। আগের আমলে মানুষ স্টুডিওতে গিয়ে পাসপোর্ট সাইজের ছবি তুলত। বর্তমানে স্টুডিওতে যাওয়ার পরিমাণ খুবই কমে গেছে। আজকাল মানুষজন ঘরে বসেই মোবাইল ফোন দিয়ে নিজের পাসপোর্ট ছবি তৈরি করে ফেলে। 

পাসপোর্ট সাইজের ছবি তোলার জন্য আপনার নিজের মোবাইল ফোন ব্যবহার করতে পারেন। এরপর নিজের একটি ছবি তুলতে পারেন। তারপর ছবিটি বিভিন্ন ওয়েবসাইট বা সফটওয়্যার দিয়ে কেটে একটি নির্দিষ্ট সাইজ দিতে পারেন পাসপোর্ট এর। তারপর সেটার কালার গাঢ়ো বা হালকা করে দিতে পারেন।

আপনি চাইলে আপনার পাসপোর্ট সাইজের ছবিতে বিভিন্ন ড্রেস বা কোর্ট বসাতে পারেন। ছবিতে দাঁড়িয়ে থাকলে সেটাও আপনি ক্লিন করে নিতে পারেন। ছবির চারপাশে আপনি চাইলে বর্ডার ও দিতে পারবেন।

এরপর ছবিটি মোবাইল ফোনে পিডিএফ অথবা jpg আকারে সেভ করে নিন। তারপর যেকোন কম্পিউটার দোকানে গিয়ে প্রিন্ট করে নিন।

কম্পিউটারের দোকানে প্রিন্টার থাকবে। সেই প্রিন্টারের মাধ্যমে আপনার ছবিটি পাসপোর্ট এর সাইজে প্রিন্ট হয়ে বেরিয়ে আসবে। কাগজের মধ্যে প্রতি সিরিয়ালের চারটা করে ছবি থাকবে। আপনি চাইলে চারটা ছবি প্রিন্ট করে নিতে পারেন অথবা আরো বেশি ছবি প্রিন্ট করে নিতে পারেন আপনার মন মত।

আবার আপনি কম্পিউটার দিয়ে পাসপোর্ট সাইজের ছবি বানাতে পারেন। কম্পিউটার দিয়ে ছবির কাজ করার জন্য সবচাইতে উত্তম সফটওয়্যার হল ফটোশপ। ফটোশপ সফটওয়্যার ছবির কাজের জন্য ব্যাপকভাবে জনপ্রিয়। ছবি ক্যামেরা দিয়ে তুলে অথবা মোবাইল ফোন দিয়ে তুলে সেটা কম্পিউটারে দিবেন। তারপর কম্পিউটারে ছবির একটি পাসপোর্ট সাইজ দিবেন। ছবির পিছনে কোন ব্যাকগ্রাউন্ড থাকলে সেগুলো কেটে নিবেন। ছবির কালার গাঢ়ো বা হালকা করে নিবেন। ছবিটিকে ফর্সা বা কালো করে নিতে পারেন আপনার প্রয়োজন মত। 

এরপর সব কিছু সম্পন্ন কমপ্লিট হয়ে গেলে ছবিটিকে একটি  A4 সাইজের কাগজে সফটওয়্যার এর মধ্যে সাজিয়ে নিতে পারেন সিরিয়াল আকারে। তারপর প্রিন্ট অপশনে ক্লিক করে আপনি ছবিটিকে প্রিন্ট করে নিতে পারেন। অবশ্যই প্রিন্টার মেশিনে কাগজ দিয়ে দিবেন এবং প্রিন্টার মেশিনে কালি থাকতে হবে। প্রিন্টার মেশিনটি আপনার কম্পিউটারের সাথে কানেক্ট থাকতে হবে।

শেষ কথা:

প্রিয় বন্ধুগণ আপনারা খুব সহজেই পাসপোর্ট সাইজ এর ছবি সম্পর্কে ধারণা অর্জন করতে পেরেছেন। পাসপোর্ট সাইজের ছবি সম্পর্কে কারো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টে প্রশ্ন করবেন। আজকের জন্য এখানেই শেষ করলাম। সবার সুস্থতা ও মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম।


আরো পড়ুন

অনলাইনে ট্রেনের টিকেট কিভাবে কাটবেন

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন