মোবাইল ফোনের ইতিহাস | মোবাইল ফোনের সুবিধা ও অসুবিধা
আসসালামু আলাইকুম। প্রিয় পাঠকগণ, আপনারা সকলে কেমন আছেন। আজকের আর্টিকেলটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকে আমি মোবাইল ফোন নিয়ে বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করব। চলুন শুরু করি।
প্রথমেই আমাদেরকে বলতে হবে, মোবাইল ফোন হলো আমাদের জীবনের একটা অংশ। এই মোবাইল ফোন ছাড়া আমরা কখনো চলতে পারি না। আমাদের দুজন যদি জীবন মোবাইল ফোন ব্যতীত অচল।
মোবাইল ফোনের ইতিহাস
প্রায় তিন দশক আগের থেকে মোবাইল ফোন যাত্রা শুরু করেছে। মোবাইল ফোন আবিষ্কৃত হয় ১৯৭৩ সালে এবং আবিষ্কার করেন মার্টিন কুপার। তাকে মোবাইল ফোনের জনক ও বলা হয়। আবিষ্কৃত মোবাইল ফোন গুলো দিয়ে প্রথমে শুধু কথা বলা যেত। এগুলা ছিল ওজনে ভারী এবং সাইজে বেশ বড়। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে মোবাইল ফোনের সাইজ ছোট হয়ে এসেছে এবং হালকা হয়েছে। কিন্তু এর সুযোগ সুবিধা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আমরা বর্তমানে যেসব ফোন ব্যবহার করছি এগুলা সব হচ্ছে ডিজিটাল যুগের মোবাইল ফোন। বর্তমান যুগের এই মোবাইল ফোন দিয়ে আমরা ছবি তোলা, গান শোনা, কথা বলা, বিদেশের কোন আত্মীয়ের সাথে ভিডিও কলে কথা বলা, অনলাইনে গেমস খেলা সহ যাবতীয় সকল কার্যক্রম করে থাকি। এক কথায় মোবাইল ফোনের মাধ্যমে আমরা বিশ্বকে হাতের মুঠোয় নিয়ে আসতে পেরেছি।
মোবাইল ফোনের ব্যবহার
কথা বলা: মোবাইল ফোন দিয়ে আমরা দেশ-বিদেশে ভিডিও বা অডিও কলে কথা বলতে পারি। এছাড়া বাংলাদেশের ভিতরে আমরা নাম্বারে কথা বলতে পারি।
তথ্য: মোবাইল ফোনের মাধ্যমে আমরা যে কোন তথ্য খুব সহজে খুঁজে পেতে পারি। মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে আমরা বিশ্বের সকল তথ্য আমাদের মোবাইল ফোন নিয়ে আসতে পারি।
বিনোদন: মোবাইল ফোনের মাধ্যমে আমরা গান শোনা, ছবি দেখা সহ যাবতীয় সকল বিনোদনের কাজ করতে পারি।
কাজ: আমাদের মধ্যে অনেকেই আছে যারা মোবাইল ফোন দিয়ে ফ্রিল্যান্সিং করে বা ইউটিউবিং করে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে।
পড়াশোনা: মোবাইল ফোন দিয়ে আমরা পড়াশোনার যাবতীয় সকল কাজ করতে পারি। যেমন অনলাইনে ক্লাস করা, ভিডিও কলে বন্ধুবান্ধব ও শিক্ষকদের কাছ থেকে পড়াশোনা সম্পর্কিত পরামর্শ নেওয়া, মোবাইল ফোন থেকে বিভিন্ন বইয়ের পিডিএফ ডাউনলোড করে পড়াশোনা করা সহ যাবতীয় সকল পড়াশোনার কাজ আমরা মোবাইলে করতে পারি।
মোবাইল ফোনের সুবিধা ও অসুবিধা
মোবাইল ফোনের সুবিধা এবং অসুবিধা দুটি আছে। আমরা যদি মোবাইল ফোনটি ভালো কাজে ব্যবহার করি তাহলে সুবিধা পাব এবং খারাপ কাজে ব্যবহার করলে তা আমাদের অসুবিধা করবে। তো আমাদেরকে চেষ্টা করতে হবে সব সময় মোবাইল ফোনটি যাতে আমরা ভালো কাজে ব্যবহার করতে পারি।
মোবাইল ফোনের সুবিধা
* বিনোদনের মাধ্যম হিসেবে কাজ করে।
* পড়াশোনার কাজে ব্যাপকভাবে সহায়তা প্রদান করে ।
* হিসাব ও লেনদেনের কাজে সহায়তা করে।
* আমাদের যে কোন কাজকে সহজ করে তোলে এবং যোগাযোগকে সহজ করে তোলে।
* শিক্ষা দীক্ষায় এবং অফিসিয়ালি ক্ষেত্রে বর্তমানে একটি শক্তিশালী মাধ্যম।
মোবাইল ফোনের অসুবিধা
* অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার স্বাস্থ্য ও চোখের জন্য ক্ষতিকর।
* মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহার করার ফলে মানুষের কাজকর্ম নষ্ট হয়।
* ছোটরা মোবাইল ফোন ব্যবহার করার মাধ্যমে তাদের পড়াশোনার ক্ষতি করছে।
* মোবাইল ফোন ব্যবহার করার কারনে মানুষের সামাজিক যোগাযোগ কমে যাচ্ছে।
* মোবাইলে বাচ্চারা গেমস খেলে তাদের মূল্যবান সময় নষ্ট করছে এবং পড়াশোনায় অমনোযোগী হচ্ছে।
উপসংহার
প্রিয় পাঠকগণ, আমাদের উপরোক্ত আর্টিকেল থেকে আপনারা মোবাইল ফোন সম্পর্কে যাবতীয় তথ্য জেনেছেন। আপনাদের আর কোন তথ্য জানার প্রয়োজন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর্টিকেলটি ভালো লাগলে বন্ধুত্বের মাঝে শেয়ার করবেন। আজকের জন্য এই পর্যন্তই। পরবর্তীতে ফিরে আসবো নতুন কোন আর্টিকেল নিয়ে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।