জিপি স্কিটো ( Skitto) সিম কি, স্কিটো সিমের সকল কোড

আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমার আলোচনার মূল বিষয়বস্তু হলো জিপি স্কিটো(Skitti) সিম কি এবং জিপি স্কিটো সিমের সকল কোড। চলুন আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু করা যাক। 

জিপি স্কিটো ( Skitto) সিম কি

আমরা যারা সিম ব্যবহার করে থাকি,  তারা সবাই কম-বেশি করে জিপি স্কিটো সিম সম্পর্কে জানি। বিশেষ করে যারা আমরা ইন্টারনেট ব্যবহার করি তারা আরো ভালো করে জানি জিপি স্কিটো সিম কি। 

জিপি স্কিটো হচ্ছে গ্রামীণফোনের আলাদা একটি স্পেশাল প্যাকেজের নাম। এটি একটি প্যাকেজ হলেও অন্যান্য সিমের মতই সকল ধরনের সার্ভিস দিয়ে থাকে। তবে অন্যান্য সিমের তুলনায় এই সিমের সার্ভিসটা একটু স্পেশাল হয়। এই স্কিটো সিম ইন্টারনেট সিম নামে পরিচিত। এই  সিমের কোন সমস্যা হলে আপনি গ্রামীণফোনের থেকে কোন হেল্প পাবেন না। কারণ এই সিমের জন্য আলাদা হেল্প লাইনের ব্যবস্থা করা রয়েছে। সেখানেই আপনাকে কল দিতে হবে। এই স্কিটো সিম বিশেষ করে ইন্টারনেট সুবিধা টা একটু অধিক পরিমাণে দিয়ে থাকে। এই সিমের মাধ্যমে আপনি কম টাকায় অধিক পরিমাণে ইন্টারনেট কিনতে পারবেন এবং নিত্য নতুন আকর্ষণীয় প্যাকেজ পেয়ে থাকবেন। আপনি সারা দেশের আনাচে-কানাচে গ্রামীন সেন্টারের অফিস থেকে   অল্প টাকায় সিম কিনতে পারবেন অধিক পরিমাণে আকর্ষণীয় প্যাকেজের অফার সহ।

স্কিটো সিমের নাম্বার কেমন 

স্কিটো সিম হচ্ছে গ্রামীন কোম্পানির একটি সিম। সাধারণত গ্রামীন সিমের সকল নাম্বার শুরু হয় ০১৭ দিয়ে। কিন্তু স্কিটো সিমের নাম্বার শুরু হয়েছে ০১৩ দিয়ে। প্রথম তিনটি নাম্বার একই রকম থাকবে যেমন ০১৩, তারপর সকল নাম্বারগুলো বিভিন্ন সিম হিসেবে বিভিন্ন রকম হয়ে থাকবে।

স্কিটো সিমের দাম 

স্কিটো সিম গ্রামীনফোনের যে কোন সেন্টারে গেলেই আপনি কিনতে পাবেন। এছাড়া যে কোন সিমের দোকানে গেল আপনি স্কিটো সিম পেতে পারেন। তাছাড়া বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করে স্কিটো সিম বিক্রি করা হয়, সেখান থেকে আপনি স্কিটো সিম কিনতে পারবেন। স্কিটো সিমের দাম সাধারণত ১২০ টাকা হয়ে থাকে। তবে প্রায় ক্ষেত্রে আপনাকে ১৫০ থেকে ২০০ টাকা দিয়েও কিনতে হতে পারে। তবে সাধারণত সিমের দাম ১২০ টাকার বেশি হওয়ার কথা নয়। আর এই ১২০ টাকা দিয়ে কিনলেও আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় প্যাকেজ সহ একটি স্কিটো সিম।

স্কিটো সিমের অফার

স্কিটো সিমের নিত্য নতুন আকর্ষণীয় অফার রয়েছে। আকর্ষণীয় অফার গুলো জানতে হলে আপনারা এখানে ক্লিক করুন।

স্কিটো সিমের সকল কোড


স্কিটো সিমের সকল কোড 

স্কিটো (Skitto) সিমের কোড গুলো জেনে রাখা আপনার জন্য খুবই প্রয়োজনীয়। কোড জানতে পারলে আপনি স্কিটো সিমের সকল সার্ভিস ঝটপট ব্যবহার করতে পারবেন। নিচে স্কিটো সিমের সকল কোড সম্পর্কে বিস্তারিতভাবে তুলে ধরা হলো: 

✓ স্কিটো সিমের হেল্প লাইন নম্বর: ১২১

✓ স্কিটো সিমের নাম্বার দেখার কোড: *২#

✓ স্কিটো সিমের মিনিট চেক করার কোড: *১২১*১*২#

✓ স্কিটো সিমের এসএমএস চেক করার কোড: *১২১*১*৪#

✓ স্কিটো সিমের ব্যালেন্স দেখার কোড: *১২১*১*১#

✓ স্কিটো সিমের ইন্টারনেট ব্যালেন্স দেখার কোড: *১২১*১*৪#


স্কিটো সিমের সুবিধা ও অসুবিধা 

স্কিটো সিমের সুবিধা 

প্রথমত এই Skitto সিমের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। আপনারা এই সিমের মাধ্যমে স্বল্প টাকায় আকর্ষণীয় মিনিট এবং ইন্টারনেট অফার কিনতে পারবেন। বিশেষ করে এই সিমের ইন্টারনেট সুবিধা সবচাইতে বেশি। এই সিমের নেটওয়ার্কও ভালো থাকে। স্টিটো সিম এ কিছু প্রোমো ডিলস প্যাকেজ রয়েছে। জাগরণ মুল্য খুবই কম। এছাড়া অন্য যেসব প্যাকেজ রয়েছে সেগুলো মূল্য সাধারণ সিমের প্যাকেজ এর মতই। তাছাড়া স্ট্যাটাসের নতুন নতুন যত অফার যোগ হয়েছে সবগুলোই কম রেটে অধিক সুযোগ সুবিধার অফার। 

তাছাড়া স্ট্যাটাস সিমে আপনি কম রেটে কথা বলতে পারবেন যেমন প্রতি মিনিটে ৫০ পয়সা সকল প্রকার  ট্যাক্স সহ, তাও আবার এক সেকেন্ড পালস। 

স্কিটো সিমের অসুবিধা 

স্কিটো সিমের অসুবিধা বলতে এই সিম  সকল জায়গায় খুঁজে পাবেন না। শুধু গ্রামীণফোণের সেন্টারে গেলে এই সিম গুলো খুঁজে পাবেন। আবার মাঝে মাঝে সিমের দোকানগুলো তো পেতে পারেন, হঠাৎ করে আপনার চোখের নজরে পরবে স্কিটো সিম ক্যাম্পেইন করে বিক্রি করা হচ্ছে। ভাগ্য ভালো হলে সেখান থেকেও কিনতে পারেন। আবার স্কিটো সিমের দাম অন্যান্য সিমের তুলনায় একটু বেশি যেমন ১২০ টাকা। তবে কোন কোন জায়গায় আপনাকে দেড়শ থেকে ২০০ টাকার মধ্যে কিনে আনতে হবে। 

স্কিটো সিমের রিচার্জ নিয়ে আপনাকে ঝামেলা পোহাতে হতে পারে। এই সিমের রিচার্জ একটু বিকল্প প্রক্রিয়ায় করতে হয়। এছাড়াও এই সিমে ইন্টারনেট ব্রাউজিং এ কিছু সমস্যা আছে।  আপনাকে বিকাশ,  নগদ বা রকেট থেকে একটা বিশেষ প্রক্রিয়ায় এই সিমের রিচার্জ করতে হবে।

শেষ কথা 

প্রিয় পাঠক বন্ধুগণ, আপনারা আমাদের এই আর্টিকেল থেকে স্কিটো সিম সম্পর্কে অনেক কিছু জানতে পারলেন। যদি আরো কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই আমাদেরকে বিষয়টি সম্পর্কে অবহিত করবেন। আজকের আর্টিকেলটি এখানে শেষ করে আমরা আজকের মত বিদায় নিলাম। সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন